নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফ্রম ডাস্ট আই হ্যাভ কাম, ডাস্ট আই উইল বি

আপন আলোয় আলোকিত হবার অব্যাহত চেষ্টা

আধখানা চাঁদ

যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যাও কিঞ্চিৎ বলিব (গল্প বলার সময়)

আধখানা চাঁদ › বিস্তারিত পোস্টঃ

যে সব কারণে আমরা ১৯ মার্চ কোয়ার্টার ফাইনাল জিততে পারিঃ

১৭ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:২১

যে সব কারণে আমরা ১৯ মার্চ কোয়ার্টার ফাইনাল জিততে পারিঃ
১। মার্চ মাস, আমাদের জন্যে লাকি, ইন্ডির জন্যে আনলাকি মাস। ২০০৭ বিশ্বকাপ, ২০১২ এশিয়া কাপে এই মার্চ মাসেই ওদের আমরা ৫ উইকেটে হারিয়েছিলাম। :)

২। ২০০৭ এর টীমে শচীন,শেবাগ(আরেক ছাগল), দ্রাবিড়ের মত ব্যাটসম্যান ছিল। তাও শেষ রক্ষা হয় নাই। সেই ম্যাচের বাংলাদেশ টীমের তিন পুঁচকে প্লাস এক যম এখন অনেক পরিণত হয়ে আবার তাদের বিরুদ্ধে খেলবে। বল তো তারা কারা ? সাকিব,মুশফিক, তামিম। যমের নাম ? মাশরাফি।
মন্তব্যঃ আব তেরা কেয়া হোগা খালিয়া !

৩। প্রতি ম্যাচে ১১ জন থাকার কথা থাকলেও বাংলাদেশ ৯ জন নিয়ে খেলে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে! না মানে, ১১ জন নিয়ে মাঠে গেলেও খেলেছে আসলে ৯ জন। দুই ওপেনার আমরা এখনও খেলানোর সুযোগই পেলাম না ! জাস্ট ইমাজিন, কাল এই ২ ওপেনারের একজন (ধরে নিলাম তামিম) কিছু রান করলে আমাদের মোট রান কত বাড়তে পারে ?
মন্তব্যঃ মারব এমসিজিতে, লাশ পড়বে ইন্ডিতে!

৪। কোয়ার্টার ফাইনালে টাইগাররা তাদের ৩০০তম ওডিআই খেলবে। এটা ভারতের জন্যে একটা সমস্যা, কারণ টাইগারদের আবার বিশেষ দিনগুলো স্মরণীয় করে রাখার প্রবণতা আছে। আগের ১০০ তম উদযাপনটা আবার তাদের সাথেই ছিল কিনা !
মন্তব্যঃ মওকাআআআআআআআআআআআআআআ !

৫। টাইগার টীমের ২ পার্মানেন্ট আণ্ডারকভার সদস্য সৌম্য আর সাব্বির। ওরা নতুন তাই ওদের সম্পর্কে তেমন কোন রেকর্ড নাই, কিন্তু তারা কোন সময় কোন ম্যাজিক ট্রিক করবে তার কোন ঠিক আছে ? ও আচ্ছা, আরেকটা নতুন ছেলেও আছে। তাসকিন। নাহ থাক, ও নতুন না। আগেরবার এই ছোট্ট অবুঝ ছেলের কাছে বাঁশ খাওয়ার দুঃসহ স্মৃতি আছে ওদের।

