নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জিতু

ফেইসবুকে আছিঃ https://www.facebook.com/shamimahmedjitu রকমারিতেঃ http://www.rokomari.com/book/77323 কবিতার পেইজঃ https://www.facebook.com/PriyoPromotyo

জিতু › বিস্তারিত পোস্টঃ

ঘুম, শ্বশুরবাড়ি, মন্ত্রী!

১০ ই মে, ২০১৪ রাত ১২:০৯

জীবনে বেশিরভাগ পরিকল্পনাই ঠিক ঠাক মতো কাজ করেনা। তাই পরিকল্পনা পুনর্বিবেচনা করতে হয় বাস্তবতার নিরিখে এবং নতুন করে সাজাতে হয়। যেমন কালকে পরিকল্পনা করলাম ১ সপ্তাহ রাত ১০টায় ঘুমিয়ে সকাল ৭টায় উঠবো। কিন্তু পরিকল্পনা পুরোপুরি কাজ করল না। রাত ১ টায় ঘুমিয়ে সকাল ১০ টায় উঠলাম। দশ ঘন্টা ঘুমানো হলো কিন্তু শুরু আর শেষের সময়টা ঠিক থাকল না। তাই আজকেই পরিকল্পনা পাল্টালাম। আজ রাত ১টায় ঘুমিয়ে কাল সকাল ১০টায় উঠব।



গত সপ্তাহে পার্বত্য চট্টগ্রামে গিয়েছিলাম এক উর্ধতন সরকারি কর্মকর্তা এবং এক ঘাড় ত্যাড়া সাদা চামড়াকে নিয়ে। সরকারি কর্মকর্তার নাম প্রকাশ করছিনা। কিন্তু তিনি চমৎকার মানুষ, সদা হাস্যরত এবং ঠাট্টা-তামাশা করতে পারেন। বি।এন।পি, জামাত আসলে তিনি সরকারের দ্বিতীয় প্রধান সচিব হিসেবে নিয়োগ পেতেন। সেই লিস্ট আমি নিজে শাহবাগের আন্দোলনের সময় দেখে এসেছি। যাই হোক তিনি কথায় কথায় বলছিলেন, বাংলাদেশে টিকে থাকতে হলে গায়ের চামড়া গন্ডারের মতো মোটা হতে হয়, নাহলে বিপদ। গায়ের চামড়া একদিন গন্ডারের মতো মোটা হবে এই কামনায় আজ রাতে ঘুমুতে যাব ভাবছি। তার আগে সচিব বিষয়ে একটা জোক মনে পড়ে গেল।



স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব ডাক্তারের কাছে গেলেন এবং বললেন,



"ডাক্তার, আমি ঘুমুতে পারিনা, কি করব বলো তো?"



ডাক্তার বলল, "ওহ! স্যার আপনার রাতে ঘুম হয়না?"



সচিব, "না না, রাতে আমার খুব ভাল ঘুম হয়। এবং বেশিরভাগ সময় সকালেও আমার ঘুমটা বেশ ভাল হয়। কিন্তু বিকেলের দিকে আমি কিছুতেই ঘুমুতে পারিনা!"



যাই হোক সচিবগণ রাতে, সকালে, দুপুরে এমনকি বিকেলেও ঘুমুবেন এতে মনে করার কিছু নাই। সরকারি কর্মকর্তা, মন্ত্রী, এমপিরা যত ঘুমুবেন ততই দেশের জন্য ভাল!



যাই হোক ছোট মুখে অনেক বড় কথা বলে ফেললাম। এমন ঘুমের সমস্যা যে শুধু বড় বড় মানুষদের হয় তা না, আমাদের মতো আমজনতারও হয়।



সেদিন এক বন্ধুর সাথে দেখা। বেচারা রাতে ঘুমুতে পারছেনা। এসেছে আমার বন্ধু ডাক্তার আব্দুর রহিমের কাছে পরামর্শ নিতে। আমি জিজ্ঞেস করলাম,



"কি ব্যাপার তোর রাতে ঘুম হয় না কেন রে?"



"আর বলিস না দোস্ত, হাই ব্লাড প্রেসার। পরিবার থেকে পাইসি।"



"কোন পরিবার থেকে পাইছিস? তোর বাপের দিক থেকে না মায়ের দিক থেকে?"



"আরে না, প্রেসার পাইসি বউয়ের পরিবারের দিক থেকে।"



"শালা ফাইজলামি করিস! বউয়ের পরিবার থেকে কেউ হাই ব্লাড প্রেসার পায়?"



বন্ধু দীর্ঘশ্বাস ফেলে বলল, "তোকে একদিন ওর পরিবারের সাথে দেখা করিয়ে দিতে হবে!"



কথা আর না বাড়াই। দিনের শেষে তো বউয়ের সাথেই আবার ঘুমুতে হয়।



শুভ রাত্রি বন্ধুরা!



শামীম আহমেদ

৯ মে ২০১৪।

নিকেতন, ঢাকা।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১০ ই মে, ২০১৪ রাত ১২:১৩

ঢাকাবাসী বলেছেন: খাপছাড়া লাগল। ১ টায় ঘুমিয়ে ৭ টায় উঠলে ৬ ঘন্টা হয় দশ ঘন্টা হয়না মনে হয়!

১০ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:৫৬

জিতু বলেছেন: টাইপো রে ভাই। ছোটখাট ভুল ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখলে ভাল হয়।

২| ১০ ই মে, ২০১৪ রাত ১২:২৮

মোমের মানুষ-৩ বলেছেন: শুভ রাত্রি

১০ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:৫৬

জিতু বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.