নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বদমেজাজী মন্দ লোক (www.meetmamun.com)

ডি মুন

এস এম মামুনুর রহমান - www.meetmamun.com

ডি মুন › বিস্তারিত পোস্টঃ

এখনো যুবক ... (কবিতা)

২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:১৯

এখনো যুবক অঙ্কে করেনি ভুল
এখনো ভাঙেনি জাহাজের মাস্তুল,
বুকের ভেতরে পাথর রাখেনি আজও
লেখেনি কাব্য বিপদসঙ্কুল।

এখনো যুবক আষাঢ়ের বৃষ্টিতে
একা পথ হাঁটে; একাকীই গায় গান,
অদ্ভুত কোনো বিকেল কিংবা রাতে
হাহাকারে তার কাঁপে না এখনো প্রাণ।

ভয় পেলে সে চীৎকার করে হাসে
রোদ বৃষ্টি ও ঝড়ের মাতাল ক্ষণে,
গোপণে একাকী আকাশচারি প্রাণ
এখনো যে তার কাউকে লাগে না সাথে।

যুবক এখনো বেপরোয়া নির্ভীক
যুক্তি-আবেগে পথ খুঁজে নেয় ঠিক,
বুকের ভেতর পরশপাথর আঁকা
দাঁপিয়ে বেড়ায় দুরন্ত চৌ-দিক।

যুবক করেনি অঙ্কে এখনো ভুল
ঠিকঠাক আছে জাহাজের মাস্তুল,
ভেতর-বাহিরে গোলাপ ফুটিয়ে রেখে
যুবক চলেছে সম্মুখে নির্ভুল।

মন্তব্য ৮০ টি রেটিং +৯/-০

মন্তব্য (৮০) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:২৭

মহামহোপাধ্যায় বলেছেন: হাজিরা দিলাম :)

এখন কোবতে পড়তে যাই =p~

২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৩১

ডি মুন বলেছেন:
ডি মুন : কে রে এখানে!!!!!

মি ইনভিজিবল : আমি আসি নাই! :)

যান আমার মহান কবিতা পাঠে জীবন সার্থক করেন।

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:২৭

প্রবাসী পাঠক বলেছেন: যুবকের দেখি সব ভালো ভালো গুণ। নিশ্চই আমার কথা মনে করে এই কবিতা লিখছ মুন।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৩৭

ডি মুন বলেছেন: প্রবাসী ভাই,
আপনার নাই কোনো গুণ
বসে বসে খাইতে থাকেন
আয়োডিনবিহীন নুন ;)

৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৩২

মহামহোপাধ্যায় বলেছেন: যুবক যদি বাঁচাইতে চাও প্রাণ
হৃদয়ে কাউকে দিওনা স্থান B-) B-)


দুই যুবককেই বলিলাম ;) ;)

২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৩৮

ডি মুন বলেছেন:
নিশ্চয়ই অভিজ্ঞতা থেকে বললেন দাদা,
আপনি বসে বসে খান কাদা :)

৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৩৪

বাড্ডা ঢাকা বলেছেন: ভালো ভালো অনেক ভালো হয়েছে

২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৩৯

ডি মুন বলেছেন: ধন্যবাদ কবিতাপাঠের জন্যে।
ভালো থাকুন। :)

৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৩৬

শুভ্র শৈশব বলেছেন: সুন্দর কবিতা ভাইয়া।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৪২

ডি মুন বলেছেন: ধন্যবাদ :)
ভালো থাকা হোক।

৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৪০

প্রবাসী পাঠক বলেছেন: এইটা কি বললা মুন, আমি ত দেখছি কবিতার প্রতিটি শব্দ এমনকি যতি চিহ্নেও আমার গুণ বর্ণনা করা হইছে।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৪৫

ডি মুন বলেছেন:
ওরে গুণহীন প্রবাসী পাঠক,
এহেন মিথ্যাচার করিলে
আপনাকে পুলিশ করিবে আটক। :)

ছেড়ে দিয়ে সকল আজেবাজে ধান্দা
ডি মুনের মতো হয়ে যান এক খাঁটি বান্দা। :)

৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৫০

আরণ্যক রাখাল বলেছেন: ভালো লেগেছে

২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:১৭

ডি মুন বলেছেন: ধন্যবাদ :)

৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:২৭

প্রফেসর মরিয়ার্টি বলেছেন: যুবকের পান থেকে খসেনা চুন,
কবিতা ভালো হয়েছে ডি মুন।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:১৮

