নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মেহেদী হাসান। খুব সাধারন মানুষ। অসাধারন হওয়ার কোনও ইচ্ছা বা চেষ্টা কোনটাই নেই। মাঝে মাঝে দু-এক লাইন ছন্দ বা ছন্দহীন খেদ, কষ্ট, ভাল লাগা, মন্দ লাগা ব্যপারগুলো লিখি। প্রকৃত পক্ষে আমি একজন তেল বিবর্জিত মানুষ।

আহত স্বপ্ন

আহত স্বপ্ন › বিস্তারিত পোস্টঃ

কোনও এক কৈশোরে

১২ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:৫৮

এক কিশোরীকে ভালবেসে
সাত সমুদ্দুর পার পারি দেয়ার স্বপ্ন দেখেছিলাম
যদিও সাঁতার জানতাম না। তখন সাহস ছিল অদম্য।

কিশোরী আমাকে ভালবাসা শিখিয়েছিল,
শিখিয়েছিল জেগে উঠতে।
যদিও ঘুম ছিল না চোখে। ছিল দু চোখ জুড়ে স্বপ্ন।

কিশোরী নিজেও ছিল জেগে ওঠার স্বপ্নে বিভোর,
চেয়েছিল কেউ তার স্বপ্ন সারথী হয়ে হাত ধরুক।
চেয়েছিল সুর্যালোক হতে। আকাশ জুড়ে আভা ছড়াতে।

কোনও এক সুন্দর সকালে, স্নিগ্ধ শিশিরে
কিশোরী চেয়েছিল গোলাপ হয়ে ফুটতে,
স্বপ্ন সারথীর বুকে। চিন্তায়, চেতনায়।

কিশোরী স্বপ্ন ছুঁয়েছে, গোলাপ হয়ে ফুঁটেছে
আকাশে ছড়িয়েছে তীর্যক আভা।
আমার আজও ঘুম ভেঙে যায়; জেগে ওঠার স্বপ্নে।

- মেহেদী হাসান

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.