নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দপ্তরবিহীন মন্ত্রী

দপ্তরবিহীন মন্ত্রী › বিস্তারিত পোস্টঃ

যারা এখনো আওয়ামী লীগকে চেনেন না

২১ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৫৩









মন্তব্য ৩২ টি রেটিং +১/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২১ শে আগস্ট, ২০১৮ রাত ১:১৭

বলেছেন: দপ্তরবিহীন মন্ত্রীঁ নামের সাথে লেখার মিল----ভাল লাগছে

জীবন তো একটা ই !!

২১ শে আগস্ট, ২০১৮ রাত ১:৫৯

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: ধন্যবাদ।

২| ২১ শে আগস্ট, ২০১৮ রাত ১:৪৪

জুনায়েদ বি রাহমান বলেছেন: ছবি যখন কথা বলে সূত্র ফলো করে ছবি ব্লগ'টি দিয়েছেন নাকি?

২১ শে আগস্ট, ২০১৮ রাত ১:৫৯

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট।

৩| ২১ শে আগস্ট, ২০১৮ রাত ১:৪৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সাকা সম্পর্কে কিছু বললেন নাতো ভাই!

২১ শে আগস্ট, ২০১৮ রাত ২:০০

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: সাকাই তো বলে গিয়েছিলেন সেই আজব মেশিনের কথা যার এক দিকে রাজাকার ঢুকালে আরেক দিকে মুক্তিযোদ্ধা বের হয়। তার উল্টো ভার্সান হল, আওয়ামী লীগের বিপক্ষে গেলে মুক্তিযোদ্ধাও হয়ে যায় রাজাকার।

৪| ২১ শে আগস্ট, ২০১৮ রাত ২:০৩

জুনায়েদ বি রাহমান বলেছেন: ব্লগ'টি অনেকদিন থাকবে। যারা এসব দেখেছি, বা দেখছি তারা ইশারায় বুঝবে। কিন্তু যারা দেখেনি, শুনেনি, জানেনা তারা এই পোস্ট কিভাবে নেবে?

২১ শে আগস্ট, ২০১৮ রাত ২:১২

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: রাজনীতি সচেতন সবাই এই ব্যপারগুলো ১ সেকেন্ডেই ধরে ফেলবে। তবে যারা নতুন, তাদের তো সময় লাগবে ইতিহাসের সব অধ্যায় জানতে। আমিও তো আর ১ দিনেই এসব জানিনি। তবে নতুন প্রজন্ম রাজনীতি বিমূখ।

৫| ২১ শে আগস্ট, ২০১৮ রাত ৩:০২

চাঁদগাজী বলেছেন:


১৯৭৫ সালে, জেনারেল জিয়া স্বাভাবিক আওয়ামী লীগের গতিপথ বদলায়ে দিয়েছে

২১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩৪

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: এখা‌নেও জিয়ার দোষ!

৬| ২১ শে আগস্ট, ২০১৮ ভোর ৪:০৬

অনল চৌধুরী বলেছেন: মনে হচ্ছে বিএনপি-জামাতিরা সাধু?না হলে এই একচোখামি কেনা?
ওদের অপকর্মের বৃত্তান্ত কই?

২১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩৬

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: আপ‌নি পোস্টটা বুঝ‌তে পা‌রেন‌নি। এখা‌নে দেখা‌নো হ‌য়ে‌ছে আওয়ামী লী‌গের বি‌রোধীতা কর‌লে আওয়ামী লীগার‌দের কী হাল হয় সেটা

৭| ২১ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:৪৩

রূপক বিধৌত সাধু বলেছেন: চিনলাম।

২১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩৭

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: ধন্যবাদ।

৮| ২১ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:৫৮

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: যাক লেখা লাগেনি, ছবি দিয়েই বিশেষ কাজ সারেছেন। ছবি ব্লগ বলব না,

২১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪১

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট।

৯| ২১ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:৩১

ঈশ্বরকণা বলেছেন: ইহ জনমে আপনার আর দপ্তর পাওয়া হবে না ! কি যে সব হাবিজাবি অপ্রচার করেন না আপনি মাদার অফ হুম্যানিটির শাসনের ও প্রশাসনের বিরুদ্ধে জনাব !

