নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়ি এবং লেখি

সৃষ্টিশীল আলিম

ক্ষুদে সাহিত্যিক, সৃষ্টির নেশায় উন্মুখ

সৃষ্টিশীল আলিম › বিস্তারিত পোস্টঃ

মুনশি বচন :: পর্ব : ১৪

১৪ ই মে, ২০১৭ রাত ৯:৪৮




 ডিগ্রি পাসকোর্স শিক্ষার্থীদের কলেজে উপস্থিতির মূল বিষয় হলো-যেমন ইচ্ছে লেখা তাদের হাজিরার খাতা!

 সংসারধর্মের অপর নাম যাপিত জীবন।

 আত্মবিশ্বাসীরা দেরিতে হলেও সফল হয়।

 মানুষ সাধারণত তার নিজের মোবাইল নাম্বার ভুলে না।

 তরুণ-তরুণীরা সর্বদা নিজেকে ইনটেক প্রচার করতেই স্বাচ্ছন্দ্যবোধ করে।

 জটিল বাক্যের মতো জটিল ব্যক্তিও সাধারণভাবে পরিত্যাজ্য।

 স্ত্রীর আরেক নাম পরিবার।

 চামরার জুতো কেবল টেকসইয়ের জন্যই নয়, আভিজাত্যের জন্যও মানুষ ব্যবহার করে।

 বাংলাদেশে শব্দদূষণ কেবল কাগুজে অপরাধ।

 রাজনীতিবিদরা জনগণকে প্রকৃতপক্ষে ভালোবাসে না; ভোটের জন্য কেবল সুসম্পর্ক বজায় রাখে।

 বাংলাদেশের সিনেমাগুলো সাহিত্য নির্ভর নয়, শরীর নির্ভর।

 খালি পেটে খাদ্য ভালো-মন্দের প্রসঙ্গ ওঠে না, প্রসঙ্গ ওঠে ভরা পেটে।

 সাধারণত দিনের বেলায় ভূত বিশ্বাসীদের ভূতের কথা মনে থাকে না।

 মানুষ স্বভাবতই ঈর্ষাপরায়ণ। কেউ প্রকাশ্যে কেউ বা গোপনে।

 যারা প্রশংসা করে তারাই সাধারণত প্রশংসা কামনা করে।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৪ ই মে, ২০১৭ রাত ১০:২৮

রাজীব নুর বলেছেন: আপনার বচন গুলো আমার খুব ভালো লাগে।

১৫ ই মে, ২০১৭ সকাল ১০:৫০

সৃষ্টিশীল আলিম বলেছেন: অনেক অনেক ভালোবাসা।

২| ১৪ ই মে, ২০১৭ রাত ১১:০৮

চাঁদগাজী বলেছেন:


আপনার গায়ের ছাদরটা কি আপনার স্ত্রীর, নাকি অন্য কোন মহিলার?

১৪ ই মে, ২০১৭ রাত ১১:৩৩

সৃষ্টিশীল আলিম বলেছেন: :) :D


তা জেনে কী করবেন ভাইজান?

=p~

৩| ১৫ ই মে, ২০১৭ রাত ১:০২

ধ্রুবক আলো বলেছেন: সুন্দর পোষ্ট

১৫ ই মে, ২০১৭ সকাল ১০:৪৯

সৃষ্টিশীল আলিম বলেছেন: ধন্যবাদ ও ভালোবাসা।

৪| ১৫ ই মে, ২০১৭ রাত ২:৪২

চাঁদগাজী বলেছেন:


তা অবশ্য ঠিক, মেয়েদের ছাদর আপনি গায়ে দিয়েছেন, আমার জানার দরকার কি!

১৫ ই মে, ২০১৭ সকাল ১০:৪৮

সৃষ্টিশীল আলিম বলেছেন: দূর থেকে আপনি এত নিশ্চিত হলেন কী করে জনাব?

৫| ১৭ ই মে, ২০১৭ বিকাল ৪:৪০

রুমি৯৯ বলেছেন: এত কিছু থুইয়া ভাইজান চাদর নিয়া টানাটানি করতাছেন ক্যা?

১৯ শে মে, ২০১৭ রাত ১২:২৭

সৃষ্টিশীল আলিম বলেছেন: :)
আমিও তো বুঝতে পারছি না। =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.