নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বদমেজাজী মন্দ লোক (www.meetmamun.com)

ডি মুন

এস এম মামুনুর রহমান - www.meetmamun.com

ডি মুন › বিস্তারিত পোস্টঃ

সামহোয়্যারইন ব্লগ গল্প সঙ্কলন জানুয়ারী - ২০১৫

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫৬





ও আমার দেশের মাটি, তোমার ’পরে ঠেকাই মাথা।

তোমাতে বিশ্বময়ীর, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা॥

তুমি মিশেছ মোর দেহের সনে,

তুমি মিলেছ মোর প্রাণে মনে,

তোমার ঐ শ্যামলবরন কোমল মূর্তি মর্মে গাঁথা॥

ওগো মা, তোমার কোলে জনম আমার, মরণ তোমার বুকে।

তোমার ’পরে খেলা আমার দুঃখে সুখে।

তুমি অন্ন মুখে তুলে দিলে,

তুমি শীতল জলে জুড়াইলে,

তুমি যে সকল-সহা সকল-বহা মাতার মাতা॥

ও মা, অনেক তোমার খেয়েছি গো, অনেক নিয়েছি মা—

তবু জানি নে-যে কী বা তোমায় দিয়েছি মা!

আমার জনম গেল বৃথা কাজে,

আমি কাটানু দিন ঘরের মাঝে—



তুমি বৃথা আমায় শক্তি দিলে শক্তিদাতা॥



:::::: ও আমার দেশের মাটি / রবীন্দ্রনাথ ঠাকুর











বাসুনী -----------(ছোটগল্প) - এম এম করিম

ছাত্রী এবং গৃহশিক্ষক - হঠাৎ ধুমকেতু

গল্পঃ অসংলগ্ন কিছু মুহূর্ত - ডি মুন

অপেক্ষার অবসান - নীল আতঙ্ক

অতিপ্রাকৃত গল্পঃ ভলান্টিয়ার - অপু তানভীর

৷৷ শেষ প্রহরের স্বপ্ন ৷৷ - আহমেদ রুহুল আমিন

চোখ ভেসে যায় - সুফিয়া

গল্প-পতিতার সাথে বসবাস - হুমায়ুন তোরাব

দ্য আউটসাইডার - আল মামুন খান

কুয়াশা ভ্রম - জলমেঘ

এক পাতা সিভিট - হাসান মাহবুব

গল্প: অনির্দিষ্ট কালের জন্য! - কয়েস সামী

গল্পঃ চলো পালাই - পার্থ তালুকদার

প্রতিশ্রুতি - Zeon Amanza

গ্রেডিং - ট্রিউট্রো রায়

যোদ্ধা (সাই ফাই) - ডিজাস্টার

সায়েন্স ফিকশন-- জামা বৃত্তান্ত - ইশতিয়াক মাহমুদ

মর্ত্যে রবীন্দ্রনাথ - ইবরাহীম ওবায়েদ

নূপুর - অভিনু কিবরিয়া ইসলাম

ফিটাসের কান্না - অর্থহীন ইতিকথা

ছোটগল্প ছোটগল্প - oparajita

ছোট গল্প: আগন্তুক, ধূমপান ও গন্তব্য - স্বদেশ হাসনাইন

ছোটগল্প - বহুরূপী - toysarwar

খেলা- গল্প - হাসান বৈদ্য

গল্পঃ আধুনিকা - ডি মুন

মহাপূর্ণিমা - মহামহোপাধ্যায়

ছোট গল্প - ভুল - রেজাউদ্দিন এম চৌধুরী

গল্পঃ মেঘে ঢাকা তারা - নাসরিন চৌধুরী

মুখ - মহান অতন্দ্র

গল্প - মেঘে ঢাকা প্রেম - মাহমুদ০০৭

গল্পঃ শিক্ষক - তাশমিন নূর

পাগল । (গল্প) - কলমের কালি শেষ

গল্পঃ অন্য কোথাও - ইসতিয়াক অয়ন

গল্পঃ গেট টুগেদার - মোঃ ইসহাক খান

ছোটগল্পঃ "যে আমার নয় সে একমুহূর্তের জন্যও আমার হতে পারে না" - দিশেহারা রাজপুত্র

(রম্যগল্প) - পক্কা মফিজ এখন "গোয়েন্দা" ;) - নেক্সোপিয়ান

কয়েক ঘন্টার গল্প - হাতপা

কাছের মানুষেরা - এনামুল রেজা

প্রতিবাদ! - অলওয়েজ ড্রিম

সময়ের গল্প-১: যুদ্ধ নয়, শান্তি চাই। - কয়েস সামী

ভালোবাসার গল্পঃ ফেরা - অক্টোপাস পল



বঙ্গ আমার জননী আমার

ধাত্রী আমার, আমার দেশ

কেন গো মা তোর শুষ্ক নয়ন?

