নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দপ্তরবিহীন মন্ত্রী

দপ্তরবিহীন মন্ত্রী › বিস্তারিত পোস্টঃ

ম্যাঁওপ্যাঁও চিন্তা ভাবনা!

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:২৯

বাংলাদেশ এশিয়া কাপ না জেতাতে যে ব্যপারগুলো থেকে জাতি মুক্তি পেয়েছে -

১. জঘন্য, কুৎসিত, বেয়াদবের মত নাগিন নাচ।
২. পুরস্কার হিসেবে খেলোয়াড়দের অস্বাভাবিক টাকা দেয়া।
৩. মিডিয়ার অতিরিক্ত তোষণ, প্রতিপক্ষ নিয়ে ট্রল, খেলোয়াড়দের নিয়ে আবেগময় কিচ্ছা কাহিনী।
৪. সোশাল মিডিয়া ও অন্যান্য আন্তর্জাতিক পোর্টালে প্রতিপক্ষকে হেয় করা, ট্রল করা।
৫. খেলোয়াড়দের পা মাটিতে না থাকা। নিজেদের বিশ্ব চ্যাম্পিয়ান ভাবা।
৬. টিএসসি সহ বিভিন্ন জায়গায় সাধারণ জনগণ বিশেষ করে মেয়েদের সাথে অভদ্র আচরণ।
৭. সরকারী দল এই জয়কে নিজেদের কৃতিত্ব দাবী করা।

এখন প্রশ্ন হতে পারে তাহলে আমি কি চাইনা বাংলাদেশ জিতুক? উত্তর হল - অবশ্যই চাই। তবে যে দেশের সমর্থকরা পাকিস্তানের সাথে জিতলে '৭১ আর ভারতের সাথে জিতলে ফেলানী হত্যার বিষয় খুঁজে পায় সে দেশের সমর্থক ও খেলোয়াড়দের আরো ম্যাচুউরিটির জন্য এভাবে জয় পরাজয়ের মধ্যে কিছুদিন থাকুক এটা চাই।

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:৪৪

কাওসার চৌধুরী বলেছেন:



সহমত আপনার সাথে। আমাদের ক্রিকেটারদের ম্যাচুরিটি নিয়ে আমার সন্দেহ আছে। গত দুইটা এশিয়া কাপের ফাইনালে হারের পর যতটা মন খারাপ হয়েছিল এবার এমনটা হয়নি। এর কারণ, আমি পাকি-ভারত সমর্থন করি না। নাগিন নাচের মত থার্ড ক্লাস নাচ কোন অবস্থাতে ক্রিকেটে জয়ের নাচ হতে পারে না। এছাড়া এ নাচে থাকে অন্য দেশকে অপমান করার ভয়াবহ এরোগেনসি্।

সরকার প্রদান, ক্রিকেট বোর্ড, খেলোয়াড় এবং দর্শকদের আরো আরো ম্যাচিউরিটি দরকার।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:৪৯

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: এত কম রান দিয়ে ফাইনালে জেতাটা কঠিন। ক্রিকেটে বিতর্কিত সিদ্ধান্ত সব সময়ই কম বেশী হয়। কিন্তু আমাদের সমর্থকরা সমানে আইসিসিকে নিয়ে ট্রল করছে। এগুলো নিয়ে ওদের মিডিয়াতে হাস্যরস হয়। আমাদেরকে নীচু জাতি হিসেবে ভাবে ওরা এসব কারণে। আমি বাইরে থাকি। আমি ওদের সাথে মিশি।

২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:০৩

চাঁদগাজী বলেছেন:


আমাদের খেলোয়াড়রা নাগিন নাচে? দেখতে নিশ্চয়ই ভালো লাগার কথা নয়, ম্যাঁওপ্যাঁও কাজকারবার!