৬। তিন মোড়লের একটি (এবং সবচে গুরুত্বপূর্ণ) হবার কারণে ওয়ার্ল্ডকাপ শুরুর ৪মাস আগে গিয়ে টেস্ট সিরিজ এবং ত্রিদেশীয় সিরিজ খেলতে শুরু করেছিল! ত্রিদেশীয় সিরিজে নাকানি চুবানি খেলেও ওয়ার্ল্ডকাপ শুরু হতেই আমূল বদলে যায় ভারতীয় দলটি। যে কোন কারণেই হোক, ভাল খেলতে শুরু করে সব ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে ওঠে। তাদের হিসেবমতে এই ম্যাচ জিতে সেমি ফাইনাল নিশ্চিত করে ফেলতে চায় তারা! এটাই অদৃশ্য চাপ হয়ে চেপে বসতে পারে। এই ম্যাচ দিয়েই এতগুলো জিতের ভিত নষ্ট হতে পারে। সব ম্যাচ তো আর সবসময় জেতা যায় না। ভাগ্য শতকরা ১০০ ভাগ সবসময় মেলে ? প্রোবাবিলিটি কী বলে ?
মন্তব্যঃ ‪#‎riseofthetigers‬ ‪#‎ধরেদিবানি‬

মন্তব্য ২৬ টি রেটিং +২/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:২৪

সাঈফ শেরিফ বলেছেন: বাংলাদেশ হারছে এটা লিখে রাখুন । যদি জিতে আমার ব্লগে গিয়ে ধিক্কার দিয়ে আসবেন । নিমন্ত্রণ রইল ।

১৭ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৩২

আধখানা চাঁদ বলেছেন: বাংলাদেশ হারছে এটা লিখে রাখার প্রশ্নই ওঠে না। খেলার আগেই হেরে যাব কেন ? ইট ইজ এনিবডিজ গেইম। পোস্ট টা কেবল একজন বাংলাদেশী ক্রিকেট ফ্যান হিসেবে আশার আলো দেখতে পাওয়া, এই তো।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

২| ১৭ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:২৫

কলমের কালি শেষ বলেছেন: যুক্তি যাই বলুক না কেন আমরা জিতুমই ! হারা বলে কোন কতা হইবে না । সব কটারে ভাঁজ কইরা থুইয়া দিমু । X( B-) B-))



১৭ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৩৩

আধখানা চাঁদ বলেছেন: সেটাই। ধরে দিবানি !

প্লাসের জন্য ধন্যবাদ।

৩| ১৭ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:২৯

বাঘ মামা বলেছেন: হুম ,আমাদের পজেটিভ থিংক করতে হবে। আমরা জিতবো এটাই আমাদের বিশ্বাস হোক। সে বিশ্বাস যাক আমাদের খেলোয়ারদের মনে হৃদয়ে সেটাই হোক তাদের শক্তি। :)


১৭ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৩৫

আধখানা চাঁদ বলেছেন: পজিটিভ থাকতেই হবে। আমাদের হারানোর কিছু নাই। সবকিছু উজার করে খেললেই হয়ে যাবে ইনশা আল্লাহ।
আর আপনারেই দরকার এখন বাঘ মামা। ওইদিন গ্যালারিতে থাইকেন পারলে ! আপনার দরকার আছে।

পড়ার জন্যে অনেক ধন্যবাদ।

৪| ১৭ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৩৬

মিতক্ষরা বলেছেন: বাংলাদেশই জিতবে ইনশাল্লাহ।

১৭ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৩৯

আধখানা চাঁদ বলেছেন: ইন শা আল্লাহ, ইন শা আল্লাহ, ইন শা আল্লাহ।

হারলেও দলের সাথে থাকব, যেমনটি ছিলাম সবসময়।

পড়ার জন্যে অনেক ধন্যবাদ মিতক্ষরা।

৫| ১৭ ই মার্চ, ২০১৫ রাত ৮:০২

হামিদ আহসান বলেছেন: ভারতকে হারিয়ে সেমিতে যাওয়ার একটা মওকা অামরা পেয়েই গেলাম ১৯ তারিখে ......

১৭ ই মার্চ, ২০১৫ রাত ৮:০৪

আধখানা চাঁদ বলেছেন: আশা তো থাকেই হামিদ ভাই। ওদের হারিয়ে দেবার এরচেয়ে ভাল মওকা আর কী হতে পারে!

