নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মেহেদী হাসান। খুব সাধারন মানুষ। অসাধারন হওয়ার কোনও ইচ্ছা বা চেষ্টা কোনটাই নেই। মাঝে মাঝে দু-এক লাইন ছন্দ বা ছন্দহীন খেদ, কষ্ট, ভাল লাগা, মন্দ লাগা ব্যপারগুলো লিখি। প্রকৃত পক্ষে আমি একজন তেল বিবর্জিত মানুষ।

আহত স্বপ্ন

আহত স্বপ্ন › বিস্তারিত পোস্টঃ

স্বপ্ন

০২ রা অক্টোবর, ২০১৬ রাত ১০:৫৪

স্বপ্ন সত্য, স্বপ্ন মিথ্যা

স্বপ্ন আঁকিবুকি,

রাত কি দুপুর, সারাটিক্ষন

স্বপ্নেরা দেয় উঁকি।




স্বপ্ন আসে, স্বপ্ন হাসে

স্বপ্ন করে কান্না,

স্বপ্ন হীরা, স্বপ্ন মতি

স্বপ্ন চুনী, পান্না।




স্বপ্ন আকাশ, স্বপ্ন তারা

স্বপ্ন রাতের চাঁদ,

স্বপ্ন ব্যাথা, স্বপ্ন কষ্ট

স্বপ্ন আর্তনাদ।




স্বপ্ন সকাল, স্বপ্ন বিকেল

স্বপ্ন তীমির রাত,

স্বপ্ন দেখি মোমের আলোয়

তোমার হাতে হাত।




স্বপ্ন শুধু স্বপ্ন দেখার

স্বপ্ন আমি তুমি,

স্বপ্নগুলো হোকনা সুখের

আশার বেলাভুমি।




- মোঃ মেহেদি হাসান

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০২ রা অক্টোবর, ২০১৬ রাত ১১:০১

সর্বোচ্চ মাহবুব বলেছেন: :) ভাই রাতের শুধু স্বপ্নের কথাই লিখছেন। খুবই ভালো লিখছেন। আশা করি সামনে ভালো ছন্দ পাবো। :)

২৫ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:১৩

আহত স্বপ্ন বলেছেন: অশেষ ধন্যবাদ ভাই।

২| ২৫ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:১৬

ডার্ক ম্যান বলেছেন: স্বপ্নই জীবন, স্বপ্নই মরণ
স্বপ্ন ছাড়া জীবন অচল।

২৫ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:০৫

আহত স্বপ্ন বলেছেন: ধন্যবাদ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.