নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জিতু

ফেইসবুকে আছিঃ https://www.facebook.com/shamimahmedjitu রকমারিতেঃ http://www.rokomari.com/book/77323 কবিতার পেইজঃ https://www.facebook.com/PriyoPromotyo

জিতু › বিস্তারিত পোস্টঃ

'বেলা' আপা ও গুম!

১৭ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:৩৬

বেলা'র প্রধান নির্বাহী রিজওয়ানা আপা আমার খুব প্রিয় মানুষ। আমি বলি 'বেলা' আপা। তিনি এমন একজন মানুষ যাকে আমি রাত ১২টায় এস।এম।এস করি, উনি আমাকে রাত দেড়টায় কল ব্যাক করেন। রিজওয়ানা আপা কাজের মানুষ, সাদা মনের মানুষ, সুন্দর মানুষ।



আবু বকর সিদ্দিক, মানে রিজওয়ানা আপার স্বামী, সিদ্দিক ভাইয়ের সাথে আমার প্রথম দেখা গুলশান আড়ং এ। রিজওয়ানা আপা নিজেই ধরে বেঁধে এনে আমার সাথে পরিচয় করিয়ে দিলেন। চমৎকার মানুষ, হাসি দেখলেই বোঝা যায়।



আমি রিজওয়ানা আপাকে জিজ্ঞেস করি,



"আপা আপনাকে আজকাল আর টক-শো'তে দেখা যায় না।"



আপা হাসতে হাসতে বলেন,



"শামীম, হজ্ব করে আসছি তো, চুল খোলা রেখে টিভি'র সামনে বেশী যাই না। কেউ কল করলেই বলি আমার পরিবর্তে ইকবালকে ডাকেন।"



ইকবাল মানে ইকবাল হাবীব, স্থপতি। আপার কথা শুনে আমি আর সিদ্দিক ভাই দু'জনেই হাসি। তারপরও আপা মাঝে মাঝে টক-শো'তে আসেন। অনুষ্ঠানের শেষে প্রায়ই আমার সাথে কথা হয়। উনি বিরক্ত, আওয়ামী লীগের নেতা, বুদ্ধিজীবীদের ওপর। আমি বুঝি।



রিজওয়ানা আপাকে প্রায়ই হাসতে দেখি, রাগতেও দেখেছি ক'বার। কাঁদতে দেখলাম প্রথমবার। ভাল লাগেনি। ওনার স্বামীকে অনতিবিলম্বে উদ্ধারের ব্যবস্থা করা হোক, এই দাবি জানাই। ইলিয়াস মোল্লা আর রিজওয়ানা হাসানের স্বামী এক জিনিস না। সরকার খুব সফলভাবে বাকশাল কায়েম করেছে, আমরাও তাতে খুশী। কিন্তু ডঃ ইউনুস কেইস আরেকটা করার কোন কারণ দেখি না।



সিদ্দিক ভাই ফেরত আসুক, রিজওয়ানা আপা হেসে উঠুন, সপ্তাহান্তের এই কামনায়।



শামীম আহমেদ

বনানী, ঢাকা।

১৭ এপ্রিল ২০১৪।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:৩২

মো কবির বলেছেন: বাকশালের কিছু বাছা এখনো দেহো নাইকা, কয়েকটা দিন যাক তখন হারে হারে টেরও পাইবা।

২| ১৭ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:৩৭

দালাল০০৭০০৭ বলেছেন: সোনার বাংলায় হইতাছে কি?

এর জবাব দিবে কে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.