নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মেহেদী হাসান। খুব সাধারন মানুষ। অসাধারন হওয়ার কোনও ইচ্ছা বা চেষ্টা কোনটাই নেই। মাঝে মাঝে দু-এক লাইন ছন্দ বা ছন্দহীন খেদ, কষ্ট, ভাল লাগা, মন্দ লাগা ব্যপারগুলো লিখি। প্রকৃত পক্ষে আমি একজন তেল বিবর্জিত মানুষ।

আহত স্বপ্ন

আহত স্বপ্ন › বিস্তারিত পোস্টঃ

প্রথম ভালোলাগা

০২ রা অক্টোবর, ২০১৬ রাত ১১:০৪

এইট ছেড়েছি সবেমাত্র

এখন ক্লাস নাইন,

মন মানেনা কোনকিছুই

ভাঙছি সকল আইন।




সুযোগ পেলেই ক্লাসটা ফাঁকি

ঘুরতে যাওয়া পার্কে,

পরের দিনই কান ধরে টান

ম্যানেজ করা স্যারকে।




বুকের মাঝে অসীম সাহস

তুচ্ছ সকল ভয়,

এমন সময় তাহার সাথে

আমার পরিচয়।




বিকেল বেলা বাসার ছাদে

পড়ল চোঁখে চোঁখ,

সম্বিৎ হারাই হঠাৎ করে

ভুলি মর্তলোক।




এত কিউট মানুষকি হয়

ভাবনা জাগে মনে,

চাওয়া পাওয়ার হিসেব কষি

তুমুল আলোড়নে।




ভালোবাসার অনূভবে

জাগলো মনে ঢেউ,

নিজের মাঝেই নিজে হারাই

বুঝতে না পায় কেউ।




মনের মাঝে প্রবল চাওয়া

বুঝতে পারি সেই,

ভালোবেসে ফেলি তারে

নিজের অজান্তেই।




প্রতিদিনই বিকেল হলে

একলা ছাদে হাটি,

একটি নজর না দেখিলে

দিনটা হ'ত মাটি।




- মোঃ মেহেদি হাসান

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.