নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জিতু

ফেইসবুকে আছিঃ https://www.facebook.com/shamimahmedjitu রকমারিতেঃ http://www.rokomari.com/book/77323 কবিতার পেইজঃ https://www.facebook.com/PriyoPromotyo

জিতু › বিস্তারিত পোস্টঃ

জিপিএ ফাইভ, আমরা এবং আমাদের পূর্বপুরুষেরা

১৭ ই মে, ২০১৪ দুপুর ২:২০

এস।এস।সি পরীক্ষায় কুটি কুটি পোলাপাইন জি।পি।এ ৫ পাইতেসে। এতে মানুষ খুশী হবার চাইতে বোধহয় দুঃখই বেশি পাইতেসে। এদের চাইতে আমাদের সময় স্টার মার্কস কত ভাল ছিল সেই আলোচনা চলতেসে। কেন রে ভাই, তোদের সময়ও তো তোদের বাপ-মা কইতো তোমাগো স্টার মার্কসের চাইতে আমাদের ফার্স্ট ডিভিসন ভাল ছিল। এই পরম্পরা চলতেই থাকব।



পোলাপাইনগুলা জি।পি।এ ফাইভ পাইসে, এদের খুশি হইতে দেন। জীবন অত্যন্ত যন্ত্রণাদায়ক। পোলাইপাইনগুলোর জীবনে বহু কিছু আসবে। আজকে দিনটা তাদের আনন্দে থাকতে দেন। যারা জি।পি।এ ফাইভ পাইছে তাদের অভিনন্দন জানাই - আনন্দ করো। যারা পায় নাই তাদের বলি, জি।পি।এ ফাইভ পাইলেই নটর ডেম, ঢাকা, হলি ক্রস, ভিকারুন্নিসায় চান্স পাওয়া যায় না। সো, তোমরা আন্ডার ডগ হিসেবেই জিতবা।



এস।এস।সি, এইচ।সি।সি'র ফলাফল অবশ্যই গুরুত্বপূর্ণ তবে তার চাইতে অনেক গুরুত্বপূর্ণ সৎ, সুখী এবং মর্যাদার সাথে বেঁচে থাকা। সেই জন্য মাথা ঠান্ডা রাখতে হবে, কৌশল নির্ধারণ করতে হবে। মোদি'কেই দেখ। চায়ের দোকানদার থেকে ১৩০ কোটি মানুষের প্রধানমন্ত্রী!



তোমাদেরকে দিয়েই হবে। আনন্দ করো, উচ্ছ্বাস করো। জীবনে জি।পি।এ ৫, ৬, ৭ আরও অনেক পাবা। কিন্তু আনন্দ করার সময় আর মানসিকতা আর পাবা না।



শুভেচ্ছা সবাইকে।



https://www.facebook.com/ShamimAhmed2015

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৭ ই মে, ২০১৪ বিকাল ৩:২১

ঝড়ো হাওয়া বলেছেন: স্টার, বোর্ড স্ট্যান্ড আমার কাছে এখনো বেশী আর্কষনীয় মনে হয়।
অভিনন্দন ছাত্র-ছাত্রীদের।

২| ১৭ ই মে, ২০১৪ বিকাল ৩:৪৫

ঢাকাবাসী বলেছেন: পরীক্ষা দিছিল শ' দুই পাশ সবাই করেছিল তবে শহিদুল্লাহ খান বাদল মাসুম বেলাল এহসান বাকী সহ স্টার পেয়েছিল গোটা বিশেক। বাকিরা টেনেটুনে ইন্টার পাশ! ৪৭ বছর আগে!

৩| ১৭ ই মে, ২০১৪ বিকাল ৪:২৩

রন৬৬৬ বলেছেন: I did my SSC back in 1985. There were total 700 'Star Marks' from Dhaka Board. At that time passing rate was roughly 37%. Two years after HSC in 1987, passing rate was 39% (approx).
Those were the days of Dhaka Board. Golden era of education system of Bangladesh during 1980-1990.

NB.Modi did B.A.(Hons.) in Political Science from Delhi University (Distance Education) and M.A. in Political Science from Gujrat University.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.