নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জিতু

ফেইসবুকে আছিঃ https://www.facebook.com/shamimahmedjitu রকমারিতেঃ http://www.rokomari.com/book/77323 কবিতার পেইজঃ https://www.facebook.com/PriyoPromotyo

জিতু › বিস্তারিত পোস্টঃ

আসুন মাসিক নিয়ে কথা বলি

২৮ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:২৫

কথা-বার্তা যা হবে সোজাসুজি হবে। আজকে কথা বলব Menstrual Hygiene নিয়ে। যাকে বাংলায় সবাই বলে 'মাসিক'। মানে কিশোরীদের প্রতিমাসে ১টা করে ডিম্বানু যায় এবং ওই সময়ে তাদের গড়ে ৪-৫ দিন ধরে রক্ত বের হয় শরীর থেকে, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। গোড়া প্রমিত রাবীন্দ্রিক ভাষায় একে বলে 'ঋতুস্রাব'। এই প্রক্রিয়া একবার শুরু হলে চলে প্রায় ৪৫-৫০ বছর পর্যন্ত।



আজকে বিশ্ব নিরাপদ মাতৃত্ব দিবস। ১৫ থেকে ৪৯ বছর বয়সের নারীরা সাধারণত প্রজননক্ষম এবং প্রজনন সক্ষমতার জন্য নিরাপদ মাসিকের কোন বিকল্প নেই। নারীদের নিরাপদ এবং নিয়মিত মাসিক না হলে আমি-আপনি জন্মাতাম না। এই চিন্তা থেকে অনেক আন্তর্জাতিক সংস্থা যেমন WaterAid Bangladesh ২৮ মে'কে মাসিক দিবস হিসেবে পালন করছে। এই তারিখটা বেছে নেবার পেছনেও একটা মজার ব্যাপার আছে। সাধারণত ২৮ দিন পর পর ৫ দিনের জন্য নারীদের মাসিক হয় তাই বেছে নেয়া হয়েছে ২৮ মে (বছরের ৫ম মাস, ৫ দিনের মাসিকের কথা মনে রেখে!)।



মাসিক নিয়ে কিছু বললেই আমার প্রথম মনে পরে Butapen ওষুধের কথা। কারণ আমার বোনের মাসিকের সময় ব্যথা হলে দেখতাম আব্বা বুটাপেন খেতে বলতেন। আমরা মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি, আব্বা সৎ সরকারি কর্মকর্তা ছিলেন, অনেক বড় বয়স পর্যন্ত আমার বোন মাসিকের সময় পরিষ্কার কাপড় ব্যবহার করত, প্যাড না!



এখন দিনকাল পাল্টেছে, আওয়ামী লীগ সরকারের যোগ্য নেতৃত্বে মানুষের আয়-রোজগার অনেক বেড়েছে। মানুষ স্মার্ট ফোন কেনে, ৩০০ টাকার কার্ড খরচ করা তো বেশিরভাগ মানুষের জন্যই মামুলি ব্যাপার। কোন যুক্তিতেই এখন আর আপনি আপনার স্ত্রী কিংবা মেয়ে অথবা বোনকে মাসিকের সময় প্যাড ছাড়া অন্যকিছু ব্যবহার করতে বলতে পারেন না। আমি যেই প্রোগ্রামগুলো চালাই সেখানে পরিষ্কার করে বলা আছে, প্যাড কিনতে উৎসাহিত করতে হবে। আপনি মোবাইল, সিগারেটে হাজার হাজার টাকা খরচ করবেন আর স্যানিটারি প্যাড কিনতে টাকা খরচ করবেন না, সেটা হবেনা।



আমার বন্ধুদের অধিকাংশই আর্থিকভাবে অত্যন্ত সচ্ছল। তারা হয়ত খুবই অবাক, কেউবা হয়ত বিরক্তই হচ্ছেন আমি এসব নিয়ে কথা বলছি কেন? কথা বলার কারণ আছে। মাঝখানে কিছুদিন আমি একেবারেই লিখছিলাম না। আমার ফেইসবুকের এক বন্ধু যিনি ওপেন প্রোফাইলে আমার সাথে কখনই কথা বলেন না, ইনবক্সে একদিন বললেন আমি যাতে নিয়মিত লিখি, আমার কোন কোন লেখা হয়ত আমার অজান্তেই অনেকের জীবন পরিবর্তনে ভূমিকা রাখে। আমি তাঁর কথা কৃতজ্ঞতে স্মরণ করি। আমি মনে করিনা আমার লেখায় কারও জীবন পরিবর্তিত হয়, কিন্তু আমি এমন কথা দ্বিধাহীনচিত্তে বলতে চাই যা বলা জরুরী কিন্তু কেউ বলেনা।