পড়ার জন্যে অনেক ধন্যবাদ ভাই। ভাল থাকবেন।

৬| ১৭ ই মার্চ, ২০১৫ রাত ৮:০৩

নতুন বলেছেন: বাংলাদেশী দল জিতবেই.....

হয় খেলা নয়তো আমাদের হৃদয়...

হারার কোন রাস্তাই নাই... :)

১৭ ই মার্চ, ২০১৫ রাত ৮:০৬

আধখানা চাঁদ বলেছেন: আমাদের হৃদয়ে টাইগারদের স্থান সবসময় ছিল, আছে, থাকবে। ভাল এবং খারাপ দুই সময়েই। আমাদেরও কিন্তু দর্শক হিসেবে অনেক দায়িত্ব থাকে। আমরা যেন ধৈর্য ধরি খারাপ সময়ে। দলটা যে এত নাজুক কন্ডিশনেও এত ভাল খেলছে এটাও তো কম না।

পড়ার জন্যে অনেক অনেক ধন্যবাদ নতুন। নতুন বিজয়ে সাথে পাব আশা রাখি। :)

৭| ১৭ ই মার্চ, ২০১৫ রাত ৮:১২

নিস্পাপ একজন বলেছেন: অন্য যেকোন দল, হলেও বলে দিতাম বাংলাদেশ জিতবে কিন্তু ইন্ডিয়া শক্ত প্রতিপক্ষ। ওদের মূল ভিত্তি হলো ব্যাটিং। আমাদের ৩০০ ৩৫০ চেস করে জেতা বড়ই কষ্ট হবে।

১৭ ই মার্চ, ২০১৫ রাত ১০:০৯

আধখানা চাঁদ বলেছেন: শেষ কথা বলে তো কিছু নেই। অস্ট্রেলিয়ার মত দলও হারে। সব জায়গায় অসাধারণ করলে অসম্ভব তো না। আমাদের করা ২৮০-২৯০ করতেও অন্য দলগুলোর কষ্ট হয়। দেখাই যাক কী হয় সামনে। আল্লাহ ভরসা।

৮| ১৭ ই মার্চ, ২০১৫ রাত ৮:৩৯

আমি ব্লগার হইছি! বলেছেন: বল করবো এখানে, উইকেট পড়বে ইডেনে।

১৭ ই মার্চ, ২০১৫ রাত ১০:১০

আধখানা চাঁদ বলেছেন: এইটা বেশি ভাল ছিল ।

আপনে ব্লগার হইসেন, মিষ্টি তো পাইলাম না। কবে খাওয়াবেন বলেন।

৯| ১৭ ই মার্চ, ২০১৫ রাত ৮:৪৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: জয় আমাদেরই!

১৭ ই মার্চ, ২০১৫ রাত ১০:১২

আধখানা চাঁদ বলেছেন: এইতো মইনুল ভাই বলে ফেলছে ১৬ কোটি মানুষের কথা। জয় আমাদেরই।

অনেক ধন্যবাদ ভাই।

১০| ১৭ ই মার্চ, ২০১৫ রাত ৯:২৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: জিত্তাম। ভারতরে ডরাই নি।

১৭ ই মার্চ, ২০১৫ রাত ১০:১৩

আধখানা চাঁদ বলেছেন: অবশ্যই জিতবাম। কুনু পবলেম ?! এক্কেরে ধরি দিবানি!

অনেক ধন্যবাদ রাজপুত্র। ভাল থাকবেন

১১| ১৭ ই মার্চ, ২০১৫ রাত ৯:৩৯

শতদ্রু একটি নদী... বলেছেন:
আমরা ১০০ নাম্বার ম্যাচে হারিনাই, ২০০ নাম্বারটাও না। ৩০০ নাম্বার ম্যাচটাও ইনশাল্লাহ হারবোনা। হারতে পারিনা, কারন হারার চিন্তাই কেউ করতেছেনা। আর হাইরা গেলেও হারবোনা, হারানোর তো কিছু নাই।

কেবল দেখানোর আছে অনেক কিছু। এইবার দুনিয়া দেখছে, আবার দেখবে, "বাঘ আইছে" !!!!

