নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফ্রম ডাস্ট আই হ্যাভ কাম, ডাস্ট আই উইল বি

আপন আলোয় আলোকিত হবার অব্যাহত চেষ্টা

আধখানা চাঁদ

যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যাও কিঞ্চিৎ বলিব (গল্প বলার সময়)

আধখানা চাঁদ › বিস্তারিত পোস্টঃ

গল্পঃ ভিখারি

২৬ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:০৮

জাভেদের নিজের একটা ফার্মেসি আছে শাহবাগে, পিজি হাসপাতালের কাছেই। একদিন দুপুরে এক বুড়ো মতন লোক এলেন ফার্মেসীতে, বয়স ষাটোর্ধ্ব , পরনের পাঞ্জাবিটাও মলিন। এসে বললেন, 'বাবা, ওই যে কানে দিয়া শুনে একখান যন্ত্র ওইডা আছে?' সলিম ফার্মেসীর সেলসম্যান, বুঝলো না কথাটা। বলল,"চাচা কী কন ? কানে দিয়া কী শুনে?" এবার বুড়ো লোকটি তার কান এগিয়ে প্রশ্ন করলেন,"হ্যাঁ?"





জাভেদ বুঝলো বুড়ো লোকটি আসলে হিয়ারিং এইডের কথা বলছে। সলিম কে বলল,"উনি হিয়ারিং এইডের কথা বলছে, বের করে দেখাও।" সলিম বুঝলো এবার। একটা নতুন হিয়ারিং এইড প্যাকেট থেকে বের করে দেখালো বুড়ো লোকটিকে। লোকটি কানে পড়তে চাইলো, পরে গেল টেবিলে। সলিম বললো, "আসেন, আমি পড়ায়া দিতাসি"। সলিম লোকটির কানে হিয়ারিং এইড পড়িয়ে দিল। লোকটি কানে হাত দিয়ে দেখল কানের সাথে ঠিকমত আটকেছে কিনা। সলিম বলল,"চাচা, শুনতে পান ঠিকমত?"

এইবার লোকটির মুখে হাসি ফুটলো। "হ বাজান, সব ঠিকমত শুনতাসি। এইডার দাম কত?"

"চব্বিশশো পঞ্চাশ" জাভেদ গম্ভীরমুখে বলল।

"হ্যাঁ? চব্বিশশো ?"

"চব্বিশশো না, চব্বিশশো পঞ্চাশ," সলিম শুধরে দেয়।



লোকটি কাঁপা হাতে পাঞ্জাবীর পকেটে হাত দেয়, কিছু টাকা বের করে আনে। সেটি জাভেদের দিকে বাড়িয়ে দেয়।

জাভেদ তাকিয়ে দেখে পাঁচশো টাকার একটা নোট।

"চাচা, এটার দাম চব্বিশশো পঞ্চাশ, আরো টাকা লাগবে তো।"

"আর নাই যে বাজান", লোকটি মিনতি করে।

"তাইলে আর কী, কান থেইকা খুলেন।" সলিম বলে।

সলিম কানে হাত দিয়ে খুলে নিতে গেলে লোকটি হাত দিয়ে হিয়ারিং এইড চেপে ধরলো। সলিম বললো, "চাচা, পরে টাকা আইনা নিয়া যাইয়েন, পাঁচশো তে হইবো না, এক হাজারেও না"।

লোকটি কিছু না বলে আগের মত হিয়ারিং এইড চেপে ধরে থাকলো, চোখ ছলছল করছে তার।

জাভেদ দেখছিলো সবই, সলিম কে বললো,"থাক। খোলার দরকার নাই। প্যাকেট টাও দিয়ে দাও উনাকে, আর উনার পাঁচশো টাকাও "।



অন্য কেউ হলে অবাক হত এ কথায়, সলিম হল না। সে গত দুইবছরে জেনে গেছে তার জাভেদ স্যার অন্যরকম মানুষ। তাঁর মনটা অনেক বড়। গরীব দুঃখীদের কাছ থেকে প্রায় সময়ই ওষুধের দাম নেন না তিনি। মুখ দেখে বোঝা মুশকিল কার মনে কী আছে, এই ভাবতে ভাবতে সলিমের চোখেও পানি আসে।

