নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফ্রম ডাস্ট আই হ্যাভ কাম, ডাস্ট আই উইল বি

আপন আলোয় আলোকিত হবার অব্যাহত চেষ্টা

আধখানা চাঁদ

যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যাও কিঞ্চিৎ বলিব (গল্প বলার সময়)

আধখানা চাঁদ › বিস্তারিত পোস্টঃ

ম্যাচ রিভিউঃ চিলি vs ব্রাজিল।

২৯ শে জুন, ২০১৪ দুপুর ১:৪৫

ব্রাজিল গোল করলে অনেক দূর থেকে আনন্দ উল্লাসের ধ্বনি যেমন শোনা যায়, ব্রাজিল গোল খেলেও ঠিক তেমন শোনা যায়! সাপোর্টার হিসেবে আমাদের জুড়ি মেলা ভার!



ফিফা র‍্যাংকিং এর ১৪ তম দলের সাথে ৩ নম্বর দলের লড়াই। সংখ্যার বিচারে অসম হলেও মাঠের হিসেব-নিকেশ যে আলাদা সেটা গতকালকের ম্যাচে বোঝা গেছে। ব্রাজিল কিক অফের শুরু থেকেই জোগো বোনিতো (সুন্দর ফুটবল) খেলতে শুরু করে। ফল হিসেবে ১৮ মিনিটেই স্টার নেইমারের কর্ণার থেকে চিপায় ওৎ পেতে থাকা ডেভিড লুইস তার প্রথম আন্তর্জাতিক গোলটি করেন।







সেই গোল শোধ করতেও সময় নেয় না চিলিয়ানরা। ডিফেন্সের খামখেয়ালিপনায় সুন্দর প্লেসিং এবং ফিনিশিং এ ৩২ মিনিটে দুর্দান্ত গোল করে সানচেজ খেলায় ফিরে আনে চিলিকে।



দ্বিতীয়ার্ধ খেলার পুরো কৃতিত্ব দিয়ে দিতে হবে চিলিয়ানদের। ব্রাজিল তার স্বভাবসুলভ ফুটবল খেলতে পারেনি বা বলা চলে চিলি খেলতে দেয়নি। প্লেসিং নামে যে কিছু আছে বোঝাই যাচ্ছিল না। খেলায় কোন প্ল্যানিং ছিল না। একটা চ্যাম্পিয়ন দলের কাছে এমন নিস্পৃহ ফুটবল স্টেডিয়ামে উপস্থিত ৬০ হাজারের অধিক দর্শক এবং এ দেশের আপামর ব্রাজিল সমর্থক আশা করে না। নেইমার দ্বিতীয়ার্ধে কয়বার বলে পা ছোঁয়াতে পেরেছে তা হাতের কড়ি দিয়ে গুনে ফেলা যায়। নেইমারের দুই পাশের উইংগার অস্কার,ফ্রেডও তার মতই ছিল নিস্প্রভ। ব্যতিক্রম একমাত্র হাল্ক। একক নৈপুন্যে অসাধারণ কয়েকটি প্রচেষ্টা চালিয়েছিল চিলিয়ান ডিফেন্সে। একটি গোলও দিয়ে দিয়েছিল, কিন্তু সেটি ছিল হ্যন্ডবল। যেটি নিয়ে আজকের বেশ কয়েকটি অনলাইন পত্রিকা তাদের হিট বাড়িয়ে নেবার চেষ্টা করছে!মাঝমাঠ থেকে উড়ে আসা বলটিকে নিজের নিয়ন্ত্রণে আনতে বুক দিয়ে নিয়ন্ত্রণের চেষ্টা করে যেটি আসলে হাতের কাঁধের উপরের অংশে লাগে। ম্যারাডোনার 'হ্যান্ড অফ গড' এর নতুন আরেকটি সংস্করণ 'হ্যান্ড হফ হাল্ক' হওয়া বোধহয় এত সহজ না। ;)



৯০ মিনিটে খেলা নিস্পত্তি না হওয়ায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ব্রাজিল যে কোন মূল্যে একটি গোল বের করতে চাচ্ছিল। অপরপক্ষে চিলি চাচ্ছিল কোনমতে পেনাল্টি শুট আউটে নিয়ে যেতে। যেখানে তারা সফল হয়।







