নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জিতু

ফেইসবুকে আছিঃ https://www.facebook.com/shamimahmedjitu রকমারিতেঃ http://www.rokomari.com/book/77323 কবিতার পেইজঃ https://www.facebook.com/PriyoPromotyo

জিতু › বিস্তারিত পোস্টঃ

আবুল বারকাত, মিগ ২৯ এবং ১৪ বছরের প্রেম

১২ ই মার্চ, ২০১৪ রাত ১২:৫১

১৫ বছর আগের একদিন

~~~~~~~~~~~~~~~



দেশের অবস্থা ভাল। ২৫ বছর পর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসছে। দেশে উন্নতি আর সমৃদ্ধি। খাবারে স্বয়ংসম্পূর্ণতা। হ্যাঙ্গারে মিগ ২৯। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সুদর্শন এবং জনপ্রিয় শিক্ষক আবুল বারকাত এবং মেধাবী ছাত্র শামীম আহমেদ মুখোমুখি মিগ ২৯ কেনা নিয়ে। এই প্রথম তাদের মুখোমুখি বিপরীত অবস্থানে অবস্থান এবং বিরক্তির সাথে মিগ -২৯ এর পক্ষে দাঁড়ানো উড়নচণ্ডী ছাত্রকে বারকাত স্যারের চিরস্থায়ীভাবে প্রফেসর শামীম উপাধি দেয়া।



১৩ বছর আগের একদিন

~~~~~~~~~~~~~~~



দেশের অবস্থা খারাপ। বি।এন।পি-জামাত ক্ষমতায়। আমেরিকার রিপাবলিকান সরকার এবং বাঙ্গালদেশের বি।এন।পি সরকার মিলে সকল পরিবার পরিকল্পনা প্রোগ্রাম বন্ধ করেছে, হিসেব সহজ - আল্লাহর মাল আল্লায় দিবে! প্রফেসর শামীম ক্লাসের শেষ বেঞ্চে বসে ক্লাস শুরুর ২ মিনিট পর ক্লাস কখন শেষ হবে সেই চিন্তায় কাতর। আবুল বারকাত স্যার হুমায়রা আহমেদ এর লম্ফ-ঝম্ফ দেখেও প্রফেসর শামীমকে ডেকে বললেন, "যাও ক্লাসের কাজ করো, নেতৃত্ব তো নিতে হবে নাকি?"



১০ বছর আগের একদিন

~~~~~~~~~~~~~~



মোহাম্মদপুরের HDRC অফিস। রাতের বেলা শামীম আহমেদ তার মনবুসো স্কলারশিপের কাগজ নিয়ে বারকাত স্যারের চেম্বারে। বারকাত স্যার বললেন,



"তোমার যে স্বভাব চরিত্র, তুমি মাস্টার্স না করে পি।এইচ।ডি করতে জাপানে গেলে তোমার মাস্টার্সও হবেনা, পি।এইচ।ডিও হবেনা। তুমি মাস্টার্সটা আগে শেষ করো, তাছাড়া জাপানের পি।এইচ।ডি'র চাইতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ভাল।"



৮ বছর আগের একদিন

~~~~~~~~~~~~~~



বি।এন।পি-জামাতের ছত্রছায়ায় দেশে তখন ঘোর অমানিষা। মৌলবাদের অর্থনীতি সংক্রান্ত গবেষণার জন্য একটি গ্রুপ স্যারকে মেলে ফেলতে চায়। সন্ধ্যাবেলা। স্যারের অফিস। একটা ফ্যাক্স আসলো। স্যার বললো, "শামীম ফ্যাক্সটা জোরে জোরে পড়ো"। আমি পড়তে পারলাম না, কারণ মৃত্যুর হুমকি আর অকথ্য ভাষায় গালাগালি।



