নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়ি এবং লেখি

সৃষ্টিশীল আলিম

ক্ষুদে সাহিত্যিক, সৃষ্টির নেশায় উন্মুখ

সৃষ্টিশীল আলিম › বিস্তারিত পোস্টঃ

মুনশি বচন :: পর্ব : ৬

১২ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:৩৫




ছবি কৃতজ্ঞতা : গুগল


 পৃথিবীর সবচেয়ে পচনশীল জিনিস হলো পত্রিকা। পড়া শেষে হলেই আর মূল্যায়ন থাকে না-অনেকটা টিস্যুর মতো!

 সমালোচনা করার আগে সমালোচনার ভাষা জানতে হয়। যেভাবে খেলার আগে নিয়মকানুন জানতে হয়।

 ডাক্তার ভিজিটের মতোই এখন পুস্তক বিক্রেতারা শুরু করেছেন শিক্ষক ভিজিট!

 প্রেমিকা খুশি হয় উপহারে আর প্রেমিক খুশি হয় প্রেমিকার শরীর স্পর্শে!

 বাংলাদেশে সালাম প্রথা এখন আর সওয়াবের উদ্দেশ্যে নয়, বড়োদের সম্মান জানানোর উদ্দেশ্যে ব্যবহৃত হয়।

 বাংলাদেশের রাজনীতি কাগজকলমে গণতন্ত্র হলেও মূলত একনায়কতন্ত্র!

 যেভাবে জ্ঞান এবং প্রজ্ঞা এক নয় ঠিক সেভাবেই প্রুফ রিডিং এবং এডিটিং একই বিষয় নয়।

 সব সরকারই সমালোচনার শিকার হলে নতুন ঘটনা সৃষ্টি করে-যাতে নিজেদের অপকর্ম অন্য ঘটনার আড়ালে চাপা পড়ে!

 আধুনিক যুগে বসবাসরত সকলেই আধুনিক নয়।

 আধুনিকতা কেবল বাইরের বিষয় নয়, ভেতরেরও বিষয়।

 অপরের সাথে নিজকর্ম প্রতিনিয়ত যাচাইয়ের মাধ্যমেই একজন লেখক নিজেকে সমৃদ্ধ করতে পারে।

 উন্নয়নের রাজনীতি কাগুজে কথাবার্তা, মূল কথা হলো ক্ষমতা কুক্ষিগত করা।

 নব্য লেখকরা নিজের লেখা প্রকাশে যতটুকু আগ্রহী তার এক তৃতীয়াংশও শুদ্ধ ভাষা শিখতে আগ্রহী নয়।

 ফেসবুক প্রতিনিয়ত যা দেয় তার চেয়ে বেশি আমাদের থেকে নেয়।

 মাদকের মতো ফেসবুকও একধরনের নেশা!

 সিনিয়ররা সব সময় আশা করে জুনিয়ররা তাদের সালাম করুক।

 প্রেমিকার জন্য অসংখ্য টাকা খরচ হলেও ভিক্ষুকের জন্য দুটি টাকা ব্যয় করা কষ্টসাধ্য!

 ফেসবুক আমাদের জীবনের অনেক মূল্যবান সময়ই কেড়ে নেয়, যা পূরণ হবার নয়।

 উচ্চপদবিধারীরা যেমন অহমিকায় তন্দ্রাচ্ছন্ন তেমনি খ্যাতিমান সাহিত্যিকরাও!

 ড্রেনের দুর্গন্ধ যেমন লুকানো যায় না তেমনি আহমিকাবোধও।

 খ্যাতিমানরা সর্বদা নবীনের কাছ থেকে প্রশংসা আশা করে, সমালোচনা নয়!

 এমপি-মন্ত্রীবর্গ যেমন প্রধানমন্ত্রীকে সর্বদা তৈলে তৈলাক্ত রাখার চেষ্টা করেন তেমনি সাহিত্য সম্পাদকদের করেন গোষ্ঠীবদ্ধ লেখকেরা!

 পুরুষরা নারীর বীরত্ব পছন্দ করে না, পছন্দ করে কমনীয়তা।

 দাম্পত্যে ছাড় দেওয়ার প্রবণতা যত বেশি হবে সম্পর্কও তত মজবুত হবে।

 দশককেন্দ্রিক সাহিত্যিকরা দশকের বৃত্তেই মৃগী রোগীর মতো ঘুরপাক খেতে থাকে। দশকের মৃত্যু হলে সে সাহিত্যিকেরও মৃত্যু ঘটে!