পেনল্টি শুটের প্রথম দুইটি শট ফিরিয়ে দিয়ে ব্রাজিল গোলকিপার জুলিও সিজার ব্রাজিলিয়ানদের আশার আলোয় ভাসান। পরের দুইটি গোল করে ফিরে আসে চিলি । শেষ শটটিতে অবস্থা দাঁড়ায় চিলি গোল করলে আরেক দফা পেনাল্টি শুট আউট। কিন্তু শেষ শটটি গনজালো জারার লাগে গোলপোস্টে । আনন্দের চেয়ে আবেগে ভেসে যায় খেলোয়াড়েরা। নেইমারের মুখ ঢাকা কান্না প্রমাণ করে নিজেদের নার্ভ শক্ত না থাকলে হয়ত ওখানেই শেষ হয়ে যেত সেলেসাওদের মিশন হেক্সা।







পরিশেষে বলাই যায়, Brazil may won the match, but Chile won the heart. Congratulations Brazil, well played Chile.





মন্তব্য ২৬ টি রেটিং +২/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুন, ২০১৪ দুপুর ২:০৪

লবকুশ বলেছেন: সুন্দর রিভিউ। কালকের ম্যাচে ব্রাজিলের খেলা দেখে হতাশ হয়েছি, তবে এ্যান্টি ব্রাজিলিয়ানরা কুতসিত আনন্দ করবে বলে ব্রাজিলকেই জয়ী দেখতে চেয়েছি...

২৯ শে জুন, ২০১৪ বিকাল ৫:৩৯

আধখানা চাঁদ বলেছেন: অনেক ধন্যবাদ লবকুশ। গতকাল আসলেও ব্রাজিল তার কাংখিত ফুটবল খেলতে পারেনি। এই দলটা যদি চ্যাম্পিয়ন হতে চায়, আর এমন খোঁড়ানো ভাবে চ্যাম্পিয়ন হয়, সেটা ভাল লাগবে না।

২| ২৯ শে জুন, ২০১৪ দুপুর ২:১৭

লিরিকস বলেছেন: +

২৯ শে জুন, ২০১৪ বিকাল ৫:৪২

আধখানা চাঁদ বলেছেন: + এর জন্যে অনেক ধন্যবাদ লিরিকস।

আপনার আইডি এবং পোস্টগুলো অনেক ভাল। অনেক পুরনো গানের সম্পূর্ণ গানের কথা আপনার পোস্ট পড়ে জেনেছি। সময়ের অভাবে পোস্টে ভাল লাগা জানানো হয় নি। এখানে জানিয়ে গেলাম।

ভাল থাকবেন। আরো বেশি লিরিকস দেবেন এই কামনা।

৩| ২৯ শে জুন, ২০১৪ দুপুর ২:৪৪

রাহুল বলেছেন: রিভিউ ভালো লাগলো।

২৯ শে জুন, ২০১৪ বিকাল ৫:৪৫

আধখানা চাঁদ বলেছেন: পড়ার জন্যে অনেক ধন্যবাদ রাহুল।

ভাল থাকবেন।

৪| ২৯ শে জুন, ২০১৪ বিকাল ৫:১৭

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: এই ম্যাচ নিয়ে কিছু বলার নাই!
দুই লাতিন ফুটবল পরাশক্তির ম্যাচ টা ভালোই উপভোগ করছিলাম বটে, কিন্তু কার্ড আর ফাউলে ফেঁসে গেল পুরা!
তার ওপর ব্রাজিলের "ব্রাজিল" হিসেবে না খেলতে পারাটাও বিরক্তিকর!
কিন্তু চিলির সুন্দর খেলা আবারো মুগ্ধ করলো আমাকে যদিও আমি ব্রাজিল সাপোর্ট করি ...

পোস্ট ভালো হয়েছে ...
সুন্দর সাজানো একটা রিভিউ পোস্ট ...
ভালোলাগা সবরকম...