৬ বছর আগের একদিন

~~~~~~~~~~~~~~



স্যারের সাথে দেখা BRAC INN এ। স্যার নাক কুঁচকে বললেন, "অহ তুমি এখনও ব্র্যাক কোম্পানীতে কাজ করো?"



৫ বছর আগের একদিন

~~~~~~~~~~~~~~



নেপালে নতুন অফিসের কাজে মিটিং। অফিসের বিগ বস আমার বারকাত প্রীতি'র কথা জানতেন। তিনি কলিগদের সাথে গোপনে আমাকে পচানোর প্ল্যান করলেন। ডেকে বললেন,



"শামীম, বারকাত ভাইকে তো জেনেভায় জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি করে পাঠাইতেসে। তো উনি একটা টিম নিয়ে যাবেন। আমার কাছে তোমাকে চাইসেন, এখন তুমি কি করবা? আমি কি বলবো?"



আমি তো পারলে তখনই ব্যাগ গুছাই। কোনমতে বললাম,



"আমার তো যাওয়ার ইচ্ছা নাই, কিন্তু স্যার চাইলে তো আর না বলতে পারিনা।"



কলিগরা সব হো হো করে হেসে উঠলো, আমি বুঝলাম - মফিজ কট!!



৪ বছর আগের একদিন

~~~~~~~~~~~~~~



বাজারে জোর গুজব বারকাত স্যার অর্থমন্ত্রী হচ্ছেন। হঠাৎ করে জানা গেলো না তিনি হচ্ছেন জনতা ব্যাংকের চেয়ারম্যান। বিশ্বস্ত সূত্রে শুনলাম স্যার জনতা ব্যাংকের চেয়ারম্যান হবেন না। আমি তো শুনে বেজায় খুশী। স্যারকে বিরাট এস।এম।এস দিলাম,



"স্যার খুব ভাল করছেন রাজী হন নাই। আপনার প্রোফাইলের লোক জনতা ব্যাংকের মতো একটা ব্যাংকের চেয়ারম্যান হবেন এটা মানাই যায় না। হয় অর্থমন্ত্রী হবেন নাহলে বাংলাদেশ ব্যাংকের গভর্ণর, ব্যাস।"



পরের দিন পত্রিকায় দেখি, স্যার জনতা ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন।



আমি আবারও মফিজ কট।



১ বছর আগের একদিন

~~~~~~~~~~~~~~



এক প্রকাশক ফোন করেছে। করে বললো,



"ভাই আপনি কে?"



"আপনি কে মানে?"



"না মানে আবুল বারকাত স্যারের ওপর একটা বই বের হবে। সেখানে কে কে লিখবেন স্যার তাঁর একটা লিস্ট দিয়েছেন তাঁর মধ্যে আপনার নাম ৫ এ। আগের ৪ জন হলেন সিরাজুল ইসলাম, রাশের খান মেনন, হাসানুল হক ইনু, মুজাহিদ সেলিম। সব নামকরা লোক, আপনি কে?"



"ওহ এই ব্যাপার? আমি তেমন কেউ না। স্যারের ছাত্র, তবে ১০ বছর পর বিখ্যাত হব।"



স্যারকে নিয়ে একটা ১০০০ পৃষ্ঠার বই বের হচ্ছে বোধহয় ৪ খন্ডে। বইয়ের নাম "গণমানুষের অর্থনীতিবিদ ড। আবুল বারকাত"। বইয়ে আমার একটা লেখা থাকছে। স্যার নিজে আমার লেখা চেয়েছেন।



