নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়ি এবং লেখি

সৃষ্টিশীল আলিম

ক্ষুদে সাহিত্যিক, সৃষ্টির নেশায় উন্মুখ

সৃষ্টিশীল আলিম › বিস্তারিত পোস্টঃ

মুনশি বচন :: পর্ব : ৯

১৫ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:৫৯



ছবি কৃতজ্ঞতা : মুনশি আলিম

 যারা ওয়াজ করে তারা কখনোই দানখয়রাত করে না।

 প্রেমিকা হলো বোধসম্পন্ন মহাচুম্বকখণ্ড। যার আকর্ষণ পৃথিবীব্যাপী!

 বাংলাদেশে ওয়াজ মাহফিল এখন আর সওয়াবের উদ্দেশ্যে হয় না, হয় টাকা সংগ্রহের উদ্দেশ্যে।

 স্ত্রীকে সঙ্গে নিয়ে ঘুরলে ভয় হয় না, কিন্তু প্রেমিকার সঙ্গে একটু ঘুরলেই ভয় কাজ করে।

 ব্যক্তিগত পড়ার রুটিন কখনোই শতভাগ পালন হয় না।

 পান ও সিগারেট উভয়ই অভ্যাসগত নেশা। প্রথমটি গন্ধ রোধক আর দ্বিতীয়টি তীব্র গন্ধক।

 যেকোনো অবৈধ কাজের সময় বিবেক একবার হলেও নড়েচড়ে ওঠে।

 প্রচণ্ড ঝগড়ার সময় গালিসমগ্র দিয়ে নির্ণয় করা যায় ঝগড়াটে ব্যক্তির জন্মস্থান।

 চিল এবং বাসের কনট্রাক্টর উভয়ের দৃষ্টিই প্রখর। কারও টার্গেটই মিস হয় না।

 প্রিন্ট নয়, ইলেকট্রনিকস মিডিয়ার প্রতিই মানুষের দুর্বলতা বেশি।

 স্ত্রী স্পর্শে শরীরে শিহরণের মাত্রা ক্ষীণ কিন্তু প্রেমিকা স্পর্শে তা বিদ্যুৎসম!

 সাহিত্য নিয়ে পড়াশোনা করলেও সবাই যেমন সাহিত্যিক হয় না, তেমনি সাহিত্যের রসও আস্বাদন করতে পারে না।

 মানুষ কেবল সফলদের কথাই মনে রাখে। আর এ কারণে ইতিহাসও সবসময় শক্তিমানদের পক্ষে।

 কাক-কোকিলের মতো কিন্তু কোকিল না, তেমনি চাচারা বাবার মতোই কিন্তু বাবা না।

 দুলাভাইরা শ্যালক নয়, শ্যালিকার প্রতিই বিশেষ দুর্বল!

 দুই দশক আগেও নারীরা বিয়ের পর জন্মনিয়ন্ত্রণ সম্পর্কে ধারণা পেত। আর এখন-মিডিয়ার কল্যাণে দ্বিতীয় শ্রেণির শিশুরও মুখস্থ-নরডেট টুয়েন্টি এইট কিংবা ফেমিকন-স্বল্পমাত্রার জন্মবিরতিকরণ পিল!

 স্থানীয় নির্বাচনের প্রার্থীরা যোগ্যতার ভিত্তিতে যতটা না ভোট পায়, তার চেয়ে বেশি পায় আত্মীয়তার সূত্র ধরে ।

 জলে বসবাস করেও যেমন সকলে জলচর নয়, তেমনি মানবকুলে জন্ম নিয়েও সকলে মানুষ নয়!

 মনুষ্যত্ববোধ না থাকলে পশুর সাথে বিস্তর পার্থক্য থাকে না।

 শুধু নারী নয়, স্বাধীনতা প্রত্যেক প্রাণিরই কাম্য।

 নারীরা সাজতে যতটুকু সময় নেয়, জীবনসিদ্ধান্ত নিতে ততটুকু সময় নেয় না।

 দীর্ঘ সময় নিয়ে সাজার পরও নারীদের মনে খুঁতখুঁতি থাকে। ইস! যদি আরেকটু সময় পেতাম!