২৯ শে জুন, ২০১৪ বিকাল ৫:৫২

আধখানা চাঁদ বলেছেন: আরে সব্বনাশ! আপনার মন্তব্য আমার পোস্টে! আপনার লাস্ট পোস্টটা পড়ে অনেকদিন পর লিখতে ইচ্ছা করছিল। লিখতে ইচ্ছা করে, সময় করে উঠতে পারিনা। আপনার ওই পোস্টটা অসাধারণ।

চিলি এবার আসলেও ভাল খেলেছে। গতকালকেও দুর্দান্ত ছিল সেকেন্ড হাফ থেকে। আমি ইতালির সাপোর্টার '৯৪ থেকে। খুব ভাল কিছু করে ফেলার আশা না করলেও অন্তত সেকেণ্ড রাউন্ডের আশা করেছিলাম।


মিয়া ১১ মাস মাত্র ব্লগিং করেন। মাত্র ১৩ টা পোস্ট। এত এত হিট। সময়ের হিসেবে আমি আপনার সিনিয়র। এত ভাল লেখেন কিভাবে ?! কিঞ্চিত হিংসিত। ভাল থাকবেন। আমার আবজাব লেখা পড়ার জন্যে অনেক অনেক ধন্যবাদ।

ভাল থাকবেন।

৫| ২৯ শে জুন, ২০১৪ বিকাল ৫:৪৬

কলমের কালি শেষ বলেছেন: ভালো লিখেছেন । রিভিউ টা ব্রাজিল এর খেলার চেয়ে ভালো লেগেছে B-) ;)

২৯ শে জুন, ২০১৪ বিকাল ৫:৫৬

আধখানা চাঁদ বলেছেন: হা হা হা । ভাল বলেছেন।

অনেক ধন্যবাদ পড়ার জন্যে।

৬| ২৯ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:০৭

বেপরোয়া বেদুঈন বলেছেন: চিলি দুর্দান্ত ফুটবল খেলেছে এবার । ম্যাচটা চিলি জিতলেও অবাক বা অঘটন হওয়ার মত কিছুই ছিল না ।

২৯ শে জুন, ২০১৪ রাত ৯:৫৫

আধখানা চাঁদ বলেছেন: আসলেও তাই। চিলি অনেক ভাল খেলেছে ব্রাজিলের মত দলের বিপক্ষে।

পোস্ট পড়ার জন্যে অনেক ধন্যবাদ বেদুঈন। ভাল থাকবেন।

৭| ২৯ শে জুন, ২০১৪ রাত ১০:০৯

আরফহোস বলেছেন: আমরা চাই ব্রাজিল, ব্রাজিল এর মতো খেলেই চ্যাম্পিয়ান হোক।

৩০ শে জুন, ২০১৪ সকাল ১০:১৭

আধখানা চাঁদ বলেছেন: সেটাই। চ্যাম্পিয়ন হতে হলে চ্যাম্পিয়ন এর মতই খেলা উচিত।

অনেক ধন্যবাদ আরফহোস পোস্টটি পড়ার জন্যে।

৮| ২৯ শে জুন, ২০১৪ রাত ১০:০৯

আরফহোস বলেছেন: আমরা চাই ব্রাজিল, ব্রাজিল এর মতো খেলেই চ্যাম্পিয়ান হোক।

৯| ২৯ শে জুন, ২০১৪ রাত ১০:০৯

আরফহোস বলেছেন: আমরা চাই ব্রাজিল, ব্রাজিল এর মতো খেলেই চ্যাম্পিয়ান হোক।

১০| ২৯ শে জুন, ২০১৪ রাত ১০:৩৬

আবু শাকিল বলেছেন: খেলা নিয়ে রিভিঊ।অসাধারন ভাল লাগল ।

৩০ শে জুন, ২০১৪ সকাল ১০:৩৯

আধখানা চাঁদ বলেছেন: পোস্টটি পড়ার জন্যে অনেক অনেক ধন্যবাদ শাকিল ভাই।

ভাল থাকবেন।

১১| ২৯ শে জুন, ২০১৪ রাত ১১:৩২

বোকামানুষ বলেছেন: কালকের খেলা দেখে অনেক মজা পেয়েছি চিলি আসলেই দারুন খেলেছে

সেই সাথে পোস্টটাও ভাল লেগেছে

৩০ শে জুন, ২০১৪ সকাল ১০:৪০

আধখানা চাঁদ বলেছেন: পোস্ট পড়ার জন্যে অনেক ধন্যবাদ বোকামানুষ।

ভাল থাকবেন।

১২| ০২ রা জুলাই, ২০১৪ রাত ১১:০৩

সেলিম আনোয়ার বলেছেন: ভাল রিভিউ।এ খেলাতে শেষের দিকে ব্রাজিল অনেকগুলো ভুল পাস দিয়েছে।