ডি মুন বলেছেন: হা হা হা :)
ধন্যবাদ।

ভালো থাকুন।

৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৪৯

বিদ্রোহী বাঙালি বলেছেন: কে এই মহান যুবক, যার ঘটে এতো গুণ? :)
প্রবাসী পাঠক কয় সে-ই নাকি এই বেগুন :P
জিজ্ঞাসু মনে ভাবি কবি কি শুধু মাকাল ফল? ;)
আউলা মাথায় খুঁজে পাইতাছি না কোন তল। :(

২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:২২

ডি মুন বলেছেন:
প্রবাসী নিন্দুকের মুখে দিয়ে ছাই
মহাকালে পাইবে এই কবিতা ঠাঁই।

কবিতার যুবক মহান ডি মুন ;)
প্রবাসী ভন্ডরে মারিয়া করিবে খুন।

মুহা হা হা ... :)

১০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:০৫

আমি বাংলাদেশের বলেছেন: ভ।লhttp://m.somewhereinblog.net/mobile/blog/vabnay/30015522

২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:২৩

ডি মুন বলেছেন: :)

১১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:৩৮

এম এম করিম বলেছেন: প্রথম পড়লাম আপনার কবিতা। ভাল লাগল।
শুভেচ্ছা রইল।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:২৪

ডি মুন বলেছেন: কবিতাপাঠের জন্যে ধন্যবাদ।

শুভকামনা ও শুভেচ্ছা রইলো গল্পকারের জন্যে।
ভালো থাকা হোক :)

১২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৫:০৩

মহান অতন্দ্র বলেছেন: চমৎকার কবিতা । তবে বিদ্রোহী বাঙালি বলেছেন: কে এই মহান যুবক, যার ঘটে এতো গুণ?

খুব মজা পেলাম।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:২৭

ডি মুন বলেছেন:

যার ঘটে এতো অসংখ্য গুণ
নিশ্চয়ই তিনি ডি মুন :)

কবিতা পাঠের জন্যে কৃতজ্ঞতা।

১৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:৩৮

প্রোফেসর শঙ্কু বলেছেন: যুবকের চরিত্র, চালনচলন- সবই দেখা যায় চমৎকার ;)

ছোট্ট কবিতাটা ভাল লাগল মুন।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:২৮

ডি মুন বলেছেন: ধন্যবাদ প্রিয় গল্পকার।
:)

১৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:৫৮

সুমন কর বলেছেন: ছন্দময় যুবকের কবিতা ভাল লাগল।

জাতি জানতে চায় কে সে যুবক ? B-)

২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:২৯

ডি মুন বলেছেন: জাতিকে জানানো হোক, যার এত গুণ
আর কেউ নয়, সে যে মহান ডি মুন ;)

:)

১৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:২২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +। যুবকের এমনই হওয়া উচিৎ । তাহলে তার আর খেসারত দেয়া লাগবে না ।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৩০

ডি মুন বলেছেন: ঠিক বলেছেন সেলিম ভাই।
যুবকদের এমনি দুরন্ত দুর্বার হওয়া উচিত। :)

১৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৪১

প্রেতরাজ বলেছেন: একটি যুবকীয় কবিতা।
সন্দরস।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৩১

ডি মুন বলেছেন: ধন্যবাদ
:)

১৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৪৬

সুফিয়া বলেছেন: গভীর উপলব্ধিবোধ থেকে লেখা কবিতা খুব ভালো লেগেছে।

ধন্যবাদ।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৩২

ডি মুন বলেছেন: হ্যাঁ, আসলেই গভীর উপলব্ধি থেকে লেখা।
আপনার ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম।

ভালো থাকুন। :)

১৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৩৬

বৃতি বলেছেন: ভালো লাগলো কবিতা :)

২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:০২

ডি মুন বলেছেন: ধন্যবাদ বৃতি আপু
ভালো থাকা হোক সবসময়।

১৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৪২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:





আরেব্বাহ..... এক কবিতায় তো কিস্তি মাত্ করে দিলেন... ডি মুন


সাবাস!!!

২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৮

ডি মুন বলেছেন: হাহাহা :)

কবিতাপাঠের জন্যে কৃতজ্ঞতা প্রিয় মইনুল ভাই।
যুবকেরা দৃপ্ত পায়ে এগিয়ে যাক। :)

২০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৭

আবু শাকিল বলেছেন: ফেসবুকে কবিতার ট্রেলার দেখেছিলাম।

পুরুটা এখানে এসে পেলুম।

কবিতায় দারুন ছন্দ পেয়েছি।

+

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:১৫

ডি মুন বলেছেন: ধন্যবাদ আবু শাকিল ভাই
:)

২১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৪

জাফরুল মবীন বলেছেন: ফেসবুকে পাওয়া স্বাদ ব্লগে এসে পুনরায় নিলাম।

অনুসন্ধিৎসু মন জানতে চায় /কে সেই যুবক যার কথা বলা হয়েছে কবিতায়?