২১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪৩

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: ভা‌লো লোক‌দের এভা‌বেই ব‌ঞ্চিত রাখা হয়।

১০| ২১ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩৪

রাজীব নুর বলেছেন: সবাই আলাদা।

২১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪৪

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: সবাই এক সময় আওয়ামী লী‌গের প্রিয়পাত্র ছিল।

১১| ২১ শে আগস্ট, ২০১৮ রাত ১০:০২

তাওহিদ হিমু বলেছেন: চাঁদগাজী বলেছেন: "১৯৭৫ সালে, জেনারেল জিয়া স্বাভাবিক আওয়ামী লীগের গতিপথ বদলায়ে দিয়েছে।"

আ'লীগ কী স্টুপিড! এখনো তারা জিয়ার বদলিয়ে দেওয়া সেই ভ্রান্ত পথে চলছে। দু:খের বিষয় হলো, সেই ভ্রান্ত পথে চলা দলটিকে এখনো সমর্থন করে যাচ্ছে একজাতের লোকে। দয়া করে আবার এটা বলবেন না যে, ১৯৭৫ এর পর তারা শক্ত হয়ে গেছে। উপরের জিনিস গুলা তো শক্ত হওয়ার আলামত নয়, বরং ভণ্ডামি প্রমাণ। তারা যদি নীতির উপরে শক্ত থাকত, তাহলে কোনোদিনই কোনো আন্দোলনেই জামাতের সাথে কাঁধে কাঁধ মিলাত না, নূর হোসেনদের রক্তের সাথে বেইমানি করে স্বৈরাচারী এরশাদের সাথে হাত মেলাত না, জাসদকে নিজেদের জোটে ভেড়াত না। অনেক ব্লগারও দেখা যায় সবকিছুতে বিএনপি-জামাতকে টেনে আনেন, ঠিক আ'লীগের দলীয় কর্মীর মত।

২২ শে আগস্ট, ২০১৮ রাত ১২:১৩

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: অ‌নেক ধন্যবাদ ক‌ঠিন সত্য মন্তব্য করার জন্য।

১২| ২১ শে আগস্ট, ২০১৮ রাত ১০:১৭

ব্লগার_প্রান্ত বলেছেন: আওয়ামীলীগকে চিনি, সমাজ বইয়ে লেখা আছে, তাহারা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি

২২ শে আগস্ট, ২০১৮ রাত ১২:১৬

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: এটা তা‌দের ব্যবসার স্লোগান।

১৩| ২১ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৫৫

লোনার বলেছেন: ভাইজান থাকেন কোথায়? দ্যাশে না বিদ্যাশে??

২২ শে আগস্ট, ২০১৮ রাত ১২:১৭

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: দে‌শে থাক‌লে এ ধর‌নের পোস্ট দি‌তাম না।

১৪| ২২ শে আগস্ট, ২০১৮ সকাল ৮:৫০

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: শেষ ছবিটা ! B-)) B-)) B-))

২২ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩০

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: আবিস্কারককে ভুলে গেলে চলবে না =p~ =p~ =p~

১৫| ২৩ শে আগস্ট, ২০১৮ রাত ৩:১২

অনল চৌধুরী বলেছেন: বিএনপি বিোধিতা করলেও বিএনপি'র লোকদের একই হাল হয়।
মওদুদ,বদরুদ্দোজা-মাহী,মান্নান ভূইয়া,নাজমুল হুদার কি হয়েছেলো,সেই ছবিগুলি কই?

২৩ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৪৯

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: তাদের কাউকে কি রাজাকার, যুদ্ধাপরাধী, স্বাধীনতা বিরোধী গালি শুনতে হয়েছে?

১৬| ২৩ শে আগস্ট, ২০১৮ রাত ৯:০৪

দীপ্ত একাত্তর বলেছেন: আওয়ামীলীগের মত একটা বিরোধী দল দেশে থাকলে মন্দ হত না

২৪ শে আগস্ট, ২০১৮ রাত ১২:০০

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: এরা সরকারে বা বিরোধী দলে যেখানেই থাকুক দেশের জনগণের জন্য সমস্যা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.