নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রবাস জীবন (দুবাই)-ধর্ম-স্বাস্থ্য-টিপস-আমার কথা--

জানার আগ্রহ মানুষের চিরন্তন, বই হলো তার বাহন, আইনের মৃত্যু আছে কিন্তু বইয়ের মৃত্যু নেই।

সিটিজি৪বিডি

আজকের দিনই শেষ দিন মনে করতে হবে..কারন হঠাৎ করেই একদিন মরতে হবে.. কেয়ামত পর্যন্ত কবরে থাকতে হবে.. হাশরের মাঠে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে.. জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত কর্মকান্ডের হিসাব দিতে হবে.. পুলসিরাত পার হতে হবে.. তারপর....... জান্নাত অথবা জাহান্নামই হবে আসল ঠিকানা....

সিটিজি৪বিডি › বিস্তারিত পোস্টঃ

শিশূদের বিনোদনের এই জায়গায় এখন প্রেমিক-প্রেমিকারা বিনোদন করে।

০৭ ই জুন, ২০১৪ বিকাল ৫:৪৮

নগরীতে শিশুদের বিনোদনের জায়গা নাই বললেই চলে। শিশুপার্কে প্রবেশ করেই যে কারো মাথা ঘুরবে। শিশূদের বিনোদনের এই জায়গায় এখন প্রেমিক-প্রেমিকারা বিনোদন করে।



শিশু পার্কের ভিতরে বিভিন্ন স্পটে প্রেমিক-প্রেমিকাদের প্রেমালাপ করার দৃশ্য দেখে শিশুদের মনে নানান প্রশ্ন দেখা দিতে পারে। বিশেষ করে উঠতি বয়সী কিশোর-কিশোরীরা এই দৃ্শ্য গুলো দেখে তারাও পরবর্তীতে এই কাজে জড়িয়ে পড়তে পারে।



এই অবৈধ জুটিগুলো পার্কে প্রবেশ করে এতটায় বেপরোয়া হয়ে উঠে যে তাদের পাশ দিয়ে হেটে যেতেও দর্শনার্থীদের লজ্জা লাগে। কিন্ত তাদের একটুও লজ্জা নেই। অন্তরঙ্গ হয়ে তারা প্রেমালাপ চালিয়ে যায়।



সন্ধ্যার পরে পার্কগুলোর চিত্র পাল্টে যায়।



পার্কে নিয়োজিত সিকিউরিটি গার্ডরা এসব দৃশ্য দেখেও না দেখার ভান করে। প্রশাসনের উচিত শিশুদের পার্কগুলোর দিকে একটু নজর দেয়া.অবৈধ জুটিদেরকে গ্রেফতার করে শাস্তি দেয়া..



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.