নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাওয়াইন স্ট্রীল গীটার , কবিতা , উপন্যাস , প্রবন্ধ-নিবন্ধ , ভোকাল ও আর্ট • এসব আমার জীবনের সঙ্গে জড়িয়ে আছে

দেবজ্যোতিকাজল

আমি ক্যাপিটেল পালিসমেন্টের বিরুদ্ধে ।মানবতা মানুষের পরিচয় ।।জনগণের বাণীই ঈশ্বরের বাণী । প্রকৃতির সবচে বড় ভুল মানুষ সৃষ্টি । পৃথিবীতে যত অধিকারের আন্দোলন হয়েছে তাতে কিন্তু মানুষকে মানুষ বানাবার আন্দোলন ক্কখোনও হয়নি ৷• বিজ্ঞানে ঈশ্বর নেই । কিন্তু সৃষ্টি আছে •O lf there is no god , create one , সাহিত্য পত্রিকা ※ http://nkkh10.blogspot.com

দেবজ্যোতিকাজল › বিস্তারিত পোস্টঃ

\' কাকু , সূর্য আবার গ্রহ হল কবে গো………

০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৭

যে ন'খানা গ্রহ নিয়ে জ্যোতিষীদের কারবার , তাদের নাম কি ? মঙ্গল , বুধ , বৃহস্পতি , শুক্র , শনি , চন্দ্র , সূর্য , রাহু ও কেতু ।

বাড়িতে জ্যোতিষী এসেছে মা'র শরীর খারাপ । অনেক ডাঃ দেখানোর পরও অসুখটা ছাড়ছিল না । বাবা কোথ্থেকে এক জ্যোতিষী ধরে নিয়ে এসেছে ,টিভিতে তার নাম ডাকও আছে ।



যাই হোক , জ্যোতিষবাবু মাকে দেখতে এসে গ্রহ সম্পর্কে নানান ব্যাখ্যা দিতে গিয়ে সূর্যকে নাকি গ্রহের দলে ফেলিয়েছে । আমি বাড়িতে ঢুকতেই আমার এক ছোট স্কুল পড়ুয়া ভাইপো হো হো করে হাসতে হাসতে আমাকে বলল, 'কাকু, সূর্য আবার গ্রহ হল কবে গো ? বইয়ে লেখা আছে পৃথিবী আমাদের প্রিয়তম গ্রহ , ন'খানা গ্রহের মধ্যে পৃথিবীর কথা জ্যোতিষ ঠাকুর বললেন না-তো । কি জবাব দেই বলুন তো ?


সূর্য ছাড়া আমরা বাঁচব না কিন্তু সূর্য কখনও গ্রহ নয় সূর্য একটা তারা বা নক্ষত্র জ্যোতিষীরা যখন ন'খানা গ্রহের চলার ছবি আঁকেন তখন এরা পৃথিবীকে মাঝে বসান সূর্যকে পৃথিবীর বাইরে একটা গোলাকার পথে বসিয়ে দেন সূর্য নাকি পৃথিবীকে দিন রাত প্রদিক্ষণ করেই চলেছে এমন কথা অনেক আগেই মিথ্যা প্রমান হয়েছে , মিথ্যা প্রমান করেছেন, কোপারনিকাস , জিওর্দানো ব্রনো , গ্যালিলিও আর জোহান কেপলার প্রমান করতে গিয়ে লাঞ্জনা সয়েছেন জীবন দিয়েছেন ,
চন্দ্র গ্রহ নয় পৃথিবীর উপগ্রহ । পৃথিবীর চারপাশে ঘোরে সূর্যের চারপাশে ঘোরেনা পৃথিবীর চারপাশে ঘুরছিল বলেই বোধহয় জ্যোতিষীরা চাঁদকে গ্রহ বানিয়েছিলেন । সবচে বড় মজার ঘটণা রাহু ও কেতু'র কথা পড়লে এমন নামের জিনিস আকাশের ত্রিসীমানায় নেই তা হলে জ্যোতষীরা এই রাহু ও কেতু'কে কোথ্থেকে আবিষ্কার করলেন ?রাহু কেতুকে জ্যোতিষীরা শুধু যে গ্রহই বলছেন , তাই নয় গ্রহ দুটিযে খুব বলে গালমন্দও করতে ছাড়ছেন না ।

