নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জিতু

ফেইসবুকে আছিঃ https://www.facebook.com/shamimahmedjitu রকমারিতেঃ http://www.rokomari.com/book/77323 কবিতার পেইজঃ https://www.facebook.com/PriyoPromotyo

জিতু › বিস্তারিত পোস্টঃ

ঘুম সিরিজ: ক্লিনটন, মনিকা আর সাদ্দাম!

১১ ই মে, ২০১৪ সকাল ৮:৪৬

অনেকদিন আগের কথা। একদিন ১১ মে রবিবার ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের ফোনে ঘুম ভাঙল মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের। ক্লিনটনের ডান হাত মনিকা'র মসৃণ তলপেটের ওপর আলতো করে রাখা।



অনেক কষ্টে বাম হাত দিয়ে ফোন রিসিভ করে বললেন,



"বল সাদ্দাম বল।"



সাদ্দাম, "ভাইসা একটা জোস স্বপ্ন দেইখা ঘুম ভাঙল, ভাবলাম আপনার লগে শেয়ার করি।"



ক্লিনটন ২২ বছর বয়েসী মনিকার শরীরের দিকে লোভাতুর দৃষ্টিতে তাকিয়ে বললেন, "বল রে পাগলা, তাড়াতাড়ি বল।"



"ভাইসা আমি স্বপ্নে দেখলাম আমেরিকার সব বাড়ির ওপর একটা করে পতাকা ঝুলতেসে আর সেই পতাকায় একটা কথা লেখা।"



"কি লিখা রে?"



"ওস্তাদ লেখা আছে 'আল্লাহই ঈশ্বর, ঈশ্বরই আল্লাহ! বলেন মাশাআল্লাহ মাশাআল্লাহ'"



ক্লিনটন কিঞ্চিত বিরক্ত হয়ে বললো, "আমিও একটা স্বপ্ন দেখসি ভাবতেসিলাম তোর সাথে শেয়ার করব কিনা!"



"আরে বস নিশ্চিন্তে বলেন। কোন টেনসন নাইকা!" সাদ্দাম বলল।



"আমি দেখলাম যুদ্ধের পর ইরাক আরও সুন্দর হয়েছে। বাগদাদের সকল বাড়ির সামনে পুষ্প প্রস্ফুটিত সবুজ বাগিচা আর সব বাড়ির ছাদের ওপর একটা করে পতাকা। সেখানে একটা কথা লেখা।"



সাদ্দাম উৎসুক হয়ে, "কি লিখা কি লিখা!"



বিল ক্লিনটন মনিকাকে আরও কাছে টেনে নিয়ে বললেন, "আরে ওইখানেই তো ঝামেলা যে জন্য তোরে কল দেই নাই। কি লিখা কমু কেমনে, আমি তো হিব্রু পড়তে পারিনা!"



গল্প শেষ।



আজকে ভাল ঘুম হয়নাই। রাত ২টায় শুয়ে ৮টায় ঘুম থেকে উঠছি। এখন চোখে সব হিব্রু দেখতেসি!



শুভ সকাল।



শামীম আহমেদ।

১১ মে ২০১৪

বনানী, ঢাকা।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১১ ই মে, ২০১৪ সকাল ১১:০৫

আহসানের ব্লগ বলেছেন: হি হি হি :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.