কেন গো মা তোর রুক্ষ কেশ?

কেন গো মা তোর ধূলায় আসন?

কেন গো মা তোর মলিন বেশ?

শত কোটি সন্তান যার

ডাকে উপচে আমার দেশ।

কিসের দুঃখ, কিসের দৈন্য,

কিসের লজ্জা, কিসের ক্লেশ?

শত কোটি মিলিত কন্ঠে

ডাকে যখন আমার দেশ।।

উদিল যেখানে বৌদ্ধ আত্মা

মুক্ত করিতে মোক্ষ দ্বার,

আজিও জুড়িয়া অর্ধ জগৎ

ভক্তি প্রণতঃ চরণে যার।

অশোক যাহার কীর্তি ছায়িল

গান্ধার হতে জলধি শেষ

তুই কিনা মা গো তাদের জননী?

তুই কিনা মা গো তাদের দেশ।।

একদা যাহার বিজয় সেনানী

হেলায় লঙ্কা করিল জয়

একদা যাহার অর্ণবপোত

ভ্রমিল ভারত সাগরময়।

সন্তান যার ত্বিব্বততীর

জাপানে গঠিল উপনিবেশ

তার কি না ধুলায় আসন,

তার কি না এই ছিন্ন বেশ?

উদিল যেখানে মোরজ মন্ত্রে

নিমাই কন্ঠে মধুর ও তান

ন্যায়ের বিধান দিল রঘুমনি,

চন্ডীদাস ও গাইল গান

যুদ্ধ করিল প্রতাপাদিত্য

তুই তো না সেই ধন্য দেশ,

ধন্য আমরা যদি এ শিরায়

রহে যদি তাদের রক্ত লেশ।।

যদিও মা তোর দিব্য আলোকে

ঘিরে আছে আজ আঁধার ঘোর

কেটে যাবে মেঘ নবীন গরিমা

মাতিবে আবার ললাটে তোর।

আমরা ঘুচাবো মা তোর কালিমা

মানুষ আমরা, নহি তো মেষ

দেবী আমার, সাধনা আমার

স্বর্গ আমার, আমার দেশ।।



:::::: বঙ্গ আমার জননী / দ্বিজেন্দ্রলাল রায়











(গল্প) অভিশপ্ত ইস্পাত...! - স্বপ্নচারী গ্রানমা

গল্পঃ হেমন্ত এসেছে এ শহরে - নাজমুল হাসান মজুমদার

দুটি স্কেচ - এনামুল রেজা

প্রেম এবং অন্যপ্রেম। - গোঁফওয়ালা

অনুগল্পঃ মেয়েটির বাবা - মুরাদ-ইচছামানুষ

অণুগল্পঃ জন্মদাগ - বিদ্রোহী বাঙালী

অনুগল্পঃ দগ্ধ স্বপ্ন - পার্থ তালুকদার

নরক - স্বরব্যঞ্জ

একটি কাব্যগ্রন্থের প্রসবকাহিনী - মোহা: মোশাররফ হোসেন খন্দকার



একি অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লী জননী।

ফুলে ও ফসলে কাদা মাটি জলে ঝলমল করে লাবনী॥



রৌদ্রতপ্ত বৈশাখে তুমি চাতকের সাথে চাহ জল ,

আম-কাঁঠালের মধুর গন্ধে জৈষ্ঠে মাতাও তরুতল।

ঝঞ্ঝার সাথে প্রান্তরে মাঠে কভু খেল ল'য়ে অশনি॥



কেতকী কদম যূথিকা কুসুমে বর্ষায় গাঁথ মালিকা ,

পথে অবিরল ছিটাইয়া জল খেল চঞ্চলা বালিকা।

তড়াগে পুকুরে থই থই করে শ্যামল শোভার নবনী॥



শাপলা শালুকে সাজাইয়া সাজি শরতে শিশিরে নাহিয়া ,

শিউলি - ছোপানো শাড়ি প'রে ফের আগমনী - গীতি গাহিয়া।

অঘ্রাণে মা গো আমন ধানের সুঘ্রাণে ভরে অবনী॥



শীতের শূন্য মাঠে তুমি ফের উদাসী বাউল সাথে মা ,

ভাটিয়ালি গাও মাঝিদের সাথে (গো), কীর্তন শোন রাতে মা ,

ফাল্গুনে রাঙা ফুলের আবীরে রাঙাও নিখিল ধরণী॥



