নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফ্রম ডাস্ট আই হ্যাভ কাম, ডাস্ট আই উইল বি

আপন আলোয় আলোকিত হবার অব্যাহত চেষ্টা

আধখানা চাঁদ

যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যাও কিঞ্চিৎ বলিব (গল্প বলার সময়)

আধখানা চাঁদ › বিস্তারিত পোস্টঃ

একটি টেগা পোস্ট(মেগার উপ্রে)! আমার বাণিজ্য-মেলা দর্শন; সম্পূর্ণ রঙ্গিন ফটো-ব্লগ B-)

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৫

দেশের বহুল প্রতিক্ষীত মেগা ইভেন্ট, সারা বছর 'শপাহলিক' রা যার জন্যে অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন, সেই বাণিজ্য মেলা শুরু হয়ে গেছে।

প্রতি বছর বলি, যাবো না, তারপরও যাই ! :P

যেহেতু বলে ফেলেছি যাব না, সুতরাং যেতেই হল! B-)

আসলে একটা বড় শপিং মলের সাথে বাণিজ্য মেলার তেমন কোন পার্থক্য নেই। অবশ্য আপনি যদি ৩০ টাকার ফুচকা ৮০/৯০ টাকায় খেতে চান বা ১০০ টাকার বিরিয়ানি ১৮০/১৯০ টাকায় খেতে চান তাহলে বাণিজ্য মেলার চেয়ে ভাল জায়গা আর হতেই পারে না! /:) B:-)



যে উদ্দেশ্য নিয়ে বাণিজ্য মেলার যাত্রা অর্থাৎ দেশী-বিদেশী পণ্যের সাথে ক্রেতাদের পরিচয় করিয়ে দেয়া, সেটা অনেকাংশেই অনুপস্থিত।

পাকিস্তান,ভারত,থাইল্যাণ্ড, ইন্দোনেশিয়া, ইরান সহ অনেক দেশের নাম থাকলেও স্টলগুলোর ভেতর আসলে আমাদের দেশী পণ্য।

কয়েকটি ভারতীয়,ইরানের স্টলে তাদের নিজস্ব পণ্য রয়েছে কেবল। বাকি সবই আমাদের দেশীয় কোন দোকানের পণ্য, শুধু স্টলের নাম বিদেশী বসিয়ে দাম বেশী রেখে বিক্রি করা হচ্ছে।

যেমন আমি নিজে থাইল্যান্ডের স্টলে গিয়ে আম্মার জন্যে পার্স কিনলাম। প্যাকেটের গায়ে ঠিকানা লেখা, গুলশান কোন এক দোকানের ! X(

শুধু তাই না, এখানের বেশির ভাগ পণ্য কেনার জন্য আপনাকে থাইল্যাণ্ড যেতে হবে না, গুলশান গেলেই হবে। বা এখন বাণিজ্য মেলায় গেলেও হবে।

আর এই দোকানের সেলসম্যান এর ব্যবহার বড়ই ভাল। আমি প্রথম একটি পার্স দেখতে চাইলাম, সে তখন আরেক উঠতি বয়সের মেয়ের সাথে রসালাপে ব্যস্ত! দ্বিতীয়টি যখন দেখতে চাইলাম, সে মিহি সুরে বলল, ভাইয়া, সব তো আপনাকে দেখানো যাবে না, এখান থেকেই দেখেন, দাম ফিক্সড, নো দামাদামি।

আমি আরেকটা পার্স দেখিয়ে বললাম, দেখি ওই সাদাটা। সে বড়ই বিরক্ত হল। আরে ব্যাটা, বসছিস জিনিস বেচতে, অথচ হাতে নিয়ে দেখতে দেবে না। ইচ্ছা করছিল, থাপ্পড় দিয়ে থাইল্যাণ্ড পাঠিয়ে দেই। কিন্তু কিছুই করলাম না, মন খারাপ করে ফিক্সড-প্রাইস দিয়ে পার্স কিনে চলে এলাম।



