নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকের দিনই শেষ দিন মনে করতে হবে..কারন হঠাৎ করেই একদিন মরতে হবে.. কেয়ামত পর্যন্ত কবরে থাকতে হবে.. হাশরের মাঠে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে.. জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত কর্মকান্ডের হিসাব দিতে হবে.. পুলসিরাত পার হতে হবে.. তারপর....... জান্নাত অথবা জাহান্নামই হবে আসল ঠিকানা....
বিয়ে কি?
বাংলাদেশে বিয়ের জন্য অভিন্ন পারিবারিক আইন নেই ফলে বিভিন্ন রকম পরিস্থিতির মুখোমুখি হতে হয় নারীদের। তাই বর্তমান বাস্তবতায় প্রত্যেক ধর্মের নিজন্ব পারিবারিক আইন মতে বিবাহ ও বিবাহ রেজিষ্ট্রেশন সম্পাদিত হয়।
মুসলিম আইন মতে বিয়ে হচ্ছে ধর্ম কর্তৃক অনুমোদিত একটি দেওয়ানি চুক্তি।
মুসলিম বিয়ের শর্তগুলোঃ
সাধারণত একটি আইনসম্মত বৈধ বিয়েতে নিন্মলিখিত পাঁচটি শর্ত পালন অপরিহার্য। যথাঃ
১. বর ও কনের উপযুক্ত বয়স (আইন সন্মত ভাবে বরের বয়স ২১ বছর ও কনের বয়স ১৮ বছর)
২. বর ও কনের স্বাধীন সম্মতি
৩. সাক্ষী
৪. দেনমোহর
৫. বিয়ে রেজিষ্ট্রি ইত্যাদি।
বিয়ে রেজিষ্ট্রেশন কি?
বিয়ে সংক্রান্ত গুরত্বপূর্ণ তথ্যাদি সরকারী রেজিষ্ট্রারে লিপিবদ্ধ করাই হচ্ছে বিয়ে রেজিষ্ট্রেশন। মুসলিম বিয়ে রেজিষ্ট্রেশন বাধ্যতামূলক। মুসলিম বিয়ে ও তালাক (রেজিষ্ট্রেশন) আইন ১৯৭৪ মতে বিয়ে রেজিষ্ট্রেশন না করা শাস্তিযোগ্য অপরাধ।বিয়ে রেজিষ্ট্রেশন কপি হচ্ছে বিয়ের প্রথমপত্র, যা সব বিবাহিত নারীর জন্য অপরিহার্য একটি দালিলিক প্রমাণ।
বিয়ে রেজিষ্ট্রেশন ব্যপারে কিছু বিষয় পক্ষগুলোকে খেয়াল রাখতে হবে,যথা-
১. বিয়ের মঞ্চেই বিয়ে রেজিষ্ট্রি করতে হয়,
২. বিয়ের মঞ্চে সম্ভব না হলে বিয়ের অনুষ্টানের দিন থেকে ১৫ দিনের মধ্যে কাজী অফিসে গিয়ে বিয়ে রেজিষ্টি করতে হয়,
৩. কাজীকে বাড়ীতে ডেকে এনে কিংবা কাজী অফিসে গিয়ে বিয়ে রেজিষ্ট্রি করা যায়,
৪. কাবিন নামার সব শর্ত যথাযথ পূরণ করার পর বর-কনে, উকিল সাক্ষী ও অন্য সব ব্যক্তিগণের স্বাক্ষর নিহে হবে।
বিয়ে রেজিষ্টেশন কেন গুরত্বপূর্ণঃ
বিয়ের রেজিষ্টেশন বর-কনে উভয়ের জন্য দরকারি। বাংলাদেশে সামাজিক পরিস্থিতিতে বিবাহিত নারীদের জন্য বিয়ের রেজিষ্টেশন জরুরী। যেসব কারণে বিয়ে রেজিষ্টেশন গুরত্বপূর্ণ, তা হলোঃ
১. কেউ এর সত্যতা অস্বীকার করতে পারে না,
২. এ দলিলের মাধ্যমে স্ত্রী বা স্বামী আবার বিয়ের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহন করতে পারে,
৩. ভরণ-পোষণ আদায়ের জন্য এটি একটি প্রমাণপত্র,
৪. দেনমোহর আদায়ের জন্য রেজিষ্টিকৃত নিকাহনামা দরকার,
৫. স্বামী-স্ত্রী দু'জনের মধ্যে একজন মারা গেলে মৃতের সম্পতিতে নিজের অংশের ভাগ পেতে পারে।
সূত্রঃ দৈনিক নয়াদিন্ত)
১৫ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:৩৭
সিটিজি৪বিডি বলেছেন: যত্ন করে রেখে দিন। কাজে আসবে।
২| ১৫ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:৩৮
জরিণা বলেছেন: বিয়ে সম্পর্কে দরকারী তথ্যের জন্য ধন্যবাদ।
১৫ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:৪৭
সিটিজি৪বিডি বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।
৩| ১৫ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:৫৬
ঊননের মুখ থেকে বলছি বলেছেন: খুবই গুরুত্বপুর্ণ্য তথ্য, আপনাকে ধন্যবাদ, সাথে আমি "ইসলামি শরীয়া আইনের" বাংলা সফট কপিটাও একটু চাচ্ছিলাম, কেউ থাকলে জানাবেন প্লিজ। আমার কাছে ইংলিশ আছে যা দুরবোদ্ধ।
১৫ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:০৮
সিটিজি৪বিডি বলেছেন: আমার জানা নেই। তবে খুজে দেখবো। আপনাকে অনেক ধন্যবাদ।
৪| ১৫ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:০২
আলাউদ্দীন বলেছেন: ভাল তথ্য।
১৫ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:০৮
সিটিজি৪বিডি বলেছেন: হুম!!!
