নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জিতু

ফেইসবুকে আছিঃ https://www.facebook.com/shamimahmedjitu রকমারিতেঃ http://www.rokomari.com/book/77323 কবিতার পেইজঃ https://www.facebook.com/PriyoPromotyo

জিতু › বিস্তারিত পোস্টঃ

শাহাদুজ্জামানের 'শাহবাগ ২০১৩' এবং আমার intellectual orgasm

২০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৩৮

After receiving 7 official phone calls on a day off, i have decided to switch off my grameen phone and switched on the Banglalink number. You know what to do now.



In between, গত সন্ধ্যায় একটা অসাধারণ বই পড়লাম। শাহাদুজ্জামানের 'শাহবাগ ২০১৩'। কিছুদিন আগেই তার ক্যাডেট কলেজের দিনগুলি নিয়ে একটা বই পড়ে ভয়ংকর হতাশ হয়েছিলাম। শাহবাগ ২০১৩ সেই গ্লানি মুছে দিয়েছে আবার, ঝরঝরে করে দিয়েছে আমাকে। এত চমৎকার বিশ্লেষণধর্মী একটা বই যে বই, বই পড়ায় মানুষকে আগ্রহী করে তুলতে পারে। বইটির একটি প্যারাগ্রাফ এখানে তুলে ধরতে চাই,



"'জনগণ কখনো ভুল করে না', এ কথাটিকে অনিবার্য সত্য বলে ধরে নিলে আমাদের একথাও মানতে হবে, তার দেশের জনগণ ব্যাপক সমর্থনের মাধ্যমে হিটলারকে ক্ষমতায় বসিয়ে তাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের নৃশংস কর্মকান্ডের যে সুযোগ করে দিয়েছিল সেটা জনগণ ঠিকই করেছিল। কিন্তু জনগণ যে একটি বিমূর্ত স্বত্ত্বা এবং তার মতামতকে যে কৌশলে ব্যাপকভাবে প্রভাবিত করা যায় তা হিটলার ভালোই জানতেন। হিটলার ক্ষমতায় গিয়ে 'প্রপাগান্ডা মন্ত্রণালয়' নামে একটি দফতর খুলেছিলেন, যার কাজ ছিল মিথ্যাচারের মাধ্যমে জনগণের মতকে প্রভাবিত করা। এর প্রধান তিনি করেছিলেন গোয়েবলসকে, যিনি মিথ্যাচারকে রীতিমতো একটি বিজ্ঞানে পরিণত করেছিলেন,



১. ব্যাপক মানুষকে প্রভাবিত করতে হলে ছোটোখাটো নয়, মিথ্যা বলতে হবে ব্যাপক এবং বিশাল মাত্রায়;



২. মিথ্যা বলতে হবে এমন বিষয়ে, যা মানুষের অন্তরের দূর্বল অংশে গিয়ে আঘাত করে;



৩. এমন বিষয়ে মিথ্যা বলতে হবে, যা যাচাই করা সহজ নয়। (সূত্রঃ প্রপাগান্ডাঃ পাওয়ার অ্যান্ড পারসুয়েশন, ডেভিড ওয়েলচ ২০১৩)।



শাপলা চত্বরে হাজার হাজার মানুষ মারা যাওয়া, এক যুদ্ধাপরাধীর পক্ষে কাবা শরীফে মানববন্ধন ইত্যাদি বড় মাত্রায় মিথ্যাচারের সঙ্গে গোয়েবলসের নীতির মিল পাওয়া যায়।"



এই বইটি আমি সবাইকে কিনে পড়ার অনুরোধ জানাই। আমার বড় চাচা সাবেক সচিব মহিউদ্দিন আহমদের সাথে আমার মাঝে মাঝে রাজনৈতিক আলাপ হতো। ওই ২/১ ঘন্টার আলাপ আমাকে এতটাই আলোকিত করতো যে আমি আমার স্ত্রীকে বলতাম উনার সাথে আলাপ আমার কাছে 'intellectual orgasm' এর মতো মনে হয়। কিন্তু আফসোস, ব্যক্তিত্বের দ্বন্দ্বের কারণে বেশিরভাগ সময়ই উনার সাথে আমার যোগাযোগ থাকে না। যাই হোক, শাহাদুজ্জামানের এই বইটি পড়েও অনেকটা 'intellectual orgasm' হলো।



বইটি কিনুন, পড়ুন। আর ছুটির দিনে মানুষকে আরামে থাকতে দিন। শুভেচ্ছা।



শামীম আহমেদ

২০ এপ্রিল ২০১৪

নিকেতন, ঢাকা।



http://rokomari.com/book/76741

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.