নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়ি এবং লেখি

সৃষ্টিশীল আলিম

ক্ষুদে সাহিত্যিক, সৃষ্টির নেশায় উন্মুখ

সৃষ্টিশীল আলিম › বিস্তারিত পোস্টঃ

মুনশি বচন :: পর্ব : ১০

১৮ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৪২




অলংকৃত ছবি কৃতজ্ঞতা : গুগল

 পুরুষ বেশি কাম প্রত্যাশী, নারী বেশি আদর প্রত্যাশী।

 সুন্দর দেহের শিশুদের আদর আর সুন্দর যুবতীদের কদর বেশি।

 আইনের দৃষ্টিতে সকলেই যেমন সমান তেমনি প্রগতিশীল লেখকদের কাছে সব শব্দও সমান।

 নারীবাদীরা পর্দাহীন নারীদের প্রশংসা করলেও বিয়ের সময় পর্দাওয়ালাদেরই অগ্রাধিকার দেয়।

 পরীক্ষা এলেই শিক্ষার্থীদের প্রার্থনালয়ে যাতায়াত বেড়ে যায়।

 প্রেমের জন্য ব্যয় করা অর্থ ও সময় কখনোই অপচয় মনে হয় না।

 বাধ্যতামূলক শিখার স্থায়িত্ব কম, ভালোবেসে শিখার স্থায়িত্ব বেশি।

 মানুষ ব্যর্থতার সময় উৎসাহ দেয় না, দেয় সফলতার সময় ।

 দানের পার্সেন্টিজ না দিলে দ্বীনের কাজে টাকা উত্তোলণকারীদেরও খুঁজে পাওয়া যাবে না।

 জুনিয়ররা যখন জনপ্রিয় হতে থাকে তখন সুহৃদ সিনিয়ররা হিংসায় দূরত্ব বজায় রাখে।

 দেহের যাতনা দেখা যায়, দেখানোও যায়, কিন্তু মনের যাতনা দেখাও যায় না, দেখানোও যায় না।

 যুক্তিবোধহীন মানুষ পশুতুল্য।

 রাত বাড়ার সাথে সাথে ভয়ও পাল্লা দিয়ে বাড়ে।

 স্বার্থের কারণে ঘনিষ্ঠ বন্ধু মুখ ফিরিয়ে নিলেও বই কখনোই তা করে না। সে আমৃত্যু শ্রেষ্ঠ বন্ধু।

 নারীদের বামের আসনে বসাতে বসাতে এখন তারা নিজেরাই বামের আসন খোঁজে।

 প্রথম অন্তরার পর যারা টিউন সৃষ্টি করে গুণগুণ করে তাদের সাধারণত পরের অংশটি মুখস্থ থাকে না।

 বউয়ের জগৎ থেকে বইয়ের জগৎই শ্রেষ্ঠ।

 অবিবাহিত পুরুষ একাধিক প্রেম কিংবা বদমাশি করলেও বিয়ের সময় তাদের সতী নারীই কাম্য থাকে।

 প্রেমের সময় মেয়েরা চেহারা দেখলেও বিয়ের সময় টাকাওয়ালাদেরই প্রাধান্য দেয়!

 অবিবাহিত মেয়েদের কাছে ‘মহিলা’ সম্বোধন অপমান তুল্য!

 প্রেমিকাদের মোবাইল নাম্বার স্মৃতিভ্রষ্ট হওয়ার আগ পর্যন্ত প্রেমিকরা মনে রাখে।

 কোনো ধরনের অনুষ্ঠান ছাড়াই ‘ল্যাট্রিন’ শব্দটির স্থলে ‘বাথরুম’ শব্দটি স্থান করে নিয়েছে! মাঝে-মধ্যে সেথা ‘ওয়াশরুম’ও উঁকি মারে!

 কাজ শেষে পারিশ্রমিক দেওয়ার কথা থাকলেও বোর্ড পরীক্ষকদের দেওয়া হয় বছরখানেক পর!

 ক্যাডারদের পড়াশোনা ক্যাডার হওয়ার আগ পর্যন্ত!

 আড়ালে বিখ্যাতদেরও মানুষ নাম ধরে ডাকে।


মুনশি আলিম
জাফলং, সিলেট
[email protected],



মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৮ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:০২

দ্যা ডন বলেছেন: অবিবাহিত মেয়েদের কেবল 'মহিলা' না, আন্টি কইলেও ক্ষেপে যায়! বিশ্বাস না হইলে একদিন ট্রাই মাইরা দেইখেনেন। তয় দৌঁড়ানি খাইলে আমার দোষ না! ;)

এইগুলা পড়তে ভাল্লাগে, কিন্তু মানতে বললে গা গুলায়!

১৮ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:০৭

সৃষ্টিশীল আলিম বলেছেন: :) =p~


ঠিক বলেছেন।



ভালোবাসা।

২| ১৮ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:০৩

অতঃপর হৃদয় বলেছেন: :|

৩| ১৮ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:১৬

রাজীব নুর বলেছেন: সুন্দর। আরও চাই।

৪| ১৮ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৫৮

সৈয়দ মেহবুব রহমান বলেছেন: ঠিক বলেছেন

৫| ১৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৪২

মোস্তফা সোহেল বলেছেন: বরাবরের মতই সুন্দর।

৬| ১৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর পোস্ট

১৯ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৩৩

সৃষ্টিশীল আলিম বলেছেন: হৃদয় নিংড়ানো ভালোবাসা।

৭| ১৯ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:১৯

আরািফন বলেছেন: মুনশি বচন গুলাে বাস্তব সত্য...... প্রতিটি মুনশি বচন পোস্ট ভালাে লেগেছ

১৯ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৩২

সৃষ্টিশীল আলিম বলেছেন: নিরন্তর ভালোবাসা।

শুভকামনা সতত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.