১ ঘন্টা আগের কথা

~~~~~~~~~~~~



৩ ঘন্টা স্যারের বাসায় আড্ডা দিয়ে বের হচ্ছি। স্যারের সাথে আড্ডা মানে স্যারের মনোমুগ্ধকর গল্প বলা আর আমাদের শুনে যাওয়া। চলে আসার সময় স্যার সিঁড়ি পর্যন্ত এগিয়ে বললেন,



"শামীম পড়ালেখা আর করলানা?"



"আমি বললাম স্যার ব্র্যাক ইউনিভার্সিটির MPH পর্যন্তই।"



"আমি তোমার একটা পি।এইচ।ডি করতে দেই নাই আমার মনে আছে। কিন্তু এখন তো একটা পি।এইচ।ডি করা দরকার।"



আমি স্যারের চোখে পরিষ্কার দুঃখ দেখতে পেলাম হয়তো তখন আমাকে পি।এইচ।ডি'টা করতে না দেয়ায়।



আমাকে যারা ভালবাসে তারা প্রায় সবাই দুঃখ করে পি।এইচ।ডি না করায়।



কিছু দুঃখ কোনদিনই যায় না...

কিছু সুখও কোনদিনই যায় না...



আমি সুখগুলোকে আঁকড়ে ধরে বেঁচে থাকি...



শামীম আহমেদ

নিকেতন, ঢাকা

১২ মার্চ ২০১৪।



[আজ থেকে ১৪ বছর আগে আমার বউয়ের সাথে আমার প্রেম হয়েছিল!]

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১২ ই মার্চ, ২০১৪ রাত ১:৫২

অদ্বিতীয়া আমি বলেছেন: জাপানের পি।এইচ।ডি'র চাইতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ভাল।

হাহাহাহাহ এপিক , চমৎকার , প্রিয়তে নিলাম ।


বারকাত স্যার :D :D :D স্যারের ক্লাস না করলে আর স্যারের ব্যাপারে ধারনা না থাকলে পোস্টের মর্ম পুরো বোঝা কঠিন ।

শুভকামনা আপনাদের জন্য ।

১৩ ই মার্চ, ২০১৪ সকাল ৯:৫০

জিতু বলেছেন: একদম ঠিক বারকাত স্যারকে কাছ থেকে জানলে লেখাটা বোঝা সম্ভব। "গণমানুষের অর্থনীতিবিদ ড। আবুল বারকাত" বের হলে হয়তো সবাই বুঝবেন? আপনি অর্থনীতি ছাত্রী? ভাল লাগলো :)

২| ১২ ই মার্চ, ২০১৪ সকাল ৮:৪১

শামা বলেছেন: বারাকাত স্যার!!! বারাকাতিয় অর্থনীতি বলে একটা বিষয় । অনেকেই বলে!!! মানে হচ্ছে,, সব কিছু নিজের মত করে বলা!!! আর তা প্রতিষ্ঠিত করা!!!!!!!

১৩ ই মার্চ, ২০১৪ সকাল ৯:৫১

জিতু বলেছেন: বেশিরভাগ ভাল অর্থনীতিবিদরা কিন্তু দেখবেন একেকজন ফিলোসফার। গাণিতিক অর্থনীতির চাইতে অর্থনীতির দর্শন অনেক বেশী ইন্টারেস্টিং এবং জীবন-ঘনিষ্ঠ। কি বলেন? :)

ধন্যবাদ।

৩| ১২ ই মার্চ, ২০১৪ সকাল ৯:৪২

সাইবার অভিযত্রী বলেছেন: বারকাত স্যার :D :D :D স্যারের ক্লাস না করলে আর স্যারের ব্যাপারে ধারনা না থাকলে পোস্টের মর্ম পুরো বোঝা কঠিন ।


একটু খোলাসা করে বলেন !

১৩ ই মার্চ, ২০১৪ সকাল ৯:৫২

জিতু বলেছেন: চলেন একদিন শাহবাগে আড্ডা দিতে দিতে বলি। এখানে আর কত লেখা যায় জীবন-জীবিকার ফাঁকে? :)

৪| ১২ ই মার্চ, ২০১৪ সকাল ১১:০৮

শরৎ চৌধুরী বলেছেন: অনবদ্য।

১৩ ই মার্চ, ২০১৪ সকাল ৯:৫৩

জিতু বলেছেন: ধন্যবাদ ভাই :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.