:::::: এ কি অপরূপ রূপে মা তোমায় / কাজী নজরুল ইসলাম











শিশুতোষ গল্পঃ ভালো কাজ - বিদ্রোহী বাঙালী



মোদের গরব, মোদের আশা, আ-মরি বাংলা ভাষা।

(মাগো) তোমার কোলে, তোমার বোলে, কতই শান্তি ভালোবাসা।।

কি যাদু বাংলা গানে, গান গেয়ে দাঁড় মাঝি টানে,

গেয়ে গান নাচে বাউল, গান গেয়ে ধান কাটে চাষা।।

বিদ্যাপতি, চণ্ডী, গোবিন্‌, হেম, মধু, বঙ্কিম, নবীন-

ঐ ফুলেরই মধুর রসে বাঁধলো সুখে মধুর বাসা।।

বাজিয়ে রবি তোমার বীণে, আনলো মালা জগৎ জিনে।

তোমার চরণ-তীর্থে (মাগো) আজি জগৎ করে যাওয়া-আসা।।

ঐ ভাষাতেই নিতাই গোরা, আনল দেশে ভক্তি-ধারা,

আছে কৈ এমন ভাষা এমন দুঃখ-শ্রান্তি-নাশা।।

ঐ ভাষাতেই প্রথম বোলে, ডাকনু মায়ে ‘মা, মা’ বলে;

ঐ ভাষাতেই বলবো হরি, সাঙ্গ হলে কাঁদা হাসা।।



:::::: মোদের গরব মোদের আশা / অতুল প্রসাদ সেন











অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের পাঁচটি গল্প - আমি তুমি আমরা

অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের গল্পঃ♣♣ History and the Nation ♣♣ - আমি তুমি আমরা

অনুবাদ গল্পঃ♣♣কাহলিল জিবরানের চারটি গল্প♣♣ - আমি তুমি আমরা

অনুবাদঃ The Death Of A Government Clerk(কেরানির মৃত্যু) - হাতপা

লিলি পোতপারার গল্পঃ চমক - জাহাঙ্গীর আলম৫২



মায়ের দেয়া মোটা কাপড়

মাথায় তুলে নে রে ভাই

দীন দুখিনী মা যে তোদের

তার বেশী আর সাধ্য নাই।।



ঐ মোটা সুতোর সঙ্গে মায়ের

অপার স্নেহ দেখতে পাই

আমরা এমনি পাষাণ,তাই ফেলে

ঐ, পরের দোরে ভিক্ষে চাই।।



ঐ দু:খী মায়ের ঘরে তোদের

সবার প্রচুর অন্ন নাই,

তবু তাই বেচে কাঁচ, সাবান, মোজা

কিনে করলি ঘর বোঝাই।।



আয়রে আমরা মায়ের নামে

এই প্রতিজ্ঞা করব ভাই

পরের জিনিস কিনব না

যদি-মায়ের ঘরের জিনিস পাই।



:::::: মায়ের দেয়া মোটা কাপড় / রজনীকান্ত সেন











কবি ও লেখকরা ছদ্মনামে - এইচ, এম, পারভেজ

মার্কেজ আর তার যাদুর শহর - এনামুল রেজা

গোয়েন্দা গল্প লেখা প্রসঙ্গে - দ্যা বান্দর

একজন সেলিম আল-দীন এবং নাট্যরীতি - টিপলু

সৈয়দ ওয়ালীউল্লাহ: অনন্য কথাশিল্পী ও নাট্যকার - হাতপা

আসুন জেনে নিই অমর একুশে বইমেলা সম্পর্কিত কিছু তথ্য - আতিকুর রহমান ফরায়েজী

বিখ্যাত রুশ ছোটগল্প লেখক ও নাট্যকার আন্তন পাভলোভিচ চেখভ এর ১৫৫তম জন্মবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা - নূর মোহাম্মদ নূরু



যে কোনো সঙ্কলন পূর্ণতা পায় তখনই, যখন গুণী পাঠকেরা সে সম্বন্ধে সামান্য একটু আলোচনা করার কষ্ট স্বীকার করেন।

