নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বদমেজাজী মন্দ লোক (www.meetmamun.com)

ডি মুন

এস এম মামুনুর রহমান - www.meetmamun.com

ডি মুন › বিস্তারিত পোস্টঃ

বুক রিভিউ: ঐতিহ্যের ধামাইল গান

৩১ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:০৩





সবুজের সমারোহ, পাখির কিচিরমিচির আর নদী-খাল-বিলের টলটল জলের পরশলাগা এক গ্রামে জন্ম আমার। ছবির মতো সেই গ্রাম। এখনও গাড়ীর কালো ধোঁয়া গ্রামের সবুজ পাতাকে ধূসর করতে পারেনি। এখনও গ্রামের সহজসরল মানুষের ভোরের ঘুম ভাঙে কাকের কর্কশ কা-কা ডাক শুনে। মানুষ স্বপ্ন দেখে, যে স্বপ্নের বিস্তৃতি এই গ্রামকে ঘিরেই।



------- শুরুটা এভাবেই। পার্থ তালুকদার তার ‘ঐতিহ্যের ধামাইল গান’ বইয়ের শুরুতেই আমাদের চোখের সামনে ছবি আঁকছেন এক অপরূপ গ্রামের। যেখানে তার জন্ম। যেখানে তার বেড়ে ওঠা। আর যেখানে মানুষেরা স্বপ্ন দেখে নিজ গ্রামকে ঘিরে। যে গ্রামের শিশুরা মা-মাসীদের কোলে বসে ধামাইল গান শোনে আনমনে। যেখানে বিয়ে বাড়িতে ধামাইল গান শুনে শ্রোতাদের রাত ভোর হয়। আকুল হয় হৃদয়। ভালোলাগায়, তৃপ্তিতে ভরে ওঠে মন। কিন্তু এই ধামাইল গান কী? কখন গাওয়া হয়? কারা গায়? কী নিয়ে এই গান রচিত?



এসব প্রাসঙ্গিক প্রশ্নের উত্তর পার্থ তালুকদারের বই ‘ঐতিহ্যের ধামাইল গান’



পার্থ তালুকদার তার বইটিতে লিখেছেন, সাধারণত মাঙ্গলিক অনুষ্ঠান যেমন ঝুলন যাত্রা, রাস যাত্রা, হোলি, শিশুদের অন্নপ্রাসন, সাধভক্ষণ, গৃহপ্রবেশ, সূর্যব্রত ইত্যাদিতে ধামাইল গানের প্রচলন থাকলেও হিন্দু সম্প্রদয়ের বিবাহ অনুষ্ঠানে এই গানের আধিক্য বেশি। বিশেষ করে বিয়ের আগের রাত অর্থাৎ অধিবাসের রাতে ধামাইল গানের প্রচলন বেশ লক্ষণীয়। এই গানগুলো সাধারণত রাধাকৃষ্ণের প্রেমকাহিনি নির্ভর হয়ে থাকে। যদিও বর্তমানে সমাজের বিভিন্ন ধরনের অসংগতি তুলে ধরে লেখকগণ অনেক গান রচনা করেছেন।



তার লেখা থেকেই আমরা জানতে পারি, ধামাইল গানের জগত সম্পর্কে। জানতে পারি রাধাকৃষ্ণের প্রেম-বিরহনির্ভর এই গানের পেছনে জড়িয়ে আছে কতো কতো নাম, কতো মমতা, ভালোবাসা। ধামাইল গানের ভাব ও বৈচিত্রের উপর ভিত্তি করে বইটি অনেকগুলো ছোট ছোট অধ্যায়ে বিভক্ত। যেমন-



শুরুর কথা---প্রার্থনা---আসর---গৌররুপ---শ্যামরুপ---বিচ্ছেদ---বাঁশি---কোকিল সংবাদ---দূতী সংবাদ---স্বপন---অভিসার---জলভরা---জামাইস্নান---খেদ---সাক্ষাত খেদ---মান ভঞ্জন---প্রভাতী খেদ---চন্দ্রার কুঞ্জ---মিলন---বিদায়---আউট গান।