সলিম হিয়ারিং এইডের প্যাকেট এগিয়ে দিয়ে বলল,"চাচা, নেন ধরেন। আর আপনার পাঁচশো টাকাও লাগবো না। স্যার আপনারে এমনেই দিল, দোয়া কইরেন স্যারের লাইগা।"

বুড়ো লোকটি জাভেদের দিকে তাকিয়ে হাসলো, জাভেদও অল্প হেসে পত্রিকা পড়ায় মন দিল।



অবাক করা কান্ডটি হল ঠিক তখন। লোকটি ফার্মেসী থেকে বের হয়ে রাস্তায় পাশে দাঁড়াতেই বিশাল এক সিআরভি গাড়ি এসে থামলো। বুড়ো লোকটি খুব স্বাভাবিক ভঙ্গিতে গাড়ির পেছনের সীটে গিয়ে বসলো। পুরো ঘটনাটা দেখছিল সলিম। সে অবাক হয়ে রাস্তার দিকে তাকিয়ে রইলো। হঠাৎ সম্বিৎ ফিরে পেয়ে সে গাড়ির দিকে দৌড়ে গেল। ততক্ষণে সিগনাল পড়ে গেছে, সলিম দৌড়ে গাড়ির কাছে গেল। গাড়ির কাঁচে নক করতে লাগল। কিছুক্ষণ পর গাড়ির কাঁচ নামলে সলিম দেখলো, বুড়ো লোকটি গাড়ির ভেতর সানগ্লাস পড়ে আছে, কানে তখনো লাগানো হিয়ারিং এইডটা। সলিম বললো,"আপনে তো গরীব না, এইরকম করলেন ক্যান ? " বুড়ো লোকটি কিছু বললো না। সিগনাল ছেড়ে দিয়েছে ততক্ষণে, গাড়িটি কাঁচ উঠিয়ে চলে গেল। সলিম বললো, "শালার কিপটা বুইড়া।" গজগজ করতে করতে দোকানে ফিরে এল সলিম। জাভেদ কে বলতে গেল, জাভেদ হাত তুলে থামিয়ে দিল। চশমার কাঁচ মুছতে মুছতে বললো, "সলিম, দুনিয়াতে অনেক আজব মানুষ পাবা। এতে অবাক হওয়ার কিছু নাই। আমার নিয়ত ঠিকই ছিল, তাই আমার কোন আফসোস নাই। আমার কাছে ওই বড়লোক কৃপণ বৃদ্ধটাও আর দশটা ভিখিরির মতই একটা ভিখিরি। কত ভিখিরিকেই তো সাহায্য করি, তাকেও না হয় করলাম।" এই বলে মুচকি হেসে পত্রিকা পড়ায় মন দিলেন জাভেদ।



উৎসর্গঃ প্রিয় ব্লগার, কবি কলমের কালি শেষ কে

মন্তব্য ১৯ টি রেটিং +৯/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:৪২

কলমের কালি শেষ বলেছেন: এই ক্ষুদ্র মানবকে এমন দারুণ একটা গল্প উৎস্বর্গ !! হজম করতে কষ্ট হচ্ছে প্রিয় আধখানা ভাই ! :|

অনেক অনেক ভাললাগা । :) :)

২৭ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:১২

আধখানা চাঁদ বলেছেন: প্রিয় সামুতে আসা হয় না, লেখাও হয় না। আপনার উৎসাহ এই গল্প বের করার পেছনে বড় নিয়ামক ছিল। তাই যৎসামান্য এ লেখায় আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলাম মাত্র।

আপনার ভাল লাগলেই এ লেখা স্বার্থক।

ভাল থাকুন, ভাল লিখতে থাকুন এই শুভকামনা ।

২| ২৭ শে এপ্রিল, ২০১৫ রাত ১:০৩

ডি মুন বলেছেন:
বাহ, ছোট্ট সুন্দর গল্প।

শেষটা বেশ খানিকটা অপ্রত্যাশিত। বেশ ভালো লেগেছে।

ড় আর র এর ব্যবহারে লেখকের সচেতনতা আশা করছি। ভালো লেখায় বানান ভুল হলে পড়তে যেয়ে হোচট খেতে হয়।

সলিম লোকটির কানে হিয়ারিং এইড পড়িয়ে দিল। ---- পরিয়ে


++++

ভালো থাকুন
শুভেচ্ছা।

২৭ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:১৫

আধখানা চাঁদ বলেছেন: ডি মুন ভাই, ব্লগে আপনার মত গুণী ব্লগার, লেখকের উপস্থিতি সত্যিই অনেক ভাল লাগছে।