আশাকরি সামহোয়্যারইন ব্লগ গল্প সঙ্কলন জানুয়ারী - ২০১৫ এর গুণী পাঠকেরা ভালোলাগা একটি/দুটি গল্পের নাম উল্লেখপূর্বক গল্পকারকে আরো চমৎকার গল্প লিখতে উৎসাহিত করবেন।



সবাইকে নিরন্তর শুভেচ্ছা।



[বি দ্রঃ ধারাবাহিক গল্প বা উপন্যাস গল্প সঙ্কলনের আওতাভুক্ত নয়।]

_____________________

বিশেষ কৃতজ্ঞতা:

মাহমুদ০০৭ , আমি তুমি আমরা, প্রবাসী পাঠক

_____________________



মন্তব্য ৭৭ টি রেটিং +১১/-০

মন্তব্য (৭৭) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৮

কলমের কালি শেষ বলেছেন: দেশমাতৃকার ছোঁয়ায় সংকলন হয়ে উঠেছে উজ্জল প্রানবন্ত ! অসাধারণ দেশময় সংকলন উপহার দেয়ায় অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ডি ভাই ।

শুভ কামনা রইল । :)

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:০৩

ডি মুন বলেছেন: আপনাকেও ধন্যবাদ :)

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:১১

নাজমুল হাসান মজুমদার বলেছেন: চমৎকার গোছালো :)

শুভেচ্ছা সবাইকে

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:০৮

ডি মুন বলেছেন: আপনাকেও শুভেচ্ছা
ভালো থাকা হোক :)

৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:২১

স্নিগ্ধ শোভন বলেছেন: সাধকবাবা জিন্দাবাদ !:#P !:#P !:#P

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:১০

ডি মুন বলেছেন: হক মাউলা!!! বাবাজীকী জায় হো :)

৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:০০

ইমতিয়াজ ১৩ বলেছেন: ৩য় ভাল লাগা এবং প্রিয়তে আপনার কষ্টসাধ্য কাজে।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩২

ডি মুন বলেছেন: প্রিয়তে নেয়ার জন্যে কৃতজ্ঞতা :)
অনেক ভালো কাটুক সময়।
শুভেচ্ছা।

৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:০৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:




কবিতা এবং কবির পরিচয় যুক্ত করে চমৎকার পরিবেশনা....

গল্প এবার কম এসেছে?

আমার গল্পটা কই? B-)





শুভেচ্ছা ডি মুন ভাইয়া! :)

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩৬

ডি মুন বলেছেন: ধন্যবাদ প্রিয় মইনুল ভাই

গল্প এবার আসলেই কিছু কম এসেছে। তবে আশার কথা হলো গতমাসে অনেক অনিয়মিত ব্লগাররা গল্প দিয়েছেন :)

আর হ্যাঁ, আপনার গল্পটা গেল কোথায়??? :)
না না এটা কিছুতেই মেনে নেয়া যায় না, আজ সারারাত হরতাল!!!


শুভেচ্ছা নিরন্তর :)

৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:০৯

নীল লোহীত বলেছেন: প্রিয়তে নিলাম।
ভালো লাগা রেখে গেলাম।
ধন্যবাদ ডিমুন ভাই।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৪০

ডি মুন বলেছেন: প্রিয়তে নেয়ার জন্যে অনেক ধন্যবাদ :)
আপনার উপস্থিতি সবসময়ই আনন্দ দেয়।
ভালো থাকুন।

৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:২৪

মাটিরময়না বলেছেন: সুপার।

বেশ ভালো আর গোছানো পোস্ট।

শুভেচ্ছা রইলো।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৪৭

ডি মুন বলেছেন: অনুপ্রাণিত হলাম
ধন্যবাদ।
গল্পময় হোক সময়।

৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪১

ঢাকাবাসী বলেছেন: অনেক পরিশ্রমে বানানো পোস্ট, খুব সুন্দর, ধন্যবাদ।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৪৯

ডি মুন বলেছেন: ধন্যবাদ প্রিয় ঢাকাবাসী
ভালো কাটুক প্রতিটি দিন :)

৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২৩

দীপংকর চন্দ বলেছেন: নান্দনিক উপস্থাপন!

এবং পরিশ্রমী কাজ নিঃসন্দেহে!