জ্যোতিষীদের কল্পনাশক্তির তারিফ না করে পারা যায় না গ্রহদের ভেতর ওরা কেমন দোষে গুণে গড়া মানুষ দেখতে পান কল্পনার দৌড় কতটা , একবার দেখতে চাইছি আমরা ।


বেশ ক'বছর আগে কলকাতার শহরেই তো ঘটেছিল বাঁদরের হাতের ছাপ দেখে এক বিখ্যাত জ্যোতিষী তার ভবিষ্যৎ বলে দিয়েছিল । বনমানুষ , গরিলা বা শিম্পাঞ্জির হাতের ছাপ এনেও যে জ্যোতিষীদের বোকা বানান যায় একথা অনেকবার প্রমানিত হয়েছে

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৫

মোহাম্মদ রাহীম উদ্দিন বলেছেন: ঠিক বলেছেন, আমারা আসলে বোকার (স্বর্গে ?) দুনিয়ায় বাস করছি।

০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৫

দেবজ্যোতিকাজল বলেছেন: মানুষের এখন পরিবর্তনের সময় :)

২| ০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৩

অতঃপর হৃদয় বলেছেন: :) :)

০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৯

দেবজ্যোতিকাজল বলেছেন: শুভ রাত্রি:):(;):D

৩| ০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৭

অগ্নি সারথি বলেছেন: কানারে হাই কোর্ট দেখায়!

০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৩

দেবজ্যোতিকাজল বলেছেন: আমাদের কলকাতার জ্যোতিষি ভণ্ডরা মাসে তিন থেকে চার লক্ষ টাকা কামান । ধন্যবাদ তোমাকে ।

৪| ০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৯

গেম চেঞ্জার বলেছেন: হায়রে ভন্ডামি!! :-<

০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২১

দেবজ্যোতিকাজল বলেছেন: শুধু শিক্ষা নয় সুশিক্ষা ছাড়া এসব জ্বালা আমাদের সইতেই হবে :D

৫| ০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৪

আরণ্যক রাখাল বলেছেন: বেশি কথা কইয়েন না, আপনার পিছনে শনি ঘুরবে| আর ওদের তো বৃহস্পতি তুঙ্গে!

০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩২

দেবজ্যোতিকাজল বলেছেন: হেহেহেহেহেহে:D:D:D:D:D:D

৬| ০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৫

কর্কট জাতক বলেছেন: জ্যোতিষী কে বলে দিবেন, আপনার উপর শনির গ্রাস পড়েছে :)

০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩০

দেবজ্যোতিকাজল বলেছেন: হে…হে…হে:D:D:D:D

৭| ০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১:২০

রক্তিম দিগন্ত বলেছেন:



কী লিখলেন ভাই!!! এখন তো মনে হয় শনি লাগব আপনার উপ্রে।

০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ২:০৭

দেবজ্যোতিকাজল বলেছেন: শনিরে ঝেটিয়ে বিদায় করিম গা ।বুঝঝো নি ? :):):)

৮| ০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ২:৩৭

রুদ্র জাহেদ বলেছেন: কী লিখলেন!!!তবুও মানুষ এসবের পিছনে সময় ব্যয় বরে

০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ২:৫২

দেবজ্যোতিকাজল বলেছেন: দেখ ,আমরা অভাব আর সমস্যায় জড়জড়িত ,তাই ,মুক্তি পাবার আশায় জ্যোতিষ,ওঝা,তান্ত্রিক,কবিরাজের দিকে ছুটে যায় । ওরাও ঔসুযোগটা নিয়ে নেয় ।

৯| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:০৫

জাহেদ মুরাদ বলেছেন: হা হা হা
আমাদের অজ্ঞতাকে কাজে লাগিয়ে আর্থিক স্বার্থের জন্য এই কাকুরা গ্রহে গ্রহণ লাগিয়ে দিতে ও পরোয়া করবে না।

০৩ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০৮

দেবজ্যোতিকাজল বলেছেন: ধন্যবাদ তোমাকে :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.