 সিনিয়র লেখকরা ফেসবুকে জুনিয়রদের কাছে লাইক তো আশা করেই সেইসাথে প্রশংসামূলক কমেন্টও।

 মৌসুমী লেখকরা-লেখার অগ্রগতির জন্য যথেষ্ট বইপড়ার যেমন ধার-ধারেন না তেমনি লেখার সংখ্যাবৃদ্ধিতে জন্মবিরতিকরণও পছন্দ করেন না!

 বাংলাদেশের জনপ্রতিনিধিরা একবার নির্বাচনে পাস করতে পারলে কয়েক পুরুষ ধরেই সে সম্মান অটুট থাকে।

 অধিকাংশ কবিদের কবিতাই নিজের চৌকাঠ পেরোয় না।

 সিনিয়ররা ইগুগত সমস্যায় ভুগে জুনিয়রদের পোস্টে লাইক, কমেন্ট করেন না।

 বিজ্ঞাপনে নারীদের যেভাবে ভোগ্য বা আবেদনময়ী করে উপস্থাপন করা হয়, পুরুষদের সেভাবে হয় না।

 শিল্পের প্রধান কাজ সৌন্দর্য চাষের মধ্য দিয়ে সত্ত্বাকে বিকশিত করে তোলা।

 শিল্প সর্বদাই জাত-পাত-লিঙ্গ-ধর্ম-জাতীয়তা-কালের ঊর্ধ্বে।


মন্তব্য ১৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১৫ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:৪১

TaবিZ FaরুK বলেছেন: বক বক করলেন কিছুক্ষণ।

১৫ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:৪৭

সৃষ্টিশীল আলিম বলেছেন: জি ভাই, নিয়মিতই করি।

ভালো না লাগলে দূরত্ব বজায় রাখুন।

ঐ যে ট্রাকের পিছনে যেমন লেখা থাকে- ১০০ হাত দূরে থাকুন!


:||

২| ১৫ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:৪৫

TaবিZ FaরুK বলেছেন: আপনার সানগ্লাসটা সুন্দর।

৩| ১৫ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৫৬

ঢাকাবাসী বলেছেন: ভালই। সবগুলো সঠিক নাও হতে পারে।

৪| ১৫ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:৩০

অতঃপর হৃদয় বলেছেন: হুম! বেশ তো।

৫| ১৫ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৩০

নতুন নকিব বলেছেন:



কয়েকটি ছাড়া বাকিগুলোতে সহমত।

নিচেরটি কি শুনে শুনে, না কি অভিজ্ঞতালব্দ জ্ঞানের আলোকে বলেছেন? গবেষনার বিষয় বটে!

 স্ত্রী স্পর্শে শরীরে শিহরণের মাত্রা ক্ষীণ কিন্তু প্রেমিকা স্পর্শে তা বিদ্যুৎসম!

ভাল থাকবেন।

১৮ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:০৮

সৃষ্টিশীল আলিম বলেছেন: সবই জীবনলব্ধ অভিজ্ঞতা ভাই! জীবনলব্ধ অভিজ্ঞতা!


ধন্যবাদ।

৬| ১৫ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:২৩

রাজীব নুর বলেছেন: সুন্দর।

১৮ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:০৪

সৃষ্টিশীল আলিম বলেছেন: ভালোবাসা।

৭| ১৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ৮:৫৭

মোস্তফা সোহেল বলেছেন: অনেক সুন্দর।

১৮ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:০৪

সৃষ্টিশীল আলিম বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

৮| ১৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:২৫

হাসান জাকির ৭১৭১ বলেছেন: অনেক সুন্দর সুন্দর কথা, বেশ ভাল লাগল...............

১৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:০৪

সৃষ্টিশীল আলিম বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.