আমরা বইটি থেকে জানতে পারি যে, ধামাইল গান মূলত সিলেট অঞ্চলে বেশি জনপ্রিয় হলেও পার্শ্ববর্তী জেলাসমূহ বিশেষ করে নেত্রকোনা, কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার কয়েকটি উপজেলায় এই গানের প্রচলন লক্ষ করা যায়। তাছাড়া ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ, হাইলাকান্দি ও শিলচরে ধামাইল গানের প্রচলন রয়েছে।



আর একটি মজার তথ্য হলো এই গানে ঢোল ছাড়া তেমন কোনো বাদ্যযন্ত্র ব্যবহৃত হয় না। গুরুবন্দনা বা প্রার্থনা দিয়ে শুরু হয় ধামাইল গানের আসর। এরপর রাঁধা-কৃষ্ণের প্রেম বিরহের বিভিন্ন অবস্থা ও অনুভূতিকে অবলম্বন করে একে একে গান পরিবেশন করা হয় ভোর হওয়ার আগ পর্যন্ত। বিভিন্ন শিল্পী ও গীতিকার তাদের নিজেদের লেখা ধামাইল গানও পরিবেশন করেন। শ্রোতারা মন্ত্রমুগ্ধ হয়ে থাকেন সেসব আন্তরিক গান শ্রবণে।



আমি ডাকি কাতরে,

উদয় হওরে দীনবন্ধু, হৃদয় মন্দিরে

তোমার ভক্তের সঙ্গে প্রেম তরঙ্গে করুণা কইরে।।



---------- ভাবুককবি রাধারমণ



প্রথমে বন্দনা করি গুরুপদ স্মরি

গুরুতো মনুষ্য নয় গো প্রকাশ গোলক হরি।।

অখণ্ড মন্ডালাকার যিনি জগত ভরি।

তাহাঁর পদ দেখান গুরু তাকে প্রণাম করি



----------- কাশীনাথ তালুকদার





‘ঐতিহ্যের ধামাইল গান' বইটির একটি অন্যতম বিশেষত্ব হচ্ছে – এতে যেমন অসংখ্য শিল্পীর রচিত ধামাইল গান উল্লেখিত হয়েছে তেমনই সেসব স্বল্পপরিচিত প্রচারবিমুখ শিল্পীদের সম্পর্কেও গল্পের ভঙ্গিতে কথাচ্ছলে বেশ অনেক তথ্যই আমাদেরকে জানিয়ে দিয়েছেন প্রিয় পার্থ তালুকদার।



শ্রদ্ধেয় কাশীনাথ তালুকদার, সুনীলচন্দ্র দাশ, লেখক স্বপন কুমার, দ্বীজেন্দ্র দাশ তালুকদার, আশীষ দেব, লেখক রবীন্দ্র, ধামাইলপ্রেমিক প্রতাপরঞ্জন, শরতচন্দ্র দাস, রামজয় দাশ, প্রবীর দেবনাথ, শিখা রাণী দাশ, আবদুর রহমান, আব্দুল আজিজ, অরুণ বাবু, ফকির শিতালং শাহ, শ্রী অধরচান্দ, হরিপদ চন্দ, সুজিত কুমার চৌধুরী, মহেন্দ্র বাবু, রামজীবন, কাঙাল দয়ানন্দ, আরকুম শাহ, বাউল সম্রাট আবদুল করিম, রাধারমণসহ আরো অনেক চেনাজানা-অচেনা-অজানা শিল্পীর হৃদয়ছোয়া ধামাইল গান বইটিতে সন্নিবেশিত হয়েছে। যেগুলো পাঠে আমাদের মন নির্মল আনন্দে ভরে ওঠে। আর আমরা ডুবে যাই বাংলার এক অসাধারণ ঐতিহ্যবাহী গানের জগতে।