অনেক অনেক ভালো লাগা ভাই।

আমার শুভকামনা জানবেন। অনিঃশেষ।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৫২

ডি মুন বলেছেন: অনেক ধন্যবাদ দীপংকর ভাই
ভালো থাকা হোক। :)

১০| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১০

মাহমুদ০০৭ বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা । নতুন বছরে সঙ্কলনে আরো নতুনত্ব , এ মাসে গল্প
কম পড়েছি ।সবচেয়ে ভাল লাগছে - মেঘে ঢাকা প্রেম ;) B-) :D

রানা ভাই , মহা ভাই আর হাসান ভাইয়ের গল্প ভাল্লাগছে ।

২০১৫ মনে করিয়ে দিল সঙ্কলন ২০১৪ সালে আই ন ছিলুম ;)
এইবার প্রথম সংকলনেই আই আছি :)
অই কেডা আছিস আমারে বিরানি খাওয়া ;)

নাইম রানা ভাইও এ বছর আস লেন ।

সঙ্কলনে +++++++++++
অনিঃশেষ শুভকামনা প্রিয় ডি মুন ভাইকে ।






০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৫৮

ডি মুন বলেছেন: মাহমুদ ভাই, বিরিয়ানি খাওয়ার সময় ডাক দিয়েন কিন্তু!!!

নাইলে কিন্তু আপনার ফালতু গল্পখানা এক্ষুনি রিমুভ কইরা দিমু।

মহান ডি মুন নামের চরিত্র না থাকলে আপনার গল্পটা জিন্দেগীতেও মানসম্পন্ন হইত না। :)

মু হা হা হা হা :) :)

১১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩৪

এম এম করিম বলেছেন: অসাধারণ হয়েছে - এতটাই যে, আপনার সঙ্কলনটাই একটা সার্থক গল্প।

+++++++++++

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০১

ডি মুন বলেছেন: সুন্দর মন্তব্যের জন্যে ধন্যবাদ।
গল্প পাঠে আনন্দময় সময় কাটুক।
শুভেচ্ছা। :)

১২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:০২

বিদ্রোহী বাঙালি বলেছেন: ভাষার মাসে এই ধরণের একটা সংকলন অনেক গুরুত্ব বহন করে। কষ্টসাধ্য একটা পোস্ট নান্দনিকভাবে সাজিয়েছেন। এ জন্য প্রথমে সাধুবাদ জানাই।
সংকলনে স্থান পাওয়া বেশ কিছু পোস্ট আমার পড়া হয়েছে। তবে সবগুলো নয়। পোস্টটা প্রিয়তে তুলে রাখলাম, যাতে বাকীগুলো ধীরে ধীরে পড়ে নিতে পারি।
আমার নিজেরও দুটো লেখা স্থান পেয়েছে। কৃতজ্ঞতা জানবেন।
সব মিলিয়ে অনবদ্য একটা পোস্ট। অনেক ধন্যবাদ ডি মুন। ভালো থাকবেন আর ব্লগার/লেখকদের এইভাবেই উৎসাহ জুগিয়ে যাবেন আশা করছি।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:২৫

ডি মুন বলেছেন: ধন্যবাদ প্রিয় বিদ্রোহী বাঙালী ভাই,
আশাকরি, গল্পকারেরা আরো সুন্দর সুন্দর গল্প লিখতে উৎসাহিত হবেন।

না পড়া গল্পগুলো পড়ে ফেলুন সময় করে।
শুভেচ্ছা রইলো। :)

১৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:১৪

প্রোফেসর শঙ্কু বলেছেন: এটাই খুঁজছিলাম। পড়ে ফেলি।

চমৎকার কাজ হয়েছে।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:২৭

ডি মুন বলেছেন: অনেক দিন পর আপনাকে দেখে আনন্দিত হলাম প্রিয় গল্পকার।

ভালো আছেন আশাকরি।

১৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৩৮

মহামহোপাধ্যায় বলেছেন: সংকলন পোস্টটি দেখেছি অনেক আগেই কিন্তু কি মন্তব্য করবো বুঝে উঠতে পারছিলাম না!! গল্প সংকলনে আমার গল্প দেখে অভিভূত। প্রকাশ করার ভাব ভাষার ভাণ্ডার খুব সীমিত :) :)