 পুরুষ খুশি হয় টাকায় আর নারী উপহারসামগ্রীতে।

 আমরা কেউই নিজের সমালোচনা করি না, আবার অন্য কেউ করলেও মেনে নিতে পারি না!

 নিজ ধর্মের বা দলের কোনো ঘটনায় মানুষ যতটুকু আগ্রহবোধ করে অন্যধর্মের ঘটনায় ততটুকু করে না।

 শহরের মানুষ থেকে গ্রামের মানুষেরা বেশি আন্তরিক তবে বিচারিক ক্ষেত্রে বেশি কুটিল!

মুনশি আলিম
জাফল, সিলেট
[email protected],

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১২ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:৪১

মোস্তফা সোহেল বলেছেন: আপনার মুনসী বচন অনেক ভাল লাগল।

১২ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৪৪

সৃষ্টিশীল আলিম বলেছেন: ভালোবাসা ও শুভকামনা।

২| ১২ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:৪৭

ঢাকাবাসী বলেছেন: সবগুলো সঠিক নাও হতে পারে। তবে ভাল লাগল।

১২ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৪৭

সৃষ্টিশীল আলিম বলেছেন: বৈজ্ঞানিক সত্যও চির সত্য নয়, আর আমার এগুলো তো অভিজ্ঞতা আর পর্যবেক্ষণের ফসল!


পঠন পাঠনের জন্য ধন্যবাদ ও ভালোবাসা।

৩| ১২ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:৫৪

অতঃপর হৃদয় বলেছেন: ছবিটা কিন্তু অনেক সুন্দর :) :) :)

১২ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৫৪

সৃষ্টিশীল আলিম বলেছেন: বেশি নজর দিয়েন না! ;) তাহলে রাত্রে কিন্তু ঠিকই বিছানায় চলে যাবে!


:) :P


ধন্যবাদ ভাইজান।

৪| ১২ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:৫৬

বনসাই বলেছেন: গুগল থেকে এ কাকে নামালেন? প্রিয়াংকা চোপড়া কি?

মুনসী বচন চলছে ভালো; চলতে থাকুক।

১২ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৪৮

সৃষ্টিশীল আলিম বলেছেন: বেশি নজর দিয়েন না। তাহলে রাত্রে স্বপ্নের ঘরে উপস্থিত হতে পারে!


সাবধান! :P


ভালোবাসা জানবেন।

৫| ১২ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৫০

করুণাধারা বলেছেন:
 ডাক্তার ভিজিটের মতোই এখন পুস্তক বিক্রেতারা শুরু করেছেন শিক্ষক ভিজিট!

বুঝলাম না।

বাকিগুলো।ভাল।+

১২ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৪৫

সৃষ্টিশীল আলিম বলেছেন: :) =p~

গাইড বই বা ব্যাকরণ প্রকাশ করা কোম্পানির এজেন্টরা বাংলাদেশের সকল স্কুল কলেজের বিষয়ভিত্তিক শিক্ষকদের সরণাপন্ন হচ্ছে। তাদেরে বেইয়ের সেম্পল উপস্থাপন করছে। সেইসাথে বইটি স্কুলে বা কলেজে চালানোর জন্য কমিশন তথা বিভিন্ন লোভনীয় উপহারও দিচ্ছে।

আর এ কারণে এটাও এক ধরনের ভিজিটি!

আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালোবাসা নিরন্তর।

৬| ১২ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:০৬

রাজীব নুর বলেছেন: সব গুলোই কথা ১০০% সত্যি।

১৩ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:১২

সৃষ্টিশীল আলিম বলেছেন: ধন্যবাদ ও ভালোবাসা।

৭| ১২ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:১১

রিফাত হোসেন বলেছেন:  পুরুষ খুশি হয় টাকায় আর নারী উপহারসামগ্রীতে।
দুই নেত্রীকে দেখলে কেমন যেমন মিলাতে পারি না । ;)

১৩ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:২৭

সৃষ্টিশীল আলিম বলেছেন: :) =p~

ভাইজান, তানারা ব্যতিক্রম! আর ব্যতিক্রম উদাহরণ নয়! ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.