তবে ধামাইল শিল্পীরা স্বভাবতই প্রচারবিমুখ। তারা নিভৃতে থাকতেই ভালবাসেন। প্রচারবিমুখ ধামাইল শিল্পীদের সম্পর্কে পার্থ তালুকদার বলেছেন, আশ্চর্য লাগে এই ভেবে যে, অধিকাংশ গীতিকারের প্রাতিষ্ঠানিক সর্বোচ্চ কোনো ডিগ্রী না থাকলেও শুধু মনের টানে ও সাধনার মাধ্যমে পল্লীতে বসেই আমাদের প্রাণোপ্রিয় এই ধামাইল গানগুলো সযতনে রচনা করেছেন। যা গ্রামের কাদামাখা দুষ্টু ছেলে কিংবা সাধু জনেরাও তাদের মনের অজান্তেই গুনগুনিয়ে গেয়ে ওঠেন।



কোকিল কইও গো কইও গো বন্ধেরে

তার লাগিয়ে বিষম জ্বালা,

আমার অন্তরে।।



মনে থাকে মনের কথা

বুকটা জুড়ে প্রেমের ব্যথা গো

আমার হৃদয় পুড়ে পিরীতেরও জ্বরে

আসো বন্ধু শেষবারে, দেখি নয়ন ভরে ।।



--------- সঞ্জয়নাথ সঞ্জু





রাধা-কৃষ্ণের প্রেমকাহিনীকে উপজীব্য করে রচিত এই ধামাইল গান বহুবছর ধরে ছুঁয়ে যাচ্ছে বাঙালির প্রাণ। বাঙালির ঐতিহ্যের ভাণ্ডারে চুনিপান্নার মত জ্যোতিতে উজ্জ্বল এই গানগুলো। আধুনিক ব্যস্ত সময়েও তাই গানগুলোর আবেদন ফিকে হয়ে পড়ে না। বরং আমরা নাগরিক ব্যস্ততার অবসরে এ গানের সুরে মনকে ভাসিয়ে নিতে পারি অনায়াসেই। আর নতুন প্রজন্মের কাছে এই গানকে ছড়িয়ে দেবার ও আনুসাংগিক কিছু তথ্য দেবার প্রয়াস থেকেই পার্থ তালুকদার লিখেছেন তার এই গবেষণাধর্মী অনন্য বই ‘ঐতিহ্যের ধামাইল গান’।



বইটি সম্পর্কে –





নাম: ঐতিহ্যের ধামাইল গান

লেখক:পার্থ তালুকদার



প্রচ্ছদ: মোবারক হোসেন লিটন

প্রকাশনী: রোদেলা প্রকাশনী

মূল্য: ১৫০ টাকা



যেখানে পাওয়া যাবে –



‘ঐতিহ্যের ধামাইল গান’ বইটি একুশে বইমেলায় ‘রোদেলা প্রকাশনী’র স্টলে পাওয়া যাবে।

পরবর্তীতে বিভিন্ন জেলাশহরের বইয়ের দোকানে পাওয়া যাবে।

এছাড়াও সরাসরি লেখক পার্থ তালুকদার এর সাথে যোগাযোগ করা যাবে।

লেখকের মোবাইল নং – ০১৯১৯৮৮৬২২২



মন্তব্য ৫২ টি রেটিং +৭/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:২২

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লাগল ভাইয়া।
আগ্রহ জন্মালো।
প্রথম প্লাচ +++
ভালো থাকবেন।

৩১ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:৩৪

ডি মুন বলেছেন: ধন্যবাদ
সংগ্রহে রাখার মত একটা বই
সম্ভব হলে পড়ে দেখার অনুরোধ রইলো
:)