অনেক কথা বলা হল, আসেন পিকচার শুরু করিঃ



মেলায় আপনাকে সুস্বাগতম :)



আরেকটু বড় করেঃ





গেট অব্দি পায়ে চলার পথঃ





টিকিট কাউন্টার, পুরাই ফাঁকা( আমি আসছি দেখে ) B-)





নিঃস্বার্থ ভালুবাসা / হোয়াট ইজ লাভ :-*B-)





অবশেষে গেট. ইয়া আলীইইইইই :D:D:D





এইটা হল 'বাণিজ্য ডান্ডা' ! মানে আপনি যদি গেট দিয়ে ঢোকার পর আর বের হতে না পারেন, আসমানের দিকে তাকিয়ে এই ডান্ডা খুঁজে বের করবেন এবং এর কাছে চলে আসবেন। দেখবেন গেট পেয়ে গেছেন। কত উপকার করলাম দেখসেন। একটা প্লাস রেখে যাবেন যাওয়ার আগে।:)





ভেতরের দৃশ্যঃ





ইরানি স্টলঃ





বাহারি বাত্তি! সুন্দর এবং দাম বেশি :| :





এই সেই থাইল্যাণ্ড স্টল। উপরে ফিটফাট,ভিতরে ব্যবহার বিভ্রাটX(





ভেতরের ছোট স্টলঃ





কোন এক দোকানের সামনে হরিণঃ





আক্তার ফার্নিশার্স। বিবাহিত রা খাট পালঙ্ক,টেবিল,চেয়ার কিনতে পারেনঃ





সনি-র‌্যাংগস। এর সেলসম্যান সবচেয়ে ভাল। স্মার্ট এবং ভদ্র। আমি একজনের সাথে অনেকক্ষণ কথা বলেছি। এলসিডি এবং এলইডি এর পার্থক্য যদিও বলতে পারে নাই ;) । বলে, এলসিডি একটু বেশি চওড়া, এলইডি কম!:P





ফুজিফিল্ম এর দোকান। কোন এসএলার নাই, সব সেমি এসএলারঃ





সিরামিক্স এর দোকানঃ





খালি আপনারা বিনোদন পাইলে হবে? বাচ্চাদেরও বিনোদনের ব্যপক প্রয়োজন। আস বাচ্চারা, ডোরিমন হাজিরঃ





মাথার তার ছিড়া গেসে ? পাবেন না কোথাও। তবে বাসা বাড়ি,কোম্পানির ইলেক্ট্রিক লাইনের তার এখানে পাবেন !





ফোয়ারা, পানির ঝোয়াড়া !





টাকার লেনদেন করে যানঃ





গায়ের দুর্গন্ধ দূর করুন এই স্টলেঃ





বিবাহিত রা এইদিকে! সবজি কাটা প্রশিক্ষণ কর্মশালা :





"গাড়ি চলবে" চাকায় ভর করেঃ





ভাইয়েরা আমার, শার্ট নিয়া যানঃ



এই দোকানের সামনের পুরাই খুল্লাঃ





একটু নান্দনিকতার ছোঁয়াঃ





দেশীয় পণ্য, কিনে হন ধন্যঃ





কেনাকাটা অনেক করলেন।এবার রক্ত দিয়া যানঃ





অনেক ঘুরসেন, এবার আসেন খানাপিনা হবে। বিল নিয়ে চিন্তা করতে হবে না। এই পোস্ট দেখামাত্র জানাপা বিল দিয়ে দিবেঃ





ইস্তাম্বুলের কাবাবঃ





ডেজার্ট হিসেবে আইসক্রিম। কি বললেন? ঠান্ডা, শীত !!!

