নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দপ্তরবিহীন মন্ত্রী

দপ্তরবিহীন মন্ত্রী › বিস্তারিত পোস্টঃ

গিয়াস উদ্দিন লিটনের কৌতুক এবং...

১৯ শে মে, ২০১৭ রাত ৯:০৬

গতকাল গিয়াস উদ্দিন লিটন ভাইয়ের ব্লগে একটা কৌতুক দিয়েছেন এরকম ঃ
এক মৌলবী সাহেব সাধ্যমতো ধর্মকর্ম করতেন আর সময় পেলেই করতেন ওয়াজ। মৃত্যুর পর তিনি বেহেশতে ছোটখাটো একটা বালাখানা পেলেন। আর অল্প কিছু দাস দাসী। সেখানে তার সুখেই দিন কাটতে লাগল।
একদিন মর্নিং ওয়াক সেরে ফেরার পথে তিনি পাশের আলিশান বালাখানাটার মালিকের দেখা পেয়ে গেলেন। আরে , এ যে তাঁর দুনিয়ার প্রতিবেশী বাস ড্রাইভার। লোকটা মদ খেত, বউকে পেটাত, জুয়া খেলত। আর সেই কিনা বেহেশতে এমন বালাখানা হাঁকিয়ে বসেছে!
মৌলবী সাহেব একদিন ফেরেশতার দেকা পেয়ে রহস্যটা কী জানতে চাইলেন।
ফেরেশতা বলল, আপনার বালাখানা ছোট হবার কারন হল, আপনার ওয়াজ অধিকাংশ শ্রোতা মনে রাখে নি। দু’ একজন মাত্র আল্লাহর নাম
মৌলবী সাহেব বললেন, তা ওই ড্রাইভার ব্যাটা কী করেছে, জানতে পারি কি!
ফেরেশতা বলল, সে যখন দু’ বোতল দেশী মদ টেনে বাস চালাত, তখন বাসের সকল যাত্রী তো বটেই, রাস্তার সব পথচারীও আল্লা! আল্লা! করত। তারই পুরস্কার ওই বিশাল বালাখানা।

এবং
আমার আবিষ্কার ঃ
এক মহিলা সাধ্যমতো ধর্মকর্ম করতেন । মৃত্যুর পর তিনি স্বর্গে ছোটখাটো একটা বালাখানা পেলেন। সেখানে তার সুখেই দিন কাটতে লাগল।
একদিন মর্নিং ওয়াক সেরে ফেরার পথে তিনি পাশের বালাখানাটার বাড়িটার মালিকের দেখা পেয়ে গেলেন। আরে , এ যে তাঁর দুনিয়ার পরিচিত এক মেয়ের। মেয়েটা মদ খেত, ইয়াবা খেত, আর বহু ধনীর দুলালের সাথে অবৈধ সম্পর্ক ছিল। আর সেই কিনা স্বর্গে এমন বালাখানা হাঁকিয়ে বসেছে! শুধু তাই নয়। পরপর আরো কয়েকটি বাড়ির বাসিন্দাই ছিল দুনিয়ার জীবনে বেসামাল।
মহিলা একদিন দেবদূতের দেখা পেয়ে রহস্যটা কী জানতে চাইলেন।
দেবদূত বলল, আপনার বালাখানা ছোট হবার কারন হল, আপনার ধর্মকর্ম অনুযায়ী ঐটাই প্রাপ্য ছিল।
মহিলা বললেন, তা ওই মেয়েটা কী করেছে, জানতে পারি কি!?
দেবদূত বলল, বাংলাদেশের কিছু ধনীর দুলালের সাথে কিছু প্রতিষ্ঠিত মডেল/অভিনেত্রী/আপার ক্লাস মেয়েদের অবৈধ সম্পর্ক ছিল। সেই ধনীর দুলালের বান্ধবীদের লিস্ট দেখে পুলিশও খুব অবাক হয়ে যায়। তবে লিস্ট কখনো প্রকাশ হয়নি। সেই ধনীর দুলালের সাথে যত মেয়ের সম্পর্ক ছিল সবাই সেই দিন থেকে ধর্ম কর্ম শুরু করে। আর স্রষ্টার নাম নেয় যাতে তাদের নাম পরিচয় কোনদিন প্রকাশ না পায়। তারই পুরস্কার ওই বিশাল বালাখানাগুলো।

মোরাল অব দ্য স্টোরি : দাগ থেকে যদি ভালো কিছু হয় তাহলে দাগই ভালো!


মন্তব্য ২৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে মে, ২০১৭ রাত ৯:২৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: একদম সমসাময়িক বিষয়ের প্যারোডী =p~ =p~

১৯ শে মে, ২০১৭ রাত ৯:৪৯

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: :D:D:D:D

২| ১৯ শে মে, ২০১৭ রাত ৯:৩২

বিদ্রোহী ভৃগু বলেছেন: বলি ঘাড়ে কল্লা কয়খানা!!!! হুম!!