২| ৩১ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:৩৮

বিদ্রোহী বাঙালি বলেছেন: সত্যি কথা কী ধামাইল গান সম্বন্ধে কোন পূর্ব ধারণা ছিল না। আলো ব্লগে আমাদের এক অতিপ্রিয় ব্লগার প্রথম ধামাইল গান নিয়ে পোস্ট দিয়েছিলেন। তখনই এই গান সম্বন্ধে প্রথম জানার সুযোগ হয়েছিল। তিনি কতগুলো প্রায় হারিয়ে যাওয়া ধামাইল গান গ্রাম ঘুরে ঘুরে সংগ্রহ করে আমাদের সামনে উপস্থিত করেছিল। নিজেও এই গান সংগ্রহে নেমেছিল। উনি কতগুলো সংগ্রহ করতে পেড়েছিলেন সেটা আর পরে জানা হয় নাই। তবে পার্থ তালুকদারের বইটি বইমেলায় আসছে দেখে খুব ভালো লাগলো। অন্তত হারিয়ে যেতে বসা কিছু ধামাইল গান পুস্তক আকারে সংরক্ষিত হতে যাচ্ছে। আমাদের সংগীত জগতের জন্য একটা বিরাট একটা পাওয়া হবে।
ধামাইল গান সম্বন্ধে প্রিয় ব্লগারের কাছ থেকে কিছু জানলেও আজ আপনার পোস্ট পড়ে আরও অনেক কিছু জানতে পাড়লাম। চমৎকার করে পোস্ট সাজিয়েছেন। মাটির ছোঁয়া যে গানে, সে গান হারিয়ে যেতে পারে না।
পার্থ তালুকদারের জন্য অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইলো। পাঠক জনপ্রিয়তায় ধামাইল গান সংরক্ষিত হবে, এটাই আমার প্রত্যাশা।
দারুণ একটা পোষ্টে পার্থ তালুকদারের বইটি সম্বন্ধে জানার সুযোগ করে দেয়ার জন্য আন্তরিক ধন্যবাদ ডি মুন। নিরন্তর শুভ কামনা রইলো।

৩১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:২৩

ডি মুন বলেছেন:
মন্তব্যের জন্যে ধন্যবাদ প্রিয় বিদ্রোহী বাঙালী ভাই

রাধারমণের কিছু ধামাইল গান আগে শুনেছি, কিন্তু তখন জানতাম না যে তা ধামাইল গান নামে পরিচিত। মূলত পার্থ ভাই এর বইটি পড়েই ধামাইল গান সম্পর্কে জানতে পারলাম। জানতে পারলাম বাংলা গানের এক অনুপম ঐতিহ্যের দিকের কথা।

মূলত সিলেট অঞ্চলের গ্রামের সহজসরল জীবনের সাথে একাত্ম হয়ে আছে এই গান। পার্থ তালুকদার ভাই এগুলো সংগ্রহ করে মলাটবন্দী করেছেন, আর সেই সাথে অবহেলিত স্বল্পপরিচিত বা একেবারেই অপরিচিত লেখক শিল্পীদের সাথে আমাদের পরিচিত করিয়ে দিয়েছেন গল্পোচ্ছলে, কথায় কথায়।

খুবই চমৎকার একটি বই।
এমন বই সংগ্রহে রাখা ভীষণ আনন্দের।

৩| ৩১ শে জানুয়ারি, ২০১৫ রাত ৩:৫৬

স্নিগ্ধ শোভন বলেছেন: দারুণ আগ্রহ আছে বইটি দেখার। শুভকামনা রইলো। শেয়ারের জন্য ধন্যবাদ।

৩১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:২৫

ডি মুন বলেছেন:
ধন্যবাদ শোভন ভাই
বইটি নতুন কিছু জানাবে নিঃসন্দেহে :)

৪| ৩১ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৮:৫০

জাফরুল মবীন বলেছেন: ধামাইল গান সম্পর্কে কোন ধারণা ছিল না।আপনার রিভিউ থেকে অনেক তথ্য জানতে পারলাম।ধন্যবাদ আপনাকে।আর সেই সাথে অভিনন্দন ও ধন্যবাদ সুপ্রিয় ব্লগার পার্থ তালুকদারকে এরকম একটি বিষয়ে বই লেখার জন্য।

