নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মেহেদী হাসান। খুব সাধারন মানুষ। অসাধারন হওয়ার কোনও ইচ্ছা বা চেষ্টা কোনটাই নেই। মাঝে মাঝে দু-এক লাইন ছন্দ বা ছন্দহীন খেদ, কষ্ট, ভাল লাগা, মন্দ লাগা ব্যপারগুলো লিখি। প্রকৃত পক্ষে আমি একজন তেল বিবর্জিত মানুষ।

আহত স্বপ্ন

আহত স্বপ্ন › বিস্তারিত পোস্টঃ

কতকাল ধরে

০২ রা অক্টোবর, ২০১৬ রাত ১১:০০

কতকাল ধরে এ হৃদয় পড়ে আছে

নীরব, নীথর।

হয়নি তোমায় ভালোবাসা।

কতকাল হয়নি বিলীন ঐ নিলিমার নীলে।

কতকাল দেখেনা এ দুচোখ;

দেখেনা ঐ সুচিস্মিত মুখ।

কতকাল হয়না হাটা ঐ পথে,

যে পথে ছিল নিত্য আসা যাওয়া।

কতকাল হয়নি বলা তোমায় ভালোবাসি,

তোমায় মিস করি।

কতকাল হয়নি ভাবা নতুন করে পুরোনো কিছু।

কতকাল হয়না রাখা চোখ ঐ দুচোখে।

কতকাল হারায়না মন ঐ এলো চুলে।

কতকাল বাঁধেনা এ ঠোঁট ও দুঠোঁটে

কতকাল রাখেনা এ হাত ও দুহাতে।

কতকাল ভাসেনা ঐ মোহনায়

কতকাল পড়ে আছে নীরব, নীথর ।

তোমারি অন্তরালে।

তোমারি প্রতীক্ষায়।




- মোঃ মেহেদি হাসান

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.