নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফ্রম ডাস্ট আই হ্যাভ কাম, ডাস্ট আই উইল বি

আপন আলোয় আলোকিত হবার অব্যাহত চেষ্টা

আধখানা চাঁদ

যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যাও কিঞ্চিৎ বলিব (গল্প বলার সময়)

আধখানা চাঁদ › বিস্তারিত পোস্টঃ

মুভি রিভিউ Everly: এ ছবিতে শিক্ষনীয় কিছুই নেই ! :D

২৬ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:৪১





আপনার হাতে কী সময় নষ্ট করার মত সময় আছে ? আপনি কি ইস্যুবিহীন মারামারি কাটাকাটি পছন্দ করেন ? আপনি কী চিন্তা করেন, বড়সড় তারকারা প্রায়ই কেন আবজাব ছবি করে আমাদের সময় নষ্ট করেন ? যদি প্রশ্নগুলোর উত্তর হ্যা হয়, তবে দেখতে পারেন সালমা হায়েকের নতুন সিনেমা Everly.



ছবির শুরুতেই বিনা সূতার (!) সালমা হায়েক কে দেখতে পাবেন অফস্ক্রিনে গ্যাং রেপের পরে বাথরুমে পড়ে থাকতে। পরক্ষণেই গড-ফাদার সিনেমার মত বাথরুম থেকে পিস্তল এবং ফোন বের করে তার মাকে ফোন করার চেষ্টা করতে । এর পরেই শুরু হয় গোলাগুলি, খুনোখুনি। Everly কোত্থেকে এত ভাল গুলি চালানো শিখলো সেটা এক রহস্য। শুরু হয় ইয়াকুজা নামের এক ঘৃন্য গ্যাং এর বিরুদ্ধে এক মায়ের সংগ্রাম। যে সংগ্রামের ভাষা লেখা হয়েছে বন্দুকের গুলিতে। আপনি যদি ভাবেন যে টারান্টিনোর kill bill দেখতে চলেছেন, অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আপনি ভুল সিনেমায় প্লে করেছেন! এটি কোন মায়ের প্রতিশোধের গল্প নয়, কোন আন্দোলনের জন্যে বলি হওয়ার গল্প নয়, কেবলই নিজের মেয়েকে একটু ভাল ভাবে বাঁচিয়ে রাখার গল্প, নিজে আরেকটু সময় বেঁচে থাকার গল্প।



পুরো সিনেমার শুট হয়েছে একটি এপার্টমেন্টে। এটি একটি উল্লেখযোগ্য দিক। আরেকটি উল্লেখযোগ্য দিক হল পুরো সিনেমায় প্রথম কয়েক মিনিট বাদে সালমা হায়েক টপ আর ইয়োগা প্যান্ট পরেই অভিনয় করেছেন!







একই ধরনের প্লটে জ্যাসন স্ট্যাথাম অনেক সিনেমা করে ফেলেছে, যেখানে গল্প কম, মারামারি বেশি! বা কদিন আগে দেখা কিয়ানু রিভস এর john wick এর কাহিনীও বলার মত কিছু না। কেবলই মাইর। ইস্যুবিহীন হরতাল, অবরোধের মত মাইর! তো উনারা পুরুষ হয়ে মারামারি করবে, নারীরা পেছনে পড়ে থাকবে কেন, তাই না ? সেজন্যেই হয়ত সালমা হায়েকের এই মহতী উদ্যেগ! জাগো নারী, মারো নারী! সালমার মুভির বায়োডাটায় আগে একশন জানরার মুভি বলতে ছিল কেবল Bandidas. তাঁর বায়োডাটাও এই সিনেমার বদৌলতে সমৃদ্ধ হল।



সবশেষে, ১ঘন্টা ৩২ মিনিট ধরে কেন দেখবেন এই সিনেমা? উত্তর, আপনি উরাধুরা একশন পছন্দ করেন। আর সালমা হায়েকের জন্যে ! আমি নিজে অন্তত সেজন্যই দেখেছি। যে ছবির ট্রেলার দেখলেই অনেকটা বোঝা যায় যে সিনেমায় কী হতে চলেছে তাও কেবল তাঁর জন্যেই দেখেছি। ছোট বেলার ভাল লাগার রেশ কী এত সহজে যায় ! ;)







