নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফ্রম ডাস্ট আই হ্যাভ কাম, ডাস্ট আই উইল বি

আপন আলোয় আলোকিত হবার অব্যাহত চেষ্টা

আধখানা চাঁদ

যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যাও কিঞ্চিৎ বলিব (গল্প বলার সময়)

আধখানা চাঁদ › বিস্তারিত পোস্টঃ

বিস্ময়ে বাকরূদ্ধ হয়ে যাবার মত কিছু ছবি

১৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৩২



৮৬ বছর বয়স্ক বেলারুস কনস্টানটিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে জীবিত ফিরে আসা মানুষটি অপেক্ষা করছেন বাকি কমরেডদের জন্যে। প্রতি বছর বিজয় দিবসে গোর্কি পার্কে(মস্কো, রাশিয়া) আসেন তিনি।

সোমবার, মে ৯, ২০০১। ওই বছর ওই ইউনিটে একমাত্র তিনিই জীবিত, অপেক্ষায়; যদি কেউ আসে---







হাবল ডিপ ফিল্ড দিয়ে পরিলক্ষিত অযুত-নিযুত গ্যালাক্সি। ১০ বিলিয়ন বছর আগেও যেভাবে ছিল





মঙ্গল গ্রহে সূর্যাস্ত। ২০০৫ সালে রোভার স্পিরিট থেকে তোলা।





নর্দান আয়ারল্যান্ডে এক সৈনিক বোম ডিফিউজ করতে যাচ্ছে





নীল আর্মস্ট্রং। মুন ওয়াকের পর।





সেই মুহূর্ত যখন এই জিইয়িশ কে মৃত্যুদন্ড দেয়া হয়নি, জীবিত ছেড়ে দেয়া হয়েছে।





দামী রেস্তোরার ঠিক বাইরে এক গৃহহীন। ভেতরে আনন্দযজ্ঞ। মিলওয়াকি, আমেরিকা। ইগ্নোরেন্স ইস ব্লিস---





নাৎসি র‍্যালি, নুরেমবার্গ ১৯৩৭।





ছবিটি তুলেছেন নভোচারী মাইকেল কলিন্স। যখন ছবিটি তোলা হয় তখন তিনি একমাত্র মানুষ যিনি পৃথিবীর বাইরে জীবিত এবং ছবির ফ্রেমে উপস্থিত নেই। তাঁর অন্য দুই সহযোগী ছিলেন অলড্রিন এবং নীল আর্মস্ট্রং।





লিথুনিয়াতে দুর্ঘটনাবশত এক ৮ বছর বয়সী নিহত হবার পর





আর্মেনিয়ান জেনোসাইড ১৯১৫। এক আর্মেনিয়ান অফিসার এক টুকরো রুটি দেখিয়ে মজা করছেন।





এক ফিলিপিনো রাজনীতিবিদ নিহত হবার ঠিক আগে তার পরিবারের ছবি তুলছিলেন। ছবির সর্ববামে আততয়ীকে দেখা যাচ্ছে।





দুই ইঞ্জিনিয়ার নিহত হয়েছিলেন যখন এই উইন্ডমিলে আগুন লেগে যায়। এটিই সম্ভবত তাদের তোলা শেষ ছবি। অক্টোবর ২৯,২০১৩।





চায়নার ট্রেন স্টেশনে মৃতের জন্য প্রার্থনা করছেন এক বৌদ্ধ ভিক্ষুক। লোকটির মৃত্যু স্বাভাবিক কারণেই ঘটেছিল।





সুনামির পর দিশেহারা এক তরূণী। জাপান ২০১১।





ছেলে তার মদ্যপ বাবাকে উঠানোর চেষ্টা করছে।





গোল্ডেন গেইট ব্রিজে লোকটি সুইসাইড হটলাইনে ফোন করছে।





"ভিনিতসার শেষ জিউ" নাৎসি ডেথ স্কোয়াডের এক সদস্য গুলি করার পূর্বমুহূর্ত। ভিনিতসা,ইউক্রেন ১৯৪১। এই ভিনিতসায় ২৮০০০ জিউয়িশ কে হত্যা করা হয়।





ঢেউখেলানো আকাশ

মন্তব্য ৪৬ টি রেটিং +১০/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৪৫

মুদ্‌দাকির বলেছেন:

একেকটা একেক রকম !! সুন্দর

ফিলিপিনোটা অদ্ভুত!!

১৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৫১

আধখানা চাঁদ বলেছেন: দেখার জন্যে ধন্যবাদ মুদদাকির।

আপনার লেখা থেকে অনেক কিছু শিখতে পারি। আপনার লেখার গুনমুগ্ধ আমি। প্রথম মন্তব্য আপনার দেখে তাই অনেক খুশি লাগছে। ভাল থাকবেন।

২| ১৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:০১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ছবি ব্লগ ।

১৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:১৫

আধখানা চাঁদ বলেছেন: অনেক ধন্যবাদ সেলিম ভাই।

৩| ১৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:০৪

হাসান মাহবুব বলেছেন: বিচিত্র এবং বিস্ময়কর কিছু ছবি।

১৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:১৬

আধখানা চাঁদ বলেছেন: প্রতিটি ছবিরই আলাদা গল্প আছে। কিছু কষ্টের, কিছু আনন্দের, কিছু দেখে শেখার।

অনেক ধন্যবাদ হাসান মাহবুব ভাই

৪| ১৬ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:৩৯

মুদ্‌দাকির বলেছেন: ভাই খালি পড়লে হবে? মন্তব্য করবেন, সমালচনা করবেন

১৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:২০

আধখানা চাঁদ বলেছেন: আসলেও ভাই। আলসেমি, ক্লান্তির সাথে প্রায়ই পেরে উঠি না। সমালোচনা, মন্তব্য অনুপ্রাণিত করে, এগিয়ে যেতে সাহায্য করে। আপনি মন্তব্য না করে পড়ে গেলেও পারতেন, কিন্তু করে আমাকে অনুপ্রাণিত করেছেন। আমিও চেষ্টা করব। দোয়ার দরখাস্ত রইল।

৫| ১৬ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৪৬

আমিনুর রহমান বলেছেন:



অদ্ভুদ !

১৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:২১

আধখানা চাঁদ বলেছেন: আসলেও অদ্ভুদ !

অনেক ধন্যবাদ আমিনুর ভাই।

৬| ১৬ ই আগস্ট, ২০১৪ রাত ১১:১১

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: আরেহ! চমৎকার .....!

১৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:২৪

আধখানা চাঁদ বলেছেন: মুনতাসির ভাই, লাস্ট পোস্টটা বেশি ভাল হয়েছে।

আপনাকেও অনেক ধন্যবাদ ভাই।

৭| ১৬ ই আগস্ট, ২০১৪ রাত ১১:২৩

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: সত্যিই বিস্ময়কর!

১৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৩৪

আধখানা চাঁদ বলেছেন: জীবনটাও কি কম বিস্ময়ের ?

অনেক ধন্যবাদ জুলিয়ান সিদ্দিকী ।

৮| ১৬ ই আগস্ট, ২০১৪ রাত ১১:২৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কিছু ছবি সুন্দর, কিছু করুণ।


দারুণ কালেকশন।

১৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৩৫

আধখানা চাঁদ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। ভাল থাকবেন।

৯| ১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১২:২২

কলমের কালি শেষ বলেছেন: অন্যরকম ছবি ব্লগ..দারুন লেগেছে.. :) :D

১৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৩৬

আধখানা চাঁদ বলেছেন: মন্তব্যখানাও দারূন লাগল।
অনেক ধন্যবাদ ।

১০| ১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৩১

নতুন বলেছেন: ছবির পেছনে গল্প না থাকলে সেই ছবি ভাল লাগেনা... এই ছবিগুলি পুরো গল্পের বই এক ক্লিকে উঠে এসেছে...

১৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৩৭

আধখানা চাঁদ বলেছেন: একদম মনের কথাটা বলেছেন 'নতুন'।
অনেক ধন্যবাদ।

১১| ১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১:০৮

খাটাস বলেছেন: অদ্ভুত সব ছবি গুলো শেয়ারের জন্য ধন্যবাদ।

১৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৩৮

আধখানা চাঁদ বলেছেন: মাই প্লেজার।

অনেক ধন্যবাদ খাটাস।

১২| ১৭ ই আগস্ট, ২০১৪ রাত ২:১২

অদ্বিতীয়া আমি বলেছেন: বিস্ময়কর ,সুন্দর , এবং মন খারাপ করা ।

১৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৪০

আধখানা চাঁদ বলেছেন: অদ্বিতীয়া আমি বলেছেন: বিস্ময়কর ,সুন্দর , এবং মন খারাপ করা

একদম শতভাগ একমত।

অনেক ধন্যবাদ

১৩| ১৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:০৯

ৎঁৎঁৎঁ বলেছেন: অদ্ভূত ও বিস্ময়কর সব ছবি, কোনোটাতে খুব ধাক্কা লাগে! জীবনের যে কত বিচিত্র রূপ, যেন জীবনের কোনো অনুভূতি নেই, ঘটনা শুধু ঘটে যায়!

ভালো লাগা রইলো পোস্টে!

১৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৪৪

আধখানা চাঁদ বলেছেন: আসলেও তাই।

এত সুন্দর মন্তব্যেও ভাললাগা।

ও আরেকটা কথা, আমি আপনার কবিতার, ভাবনার ভক্ত। মন্তব্য না করে আলসেমি করায় ক্ষমাপ্রার্থী।

১৪| ১৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৪৮

নীল ভোমরা বলেছেন: সুন্দর ছবি পোস্ট‍!

১৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৫৭

আধখানা চাঁদ বলেছেন: অনেক ধন্যবাদ নীল ভোমরা।

১৫| ১৭ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৪৫

স্নিগ্ধ শোভন বলেছেন: দারুণ পোষ্ট!!!

১৭ ই আগস্ট, ২০১৪ রাত ৮:০৭

আধখানা চাঁদ বলেছেন: দারুণ মন্তব্য!
অনেক ধন্যবাদ শোভন।

১৬| ১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৫৮

ছোট মির্জা বলেছেন: আসলেও বিস্ময়ে হতবাক হবার মত ছবি। ভাল লাগা এবং পোস্ট প্রিয়তে।

১৯ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:৫৮

আধখানা চাঁদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ছোট মির্জা।

১৭| ১৯ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:১০

সোহানী বলেছেন: রেয়ার কালেকশান ইনডিড.... +++

১৯ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:২৯

আধখানা চাঁদ বলেছেন: অনেক ধন্যবাদ সোহানী

১৮| ১৯ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:০৮

সুমন কর বলেছেন: চমৎকার শেয়ার!!

++++++++++++

১৯ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৩০

আধখানা চাঁদ বলেছেন: অনেক ধন্যবাদ সুমন কর। ++++ পেতে কার না ভাল লাগে !

১৯| ১৯ শে আগস্ট, ২০১৪ রাত ৯:৪৮

রিফাত ২০১০ বলেছেন: বিস্ময়কর ছবিগুলো ভালো লাগলো ।

২০ শে আগস্ট, ২০১৪ রাত ১২:০৭

আধখানা চাঁদ বলেছেন: আপনাকে পোস্টে দেখে আমারও অনেক ভাল লাগল। কেমন আছেন ?

২০| ২২ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:১৩

মোঃ ইসহাক খান বলেছেন: খুব চমৎকার কালেকশন।

শুভেচ্ছা।

২২ শে আগস্ট, ২০১৪ রাত ৯:২৫

আধখানা চাঁদ বলেছেন: অনেক ধন্যবাদ ইসহাক ভাই।

২১| ৩০ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:০৩

মনুমনু বলেছেন: ঢেউখেলানো আকাশও অনেক সুন্দর।

৩০ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:১১

আধখানা চাঁদ বলেছেন: আসলেও তাই। আপনার মন্তব্যখানাও অনেক অনেক সুন্দর।

ভাল থাকবেন মনুমনু।

২২| ৩১ শে আগস্ট, ২০১৪ রাত ১:১১

আজাইরা পেচাল বলেছেন: চমৎকার কালেকশান

৩১ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৩৩

আধখানা চাঁদ বলেছেন: অনেক ধন্যবাদ আজাইরা পেচাল।

২৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:৫৩

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: কিছু ছবি চোখে পানি এনে দেবার মত। অসংখ্য ধন্যবাদ।

০১ লা অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৫

আধখানা চাঁদ বলেছেন: ছবিগুলো দেখার জন্যে আপনাকেও অনেক ধন্যবাদ তনিমা।

ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.