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:১৯

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: খুবই জঘন্য লাগে। এত নিম্ন রুচির।

৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:২০

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: সময়ের সাথে সাথে ম্যাচুরিটি আসবে, আসতেই হবে - খেলোয়াড়দের এবং সেই সাথে সমর্থকদেরও | মাথা ঠান্ডা রেখে খেললে এক সময় আমাদের প্রত্যাশিত কাপ জয় আর অধরা থাকবে না | এই ফাইনাল থেকে জাতীয় ক্রিকেট দল অনেক মূল্যবান অভিজ্ঞতা নিতে পারে | এর মধ্যে একটি হলো সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটি নেয়া | ওপেনিং জুটির একটি বড়ো পার্টনারশিপের পর যখন উইকেটের অবস্থা খারাপ হতে থাকে তখন দলের সদস্যরা নিজেদের মধ্যে সিদ্ধান্ত নিয়ে ডিফেন্সিভ ব্যাটিং করা উচিত ছিল, অস্থির হয়ে একের পর এক উইকেট বিলিয়ে দেয়া ঠিক হয় নি কোনোমতেই |

তবে এটাই শেষ নয়, ভবিষ্যতে এই সকল ছোট ছোট ভুলগুলো না করার প্রত্যয় নিয়ে এবং আত্মতৃপ্তির ঢেকুর না তুলে ক্রমোন্নতির জন্য উজাড় করে দিতে হবে দলের প্রত্যেকটি সদস্যকে | নাগিন নাচের মতো কুৎসিত নৃত্য নয়, বরং গ্যালারির সকল দর্শকদের মন জয় করার মতো দলে পরিণত হোক বাংলাদেশ ক্রিকেট দল এই কামনায় করি |

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:২৫

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: একে তো সফলতা আসে হঠাৎ হঠাৎ তার উপর সমর্থক ও মিডিয়ার বাড়াবাড়ি। অনেক সুন্দর মন্তব্য করেছেন। সবাইকে বুঝতে হবে।

৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৪৪

খসরু ওয়াহিদ বলেছেন: সহমত

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:০০

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: ধন্যবাদ।

৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:০৪

সাদা মনের মানুষ বলেছেন: সত্যিই আমরা তাহলে একটা ম্যাঁওপ্যাঁও থেকে বেঁচে গেলাম ;)

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২০

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: অবশ্যই।

৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:৩১

শিমুল_মাহমুদ বলেছেন: দারুণ বলেছেন এই ফালতু নাগিনী নাচ ববন্দ করা দরকার।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:০২

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: ধন্যবাদ।

৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:২৬

সনেট কবি বলেছেন: পড়লাম

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:০৩

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: ধন্যবাদ।

৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: মিডল অর্ডার টপঅর্ডার উইকেট বিলিয়ে না দিলে বাংলাদেশ টিম জিতে যেত। লিটন দাস চমৎকার সেঞ্চুরি করলেন।ম্যাচ সেরা পারফর্মারও তিনি। বাংলাদেশের অর্জন বলতে অটুকুই । দারুন একটা সুচনার পর ব্যাট্যম্যানরা কেন এত টেনসড ছিল বুঝলাম না ।
চাপের পরার কথা চেজিং দলের।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২০

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: ওদের মধ্যে খেলার মাঝপথেই বিজয়ের উল্লাস চলে আসে।

৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২৩

হাসান রাজু বলেছেন: সত্যিই, নাগিন নাচ, কোটি টাকার পুরস্কার আর মিডিয়ার ম্যাঁওপ্যাঁও অতিষ্ঠ করে দেয়।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২১

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: খুবই অসহ্য লাগে এই ম্যাঁওপ্যাঁও গুলো। ধন্যবাদ।

১০| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০১

রাজীব নুর বলেছেন: আপনার সাথে একমত হতে পারলাম না।

০১ লা অক্টোবর, ২০১৮ রাত ১:৫৩

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: আপনি আরে অন্য একজন ছাড়া বাকী সবাই আমার সাথে একমত এখনও পর্যন্ত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.