মন্তব্য ২০ টি রেটিং +৪/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৬ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:২১

কলমের কালি শেষ বলেছেন: হা হা হা... অনেক রসকস এবং লুল মাখাইয়া রিভিউ লেখছেন দেখি ! দেখার জন্য তো লোভ ভারাইয়া দিলেন । ;)

২৬ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:৫১

আধখানা চাঁদ বলেছেন: দেখে ফেলুন। তবে দেখার পরে আপনার নরম কবিতারা আসতে বাঁধা পেতে পারে। দেখবেন কলমে কালি আছে, কিন্তু বের হচ্ছে না ! তখন সমস্যা না আমাদের ? কবিতা ছাড়া চলে ?

পড়ার জন্যে অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার। ভাল থাকুন।

২| ২৬ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:৩৫

বিদ্রোহী বাঙালি বলেছেন: কলমের কালি শেষ তো আমার কথাগুলাই বলে দিয়েছে। :P

আমরা মারামারির দেশের লোক, তাই পছন্দ হওয়ারই কথা। ট্রাই মারুম!
আপনার প্রতিক্রিয়া কিন্তু ফাটাফাটি হইছে। অন্তত ভালো একটা বিজ্ঞাপন! :P

২৬ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:৫৩

আধখানা চাঁদ বলেছেন: দেখেন ভাই দেখেন, কিন্তু সবাইরে নিয়া দেখার চিন্তা থাকলে ভুইলা গিয়া দেইখেন। বাচ্চাদের তো ১০০ হাত দূরে রাখবেন।

পড়ার লাইগা ধন্যবাদ। ভাল থাকুন।

৩| ২৬ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:৪২

আরজু পনি বলেছেন:

আপনার হাতে কী সময় নষ্ট করার মত সময় আছে ? আপনি কি ইস্যুবিহীন মারামারি কাটাকাটি পছন্দ করেন ? আপনি কী চিন্তা করেন, বড়সড় তারকারা প্রায়ই কেন আবজাব ছবি করে আমাদের সময় নষ্ট করেন ?
...

...না না না না না না

:|

২৭ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:০৭

আধখানা চাঁদ বলেছেন: আপনার জন্যে এই সিনেমা না। এই সিনেমা প্রাপ্তবয়স্কের নিষিদ্ধ! ;) আর আপনি দেখবেনও না। /:)

গরীবের ব্লগ ঘুরে যাওয়ার জন্যে এত্তগুলা ধন্যবাদ প্রিয় ব্লগার। অনেক ভাল থাকুন সবসময়।

৪| ২৭ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:১৮

ন্যালা-খ্যাপা বলেছেন: আমি কি এই ছবি দেখবার পারুম? ;)

২৭ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:৩৩

আধখানা চাঁদ বলেছেন: প্রাপ্ত-বয়স্ক হইলে না, অপ্রাপ্ত-বয়স্ক হইলে অবশ্যই না ! B-)

৫| ২৭ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:০৬

এনামুল রেজা বলেছেন: ডেসপেরাডোর সালমা হায়েকরে মিস করি.. :(

২৭ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:২৩

আধখানা চাঁদ বলেছেন: এইতো দিলেন মনে করায়া। তবে তাঁর বেস্ট ফিল্ম আমার কাছে 'ফ্রিদা', যেখানে সে তাঁর মেধার স্বাক্ষর পূর্ণভাবে রাখতে সক্ষম হইসে। আর বেশিরভাগ তো তথাকথিত নায়িকা রোলে থাকার জন্যে থাকা।

বয়স হইসে, একটু চেইঞ্জ তো থাকবেই। আর সেই আগের মানুষটাকে দেখার জন্যেই তো সিনেমাটা দেখা, তাই না!

সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ রেজা ভাই। ভাল থাকবেন

৬| ২৭ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:৪৭

আমিনেই বলেছেন: জন উইক দেখেছি, আর এভারলি নামিয়ে রেখেছি দেখার জন্য। কিয়ানু রিভস এর ছবিটির ব্যাপারে আপনার সাথে ১০০% একমত। সেদিন দেখলাম নিকোলাস কেজ এর Outcast আর Left Behind। দারুণ ভাবে হতাশ হয়েছি, এদের মনে হয় সংসারে অভাব দেখা দিয়েছে...আজেবাজে মুভি করে অভাব মেটানোর চেষ্টা। এভারলি দেখেও একটা নমুনা দেখব - মেজাজটা খারাপ হয়ে গেল...

