নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়ি এবং লেখি

সৃষ্টিশীল আলিম

ক্ষুদে সাহিত্যিক, সৃষ্টির নেশায় উন্মুখ

সৃষ্টিশীল আলিম › বিস্তারিত পোস্টঃ

মুনশি বচন :: পর্ব : ১১

১৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:০৮



 বিয়ের ক্ষেত্রে নারীদের সবচেয়ে অপছন্দের তালিকায় থাকে টাকলু ব্যক্তি।

 টিউবলাইট দেরিতেই জ্বলে। তবু তার কদরই বেশি।

 ভালোবেসে কখনোই কেউ বিজ্ঞাপনে চোখ বুলায় না।

 মাদকের মতো ক্রীম ব্যবহারও একধরনের নেশা! তবে তা অভ্যাসগত নেশা।

 পুরুষের পছন্দের তালিকায় হাস্যময়ী নারীরাই শীর্ষে।

 বোধসম্পন্ন নারীমাত্রই কালার সচেতন।

 প্রতিটি মানুষ গান শুনে নিজের জীবনের সাথে মিল রেখে।

 মানুষ গভীর চিন্তাভাবনা করে কখনোই কথা বলে না।

 সমালোচনা হলো পরিশুদ্ধ হওয়ার দর্পণ।

 সিগারেটের মতো পানও একধরনের নেশা। তবে তা উপকারী এবং অভ্যাসগত নেশা।

 নারীর মুচকি হাসিই হলো পুরুষ বধ করার প্রথম অস্ত্র!

 চাকরিতে কোটাপ্রথা সাধারণ শিক্ষার্থীরা মেনে নেয়, কিন্তু মনে নেয় না।

 একজন সুন্দরী যুবতী প্রতিনিয়ত যতটা-না ইভটিজিংয়ের শিকার হয় তার চেয়ে ঢের বেশি শিকার হয় টাকলু ব্যক্তি!

 কোটায় চাকরি প্রাপ্তদের সামনে কেউ সমালোচনা করে না, আড়াল হলেই ক্ষোভ উগরে দেয়!

 পরিবার পরিজন ছাড়াও চলা যায়, কিন্তু মোবাইল ছাড়া একদিনও চলে না।

 লেখকের কাছে প্রতিটি লেখাই সন্তানতুল্য।

 কোনো দেশে সাধারণের চেয়ে কোটাপ্রথা বেশি হলে সে দেশের ভবিষ্যৎ অন্ধকারের দিকে যেতে থাকে।

 লেখকরা সাধারণত তাদের ধারার বাইরের বইগুলো সম্পর্কে উদাসীন থাকে।

 হোঁচট খেলে কেউ-ই সান্ত্বনা দেয় না, উল্টো উপহাস করে।

 সাধারণ নারীদের তুলনায় গর্ভবতী নারীদের মেজাজ একটু বেশি খিটখিটে।


মুনশি আলিম
জাফলং, সিলেট
[email protected],

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:২৪

মোস্তফা সোহেল বলেছেন: বরাবরের মত এবারের পর্ব অনেক সুন্দর।

২| ১৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:২৫

আরািফন বলেছেন: গর্ভবতী নারীদের মেজাজ খালাস হওয়ার আগ পর্যন্ত খিটখিটে থাকে......এই বাক্যটা কেমন জানি আশােভনীয়।তাই লেখকের যতাযত দৃষ্টি আর্কষন করছি.... :(

১৯ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৩৩

সৃষ্টিশীল আলিম বলেছেন: ধন্যবাদ প্রিয়।

বাক্যটি আমার নিজের কাছেও এখন কেনো যেনো অশোভনীয় মনে হচ্ছে।

খুব শিঘ্রই সংশোধন করবো।

স্পষ্ট মতামতের জন্য আপনাদের দুজনকেই ধন্যবাদ ও কৃতজ্ঞতা

৩| ১৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: আরেফিন ভাইয়ের সাথে সহমত

সুন্দর পোস্ট

৪| ১৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৫৬

মো: আরাফাত ইসলাম বলেছেন: ভাই আপনার পোষ্ট পড়ে আমার অনেক ভাল লেগেছে।
ধন্যবাদ।

২৩ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৪৪

সৃষ্টিশীল আলিম বলেছেন: অফুরন্ত ভালোবাসা জানবেন।

৫| ১৯ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:১২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সব কথার সাথে একমত নই। দুঃখিত।

১৯ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫

সৃষ্টিশীল আলিম বলেছেন: স্পষ্ট মতামতের জন্য ধন্যবাদ।

সবগুলোর সাথেই সবাই সহমত পোষণ করবে এমনটাও অবশ্য প্রত্যাশা করি না।

অফুরন্ত ভালোবাসা জানবেন।

৬| ১৯ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৩৫

বুরহানউদ্দীন শামস বলেছেন: গবেষনা ভালই লাগল

৭| ১৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:০৮

রাজীব নুর বলেছেন: গুড। সুন্দর বচন।

২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:১৪

সৃষ্টিশীল আলিম বলেছেন: ভালোবাসা জানবেন।

৮| ২০ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: স্পষ্ট মতামতের জন্য ধন্যবাদ।

সবগুলোর সাথেই সবাই সহমত পোষণ করবে এমনটাও অবশ্য প্রত্যাশা করি না।

অফুরন্ত ভালোবাসা জানবেন।


পরমতসহিষ্ণুতার জন্য আপনাকেও ধন্যবাদ। ভালোবাসা ও শুভকামনা নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.