৫| ১৫ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:১৩
বেয়াকুফ বলেছেন: ও আইচ্ছা, বিয়ার রেজিস্ট্রেশন করাটা কি ইসলামি আইনে পড়ে, না নাসারাগো আইন অনুসারে দেশে প্রনীত হইসে?
১৫ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:২৮
সিটিজি৪বিডি বলেছেন: অবশ্যই ইসলামী আইনে পড়বে।
৬| ১৫ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:২০
বেয়াকুফ বলেছেন: মুসলিম বিয়ের শর্তগুলোঃ
সাধারণত একটি আইনসম্মত বৈধ বিয়েতে নিন্মলিখিত পাঁচটি শর্ত পালন অপরিহার্য। যথাঃ
১. বর ও কনের উপযুক্ত বয়স (আইন সন্মত ভাবে বরের বয়স ২১ বছর ও কনের বয়স ১৮ বছর)
২. বর ও কনের স্বাধীন সম্মতি
৩. সাক্ষী
৪. দেনমোহর
৫. বিয়ে রেজিষ্ট্রি ইত্যাদি।
------------------------------------------------------------------------------
জনাব এইগুলা কি মুসলিম বিয়ার শর্ত? তারমানে নবীজি কি আন্ডার এজ মাইয়া বিয়া কইরা মুসলিম বিয়ার শর্ত ভংগ করসিলেন? কেমনে কি? যেই লুক ইসলাম প্রবর্তন কল্লো, সেই মুসলিম বিয়ার শর্ত জানতো না? ইসলামের কুন জাগায় লিখা আছে বিয়ার পর রেজিস্ট্রি করা লাগবে? বর ও কনের সাধিন সম্মতিতে বিয়া কি ইসলামে গ্রহনযোগ্য? শুনি বাপের অননুমতিতে নাকি বিয়া হালাল হয় না? দয়া কইরা 'মুসলিম বিয়ের শর্ত সমূহ' থেকে 'মুসলিম' শব্দতা উঠায়া 'দেশে প্রচলিত বিয়ার আইন সমূহ' ব্যবহার করেন। আপনার এই শর্তসমূহের সাথে ইসলামের কোন যোগসূত্রতো নাইই, বরং কিসু ক্ষেত্রে কন্ট্রাডীক্ট করে।
১৫ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:২৯
সিটিজি৪বিডি বলেছেন: বাংলাদেশে আইনে এমনটিই লিখা আছে। আমি কি করবো।
৭| ১৫ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:২৩
সুরভিছায়া বলেছেন: বিয়ে বিশেষজ্ঞ মনে হচ্ছে ! কাজে লাগবে অনেকের ।
১৫ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:২৭
সিটিজি৪বিডি বলেছেন: এখনো বিয়েই করিনি। আরো একমাস পরে হয়ত বিশেষজ্ঞ হবো। তবে উপরের তথ্যগুলো আমাদের বিবাহিত জীবনে খুব ইমপরটেন্ট তাই দিলাম। ভাল থাকবেন, আর বিয়েতে কি কি করবো লিষ্ট করে আমাকে ধন্য করবেন।
৮| ১৫ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:২৪
প্রলয় হাসান বলেছেন: পোস্টে বিয়ের ছবি না দিয়ে এইটা কি ছবি দিলেন? ছবি দেইখা তো মনে হইতাছে এরা বিয়েফ-জিয়েফ। এরা তো বিয়া না-ও করতে পারে। এদের ছবি দেয়ার মানে কি? মাইনাস।
১৫ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:৩১
সিটিজি৪বিডি বলেছেন: আরে ভাই ওরা বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে।
প্রতিটি পোষ্টে একটি ছবি দিতে ভাল লাগে তাই দিলাম।
আপনি খুশী হননি জেনে আমার দুঃখ লাগছে।
যাক ভাল থাকবেন এই আশা করি ।
৯| ১৫ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:২৭
ইউনুস খান বলেছেন: ভালো তথ্য
১৫ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:৩৩
সিটিজি৪বিডি বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