ব্যাপার না, বাঙ্গালি মাগনা পেলে আলকাত্রাও খায়ঃ





জুস খানঃ





কি? দেশী জুস খাবেন না ? নেন, বিদেশীটাই খানঃ





যত সময় নিয়ে পোস্ট দিলাম, এতক্ষন আমি মেলাতেও ছিলাম না! যদি একটু হলেও আনন্দ দিতে পারি, আমার এ পরিশ্রম স্বার্থক বলে মনে করব।

মন্তব্য ৪৯ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৪৯) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩২

মামুলি আদমি বলেছেন: আসলেই কষ্ট করসেন। অনেক গুলা ছবি। মজা পেলাম। :)

০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০৪

আধখানা চাঁদ বলেছেন: আপনাকে ধন্যবাদ।

২| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৩

গ্রাম্যবালিকা বলেছেন: ভালো লেগেছে। +++

প্রতিবার একরকমই, কোন নতুনত্ব নাই। :(

সেলসগার্লগুলার ভাব দেখলে পিত্তি জ্বলে, X( ছেলেরা ভালই করে। ;) :P

০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০৭

আধখানা চাঁদ বলেছেন: ঠিকই বলেছেন। তবে ৫-৭ বছর আগে মেলার পরিধি আরো বড় ছিল। এখন ছোট হয়ে গেছে। আর নতুনত্ব নেই বলার মত।
ঠিকমতো কাস্টমার হ্যান্ডল করতে পারেনা, আমার সাথে ছেলেটাই বাজে ব্যবহার করেছে। :(

প্লাস এর জন্য ধন্যবাদ বালিকা। ভাল থাকবেন।

৩| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৭

ড্যানিশ কনডেন্সড মিল্ক বলেছেন: বাটপারদের মিলনমেলা বসেছে ওখানে /:) কিছু কিনে মজা নেই......যা ঘুরেই মজা :)

০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০৮

আধখানা চাঁদ বলেছেন: দাম অনেক বেশি রাখে।

ঘোরার জন্য ভালই জায়গা।

৪| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৫

মাহী ফ্লোরা বলেছেন: যাক মেলা ঘুরে চলে এলাম! আর যাওনের দরকার নাই। :D

০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০৯

আধখানা চাঁদ বলেছেন: অনেক ধন্যবাদ।

ঘুরে আসতে পারেন। শুক্র-শনিবারে যাবেন না। অসম্ভব ভিড় হয়। :(

৫| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৭

টুং টাং বলেছেন: হরতালের দিন গেছিলাম, ফাঁকা ছিল। আরও যাওয়া পরবে।
এবার আসলেই বিদেশি স্টলের কেমন যেন অগুছানো।

০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১১

আধখানা চাঁদ বলেছেন: আপনি টাইমিং ভাল করেছেন। হরতালের দিন ফাঁকাই ছিল শুনেছি।

বিদেশী স্টলে বেশিরভাগ দেশী বা চাইনিজ মাল। :(

৬| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৯

অভ্রনীল লুছিফার বলেছেন: //
যত সময় নিয়ে পোস্ট দিলাম, এতক্ষন আমি মেলাতেও ছিলাম না!
//
:D :D :D

৭| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৩

তন্ময় ফেরদৌস বলেছেন: +++++

০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১১

আধখানা চাঁদ বলেছেন: অনেক ধন্যবাদ তন্ময়।

ভাল থাকবেন, সময় পেলে ঘুরে আসতে পারেন । :)

৮| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৭

ক্রিসেণ্ট বলেছেন: ++++++++++++++++++++

০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১২

আধখানা চাঁদ বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

৯| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪০

দি সুফি বলেছেন: পোষ্টে ++++ আর ছবিগুলার জন্য ধন্যবাদ। এখন আর যাওয়ার দরকার নাই। সবতো দেখেই ফেললাম :D :D

০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১৩

আধখানা চাঁদ বলেছেন: স্টল মোটামুটি এরকমই।

ফ্রি থাকলে ঘুরে আসতে পারেন। :)