২৭ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৪

আধখানা চাঁদ বলেছেন: আমরা আমাদের অনন্ত জলিলের ছবি দেখে নাক সিটকাই, সে ছবি বানায় কবে থেকে, বড়জোড় ৩-৪ বছর হবে। মানলাম তার ছবি মানসম্মত কিছু নয়। কিন্তু আমরা যারা হলিউডি ছবি দেখে নিজেদের তালেবর ভাবি, এই হলিউডের খুব নামজাদা অভিনেতা-অভিনেত্রীরা ডলারের কাছে হরহামেশাই বিক্রি হন। বস্তাপচা ছবিতে একের পর এক অভিনয় করে যান। হোক সে আল-পাচিনোর মত বড় অভিনেতা বা হালের কিয়ানু রিভস, বা আগের নিকোলাস কেইজ। বা আর্নল্ড শোয়ার্জেনেগার, ব্রুস উইলিসই বা বাদ যাবেন কেন। বলতে থাকলে শেষ হবে না। টাকা থাকলে কেভিন স্প্যাসিও লুংগি ড্যান্স দেয়, জন ট্রাভোলটা ফালতু ইন্ডিয়ান মুভির মাসালা সংগে নাচে। জগতে টাকারই খেলা।

সুন্দর, গঠনমূলক মন্তব্যের জন্যে অনেক ধন্যবাদ আমিনেই। ভাল থাকুন সবসময়।

৭| ২৭ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৭:০৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: আপনার বেশ রসিকতাপূর্ণ রিভিউ ছবিটা দেখার সাধ জাগাচ্ছে।
কিন্তু দেখার এত বিধি নিষেধ যে আমি সন্দিগ্ধ।


২৭ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৭

আধখানা চাঁদ বলেছেন: সত্যি বলতে, রিভিউ পড়ে মজা যা পেয়েছেন, ছবি দেখলে মেজাজ ঠিক ততটাই খিচে যেতে পারে ! এখন সিদ্ধান্ত আপনার, যে দিশেহারা হবেন কিনা নতুন করে !

সুন্দর মন্তব্যে এবং রিভিউ পাঠের জন্যে অনেক অনেক ধন্যবাদ রাজপুত্র। ভাল থাকুন।

৮| ২৭ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৬

ইমিনা বলেছেন: এতো মজা করে রিভিউ লিখেন কিভাবে? একেকটা লাইন পড়ি আর হাসি, হাসি আর একেকটা লাইন পড়ি =p~ =p~ =p~

তবে হ্যা, আমারও হাতে সময় নষ্ট করার মত সময় নাই । তাই সালমা হায়েক ঢিসুম ঢিসুম এ্যাকশনে নাইবা দেখলাম ;)

২৭ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৮

আধখানা চাঁদ বলেছেন: মাঝে মধ্যে মজা করে লিখতে হয়, তাহলে আপনার মত সেলেব্রেটিদের দেখা পাওয়া যায়। তাই মজার দরকার আছে !

সময় থাকলেও দেইখেন না, কারণ সময়ের দাম আছে !

সুন্দর মন্তব্য করার জন্য এবং পড়ার জন্যে অনেক অনেক ধন্যবাদ ইমিনা। ভাল থাকবেন ।

৯| ৩০ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:০০

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

রসিকতাপূর্ণ রিভিউ পড়তে পড়তে হাসলাম।

সুন্দর রিভিউ।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৩

আধখানা চাঁদ বলেছেন: পড়ার জন্যে অনেক ধন্যবাদ বঙ্গভূমির রঙ্গমেলা।

ভাল থাকবেন।

১০| ০৭ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৩৯

নিমকহারাম বলেছেন: বেশি ভালো রিভিউ।

০৭ ই মার্চ, ২০১৫ রাত ৯:৫৪

আধখানা চাঁদ বলেছেন: অনেক ভাল মন্তব্য। পড়ার জন্যে অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.