১০| ১৫ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:৩২
বেয়াকুফ বলেছেন: হ, মুসলিম বিয়ার শর্ত নিয়া লিকসেন ভালো কথা, তয় বুক খুলা মাইয়ার ছবি দিলেন ক্যা? বেশররম, বেলাজ মাইয়া মাইনষের ছবি কেলা? মুসলিম মাইয়াগো এই ড্রেস আপনে সাপোর্ট করবেন? এগুলানরে ইন্ডিয়ান মাল মনে হইতেসে আমার কাছে।
১৫ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:৩৭
সিটিজি৪বিডি বলেছেন: আজকালকার মেয়েরা এইভাবেই চলাফেরা করে ভাই। কি করবেন সবাই পশ্চিমা দেশকে অনুসরণ করছে। আর হা এই গুলা ইন্ডিয়ান। সাইট থেকে নিয়েছি।
১১| ১৫ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:৩৫
ঝড়ো হাওয়া বলেছেন: এখনো বিবাহ করি নাই ... জাইনা রাখলাম
১৫ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:৩৮
সিটিজি৪বিডি বলেছেন: কন কি বয়স কত হইছে? তাড়াতাড়ি বিয়ে করে ফেলুন।
১২| ১৫ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:৩৯
ঝড়ো হাওয়া বলেছেন: আমি ভাই পোলাপান মানুষ
১৫ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:৪২
সিটিজি৪বিডি বলেছেন: হাহাহা....................!!! ত্রিশের আগেই বিয়ের কাজটা................মনে থাকে যেন।
১৩| ১৫ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:৪৫
শামায়েল বলেছেন: বদ্দা অনর বিয়াত দত্ ন দিবেন?
১৫ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:৪৮
সিটিজি৪বিডি বলেছেন: গম আছোননি? ওনের বাড়ী কন্দে বদ্দা?
প্রোফাইলের ছবিটা খুব সুন্দর লাগছে শামায়েল। ধন্যবাদ।
আর হা আপনাকে দাওয়াত র্ইল। ভাল থাকবেন।
১৪| ১৫ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:০৪
ফিউশন ফাইভ বলেছেন: কাজে লাগবে অনেকেরই।
১৫ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:০৮
সিটিজি৪বিডি বলেছেন: মানুষের উপকার করতে চাই। (ভোট প্রার্থীদের ভাষায়)
১৫| ১৫ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৫৭
নাজিরুল হক বলেছেন: ইসলামী এই গুলা ই লেখা আছে।
১. বর ও কনের স্বাধীন সম্মতি
২. সাক্ষী
৩. দেনমোহর
এই তিনটি থাকলেই বিয়ে হয়ে যাবে।
বাকি গুলো সরকারের আনিত শর্ত যা বর্তমান সমাজে প্রয়োজন। যেমন বয়স ও রেজিষ্ট্রেশান ইত্যাদী।
১৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ৮:৪৫
সিটিজি৪বিডি বলেছেন: হুম!
১৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:৫০
নাজনীন১ বলেছেন: মেয়েরা, রেজিষ্ট্রারে সই করার আগে দেখে নিবেন আপনাকে তালাক দেবার অপশন দেয়া আছে কিনা, এটা কিন্তু খুবই জরুরী।
১৬ ই জানুয়ারি, ২০১০ রাত ৮:২৯
সিটিজি৪বিডি বলেছেন: খুব জরুরী..........
১৭| ১৬ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:২৬
রাজসোহান বলেছেন: ভাই বিয়া করতাম না
১৬ ই জানুয়ারি, ২০১০ রাত ৮:২৯
সিটিজি৪বিডি বলেছেন: চুপ..........বিয়ে করতে হবেই........ভয় নেই।
©somewhere in net ltd.
১| ১৫ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:৩২
আরিয়ানা বলেছেন: ভাল তথ্য