যুবক ডি মুনের জন্য অনেক অনেক শুভকামনা। :)

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:১৭

ডি মুন বলেছেন: এইরকম যুবক বাংলা, বিহার, উড়িষ্যার ঘরে ঘরে জন্ম নিক।

:) :)

শুভেচ্ছা রইলো মবীন ভাই।

২২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৪৪

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ভালো লাগা ভাই।

অনিঃশেষ শুভকামনা জানবেন।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

ভয় পেলে সে চীৎকার করে হাসে
রোদ বৃষ্টি ও ঝড়ের মাতাল ক্ষণে,

গোপণে একাকী আকাশচারি প্রাণ
এখনো যে তার কাউকে লাগে না সাথে।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:১৮

ডি মুন বলেছেন: আপনিও সর্বদা ভালো থাকুন।

শুভকামনা অনিঃশেষ।

২৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫৬

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
নিশ্চিত প্রবাসী ভাইয়ে নিয়া লেখা। :D

দারুণ কবিতা মুন ভাই।

যুবক করেনি অঙ্কে এখনো ভুল
ঠিকঠাক আছে জাহাজের মাস্তুল,
ভেতর-বাহিরে গোলাপ ফুটিয়ে রেখে
যুবক চলেছে সম্মুখে নির্ভুল।++++

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:২১

ডি মুন বলেছেন:

এই কবিতায় প্রবাসের কোনো কথা নাই। সুতরাং ইহা প্রবাসী ভাইকে নিয়ে লেখা হইতেই পারে না।

নিশ্চয়ই ইহা ডি মুনকে নিয়ে লেখা। আমি নিজে সাক্ষী। :)

প্রবাসী ভাই - 0
ডি মুন - 100 :)

২৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১৯

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:




কবিতায় এমন অন্ত মিল খুব দেখিয়া
সুকান্ত ঐ কবর হতে উঠলেন হাকিয়া
আমার পাশে নাম লেখাতে চাও
রুটি দিয়ে ঝলসানো চাঁদ খাও! X( =p~


অনেক ভালোলাগা মুন ভাই। ++

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:২৪

ডি মুন বলেছেন:
অন্তমিলের কবিতা লিখে সুকান্ত ট্যাগ পাইলাম।
না না না .... এ জীবন আমি রাখতাম চাই না!!! (মিথ্যা কথা :))

কবিতা পড়ার জন্যে ধন্যবাদ গ্রানমা
ভালো থাকুন।

২৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৫৩

নাসরিন চৌধুরী বলেছেন: খুব খুব সুন্দর লিখেছেন
বেশ ছন্দ নিয়ে পড়লাম। হুম এমন যুবকেরই দরকার। সে তালিকায় যদি নিজেকেই নিজে দেখেন তাহলে গর্ব করতেই হয়
এগিয়ে যান--লেখা চলুক অবিরৎ।
শুভ কামনা জানবেন।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:২৬

ডি মুন বলেছেন: ধন্যবাদ নাসরিন আপু

এলেবেলে ছন্দে লিখে আনন্দ পাই :)

শুভেচ্ছা রইলো।

২৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:২৮

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: কি যে সুন্দর লেখা ! +++++++++++++++++

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:২৭

ডি মুন বলেছেন: :)

ধন্যবাদ তিতির আপু।

২৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৪৪

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: বেশি ভালো বলবো না। বলবো, মিলের প্রতি আরো মনযোগী হতে হবে।

হাঃ হাঃ হাঃ (ফান হিসেবে নিন)

আর ভালো থাকুন। সব সময়। আপনার হাসি খুব মিস করি। (এই মিস এর বাংলা যে কেনো বাংলায় নেই?)

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৩০

ডি মুন বলেছেন: আন্তর্জাতিক আদালতে সজীব ভাইয়ের বিরুদ্ধে কবিতাহানির মামলা দিব। বেশী ভালো না বইলা যাবেন কোথায়!!! মু হা হা হা :)


গদ্যকাব্যের যুগে মাঝে মধ্যে এলেবেলে ছন্দ লিখে আনন্দ পাই. .. :) :)

মেলায় যাচ্ছেন কবে আবার? আড্ডা হবে দেখা হলেই।

২৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৫৫

কলমের কালি শেষ বলেছেন: যুবক তো দেখি একদম আগুনের গোলা ! B-)

কবিতায় ভাললাগা ।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৩১

ডি মুন বলেছেন: হা হা হা
ভালোই বলেছেন কালি শেষ ভাই
:)

২৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:২২

চন্দনপাল০২৩ বলেছেন: অসাধারণ

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৩২

ডি মুন বলেছেন: আন্তরিক ধন্যবাদ
ভালো থাকুন সবসময় :)

