নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়ি এবং লেখি

সৃষ্টিশীল আলিম

ক্ষুদে সাহিত্যিক, সৃষ্টির নেশায় উন্মুখ

সৃষ্টিশীল আলিম › বিস্তারিত পোস্টঃ

মুনশি বচন :: পর্ব : ৪

১০ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৩০



ছবি কৃতজ্ঞতা : গুগল

 উকিলরা পেশাগতভাবে মিথ্যুক!
 ছেলেরা যৌবনের শুরুতে প্রেম করার জন্য মারিয়া হয়ে ওঠে; তবে নিজের বোনকে সবসময় এসব থেকে দূরে রাখার চেষ্টা করে। ঐ যে-শিশুদের নাগালের বাইরে রাখুন!
 পুরুষের তুলনায় নারীরা বেশি প্রশংসাপ্রিয়।
 বাংলাদেশের রাজনীতি এখন আর মেধাবীদের দখলে নেই, সুবিধাবাদী ব্যবসায়ীদের দখলে!
 পুরুষ কখনোই সুন্দর মন চায় না, সুন্দর শরীর চায়!
 কান্না হলো নারীর দাবি আদায়ের বড়ো অস্ত্র!
 নারী সুন্দর করে হেসে কথা বললেই পুরুষরা সুযোগ খোঁজে!
 বেশি প্রচার-প্রসার কিংবা বিজ্ঞাপনের চিন্তা করলেই বুঝতে হবে সেই লেখক ফুরিয়ে যাচ্ছেন।
 নারীদের খিটখিটে মেজাজই তাদের সংসার ভাঙার জন্য দায়ী!
 যে নারীরা টাকার পাগল তাদের কাছে পুরুষের চেহারার গুরুত্ব তেমন একটা নেই!
 ভিখারির প্রধান সম্পদ ছেঁড়া পোশাক এবং কণ্ঠ!
 মামলা সব সময় আতঙ্ক এবং ঘৃণার বিষয় হলেও বর্তমান রাজনৈতিক মামলাগুলো উল্টো অর্থই ধারণ করেছে। --
 দেশে নারী নির্যতনের আইন থাকলেও পুরুষ নির্যাতনের আইন নেই!
 বেশিরভাগ শিক্ষকই পাঠবইয়ের বাইরে পড়াশোনা করতে অনাগ্রহী। এরা কেবল চাকরি করে শিক্ষকতা নয়!
 চাকুরিজীবী নারীরা কদাচিৎ পুরুষের নিয়ন্ত্রণে থাকে!
 টাকার বিকল্প হিসেবে ‘বিনয়’ স্থান পেতে পারে। কেননা, বিনয় দিয়েও অনেক কাঠিন্যকে জয় করা যায়!
 প্রেম করার মুহূর্তগুলোতে পুরুষরা টাকার হিসেবনিকেশ করে না! করলেও তা বিনিয়োগ হিসেবে মনে করে!
 সাহিত্যের গঠনমূলক সমালোচনাকেও আজকাল বাঁকা চোখে দেখা হয়; আর সরকারের সমালোচনা তো করাই যায় না!
 সরকারের আদর্শও পরিবেশ পরিস্থিতির ওপর নির্ভর করে। ক্ষমতা টিকিয়ে রাখতে আদর্শকে জলাঞ্জলি দিতে কোনো সরকারেরই রুচিতে বাধে না!
 গলাবাজি করা বা গোষ্ঠীকেন্দ্রিক সাহিত্যিক সমকালের আস্তাকুঁড়েই পড়ে থাকে, মহাকালে ঠাঁয় হয় না!
 কোনো কাব্যের একটি কবিতা জনপ্রিয় হলে সে কাব্যটিও পরবর্তীতে আলোচনায় ওঠে আসে।
 অর্থকষ্টে পড়ে বহু প্রতিভাই অকালে ঝরে যায়।
 যুবতী নারীদের হাসি বুড়াদের মধ্যেও মাদকতার মতো কাজ করে!
 ধর্ম নিয়ে পুরুষ যতটুকু আগ্রহী নারী ততটুকু নয়!
 বেশি কথা বলা নারীদের পুরুষ কম পছন্দ করে।

মুনশি আলিম
জাফলং, সিলেট
ই-মেইল : [email protected],


মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১০ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:২৫

অতঃপর হৃদয় বলেছেন: আপনার লেখা???

১১ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:৩৮

সৃষ্টিশীল আলিম বলেছেন: প্রশ্নবোধক চিহ্ন একটা দিলেই তো বুঝতাম! বেশি দেওয়ার যেমন নিয়মও নেই তেমনি বিশেষ অর্থও বহন করে না।


জি আমার লেখা।

ধন্যবাদ।

২| ১১ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:০৩

ধ্রুবক আলো বলেছেন: কথা গুলো ভালো লাগলো, তবে বেশির ভাগ কথাই জানা।
অভিনন্দন

১১ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:৩৮

সৃষ্টিশীল আলিম বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.