০৮ ই জুলাই, ২০১৪ রাত ১:০০

আধখানা চাঁদ বলেছেন: পোস্ট পড়ার জন্যে অনেক ধন্যবাদ সেলিম ভাই।

ভাল থাকবেন।

১৩| ২০ শে জুলাই, ২০১৪ রাত ১২:১১

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: হাহাহা...! বলছেন বটে ... ;)

কেন, আমার মন্তব্য অস্বাভাবিক কিছু বুঝি!? /:)

সিনিয়র হিসেবে সশ্রদ্ধ ভালোলাগা আর ধইন্যা লন ...

হুমমম ... মাত্রই তো ১১ মাস ৩ সপ্তাহ! ;) ;)

অন্তর্নিহিত তাৎপর্য হইতেছে সামুই যে আমার সব নহে, মানে ১১ মাসের আগে ছিলো না... ;)

এখন এই ১১ মাসে ইহাই আমার জগত... :!>

আর হিট!?

হিটে কি যায় আসে! আমার পোস্টে যেমন হাজার প্লাস রিডার হইসে, একটু নিচে গিয়া দেখেন, এমন পোস্ট ও আছে ৬০ - ৭০ বার মাত্র রিড হইসে ... B-)


যেইটা ভালো হইসে পাঠক পড়সে, ভাল্লাগেনাই ব্যাস! দুচিত হইসে =p~ B-))

কিচ্ছু যায় আসেনা! তবে এইটা ঠিক, অনলাইনে কম পোস্টের দুর্নাম বৈ সুনাম নাই কোনখানেই! /:) :(

অমাবস্যা তিথিতে পোস্টাই .... :P


এইবারে কাজের কথায় আসি, এই পোস্টটা দিতেছি মাসসেরা সংকলনে ....
এই সুখবর জানাইতেই আসছিলাম, আইসা দেখি আমার বয়স ধইরা টান দিয়া বইসা আছেন আগের কমেন্টে... /:)

ব্যাপার নাহ! অগ্রীম অভিনন্দন জানাইয়া যাই... :P B-)

২০ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:৩৪

আধখানা চাঁদ বলেছেন: মুনতাসির ভাই, কি বলমু বুঝতেসি না, ভাষা হারাইয়া ফেলসি।
একেবারে ভাল লাগার জায়গা থেকেই টুকটাক লেখালেখির চেষ্টা করি, সামু পাব্লিশ করে বাধিত করে। এখানে ব্লগিং করে মাসসেরা সংকলনে আমার পোস্ট যাবে বা যেতে পারে,ভাবি নাই কখনো। অনেক অনেক বড় একটা প্রাপ্তি।

অনেক অনেক অনেক ধন্যবাদ ভাই। ভাল থাকবেন।

১৪| ২০ শে জুলাই, ২০১৪ রাত ১২:১৪

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: ভালো কথা আরেকটা গোপন ইনফো দিয়া যাই কানে কানে, কাউরে বইলেন না আবার... ;) :P

আমার সেকেন্ড ফেভারিট টিম কিন্তু ইতালি ... এইবারের পারফর্মেন্সে খুব কষ্ট পাইসি ... :(

২০ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:৩৭

আধখানা চাঁদ বলেছেন: ইতালি সাপোর্ট করতামই কারণ ওদের বলার মত কোন সুপার প্লেয়ার,প্লে-মেকার কখনোই ছিল না। তাও একটা যুগে মালদিনি,ইনজাগি,টট্টি রা ছিল। পরে আসে বুফন,পিরলো। ইতালি ভাল খেলে ওদের ঐতিহ্যগত কারণে। এবারের টিমটাও বলার মত কিছু ছিল না। তাও ইংল্যান্ডের সাথে জিতে শুরু করায় আশার আলো দেখেছিলাম।

আপনার সেকেন্ড চয়েস জেনে ভাল লাগল ভাই। আশা করি,ইউরো তে ভাল মত ফিরে আসবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.