পোস্টের সম্পর্কে বলতে গেলে "রজনী কান্ত সেনের" মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, গানটির কথা বলতে হয়। এর অন্তর্ভূক্তি পোস্টের একটা অনন্য মাত্রা এনে দিয়েছে, আমি ব্যক্তিগতভাবে এই গানটির খুব ভক্ত। অতুল প্রসাদ, ডি এল রায়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের গানগুলোও চমৎকার এবং অসামান্য। প্রচ্ছদগুলোও দারুণ হয়েছে।


গতমাসের শেষদিক থেকে ব্লগে আনাগোনা করায় অনেক গল্পই পড়া হয় নি। আশা করি পড়ে নেব। তবে যাদের গল্প পড়েছি তাদের মাঝে শ্রদ্ধেয় ব্লগার হাসান মাহবুব, মোঃ ইসহাক খান, oparajita, ডি মুন, এনামুল রেজা, তাশমিন নূর এবং অনুবাদ গল্পের মাঝে শ্রদ্ধেয় জাহাঙ্গীর আলম ও আমি তুমি আমরা এর গল্প বেশ ভালো লেগেছে।


ভালো থাকুন প্রিয় ব্লগার। এত শ্রমসাধ্য একটা কাজ সুনিপুণ হাতে সম্পন্ন করায় সাধুবাদ গ্রহণ করুন :)


তবে সব গল্পকে ছাপিয়ে গেছে প্রিয় মাহমুদ ভাইয়ের "মেঘে ঢাকা প্রেম" নায়ক হিসেবে আরেকজন প্রিয় ব্লগারের আবির্ভাব গল্পকে একটা নতুন মাত্রা দিয়েছে =p~ =p~ B-) B-)

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:৩৪

ডি মুন বলেছেন: চমত্কার মন্তব্যের জন্যে অনেক ধন্যবাদ।

এই পোস্টে উল্লিখিত সবগুলো গান আমারও ভীষণ প্রিয়। :)

না পড়া গল্পগুলো পড়ে ফেলুন সময় করে।

আর মাহমুদ ভাই এর গল্পটা অসাধারণ হয়েছে শুধুমাত্র সফল নায়ক হিসেবে মহান ডি মুন চরিত্রের আবির্ভাবের পর। :)
এই রকম গল্প আরো চাই :)

ধইন্যা পাতা রইলো আপনার জন্যে, জনাব।

১৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৪৪

অক্টোপাস পল বলেছেন: চমৎকার সংকলন। "ফেরা"কে স্থান দেয়ায় কৃতজ্ঞতা। ভালো থাকবেন অনেক।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:৩৫

ডি মুন বলেছেন: আপনিও ভালো থাকুন :)

১৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:০৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: প্রিয়তে।

নিজের গল্প দেখে মনপদ্ম পূর্ণমাত্রায় প্রস্ফুটিত।
:)
সবগুলো পড়া হয় নি। পড়ে পড়ব আশা রাখি।

ভালো থাকবেন।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৩৯

ডি মুন বলেছেন: অনেক ধন্যবাদ
পড়ে ফেলুন একে একে সবগুলো :)

১৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫০

আহমেদ তুষার বলেছেন: গোছালো এবং সুন্দর সংকলন।

শুভ কামনা রইলো।।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৩৯

ডি মুন বলেছেন: :)

১৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫০

আহমেদ তুষার বলেছেন: গোছালো এবং সুন্দর সংকলন।

শুভ কামনা রইলো।।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৪০

ডি মুন বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্যে।
ভালো থাকা হোক।

১৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০২

তাশমিন নূর বলেছেন: চমৎকার হয়েছে গল্প সংকলন! লুক বরাবরের মতোই দৃষ্টিনন্দন। এর মধ্যে বেশিরভাগগুলোই আমার পড়া আছে। অল্প যে ক'টি পড়া হয় নাই, পড়ে ফেলব বেঁচে থাকলে। :)

আমার মতো অভাজনও স্থান পেয়েছে দেখছি। কৃতজ্ঞতা এবং ভালোবাসা।


সবশেষে সংকলকের দীর্ঘায়ু এবং দীর্ঘলেখায়ু এবং দীর্ঘব্লগায়ু কামনা করছি। :D

১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৪২

ডি মুন বলেছেন: হা হা হা :)

সুন্দর মন্তব্যের জন্যে ধন্যবাদ।
সংকলকের সকল আয়ু স্বল্পায়ু হোক, আমিন :)

২০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৪:০১

জাফরুল মবীন বলেছেন: শ্রমসাধ্য এ কাজটি নিরলসভাবে করে চলার জন্য ভাই ডি মুনকে অান্তরিক ধন্যবাদ :)