ভাল থাকুন :)

৩১ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫৮

ডি মুন বলেছেন:
ধন্যবাদ প্রিয় মবীন ভাই।
পার্থ ভাইকেও অনেক অনেক কৃতজ্ঞতা।
:)

৫| ৩১ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৫৫

সুপ্ত আহমেদ বলেছেন: নতুন কিছু জানলাম ভাইয়া ! অনেক শুভ কামনা রইলো !! সবসময় ভালো থাকবেন ! :)

৩১ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫৮

ডি মুন বলেছেন: আপনিও অনেক অনেক ভালো থাকুন
সম্ভব হলে বইটি সংগ্রহ করুন
শুভকামনা :)

৬| ৩১ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:১৯

তুষার কাব্য বলেছেন: অসাধারণ একটা কাজ করেছেন লেখক ।ঐতিহ্য ও কৃষ্টির এক অচেনা,অজানা গল্পের উন্মুচন করেছেন পাঠকের সামনে ।খুব আগ্রহ নিয়ে অপেক্ষায় আছি বইটির।

বই রিভিউকারী ও রচইতা দুজনের জন্যই স্নিগ্ধ সকালের শুভেচ্ছা ও অভিনন্দন... :)

৩১ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫৯

ডি মুন বলেছেন:
আপনার আগে আমি পড়েছি পার্থ ভাইয়ের বই
ইয়া হু আমি ফার্স্টু আর আপনি লাড্ডু :) :)

৭| ৩১ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৫৮

নীল লোহীত বলেছেন: শুভকামনা রইল লেখকের জন্য।

ডিমুন ভাইকেও ধন্যবাদ এত সুন্দর করে রিভিউ দেয়ার জন্য।

৩১ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০০

ডি মুন বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে
ভালো থাকা হোক সর্বদা।
:)

৮| ৩১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৬

মহামহোপাধ্যায় বলেছেন: চমৎকার রিভিউ :)


বইটি সংগ্রহ করার ইচ্ছে রইল।


ইয়ে, মানে ঝাতি পোস্ট লেখকের মুঠোফোন নং জানতে আগ্রহী ;) ;) B-) B-)

৩১ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০২

ডি মুন বলেছেন: ঝাতির স্বার্থে আমি সদা প্রস্তুত। সকল সুন্দরী নারী ঝাতিকে আমার ফোন নাম্বার দিয়ে দেয়ার অনুরোধ করা হলো :) :)

মহামহোপাধ্যায় ভাই বইটি সংগ্রহ করুন
তারপর একদিন আমি, মাহমুদ ভাই আর আপনি মিলে
ছবির হাঁটে নেচে নেচে গান পরিবেশন করব। :)
খুব মজা হবে। :)

৯| ৩১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৪

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
চমৎকার রিভিউ।

ধামাইল গান সম্পর্কে কোন ধারনা ছিল না আপনার পোস্টের মাধ্যমে জানতে পারলাম।

অনেক ধন্যবাদ ডি-মুন ভাই।

৩১ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০৩

ডি মুন বলেছেন: ধামাইল গান সম্পর্কে আমিও জেনেছি পার্থ ভাইয়ের বইটি থেকেই।
অসাধারণ একটি কাজ করেছেন।
ধামাইল গানগুলো সংগ্রহ করে এভাবে মলাটবন্দী করার জন্যে অনেক অনেক কৃতজ্ঞতা তার প্রতি :)

১০| ৩১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫১

পার্থ তালুকদার বলেছেন: অনেক ধন্যবাদ মুন ভাই।
প্রিয় পাঠকদের কাছে বইটা ভাল লাগাই আমাদের স্বার্থকতা বলে মনে করব।
শুভকামনা।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৫৬