১৭ ই মার্চ, ২০১৫ রাত ১০:১৫

আধখানা চাঁদ বলেছেন: মন্তব্যে অনেক অনেক ভাল লাগা ভাই। সেটাই। দেখেন এক জিম্বাবে, ইন্ডিজ ছাড়া আমরা শেষ কবে অন্য দলগুলার বিপক্ষে খেলসি। এত কঠিন কন্ডিশনে যে আমরা এত ভাল খেলতেসি এটাই অনেক। ইনশা আল্লাহ সামনে আরও অনেক কিছু দেখব, দেখাব।

অনেক ধন্যবাদ এমন সুন্দর মন্তব্যের জন্যে।

১২| ১৭ ই মার্চ, ২০১৫ রাত ৯:৫৭

বিদ্রোহী বাঙালি বলেছেন: সহবগ্লার সাঈফ শেরিফ বাংলাদেশ নিয়ে এতো হতাশ কেন? বাংলাদেশে কি ভারতের বিপক্ষে আগে কখনো জিতে নাই? তাহলে উনি এতো গ্যারান্টি দিচ্ছেন কীভাবে যে বাংলাদেশ হেরে যাবে? মানুষ এতো নেতিবাচক মনোভাব নিয়ে কীভাবে জীবন ধারণ করে আমার জানা নাই। আরে বাবা জিততে না পারি, তাই বলে খেলার আগেই হেরে বসে থাকবো? সামান্য জিতার আশাও মনে পোষণ করবো না?

১৭ ই মার্চ, ২০১৫ রাত ১০:১৯

আধখানা চাঁদ বলেছেন: আসলে কী একেবারে প্রথম মন্তব্যে এমন নেগেটিভের প্রতিউত্তর দিতে আমারও একটু খারাপ লেগেছে। যাই হোক সাঈফ হয়ত বর্তমান ভারতীয় টিমের সাথে তুলনায় তাদের এগিয়ে রাখছে। ভারত ভাল টীম এটা আমরা সবাই জানি। তবে আমাদের আশা করতে তো দোষ নাই। ভাল টীম, আমাদের সাথে খেললেই জিত নিশ্চিত এটা হলে তো এখন হিসেবে আমাদের বদলে ইংল্যান্ডের খেলার কথা ! যাই হোক, আপনার সাথে পুরো ১০০০ ভাগ সহমত। জেতার আশা না, আল্লাহ চায় তো আমরা জিতবই।

১৩| ১৮ ই মার্চ, ২০১৫ রাত ৯:২৬

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: যদি জয় আমাদের ভাগ্যে না থাকে জানি অনেক মন খারাপ হবে কিন্তু আমি চাই টাইগাররা লড়ায় করে হারবে।

আমরা ১৮ কোটি মানুষ একমাত্র এই খেলার সময় এক হই। আগামীকাল বাংলাদেশ জিতে সেমি ফাইনালে গেলে আমরা আরো কিছুদিন অন্তত একসাথে এক সুরে উল্লাস করবো।

দেশের সব গুলো মানুষের একটাই চাওয়া কাল ভারতকে হারিয়ে দিবে টাইগাররা।

এতোগুলো মানুষের আশা কখনো মিথ্যা হতে পারেনা।

২০ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৪৮

আধখানা চাঁদ বলেছেন: প্রতিউত্তর তো দিয়েছিলাম। গেল কই ?

যাই হোক, চাওয়া পূরণ হয়নি। হতে দেয়া হয়নি জেনে গেছেন কালকেই। তবে আমরাই জিতেছি। কোনভাবেই গতকালকের ম্যাচ আমরা হারতাম না। আমাদের টার্গেট থাকত ২৪০-৫০। কিন্তু আমাদের মনোবল ভেঙ্গে গুড়িয়ে দেয়া হল।

আমরা এগিয়ে যাব। অনেকদূর যাব ইনশা আল্লাহ।

অনেক ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.