১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৪২

ডি মুন বলেছেন: আপনার উপস্থিতি ভীষণ আনন্দিত করে সবসময়।
ধন্যবাদ প্রিয় জাফরুল মবীন ভাই।

২১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৩

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
চমৎকার সংকলন।+++

১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৪৩

ডি মুন বলেছেন: ধন্যবাদ :)

২২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:০৭

সোহেল মাহমুদ বলেছেন:
অনেক ধন্যবাদ ডি মু ন ভাই নিয়মিতভাবে আন্তরিকতার সহিত গল্প সংকলনটি চালিয়ে যাবার জন্য।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৪৩

ডি মুন বলেছেন: আপনার মন্তব্য পেয়ে আনন্দিত হলাম।
আশাকরি পাশে পাব সবসময় :)
ভালো থাকুন

২৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:১৬

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: বই নিয়ে ব্যস্ততায় গত মাসে লিখতেই পারি নি গল্প। আর আপনি বই নিয়ে ব্যস্ততা থাকা সত্ত্বেও সংকলনটা করলেন। সত্যি ভাই পারেন আপনি।
:) অনেক শুভ কামনা। আবারও বলব সংকলনের আউটলুক দারুণ।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৪৫

ডি মুন বলেছেন: :) :)
ধন্যবাদ রিয়াদ

আপনার সাথে বইমেলায় দেখা হয়ে অনেক আনন্দ পেয়েছি।
ভালো থাকুন সবসময় :)

২৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:১২

সুমন কর বলেছেন: গতকাল অফলাইনেই দেখে নিয়েছিলাম। বরাবরের মতো চমৎকার, দারুণ এবং নিপুণভাবে কাজটি করা হয়েছে।

১০+।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৪৫

ডি মুন বলেছেন: ধন্যবাদ সুমন ভাই
অনুপ্রাণিত হলাম।

ভাল থাকা হোক :)

২৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৪০

আবু শাকিল বলেছেন: আরো একটি চমৎকার সংকলন।

ধন্যবাদ ডি মুন ভাই :)

সকল গল্পকারদের শুভেচ্ছা এবং অভিনন্দন।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৪৬

ডি মুন বলেছেন: ধন্যবাদ আবু শাকিল ভাই
ভালো আছি, ভালো থাইকেন
বইমেলায় দেখা কইরেন :)

২৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩৩

প্রফেসর মরিয়ার্টি বলেছেন: চমৎকার সংকলন।
ভালো লাগা রইলো

১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৪৭

ডি মুন বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় প্রফেসর মরিয়ার্টি
অনেক অনেক ভালো থাকুন

২৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৪৪

পার্থ তালুকদার বলেছেন: ভালো হয়েছে। তবে মেলাতে থাকবেন বলে সময় একটু কম দিয়েছেন মনে হয়। তাই না ?? :)

শুভকামনা।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৪৮

ডি মুন বলেছেন:
না ভাই, সময় বেশিই দিয়েছি।
মেলাতে আছি বলে এখন সময় দিতে পারছি না ঠিকমত।
তবু আশাকরি তার ছাপ সংকলনে পাবেন না :) :)

পার্থ দা, মেলায় আইসেন কিন্তু।
নাহলে খায়ালামু :)

২৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৪৪

কয়েস সামী বলেছেন: একেবারে ভিন্ন ফরমেটে!

১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৪৯

ডি মুন বলেছেন: ভিন্ন কিছুর চিন্তা থেকেই গল্প সংকলনে গান নিয়ে আসা :)
ধন্যবাদ মন্তব্যের জন্যে প্রিয় কয়েস সামী ভাই

২৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:২২

মনিরা সুলতানা বলেছেন: কস্ট আপনাদের ...
আর বিলাসিতা আমাদের প্রিয়তে নিলাম :)

১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৫০

ডি মুন বলেছেন: মন্তব্যের জন্যে ধন্যবাদ :)
গল্পগুলো পড়লেই শ্রম সার্থক হবে।

শুভকামনা নিরন্তর।

৩০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:৩২

প্রবাসী পাঠক বলেছেন: চমৎকার সংকলন হয়েছে মুন। অনেক অনেক ধন্যবাদ। পোস্ট প্রিয়তে রইল।


আর হ্যা সরি মুন। কি জন্য তুমি সেটা জানো।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৫১

ডি মুন বলেছেন: আসছেন আমার সরি বাবা :)

ভাই আপনারা পাশে আছেন বলেই ভালো লাগে। আপনাদের ভালোবাসা আর আন্তরিকতা ছাড়া আমি কে !!!

