নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়ি এবং লেখি

সৃষ্টিশীল আলিম

ক্ষুদে সাহিত্যিক, সৃষ্টির নেশায় উন্মুখ

সৃষ্টিশীল আলিম › বিস্তারিত পোস্টঃ

উঠ/ওঠ

২৩ শে জুন, ২০২১ ভোর ৬:২৬



পর্ব : ১

উঠে/ওঠে

উঠে ও ওঠে দুটোই ক্রিয়াপদ। এদের মধ্যে অর্থের পার্থক্য না থাকলেও ব্যবহারের পার্থক্য আছে। একটি অসমাপিকা ক্রিয়া অন্যটি সমাপিকা ক্রিয়া। 'উঠে' অসমাপিকা ক্রিয়া, 'ওঠে' সমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়ার পর সাধারণত দাঁড়ি দেওয়া যায় না।

যেমন : বিছানা থেকে উঠে এসো।
ঘুম থেকে উঠেই নাস্তা খেতে হয় না।
তুমি উঠে এলেই আমি নিচে নামব।
চুল উঠে যাওয়া বা চুল পাতলা হয়ে যাওয়া নিয়ে চিন্তার অন্ত নেই।
সে ঘুম থেকে উঠে ভাত খায়, ভাত খেয়েই বাসে ওঠে, বাসে উঠে অফিসে যায়।

ওঠ/ওঠে সমাপিকা ক্রিয়া। এরপর দাঁড়ি দেওয়া যায়।
যেমন :সে সকালে ঘুম থেকে ওঠে।
সে প্রত্যহ ভোরে ওঠে।
তুই গাছে ওঠ।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুন, ২০২১ সকাল ৭:৩৮

হাবিব বলেছেন: ধন্যবাদ। বিষয়টি নিয়ে লেখার জন্য।

২| ২৩ শে জুন, ২০২১ সকাল ১০:৩৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন তো। শিখার শেষ নেই
আপনাকে ধন্যবাদ ভাইয়া

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.