অনেক ধন্যবাদ প্লাসের জন্য।

১০| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০৬

কান্ডারি অথর্ব বলেছেন:

ভালই হল আমার আর কষ্ট করে মেলায় যেতে হবে না অনেক ধন্যবাদ এমন একটি পোস্টের জন্য সাথে নিন ভালোলাগা ।

০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১৪

আধখানা চাঁদ বলেছেন: অনেক ধন্যবাদ কান্ডারী অথর্ব।

ফ্রি থাকলে ঘুরে আসতে পারেন।

ভাল লাগার জন্য আবারো ধন্যবাদ।

১১| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০৮

বৈরাম খাঁ বলেছেন: গেইটটা চিনাইছেন এইজন্য প্লাস দিলাম

০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১৬

আধখানা চাঁদ বলেছেন: হা হা হা। আসলেই। আগে যখন মেলার পরিধি বড় ছিল তখন প্রায়ই হারিয়ে যেতাম। তাই এই বুদ্ধি বের করেছি। আজকেও পরীক্ষা করলাম। ১০০ ভাগ সাকসেস।

প্লাসের জন্য অনেক ধন্যবাদ। ভাল থাকবেন। :)

১২| ০৯ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:১৫

ঘুড্ডির পাইলট বলেছেন: আমি এলছিডি আর এল ইডির পার্থক্য কওয়ার পরেও বদনাম ? X( X((




ফডুগুলান সোন্দর হইছে :D









;)

০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৭

আধখানা চাঁদ বলেছেন: কন কি ? আপনেই আছিলেন ?!!

ধন্যবাদ ভাই।

১৩| ০৯ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:২০

বৈশাখী ঝড়® বলেছেন: ছবিগুলাতো মেলাই সুন্দর হইছে।

০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৯

আধখানা চাঁদ বলেছেন: আরো ছবি তোলা যেত। কিছু প্যাভিলিয়ন ছিল যেগুলার ভেতরে প্রডাক্টগুলোর ছবি তুলতে ইচ্ছা করছিল। কিন্তু মোবাইল ক্যামেরা, অনেকেই সন্দেহ করে এবং অনেকে না ও করে ছবি তুলতে। অথচ ডিএসএলার নিয়ে গেলে না তো করেই না, বরং পোজ দেয় ছবি তোলার জন্য।
দুনিয়াতে গরিব হবার অনেক যন্ত্রণা ভাই। :(

১৪| ০৯ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:২২

আশিক মাসুম বলেছেন: াহাহাহা মেলায় আর যামুনা , মেলা দেখা শেষ। B-) সামনে থাকলে আপ্নেরে একটা কাচ্চি খাওয়াইতাম ভাই। বড়ই বালা কাম করছেন ;)

০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪১

আধখানা চাঁদ বলেছেন: ফ্রি থাকলে ঘুরে আসতে পারেন। টাকা থাকলে কিনতেও পারেন !

কাচ্চির জন্য ধন্যবাদ।

ভাল থাকবেন আশিক।

১৫| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২০

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
অনেক সুন্দর :-B :-B :-B

০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪২

আধখানা চাঁদ বলেছেন: হা হা হা।

মোটামুটি হতে পারে, অনেক সুন্দর না। মোবাইলে আর কত ভাল আসবে বলেন ?

আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগল।

১৬| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫২

কলম.বিডি বলেছেন: সুন্দর তো! দেখি একদিন চলেই যাবো। কিছু না কিনলেও ১২০ টাকার ফুচকা খেতে একবার যেতেই হয়- আমাদের বাসার নিয়ম :)

০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৯

আধখানা চাঁদ বলেছেন: ধন্যবাদ আপনাকে

১২০টাকার ফুচকার মজা অন্যরকম হবে। সাব-কন্সাস মাইন্ড বলবে ,'ফুচকা বেস্ট ছিল'