ভয় ডর কিসু নাইক্যা নাকি!!! না তেতুল হুজুররে কয়কশ শতাংশ জমি দিয়া চেতনায় জল ঢাইলা :P নিশ্চিন্ত!!! ;)

ধম্ম কম্ম নিয়া মশ্করা ভালা নয়!!!!

তবে হিসাব-কিতাব নিয়া অান্ধারা ভালই বেকায়দায় থাকপে সুন্দেহ নাইক্যা!!!!

১৯ শে মে, ২০১৭ রাত ৯:৫০

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: গুনাহ/পাপ আমরা সবাই করি। অনেক বড় পাপীও এক সময় ভালো ঈমানদার হতে পারে। সবার জন্যই শিক্ষা। বিশেষ করে তাদের জন্য যারা এখন এই লিস্ট বাইর হওয়ার আগেই কইতেছে, আমার সাথে তার কিচ্ছু ছিল না...

৩| ১৯ শে মে, ২০১৭ রাত ৯:৩৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার কৌতুকটার শেষ অংশে অসঙ্গতি আছে।

১৯ শে মে, ২০১৭ রাত ৯:৫১

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: একটু ধরিয়ে দিন। ঠিক করে দিব। ধন্যবাদ।

৪| ১৯ শে মে, ২০১৭ রাত ৯:৪৯

খরতাপ বলেছেন: ধর্মীয় ব্যাপার স্যাপার নিয়ে ঠাট্টা মশকরা প্যারোডি করলে ইসলাম একসময় হিন্দুদের মত ফালতুমিতে পরিণত হবে। বিশ্বে এখনও ইসলাম ধর্মকে সম্মানের চোখে দেখা হয়। এসব হাল্কা ফাজলামো মেরে ধর্মকে কলুষিত করা কোন বিবেকবানের কর্তব্য নয়। সবাইকে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে।

১৯ শে মে, ২০১৭ রাত ৯:৫১

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: আমি খুবই সচেতন এই ব্যপারে। তবে গিয়াসউদ্দিন ভাই-এর কৌতুকটার মূল থিম ধরে রাখার জন্য এভাবে বলা। উদ্দেশ্যটা বুঝলেই হলো।

৫| ১৯ শে মে, ২০১৭ রাত ৯:৫০

ধ্রুবক আলো বলেছেন: রম্য ভালো লাগলো।

১৯ শে মে, ২০১৭ রাত ৯:৫৫

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: ধন্যবাদ।

৬| ১৯ শে মে, ২০১৭ রাত ৯:৫২

প্রামানিক বলেছেন: কৌতুকের ফিনিশিংটা আরেকটুা গুছিয়ে লেখা দরকার।

১৯ শে মে, ২০১৭ রাত ৯:৫৬

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: ইঙ্গিতটা ধরতে পারলেই হলো। বেশী ডিটেইলসে গেলে ব্যান হওয়ার ঝুঁকি।

৭| ২০ শে মে, ২০১৭ রাত ১২:১০

সচেতনহ্যাপী বলেছেন: বাস্তবতায় অপূর্ব।

২০ শে মে, ২০১৭ রাত ১:৩৩

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: তবু যদি মেয়েরা সতর্ক হয়।

৮| ২০ শে মে, ২০১৭ সকাল ৭:১৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ধারুণ রম্য হয়েছে ভাই। ভালো লাগলো।
দাগ থেকে ভালো কিছু তাহলে আশা করতেই পারি! আরও ভালো লাগলো।

২০ শে মে, ২০১৭ সকাল ৭:৩০

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: ধাক্কা খে‌য়ে য‌দি কেউ পাক্কা হয় আর কী

৯| ২০ শে মে, ২০১৭ বিকাল ৪:২৮

নীলপরি বলেছেন: দারুন । :)

২০ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:২৯

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: ধন্যবাদ।

১০| ২০ শে মে, ২০১৭ বিকাল ৫:৫৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: হা হা হা হা দারুব হয়েছে

সমসাম্যিক কৌতুক

২০ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৩০

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: যদি তারা পড়তো আর কী!

১১| ২৪ শে আগস্ট, ২০১৭ রাত ৮:০২

ওমেরা বলেছেন: ভালর ভাল চিরদিন , খারাপের ভাল তিনদিন ।

২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১২:৫৫

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: তবুও ঠিক হয়ে গেলেই মাফ পাবে।

১২| ২৪ শে আগস্ট, ২০১৭ রাত ৮:১১

সোহানী বলেছেন: দাগ থেকে যদি ভালো কিছু হয় তাহলে দাগই ভালো!


হাহাহাহাহা.............. জোস্

২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১:০০

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: কিন্তু ভালো হইতেছে না অনেকেই।

১৩| ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১২:৫৮

মানিজার বলেছেন: ভাবতাছি আমিও এইরাম এককান কাম কারবার শুর করাম ।

২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১:০১

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: ভাই, এক কামেই ৩০০ কোটি শেষ। খেয়াল কইরা।

১৪| ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১:০২

মানিজার বলেছেন: এইসব লুলুত পুলুত মিচা কতায় কাম অইতুনু মনু । আমি বালাখানা চাই#ই চাই ।

২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১:২১

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: আল্লাহ আল্লাহ করেন বেশী বেশী...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.