নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দপ্তরবিহীন মন্ত্রী

দপ্তরবিহীন মন্ত্রী › বিস্তারিত পোস্টঃ

ধূর মিয়া! তোমরারে ভোটও দিমু না।

০৪ ঠা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:২৪

তোমরা অস্ট্রেলিয়ারেও ভয় পাও,
তোমরা আফগানিস্তানরেও ভয় পাও,
তোমরা নেপালরেও ভয় পাবা।

তোমরা হাতুরেরে ভয় পাও,
তোমরা রশীদরে ভয় পাও,
তোমাদের জমি দিলেও হার, না দিলেও হার। কোটি কোটি টাকার পুরস্কার আর খরচ খালি মাঝে মাঝে জেতার জন্য। যাও মিয়া, তোমাদের খেলাই দেখুম না। নির্বাচনে দাঁড়াইলে ভোটও দিমু না।

মন্তব্য ২২ টি রেটিং +১/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

০৪ ঠা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: X((

২| ০৪ ঠা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ক্রীকেটারদের .ধ.... জোর কম!X(



আমাদের মেয়েরা যে পাকিস্তানের বিরুদ্ধে জিতলো সেই খবর নেই কেন??

০৪ ঠা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: কথার বেলায় উস্তাদ, কাজের বেলায়! X(

৩| ০৪ ঠা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪

ইব্‌রাহীম আই কে বলেছেন: নির্বাচনে দাঁড়াইলে ভোট ও দিমুনা।
হা হা হা হা

নির্বাচনে দাঁড়াক (আসুক)। মানুষ তখন সকল ঘৃণার বহিঃপ্রকাশ ঘটাইব।

দাদা ব্লগে নতুন। সময় করে আমার ব্লগে একটু ঘুরে আসার দাওয়াত রইলো।

০৪ ঠা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: মেজাজটা খারাপ করে দেয়। এরা বলে বড় দল! বডি ল্যাঙ্গুয়েজ এমন কেন?

৪| ০৪ ঠা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ভোটে দাড়াতে পাঁ টা শক্ত হতে হবে!
পাঁ'ই তো নড়বড়ে।

০৪ ঠা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: সরকারী দল করলে মার্কাই যথেষ্ট!

৫| ০৪ ঠা জুন, ২০১৮ রাত ৮:১৯

সনেট কবি বলেছেন: তাদের বিপক্ষে কেউ দাঁড়ালেতো ভোট দিবেন!

০৪ ঠা জুন, ২০১৮ রাত ৮:২৫

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: তাও তো একটা কথা!

৬| ০৪ ঠা জুন, ২০১৮ রাত ৮:৩৫

Sifat khan বলেছেন: কি করবেন‌‌ ভাই..স্বামী বিদেশ

০৪ ঠা জুন, ২০১৮ রাত ১০:২৪

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: :D

৭| ০৪ ঠা জুন, ২০১৮ রাত ৮:৪৪

কলাবাগান১ বলেছেন: সাকিব মাহমুদউল্লা কে বল করতে না দেওয়া টা মেনে নিতে পারছি না...এটা একটা মিন কাজ হয়েছে

০৪ ঠা জুন, ২০১৮ রাত ১০:২৫

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: বোলিং ডিসিশানের চেয়ে বড় কথা হারার আগেই মানসিক ভাবে হেরে যাওয়া মনোভাব।

৮| ০৪ ঠা জুন, ২০১৮ রাত ১০:৫৯

কাওসার চৌধুরী বলেছেন: মাননীয় সংসদ সদস্য (সাকিব) এমপি হওয়ার স্বপ্নে বিভোর। খেলা নিয়ে ভাবনার সময় কই!! :( :( :(

০৫ ই জুন, ২০১৮ রাত ১২:০২

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: আইপিএল ফাইনাল পর্যন্ত যাওয়াতে পকেটও গরম এখন।

৯| ০৫ ই জুন, ২০১৮ সকাল ১০:৩৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: রাগ আ‌সে। কিন্তু কার উপর রাগ কর‌বো? গাধা‌দের উপর রাগ করা ঠিক না। ১৬ কো‌টি মানু‌ষের আ‌বেগ নি‌য়ে এমন কেন ক‌রে গাধারা!

০৫ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:২২

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: এদেরকে অতিরিক্ত খাতির করতে গিয়ে আজকে এই দশা হয়েছে। যদিও অনেকে এখন বিরোধীতা করবে।

১০| ০৫ ই জুন, ২০১৮ সকাল ১০:৩৪

রাজীব নুর বলেছেন: হে হে হে

০৫ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:২২

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: X((

১১| ০৬ ই জুন, ২০১৮ রাত ৯:০২

জ্ঞান পাগল বলেছেন: এদের প্রতি যে ভালবাসাটা এত দিনে জন্মেছে সেটা নির্বাচনের ঘোষণায় ঘৃণায় পরিণত হয়েছে।

০৭ ই জুন, ২০১৮ রাত ১২:০১

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: একদম ঠিক বলেছেন। তার উপর নিদহাস ট্রফিতে কীভাবে তারা হাতুরু হাতুরু বলে মাতম করল। আর নাগিন নাচ দিল। ফলাফল কী হল?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.