১৭| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২০

পুরান ঢাকাইয়া বলেছেন: সনি-র‌্যাংগস। এর সেলসম্যান সবচেয়ে ভাল। স্মার্ট এবং ভদ্র। আমি একজনের সাথে অনেকক্ষণ কথা বলেছি। এলসিডি এবং এলইডি এর পার্থক্য যদিও বলতে পারে নাই ;) । বলে, এলসিডি একটু বেশি চওড়া, এলইডি কম!:P

০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

আধখানা চাঁদ বলেছেন: ঠিকই বলসি। পুরো মেলায় ওদের মত কাউকে পাবেন। ব্যবহার অনেক ভাল।

১৮| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩০

ছোট্ট নিথী বলেছেন: সুন্দর সুন্দর। :) :)
আমি আগামী বুধবার যাচ্ছি!! :)

১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৭

আধখানা চাঁদ বলেছেন: সময়টা বলেন। :)

আমি গেইটে থাকব। আপনার টিকিটও আমি কেটে দিব। কোন ব্যাপার না।

চাইলে মেলায় আপনাকে গাইড করব। যদি হারিয়ে যান। (বুক ধুকপুক ধুকপুক এর ইমো হবে )

১৯| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩১

একজন ঘূণপোকা বলেছেন: যামু মেলায়, আপনার ছবিগুলো দেখে লোভ লাগতাছে

১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৯

আধখানা চাঁদ বলেছেন: ধন্যবাদ। ঘুরে আসুন। আমি অলরেডী ২ বার গেসি।

২০| ১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫১

শান্তা273 বলেছেন: ভালো লাগলো!

১৪ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০০

আধখানা চাঁদ বলেছেন: আপনাকে ধন্যবাদ। ঘুরে আসুন মেলা থেকে, খারাপ লাগবে না আশাকরি। শুক্র-শনি বাদে যাবেন। এদিন প্রচন্ড ভীড় হয়।

ভাল থাকবেন।

২১| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৩

শায়মা বলেছেন: সবচাইতে বুঝি ইস্তাম্বুলের কাবাবটাই মজাদার হবে।:)

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৮

আধখানা চাঁদ বলেছেন: মাফ করবেন শায়মাপু। প্রচন্ড ব্যস্ততায় দিন কাটছে, তাই উত্তর দিতে দেরী হল।

মজা হতেও পারে। টেস্ট করে দেখি নাই।

২২| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৮

লোনলিফাইটার বলেছেন: আহারে কতদিন যাইনা :( :(

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩০

আধখানা চাঁদ বলেছেন: আহারে, আহারে।

২৩| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৩

প্রিয়তমেষূ বলেছেন: মেলায় দেখলাম একজন একখান কেনন ডি ৩১০০ ডিয়া ফটুক তুলতেছে ঐটা তাইলে আপনিই ছিলেন।

জলিল ভাইের স্টলের ফটুক তুলেন নাই।

আমিও সবজ্বি কাটার ছবি তুলেছি মোবাইল দিয়ে..

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩২

আধখানা চাঁদ বলেছেন: জ়ী না প্রিয়। ওইটা আমি ছিলাম না। আমিও মোবাইল দিয়েই ছবিগুলা তুলেছি।

সবজি ভাল পাই। অনেক ধন্যবাদ।

২৪| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪১

লিন্‌কিন পার্ক বলেছেন:
কোন রাইডে চড়েন নাই ?? দেখি যাওয়ার ইচ্ছা আছে

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৩

আধখানা চাঁদ বলেছেন: এইবার কোন রাইড ছিল না। স্পীড এর স্টলে কিছু একটা থাকলেও থাকতে পারে। সেখানে ভিড় এর কারণে যাই নাই। আরো তিন দিন আছে। যাইতে পারেন।

২৫| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৫

অচিন.... বলেছেন: valo hoiche... :)

২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২১

আধখানা চাঁদ বলেছেন: অনেক ধন্যবাদ অচিন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.