৩০| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:৫২

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

বুঝছি প্রবাসী ভাইয়ের সাথে গভীর ষড়যন্ত চলছে। :)

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৩

ডি মুন বলেছেন: :P :)

৩১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৪১

সায়েম মুন বলেছেন: কবিতাটা খুব ভাল লেগেছে।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৪

ডি মুন বলেছেন: ধন্যবাদ
ভালো থাকা হোক। :)

৩২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৫৮

আহমেদ জী এস বলেছেন: ডি মুন ,




এই যুবক-ই যখন প্রৌঢ় হবে তখন পিছে ফিরে দেখবে - অঙ্কে ভুল হয়েছে , সংসারের মাস্তুল গেছে ভেঙে, বুকের ভেতরে জমে উঠেছে কঠিন পাথর ।

( আজি হতে ৪০ বছর পর এইরকম কবিতা লিখতে হবে )

ভালোলাগার সাথে শুভেচ্ছা ।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:২০

ডি মুন বলেছেন: হা হা হা
ভালোই বলেছেন।

এটাই তো জীবন। ভাঙা গড়ার খেলা। অবশেষে বিলীন হয়ে যাওয়া।

শুভেচ্ছা :)

৩৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৪৮

তুষার কাব্য বলেছেন: এক কবিতা কয়বার পরুম? আর পরুম না ;)

যুবক নাকি অঙ্কে ভুল করেনি !...ডাহা মিথ্যে কথা :(

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০৫

ডি মুন বলেছেন: মহান ডি মুনের বিখ্যাত কবিতা বারংবার পাঠ করিয়া দোজাহানের অশেষ কামিয়াবি হাসিল করুন।

;) পাহাড়ীয়া ভাই

৩৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:১৭

হাসান মাহবুব বলেছেন: ছন্দময় এবং সুরেলা। অনেক ভালো লাগলো।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০৬

ডি মুন বলেছেন: ধন্যবাদ হাসান ভাই
ভালো থাকুন। :)

৩৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৮

কাবিল বলেছেন: কবিতায় ভাল লাগার কথা আর কি বলব, যা বলার পাঠকরাই বলে দিয়েছেন। এই কবিতার কারনে সব মন্তব্য আর প্রতিউত্তরে বেশি মজা পাইছি।
বিশেষ করে প্রবাসী পাথক-ডি মুন ভাই।

০৩ রা মার্চ, ২০১৫ রাত ১:২৪

ডি মুন বলেছেন:
প্রবাসী পাঠক ভাই একজন ইয়ে
তাহার মাথায় বাড়ি দিব পাটখড়ি দিয়ে :)

ধন্যবাদ কবিতাপাঠ ও মন্তব্যের জন্যে
ভালো থাকুন, আনন্দে থাকুন।

৩৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৩৫

আলম দীপ্র বলেছেন: মুন ভাই !
ফেবুতে পরসিলাম , ব্লগে পড়লে কেমন জানি মজা লাগে ! B-)) B-)) B-))
ভালো লাগল ! :)

০৩ রা মার্চ, ২০১৫ রাত ১:২৫

ডি মুন বলেছেন: ধন্যবাদ দীপ্র :) :)

৩৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৮

এহসান সাবির বলেছেন: আমি এখনো যুবক..... B-)) B-))

০৩ রা মার্চ, ২০১৫ রাত ১:২৭

ডি মুন বলেছেন:
আপনারে যুবক থাকতে কইছে কেডা!!!
বিবাহ করিয়া জলদি হইয়া যান সংসারী ব্যাডা :)

শুভেচ্ছা প্রিয় সাবির ভাই।

৩৮| ০২ রা মার্চ, ২০১৫ রাত ১০:২৯

আমি ময়ূরাক্ষী বলেছেন: দারুন কবিতা।

০৩ রা মার্চ, ২০১৫ রাত ১:২৮

ডি মুন বলেছেন: ধন্যবাদ :)
ভালো থাকা হোক।

৩৯| ১২ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:১৫

দৃষ্টিসীমানা বলেছেন: মনে সুন্দর স্বপ্নের জন্ম দেয়ার মত কবিতা ।+++++++++++++++++ ।

১৩ ই এপ্রিল, ২০১৫ রাত ১:৩৯

ডি মুন বলেছেন: ধন্যবাদ কবিতা পাঠের জন্যে

৪০| ২৭ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:১৪

ফারজানা ইয়াসমিন তিথি বলেছেন: ছন্দময় যৌবনকাল , ছন্দময় কবিতা ।ভালো লেগেছে ।

২৮ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:৪৩

ডি মুন বলেছেন: ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.