ডি মুন বলেছেন: আরে ধন্যবাদ তো আমাদের দেয়ার পালা।
খুব চমৎকার একটা কাজ করেছেন।

বইটা হাতে নিয়েই আমার দারুণ একটা অনুভূতি হয়েছিল। মনে হল , বাহ এইতো একটা কাজ হলো। সারাজীবনের জন্যে আমাদের পার্থ ভাইয়ের নাম ধামাইল গানের সাথে সংযুক্ত হয়ে গেল। :)

অভিনন্দন ভাই :)

১১| ৩১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৪

নাজমুল হাসান মজুমদার বলেছেন: এই প্রথম জানলাম এই গানের ব্যাপারে মুন ভাই ।


শুভেচ্ছা

০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৫৭

ডি মুন বলেছেন: বইটি পড়ার অনুরোধ রইলো
আশাকরি ভালো লাগবে :)

১২| ৩১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৬

মাহমুদ০০৭ বলেছেন: ''গ্রা্মের কারো বিয়ের অনুষ্ঠানে ধামাইল গান চলাকালে
বন্ধুদের মোবাইল ফোনে কল দিয়ে গান শুনেছি সেই চট্টগ্রামে পড়ার টেবিলে বসে। হয়তোবা এই সব কিছুই ছিল ধামাইল গামের প্রতি আমার অদৃশ্য
শিকড়ের টানের সোনালি ফসল। কিভাবে জানি এই গানের প্রতি এক ধরনের টান , মমতা আমার হৃদয়ে জায়গা করে নেয়। এভাবেই ধামাইল গানের দুর্বলতা
থেকে 'শেকড়ের টানে গাই ধামাইল গান ' নামে তিন পর্বের প্রবন্ধ লিখি।
যা দুটি পত্রিকা ও মাসিক সমাজ দর্পণে প্রকাশিত হয়।
আর এরই ধারাবাহিকতায় এবং আমার কিছু শুভাকাঙ্ক্ষীর আগ্রহে এ বইটি
লেখার ইচ্ছে মনের ভেতর ধারণ করি। ''


- বইয়ের নিবেদন অংশ হতে সহজেই অনুমেয় কতটা আন্তরিকতা
ও ভালবাসা নিয়ে কাজ টা করেছেন আমাদের প্রিয় ব্লগার পার্থ ভাই ।
মুগ্ধ হতে হয় তার পরিশ্রমেও । বাউল সম্রাট শা আব্দুল করিম সহ পুরনো বাউল দের গাওয়া যে সব গান ধামাইল গানে গীত হয় , তা যেমন আছে
তেমন আছে নতুন যারা গান রচনা করছেন তাদের গান ও পরিচিতি।

আমার বিশেষ ভাবে ভাল লেগেছে আউট গানের ধরণ টা ।

যেমন লেখক স্বপনের -
অল্পবিদ্যা ভয়ঙ্করী কথাবার্তায় আপটু দেট
তারাই কিন্তু বড় উইকেট,।
আউট সাইডে ভাল পোশাক ইন সাইডেটে ইডিয়েট
কথাবার্তা আলোচনায় ইংরেজি কয় গুড আর বেড । :P

পাঠকের কাছে বইটি আদর পাক ।
পোস্ট দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ প্রিয় মুন ভাই ।
প্রিয় পার্থ ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা রইল ।



০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৫৯

ডি মুন বলেছেন:
হা হা হা

আসলেই দারুণ :)

বইটা পাঠকের কাছে আদর পাবে এটাই কামনা :)
আমরা আগে আগে পড়ে ফার্স্ট হয়ে গেছি :) :)
মু হা হা হা

১৩| ৩১ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৭

আবু শাকিল বলেছেন: ঐতিহ্যের ধামাইল গান বইটি পড়ার আগ্রহ বাড়িয়ে দিলেন ডি মুন ভাই।
ধন্যবাদ ডি মুন ভাই।

