নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফ্রম ডাস্ট আই হ্যাভ কাম, ডাস্ট আই উইল বি

আপন আলোয় আলোকিত হবার অব্যাহত চেষ্টা

আধখানা চাঁদ

যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যাও কিঞ্চিৎ বলিব (গল্প বলার সময়)

আধখানা চাঁদ › বিস্তারিত পোস্টঃ

শচীনের শেষ ইনিংস

১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:২৯

ভারতীয় ক্রিকেট ঈশ্বর শচীন টেন্ডুল্কার তাঁর ক্যারিয়ারের সর্বশেষ ২০০তম টেস্ট খেলছেন। দিন শেষে ৩৮ রানে অপরাজিত আছেন। শচীন ক্রিজে থাকা মানেই ভারতের ১০০কোটি ক্রিকেট ভক্ত এবং ভারতের বাইরেও তাঁর অগণিত গুণমুগ্ধের চাওয়া আরেকটি শতক। যে আবদার তিনি মিটিয়ে চলেছেন বিগত ২৫ বছর ধরে।পুরো করেছেন সেঞ্চুরির সেঞ্চুরি সহ অনেক রেকর্ড।



বয়স হয়ে গেছে ৪০, ব্যাটিং এর ধারও কমেছে একটু হলেও। আর সাথে একঝাঁক নতুন মুখের ভীড়ে হয়ত নিজেকে বেমানানই মনে করতে শুরু করেছিলেন। একদিন না একদিন যেতে হতই, ঘোষণাটা তাই দিয়েই দিলেন।



শচীন যাতে নির্বিঘ্নে কিছু রান করতে পারেন এ জন্যে বিসিসিআই(ভারতীয় ক্রিকেট বোর্ড) একটি নখদন্তহীন দলকে তারাহুড়ো করে আমন্ত্রণ জানিয়েছেন। কিন্তু বিসিসিআই এই সদিচ্ছা বা সাহস টা দেখায়নি যে শচীন এর বিগত ২৫ বছরের যা অর্জন তা তার এই দুই টেস্টের ৪ ইনিংসে শেষ হয়ে যাবে বা যেতে পারে। শচীন এই ৪ ইনিংসে ৪ টা সেঞ্চুরি করলেও মানুষ কিছুদিন পর তা ভুলে যাবে, ৪ ইনিংসে ডাক মারলেও। তাহলে যেটা বিসিসিআই করতে পারত,আরেকটু কঠিন শক্তির দল বা যোগ্যতর দল কে আমন্ত্রণ জানাতে পারত।



যারা ক্রিকেটের একটু খবর রাখেন, তারা বলবেন, অস্ট্রেলিয়া কিছুদিন আগেই বড় একটা সিরিজ শেষ করল। ইংল্যাণ্ড এখন এ্যশেজ খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। পাকিস্তান ব্যস্ত ছিল সাউথ আফ্রিকার সাথে। নিউজিল্যান্ড খেলছে শ্রীলংকার সাথে। একমাত্র ফ্রি দুটি দল ছিল ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশ।



হ্যাঁ, রেটিং এর দিক থেকে দেখলে বাংলাদেশের চেয়ে ইঞ্চিখানেক দূরত্বে ওয়েস্ট ইন্ডিজ। তবে সাম্প্রতিক পারফর্মেন্স এর বিচারে মনে হয় টাইগাররা এগিয়ে থাকবে। এটা ঠিক, ভারতের মাটিতে ভারত অনেক শক্ত প্রতিপক্ষ। তবে কেন যেন মনে হয়, বাংলাদেশ এর বিপক্ষে টেস্ট দিলে ভারতের মাটিতে বাংলাদেশের যে পাওনা ট্যুর ছিল তা একদিকে পূরণ হত অন্যদিকে ভারতের মাটিতে আমাদের টাইগারদের অনেক কিছু প্রমাণের সুযোগ ছিল। এবং এই চাওয়াটা যৌক্তিক।



ভারত সবচেয়ে বেশি ওয়ানডে এবং টেস্ট খেলে থাকে। কমবেশি সব টেস্ট খেলুড়ে দেশ ভারতে ট্যুর করে, যত বিপত্তি,অজুহাত শুধু যেন টাইগারদের সাথেই। অবিশ্বাস্য হলেও সত্য, ভারতের মাটিতে বাংলাদেশ শেষ ওয়ানডে খেলেছিল সেই ১৯৯৮ সালে মুম্বাইতে! এরপর অন্য ভেন্যুতে মুখোমুখি হলেও ভারত টাইগারদের আমন্ত্রণ জানায়নি। আইসিসি প্রতিটি দেশে ট্যুর এর যে সময়সূচি বেঁধে দেয়, তার তোয়াক্কা না করে বছরের পর বছর ভারত টাইগারদের বঞ্ছিত করে চলেছে।



প্রিয় শচীন, টাইগারদের দের সাথে মোকাবেলার সাহস আপনার এখনকার ভারতীয় দল এবং বোর্ডের নেই বলেই আমার ধারণা। আপনি কাল ভাল ব্যাটিং করুন, চেষ্টা করুন আপনার বন্ধু ব্রায়ান লারার ৪০১ রানের রেকর্ড ভেংগে ফেলতে। এছাড়া দ্রাবিড়,সৌরভ,লক্ষণ এমনকি একসময় সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরির রেকর্ড ৩৪ এর মালিক গাভাস্কার বা সর্বোচ্চ উইকেট শিকারী কপিল দেভ কে যেমন ভারত ভুলে গিয়েছিল, আপনাকেও ঠিক তেমন ভাবেই ভুলে যাবে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ২:৩১

মহিদুল বেস্ট বলেছেন: আপনি যতদিন বেঁচে থাকবেন... উনিও আপনার মাঝে ততদিন বেঁচে থাকবেন! এমন করেই ত মানুষ বেঁচে থাকে

১৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৩৩

আধখানা চাঁদ বলেছেন: আসলে ভারত আমাদের দেশে এসে খেলে যায়, কিন্তু আমাদের আমন্ত্রণ করে না, আর সেটা আইসিসি কর্তৃক আমাদের প্রাপ্য। আর শচীনের বিদায়ক্ষণে শেষ দুটো টেস্ট আমাদের বিপক্ষে খেললে বাংলাদেশ এবং ভারতের ক্রিকেটের তিক্ততার সম্পর্কটুকুও মিটে যেত।
শচীন শচীনই, এখানে তাকে সমালোচনা করার ধৃষ্টতা আমার নেই। আমি শুধু ভারতীয় ক্রিকেট বোর্ডকে একটু টিপে দিয়েছি আরকি।
মন্তব্যের জন্যে অনেক ধন্যবাদ মহিদুল ভাই। ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.