বাংলা বানানের দুর্বলতা আসলেও রচনার মানকে ছোট করে দেয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভুল ধরিয়ে দেবার জন্যে। ঠিক করে দিয়েছি।

প্লাসের জন্যে আবারো এত্তগুলো ধন্যবাদ। ভাল থাকবেন ভাই।

৩| ২৭ শে এপ্রিল, ২০১৫ রাত ২:২৪

সন্যাসী পিপড়া বলেছেন: ভালই লাগল।

২৭ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:১৫

আধখানা চাঁদ বলেছেন: পড়ার জন্যে অনেক ধন্যবাদ সন্ন্যাসী পিপড়া। ভাল থাকবেন।

৪| ২৭ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:২৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: হুমম বেশ সুন্দর গোছানো হয়েছে -----------অসাধারণ

২৭ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৪৫

আধখানা চাঁদ বলেছেন: আপনার ভাল লেগেছে শুনে আমারও অনেক ভাল লাগল।
পড়ার জন্যে অনেক ধন্যবাদ লাইলী আপু। ভাল থাকুন সবসময়।

৫| ২৭ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:৩০

হাসান মাহবুব বলেছেন: শেষের লাইনগুলো ভালো হয়েছে।

২৭ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:০১

আধখানা চাঁদ বলেছেন: পড়ার জন্যে অনেক ধন্যবাদ হামা ভাই। ভাল থাকবেন।

৬| ৩০ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৫৯

হিল্লো্ল বলেছেন: ভাই ঘটনা টা কি আসল?

০১ লা মে, ২০১৫ বিকাল ৫:২৮

আধখানা চাঁদ বলেছেন: না হিল্লোল, ঘটনা কাল্পনিক। তবে এদেশে কাল্পনিক ঘটনাগুলা বেশিই ঘটে। সমাজের নানা অসামাঞ্জস্যতা এজন্যেই আমরা চারপাশে দেখতে পাই।

গল্প পড়ার জন্যে অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।

৭| ০১ লা মে, ২০১৫ দুপুর ১:৪৮

পার্থ তালুকদার বলেছেন: শেষের দিকটা খুবই ভাল লাগলো।
শুভকামনা।

০১ লা মে, ২০১৫ বিকাল ৫:২৬

আধখানা চাঁদ বলেছেন: পড়ার জন্যে অনেক ধন্যবাদ পার্থ।

ভাল থাকবেন।

৮| ০১ লা মে, ২০১৫ রাত ৮:৫০

সুমন কর বলেছেন: দুনিয়াতে অনেক আজব মানুষ পাবা। এতে অবাক হওয়ার কিছু নাই। আমার নিয়ত ঠিকই ছিল, তাই আমার কোন আফসোস নাই। আমার কাছে ওই বড়লোক কৃপণ বৃদ্ধটাও আর দশটা ভিখিরির মতই একটা ভিখিরি। কত ভিখিরিকেই তো সাহায্য করি, তাকেও না হয় করলাম।"

শেষটা চমৎকার হয়েছে।

৮ম প্লাস।

০৩ রা মে, ২০১৫ দুপুর ১২:৪৭

আধখানা চাঁদ বলেছেন: চমৎকার মন্তব্যেও অনেক ভাললাগা প্রিয় ব্লগার।

প্লাসের জন্যে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের এমন আদরেই অনেক দিন পর হলেও কী বোর্ডে চাপ দেয়া।

ভাল থাকবেন।

৯| ০৮ ই মে, ২০১৫ রাত ১:৫০

তুষার কাব্য বলেছেন: খুব ভাল লেগেছে ভাই।শেষ টা তো দারুন !

১৮ ই মে, ২০১৫ রাত ১১:৩৪

আধখানা চাঁদ বলেছেন: অসংখ্য ধন্যবাদ তুষার কাব্য। এবং ক্ষমাপ্রার্থী এত দেরীতে প্রতিউত্তর দেবার জন্যে। নানাবিধ সমস্যায় জর্জরিত থাকি, নিজের ব্লগেও ঢোকা হয়না। ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

আপনাদের ভাল লাগাই আমার পরম পাওয়া। ভাল থাকবেন।

১০| ১১ ই জুন, ২০১৫ দুপুর ২:০৭

নিমকহারাম বলেছেন: খুব ভাল লেগেছে :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.