কিছুদিন আগে টিভি'তে একটা বিজ্ঞাপন শুরু হয়েছে। একটা মেয়ের মন খারাপ, তার মা নেই, মাসিক নিয়ে সে খুব বিব্রত, কিছু বলতে পারছেনা। পরে ডাক্তারের পরামর্শে বাবা তার মেয়ের সাথে সব খোলাখুলি আলোচনা করেন এবং বাবা-মেয়ে একসাথে স্যানিটারি প্যাড কিনতে মার্কেটে যায়।



আমি খুব আগ্রহ নিয়ে অপেক্ষায় আছি আমার মেয়ের প্রথম স্যানিটারি প্যাড আমি ওর সাথে কিনতে যাব। মেয়ের সাথে খোলামেলা হউন যাতে সে আপনার ওপর ভরসা রাখতে পারে। আর ছেলেদের জানা উচিৎ কোন বিষয় রসিকতার আর কোন বিষয়টা মৌলিক অবস্থানের।



বিশ্ব নিরাপদ মাতৃত্ব দিবসে সকল মা, মেয়ে, বোন, স্ত্রীদের শুভেচ্ছা জানাই। কামনা করি সবার মাসিক নিরাপদ, সুখী এবং সম্মানজনক হউক। আসুন মাসিক নিয়ে কথা বলি।



শামীম আহমেদ

২৮ মে ২০১৪

বনানী, ঢাকা।



https://www.facebook.com/shamimahmedjitu

মন্তব্য ১২ টি রেটিং +৬/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৮ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:৩৭

অমর সাহিত্যিক বলেছেন: khub valo likhsen. Amader asolei moulik bisoye fun kora theke dure thaka uchit

২৯ শে মে, ২০১৪ রাত ১২:২৪

জিতু বলেছেন: চেষ্টা করছি ভাই। সাথে থাকুন :)

২| ২৮ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:৪১

জ্যাকসন বলেছেন: ধন্যবাদ। অনেকের উপকার হবে।

২৯ শে মে, ২০১৪ রাত ১২:২৬

জিতু বলেছেন: ধন্যবাদ ভাই। চেষ্টা অব্যাহত রাখবো :)

৩| ২৮ শে মে, ২০১৪ রাত ১১:২১

শাশ্বত স্বপন বলেছেন: শামীম ভাই, আপনার লেখা দৈনিক আমাদের সময় এ ছাপাতে চাই। পুরো নাম ঠিকানা জানাবেন।

২৯ শে মে, ২০১৪ রাত ১২:২৫

জিতু বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।

শামীম আহমেদ
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং উন্নয়ন অর্থনীতিবিদ
[email protected]
০১৭১৩৪২৬৭৮৯

৪| ২৯ শে মে, ২০১৪ সকাল ৯:০৫

রাবেয়া রব্বানি বলেছেন: ব্যাপারটা লজ্জার না সচেতনতার।

৩০ শে মে, ২০১৪ রাত ১২:৪৬

জিতু বলেছেন: একদম ঠিক!

৫| ২৯ শে মে, ২০১৪ দুপুর ১২:৫৪

নক্‌শী কাঁথার মাঠ বলেছেন: এখন দিনকাল পাল্টেছে, আওয়ামী লীগ সরকারের যোগ্য নেতৃত্বে মানুষের আয়-রোজগার অনেক বেড়েছে। :-B

৩০ শে মে, ২০১৪ রাত ১২:৪৬

জিতু বলেছেন: একদম ঠিক!

৩০ শে মে, ২০১৪ রাত ১২:৪৬

জিতু বলেছেন: একদম ঠিক!

৬| ২৯ শে মে, ২০১৪ রাত ১০:৫৯

দৃষ্টিসীমানা বলেছেন:

রাবেয়া রাব্বানি আপার বক্তব্যের সাথে আমি সহমত ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.