পার্থ ভাইকে বলবেন সৌজন্য কপি আনতে মেলায় যাব =p~ =p~

০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:০০

ডি মুন বলেছেন: সৌজন্য কপি বলে কিছু নাই , সব মিডিয়ার সৃষ্টি।

লেখককে সম্মান করুন, গাঁয়ের দামের দ্বিগুণ মূল্যে বই কিনুন :) :)

শুভকামনা রইলো আবু শাকিল ভাই

:-B

১৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:০৪

এনামুল রেজা বলেছেন: আমি ডাকি কাতরে,
উদয় হওরে দীনবন্ধু, হৃদয় মন্দিরে
তোমার ভক্তের সঙ্গে প্রেম তরঙ্গে করুণা কইরে।।
[/su

শাশ্বত প্রেমের বানী কিংবা সঙ্গিত, গোটা একটা ঐতিহ্যখনির ধারক মনে হচ্ছে বইটাকে, রিভিউ পড়ে।
সংগ্রহ করার ইচ্ছা রইলো।

বই আলোচনায় ++ মুন ভাই। :)

০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:০৭

ডি মুন বলেছেন:
অনেক ধন্যবাদ :)

বইটাতে অসংখ্য ধামাইল গান আছে। এবং আছে চমৎকার বর্ননা। আমি বইটা পড়ে অনেক কিছু জানতে পেরেছি ধামাইল গান সম্পর্কে।

সংগ্রহে রাখার মতো
একটা চমৎকার বই।

১৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:২৭

মহামহোপাধ্যায় বলেছেন: তারপর একদিন আমি, মাহমুদ ভাই আর আপনি মিলে
ছবির হাঁটে নেচে নেচে গান পরিবেশন করব।
খুব মজা হবে।


আবার এই অধমকে লইয়া টানা হ্যাচরা কেনু?? আপনারা দুইজনই যথেষ্ট!! আপনারা পরিবেশন করিবেন, অধম দেখিয়া তাহার চর্ম চক্ষুদ্বয়কে স্বার্থক করিবে B-) B-)


সকল সুন্দরী নারী ঝাতিকে আমার ফোন নাম্বার দিয়ে দেয়ার অনুরোধ করা হলো


এই অনুরোধ জন গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে তড়িৎ গতিতে সমাধানের আশ্বাস প্রদান করা হইলো ;) ;)

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:১০

ডি মুন বলেছেন: মহা ভাই আপনি নাচবেন আর আমরা দেখব।
একটু একটু করে চিপস খাব আর বলব, নাচ নাগিনী নাচ :) :)


আইসেন পিলিজ :)

১৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:১১

দীপান্বিতা বলেছেন: খুব ভাল লাগল ধামাইল গান সম্পর্কে জেনে ....

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:১১

ডি মুন বলেছেন: ধন্যবাদ :)

১৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৯

এহসান সাবির বলেছেন: চমৎকার রিভিউ।

শুভেচ্ছা।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৩

ডি মুন বলেছেন: ধন্যবাদ সাবির ভাই
:)

১৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৪

মোঃ ইসহাক খান বলেছেন: ঐতিহ্য নিয়ে রিভিউ।

শুভেচ্ছা রেখে গেলাম।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৪

ডি মুন বলেছেন: ধন্যবাদ ইসহাক ভাই

১৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪৫

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর একটা রিভিউ দিয়েছেন । বেশকিছু ইন্টারেষ্টিং তথ্য পেলাম । বইটা অসাধারণ হয়েছে মনে হচ্ছে ।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৮

ডি মুন বলেছেন: হ্যাঁ, বইটা চমৎকার।

সংগ্রহে রাখবেন আশাকরি :)

২০| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৫৯

সুফিয়া বলেছেন: রিভিউটা করে আপনি লেখকের বড় একটা উপকার করে দিলেন।

ধন্যবাদ আপনাকে।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:২০

ডি মুন বলেছেন: আসলে গানগুলো সংগ্রহ করে মলাটবন্দী করার জন্যে আমরাই উনার কাছে কৃতজ্ঞ।
বইটি পাঠককে নতুন কিছু জানাবে, এমনটাই প্রত্যাশা।

