নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়ি এবং লেখি

সৃষ্টিশীল আলিম

ক্ষুদে সাহিত্যিক, সৃষ্টির নেশায় উন্মুখ

সৃষ্টিশীল আলিম › বিস্তারিত পোস্টঃ

মুনশি বচন :: পর্ব : ১৩

৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:২২





 সুন্দর মুখের জয় যেমন সর্বত্র তেমনি সুন্দর হাতের লেখারও।

 লেখক যত কৌতূহলী হয় তার তার সাহিত্যভাণ্ডার তত সমৃদ্ধ হয়।

 মহা ভোগান্তির অপর নাম ’পেনশন উত্তোলন’।

 হজের পর নারীরা নয়, পুরুষরাই আলহাজ লাগায়।

 উটের দৃষ্টি ওপরের দিকে হলেও মুচির দৃষ্টি জুতার দিকেই থাকে।

 মানুষ সৎ না হলেও সৎ খেতাব পছন্দ করে।

 বিয়ের আগে নারী নিজ নামে যতটুকু পরিচিতি লাভ করে বিয়ের পরে সেটুকুরও ভাটা পড়ে।

 মানুষ জন্মগতই প্রতিশোধপরায়ণ।আমাদের সাহিত্য ও সংস্কৃতি অবলীলায় এ ধারাটি বজায় রেখেই চলছে।

 বাচনভঙ্গি হলো ছায়ার মতো। এটা ছাড়া মানুষ চলতেই পারে না।

বর্তমানে সুযোগের সদ্ব্যবহারের চেয়ে অসদ্ব্যবহারই বেশি হয়।

 যৌন চাহিদা মিটাতে মানুষ মূলত অন্ধকারকেই বেছে নেয়।

 মানুষ আলো খুঁজলেও ভেতরে ভেতরে অন্ধকারকেই লালন করে।

 হাদিয়ার পরিমাণ বেশি হলে দোয়ার কলেবরও বেড়ে যায়।

 মানুষমাত্রই সম্প্রদায়গত দুর্বল।

 রেস্টুরেন্টের বয়, হাসপাতালের মাসি উভয়েই বেতন নির্ভর নয়, উপরিইনকাম নির্ভর।

 শুধু রোদ্রের তাপেই মানুষ ঘামে না; আকস্মিক ব্যর্থতায়ও ঘামে।

 সম্পর্ক হলো আঁঠার মতো। স্বার্থ সেখানে তাপের ভূমিকায় কাজ করে।

 শব্দদূষণযুক্ত এলাকার লোকজনের মেজাজ তুলনামূলক খিটখিটে থাকে।

 ছোটো ছোটো চিন্তাগুলো নোট করে রাখলে একসময় তা বৃহৎ হয়ে কাজে লাগে।

 সবচেয়ে বড়ো প্রপাগাণ্ডা বাদুর মুখ দিয়ে পায়খানা করে।

 যারা বেশি বাছ-বিচার করে খায়-তারা সাধারণত অরুচিতে ভোগে।

 অপেক্ষার চেয়ে প্রতীক্ষার প্রহর দীর্ঘতর।

 শিশুদের দাবি আদায়ের হাতিয়ার হলো কান্না।

 তীব্র কৌতূহলই লেখককে সর্বোচ্চ সীমায় পৌঁছে দেয়।

 ভালো লেখক হওয়ার পূর্বশর্ত ভালো পাঠক হওয়া।

 প্রতিনিয়ত পড়ার মানেই হলো ব্রেইনকে শান দেওয়া।

 কৌতূহল শেষ হলেই লেখকের মৃত্যু হয়।




মুনশি আলিম
জাফলং, সিলেট
[email protected],

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০১ লা মে, ২০১৭ সকাল ১১:৩৭

ধ্রুবক আলো বলেছেন: বরাবরের মতই ভালো হয়েছে +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.