:)

৩১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৪:৫০

মহান অতন্দ্র বলেছেন: শ্রমসাধ্য চমৎকার সংকলন। অনেক ধন্যবাদ মুন ভাইকে।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৫১

ডি মুন বলেছেন: ধন্যবাদ মহান অতন্দ্র আপুমনি
ভালো থাইকেন সবসময়।

৩২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:০৬

সুফিয়া বলেছেন: সত্যি বলতে কি আপনার এই কাজটার জন্য আমি অপেক্ষায় ছিলাম। তারপর দেখলাম আমার একটা গল্পও স্থান পেয়েছে আপনার সংকলনে। স্বাভাবিকভাবে আনন্দটা আরও বেড়ে গেল। যেমন ঈদ একটা আনন্দের ব্যাপার। এর সাথে নতুন জামা পেলে ছোটবেলায় আনন্দটা যেমন অনেক বেড়ে যেত ঠিক তেমনি।

ধন্যবাদ আর কি দিব ! এত বড় কর্মযজ্ঞ আরও বেশী করে করুন সেটাই কামনা করছি। আল্লাহ যেন আপনাকে সুস্থ রাখেন এবং এরচেয়েও আরও অনেক বড় বড় কাজ করার তৌফিক দেন।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৫২

ডি মুন বলেছেন:
আনন্দ পেয়েছেন জেনে আমিও আনন্দিত হলাম।
আরো সুন্দর সুন্দর লেখা উপহার পাব আশাকরি :)

আপনিও খুব ভালো থাকুন। এটাই কামনা :)

৩৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩২

স্বপ্নবাজ অভি বলেছেন: বাহ !

১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৫৩

ডি মুন বলেছেন: :) ধন্যবাদ অভি ভাই

৩৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৩৬

শায়মা বলেছেন: ও আমার দেশের মাটি, তোমার ’পরে ঠেকাই মাথা।
তোমাতে বিশ্বময়ীর, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা॥


মন ভরে গেলো ভাইয়া।:)


অনেক অনেক শুভকামনা।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৫৩

ডি মুন বলেছেন: ধন্যবাদ আপুমনি
ভালো থাকুন, আনন্দে থাকুন :)

৩৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:১৩

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: অসাধারন এই সব কাজগুলো। এক নজরে সারাংশ পাওয়া যায়। কিন্তু মন খারাপ লাগছে আমার কোন লেখা নাই । :(

১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৫৫

ডি মুন বলেছেন:
গল্প চাই আপনার কাছ থেকে।

আপনার গল্প স্থান দিতে পারলে সংকলন টিম ভীষণ আনন্দিত হবে।
শুভকামনা সবসময়ের জন্যে।

ভালো থাকুন আপুমনি।

৩৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:০৭

কাবিল বলেছেন: পরিশ্রমী কাজ নিঃসন্দেহে

ভাল লাগল,
প্রিয়তে।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৫৬

ডি মুন বলেছেন: প্রিয়তে নেয়ার জন্যে কৃতজ্ঞতা জানাচ্ছি
ভালো থাকুন নিরন্তর :)

৩৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫২

পরিবেশ বন্ধু বলেছেন: অসাধারন কর্ম

১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৫৬

ডি মুন বলেছেন: ধন্যবাদ পরিবেশ বন্ধু
আপনার উপস্থিতি আমাকে আনন্দ দেয়।

শুভেচ্ছা রইলো।

৩৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:১০

তুষার কাব্য বলেছেন: স্নিগ্ধ শোভন বলেছেন: সাধকবাবা জিন্দাবাদ !:#P !:#P !:#P

গল্প তো বেশিরভাগই পড়া হয়নি ।দেখি চেষ্ঠা করে আরো কিছু পড়তে পারি কি না :P

১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৫২

ডি মুন বলেছেন: তুষার ভাই গল্প পড়বে। সবাই হাসুন... হো হো হো

ভাই চেষ্টা না করেই শুরু করে দেন। উৎসাহ যা লাগে আমরা সবাই মিলে দিতেছি :)

৩৯| ১০ ই মার্চ, ২০১৫ রাত ১০:১৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: বরাবরের মতই চমৎকার। +++++

শুভকামনা প্রিয় গল্পকার ও কবি মহোদয়।

ভালো থাকুন সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.