২১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:২০

আরজু পনি বলেছেন:

সহব্লগার হিসেবে আপনার এই রিভিউয়ের কাজটি প্রশংসাযোগ্য ।
আমার পোস্টে পাঠকদের দৃষ্টিগোচর হতে আপনার এই পোস্টের লিঙ্কটি যুক্ত করে নিলাম ।

অনেক ধন্যবাদ মুন।
লেখক-এর জন্যে অনেক শুভকামনা ।।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:২১

ডি মুন বলেছেন:
আপনাকেও অনেক ধন্যবাদ আপু
ভালো থাকুন :)

২২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫৭

পার্থ তালুকদার বলেছেন: মাটির ছোঁয়া যে গানে, সে গান হারিয়ে যেতে পারে না।--------- ঠিকই বলেছেন বিদ্রোহী বাঙালী ভাই।
অনেক ধন্যবাদ আপনাকে।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:২২

ডি মুন বলেছেন: :)

২৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১২

পার্থ তালুকদার বলেছেন: প্রিয় মুন ভাই যেন আমার মনের কথাটাই তুলে ধরেছেন।

যে গানে কাদা মাটির গন্ধ মিশে আছে সেই গান আমরা ভুলি কেমনে -------------

সহ ব্লগাররা আমাকে যেভাবে উৎসাহিত করছেন আমি তাতে আসলেই মুগ্ধ, উদ্বেলিত। আমার আশা, বাংলা সংস্কৃতিতে মিটিমিটি জ্বলা 'ধামাইল গান' নিয়ে লিখা আমার বইটি আপনাদের 'বুক সেলফে' জায়গা করে নিবে।

সবাইকে ধন্যবাদ।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:২৩

ডি মুন বলেছেন: বইটি আগেভাগে পাঠ করতে পেরে আমি ভীষণ আনন্দিত।
আপনাকে একবস্তা ধইন্যা পাতা প্রিয় পার্থ ভাই :)

ধামাইল গান মিশে থাকুক হৃদয়ে।

২৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩৪

জাহাঙ্গীর.আলম বলেছেন:
নস্টালজিক হয়ে পড়লাম ৷ বিগত সময়........

মঙ্গল হোক লেখকের মাঙ্গলিক অসীমযাত্রা ৷

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:২৪

ডি মুন বলেছেন: ধন্যবাদ :)

মঙ্গল হোক লেখকের।

২৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৪:৪১

প্রবাসী পাঠক বলেছেন: চমৎকার রিভিউ মুন। এই বইটি সম্পর্কে আরও কৌতূহল বাড়ছে। বইটি পাঠক প্রিয়তা পাক এই প্রত্যাশা করি।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:২৫

ডি মুন বলেছেন: :)

থেংকু প্রবাসী ভাই
দেশে আসলে ধামাইল গানের সাথে আপনাকে নেচে দেখাতে হবে কিন্তু :)
হাতে তালি দেয়ার জন্যে আমরা আছি।

২৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:১৭

মহামহোপাধ্যায় বলেছেন: এভাবেই দেশটা রসাতলে গেলো!! সংস্কৃতির মধ্যে অপকালচার X( X(


কই ধামাইল !! আর কই নাগিনী X(( X((

তেব্র পতিবাদ জানাই :( X(

প্রতিবাদের বন্যায়
ভেসে যাক অন্যায় :-B :-B

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৩৪

ডি মুন বলেছেন: পতিবাদ করিয়া লাভ নাই জনাব
আমরা বুঝি আপনার সকল কুমতলব

তার চেয়ে মেনে নিন জনগণের দাবী
ড্যান্স দিতে খুশদিলে হইয়া যান রাজি। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.