নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফ্রম ডাস্ট আই হ্যাভ কাম, ডাস্ট আই উইল বি

আপন আলোয় আলোকিত হবার অব্যাহত চেষ্টা

আধখানা চাঁদ

যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যাও কিঞ্চিৎ বলিব (গল্প বলার সময়)

আধখানা চাঁদ › বিস্তারিত পোস্টঃ

V I P

০৩ রা মার্চ, ২০১৩ রাত ১২:২৭

আজ নিজেকে 'V I P' বলে মনে হল! আজকেই, হ্যাঁ আজকেই বুঝলাম আমিও একজন 'V I P'



মহাখালী ওয়্যারলেসে অনেকক্ষ্ণ দাঁড়িয়ে ছিলাম গাড়ির জন্য। বি আর টিসি বাসে দেখি ভেতরে দাড়িয়ে আছে কিছু মহা সৌভাগ্যবান মানুষ, বাসের পেছনের দাঁড়ে পর্যন্ত মানুষ দাঁড়িয়ে যাচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে!সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি, এটা জীবন যাওয়ার আগ মুহুর্তে মনে করে বোধহয় খুব একটা লাভ হবে না।যা হোক, শুরু করলাম আমার বিখ্যাত হন্টন।



মহাখালী রেলগেটের কাছাকাছি এসে আবারো বাস খুঁজতে লাগলাম।একে তো বাস কম, তার উপর প্রতিটা বাসেই পর্বত সমান ভিড় ! আবারো বিখ্যাত হন্টন শুরু করতে যাব কিনা ভাবছি,এমন সময় দেখি এক বুড়ো রিকশাওয়ালা ডাকছে,"ফারামগেট ৫০,ফারামগেট ৫০"। তাকে বললাম, ফারামগেট যাব না, আউলাদ হোসেন মার্কেট পর্যন্ত যাব, কত নেবেন?" উনি ৫ টাকা কমে যেতে রাজি হলেন। তাই সই। এই রিকশায় উঠেই হয়ে গেলাম ইতিহাসের সাক্ষী, হয়ে গেলাম 'V I P'।



সমস্ত পুরাতন এয়ারপোর্ট জুড়ে তখন গাড়ি, বাস, টেম্পো চলাচল করছে। এই পুরো ভি আইপি রাস্তায় কেবল একমাত্র ব্যতিক্রম শুধু আমার রিকশা !



শাহীন কলেজের সামনে এক সি এন জি ঘুরতে গেল, আমার রিকশাওয়ালা হুংকার দিল, " হেই আস্তে " ! সিএনএজি ওয়ালা গাড়ি থামিয়ে বেকুব হয়ে গেল! চিন্তা করছিলাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দিয়ে কি রিকশা নিয়ে যেতে পারব? আমার রিকশাওয়ালা কনফিডেন্ট, সো ডু আই! প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে সম্ভবত রিকশা নিয়ে কেউ যাতায়াত করেনা, এক পুলিশ তাই আমাদের রিকশা দেখে বাঁশি বাজাবে কিনা সিদ্ধান্ত নিতে নিতে আমার রিকশা পার।



এ এক অদ্ভূত অনুভুতি। এক অদ্ভূত সাসপেন্স (সিনেমার ভাষায়) ! কোন বি এম ডব্লিউ না,মার্সিডিজ না, এমনকি ২ কোটি ৭০ লাখ দিয়ে কেনা সরকারি ভলভো ও না, সামান্য তিন চাকার রিকশায় বসে এক রাতের জন্যে হয়ে গেলাম VIP :D



জামাত কে ধন্যবাদ হরতালের জন্যে।



"জয় বাংলা" :D

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১২:৪১

বিপদেআছি বলেছেন: :D

০৩ রা মার্চ, ২০১৩ রাত ১২:৪৪

আধখানা চাঁদ বলেছেন: :D :D :D

২| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১২:৪৫

কান্ডারি অথর্ব বলেছেন:


প্রথম লাইক দিলাম।

০৩ রা মার্চ, ২০১৩ রাত ১২:৪৯

আধখানা চাঁদ বলেছেন: অশেষ ধন্যবাদ।

৩| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১২:৫৮

শাকিল ১৭০৫ বলেছেন: B-) =p~

০৩ রা মার্চ, ২০১৩ রাত ১:১০

আধখানা চাঁদ বলেছেন: /:) :-B B-)

৪| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১:৫২

সাউন্ডবক্স বলেছেন: পুরাই ভিআইপি

০৩ রা মার্চ, ২০১৩ সকাল ১১:৫৫

আধখানা চাঁদ বলেছেন: আবার জিগস।

৫| ০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১:০৮

জাকারিয়া মুবিন বলেছেন:

:) :) :) :)

০৪ ঠা মার্চ, ২০১৩ বিকাল ৩:২০

আধখানা চাঁদ বলেছেন: ভিআইপি এক্সপ্রেশন /:)

৬| ০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১:১৫

মাহবু১৫৪ বলেছেন: বাবা, ভি আই পি পোস্ট !! :P

০৪ ঠা মার্চ, ২০১৩ বিকাল ৩:২০

আধখানা চাঁদ বলেছেন: ভিআইপি ফিলিংস

৭| ০৬ ই মার্চ, ২০১৩ সকাল ১১:১০

কালা মনের ধলা মানুষ বলেছেন: অভিনন্দন !! অভিনন্দন !!!

চরম লেখা !!!!

+++++++++++++++++++++

০৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:১৭

আধখানা চাঁদ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।

কিসের চরম, আপনার মত লিখতে চাই মিয়া। :-B

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.