নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাওয়াইন স্ট্রীল গীটার , কবিতা , উপন্যাস , প্রবন্ধ-নিবন্ধ , ভোকাল ও আর্ট • এসব আমার জীবনের সঙ্গে জড়িয়ে আছে

দেবজ্যোতিকাজল

আমি ক্যাপিটেল পালিসমেন্টের বিরুদ্ধে ।মানবতা মানুষের পরিচয় ।।জনগণের বাণীই ঈশ্বরের বাণী । প্রকৃতির সবচে বড় ভুল মানুষ সৃষ্টি । পৃথিবীতে যত অধিকারের আন্দোলন হয়েছে তাতে কিন্তু মানুষকে মানুষ বানাবার আন্দোলন ক্কখোনও হয়নি ৷• বিজ্ঞানে ঈশ্বর নেই । কিন্তু সৃষ্টি আছে •O lf there is no god , create one , সাহিত্য পত্রিকা ※ http://nkkh10.blogspot.com

দেবজ্যোতিকাজল › বিস্তারিত পোস্টঃ

দেশভাগের কাঁটাতার
[] উৎসর্গ : বাংলাদেশের জনগণ কে []

০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০৩

আমাদের কোন দোষ ছিলনা গো মজিবর চাচা ।
আমরা যে এমনি-এমনি ভাগ হয়ে গেলাম ।
.
হাতে কাঠের রাংতায় মোড়ানো তরয়াল
সে তো ছিল ছোট বেলার এমনি যুদ্ধ যুদ্ধ খেলা ।

.
দত্তপাড়ার মাঠে আরতি দি'র
চোখ বাঁধা কানামাছি ,তহমিনার টীপ
বৃষ্টি পেলে ভিজতে ভিজতে
রাস্তা ঘুরে বাদাবি খেলা ওলি-গোলি ।


ওই দ্যাখ মা কে অ্যাচছে ?
মজিবর চাচা ,
বারান্দার দাওয়ায় বসে শীতের রোদে
তাই না , মজিবর চাচা ,সঙ্গে মুড়ি ;

.
মজিবর চাচা , মজিবর চাচা
কোন দোষ ছিল না গো আমাদের
দেশ ভাগের
রাংতায় মোড়া তীর ধনুকে ফুলের টীপ
কেউ ছিল না আমাদের শ্রেনী শত্রু
আমরা তো যুদ্ধ যুদ্ধ খেলিনি
আমাদের কোন দেশ ভাগ ছিলনা
তবু কেনো দেওয়া হলো কাঁটাতার ?
ভাগ হয়ে গেল মন ,জাতি ,সম্পদ ।


বুবুমাসি মনে পড়ে দু'শালিকের দিন শুরু
তুমি হাসতে হাসতে গড়িয়ে পড়তে
আমার অশুভ দিন শুরুর
এক চোখেতে হাত দিয়ে ;

কি বিচিত্র সব ঘুমের মধ্যে আতকে ওঠা
নির্মম নিয়ম একটু একটুতে বেড়ে ওঠা

.
আর ,
দুই শালিকের এক শালিক ওপাড়ে রেখে
এই পাড়েতে এক চোখ দেখা অশুভরা সব বাস করে ।।

মন্তব্য ১৯ টি রেটিং +২/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৪

বোকা যুয়ান বলেছেন: গভীর অনুভূতি গো মজিবর চাচা!

০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩৬

দেবজ্যোতিকাজল বলেছেন: মজিবর চাচা পূর্ববঙ্গের বাড়িতে কাজ করত । আমাদের পূর্ববঙ্গের বাড়ি ছিল বগুড়া জেলায় । গ্রামের নামটা মনে নেই :)

২| ০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৯

অতঃপর হৃদয় বলেছেন: চাচা আমারে বাচা...!!!!!!!

০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪৪

দেবজ্যোতিকাজল বলেছেন: :(ধন্যবাদ………:))

৩| ০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০১

কল্লোল পথিক বলেছেন: চমৎকার লিখেছেন

৪| ০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৬

দেবজ্যোতিকাজল বলেছেন: #কল্লোলপথিক/
শুভেচ্ছা ও ধন্যবাদ রইল:):):):)

৫| ০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৬

গেম চেঞ্জার বলেছেন: ভালো লিখছেন গো দাদা!! চালিয়ে যান। জোশ হইসে......। :)

০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৫

দেবজ্যোতিকাজল বলেছেন: শুভেচ্ছা রইল :):):):)ভালো থেকো:D

৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১:০০

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: *বাল্যস্মৃতি মহামূল্যবান,বয়স বাড়লেও যায় না অন্তরালে-ফুঁটতেই থাকে জীবনভর জীবনের ডালে।*

০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১:৩৫

দেবজ্যোতিকাজল বলেছেন: স্মৃতি সুখ ও দুখ দু'টোই দ্যায় :)জীবন তো প্রতিমূহূর্ত স্মৃতি তৈরী করে:D:D:D:D:D

৭| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:০৩

সুলতানা রহমান বলেছেন: এক কাঁটাতার সব ই আলাদা করে দিলো।

০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:২৩

দেবজ্যোতিকাজল বলেছেন: পাশের বাড়ি যেতে হলে যদি অনুমতি নিতে হয়,তবে অন্তরিকতার তিক্তা তৈরি হয় ।

৮| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫২

প্রামানিক বলেছেন: দত্তপাড়ার মাঠে আরতি দি'র
চোখ বাঁধা কানামাছি ,তহমিনার টীপ
বৃষ্টি পেলে ভিজতে ভিজতে
রাস্তা ঘুরে বাদাবি খেলা ওলি-গোলি ।


ভাল লাগল। ধন্যবাদ

০৩ রা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫১

দেবজ্যোতিকাজল বলেছেন: তোমাকেও ধন্যবাদ:D:D:D:D:D

৯| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ ভোর ৪:২৭

হাসান মাহবুব বলেছেন: এরকম্ভাবে এমন মানুষের সংখ্যা মনে হয় খুব বেশি নয়।

০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:০৮

দেবজ্যোতিকাজল বলেছেন: শুভেচ্ছা ও ধন্যবাদ রইল:D

১০| ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:৪৬

ফারুক১ বলেছেন: কাটা তার যদি
মনের সংযোগ বিচ্ছিন্ন না করে
একদিন ভূসংযোগও হবে।
সেজন্যে যে তোমাদের একাত্তর চাই!
পারবে তো রক্ত দিতে?
এক সাগর রক্তের বিনিময় বুঝে নিতে?
আছে তো হিম্মত বাঙ্গালী দাদা!

নাকি ওপাশের কাটা তারেই সুখে আছ?
নিরাপত্তার মাঝে আছ?
তাহলে যেন খাতির করতে এসোনা!
তোমার সাথে আড়ি থাকবে!
এসোনা দাদা, একসাথে হাটে যাব!
এসোনা গো আবারও তাস পেটাব!
ঐ কাটা তার সরিয়ে দেব, এক হব।

আসবে তো?

১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৩:৩৬

দেবজ্যোতিকাজল বলেছেন: অবশ্যই একহতে চাই

১১| ১০ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪৯

ফারুক১ বলেছেন: এক হতে চাইলে সে আন্দোলন কোথায়? সীমানে দুই ডজন মেরে যাচ্ছে, ঐদিকে তো হিন্দিদের কোন উদবেগই নাই! আবার বলে বসনা যেন, তোমাদের একীভূত করে এক হব!

তাহলে মুক্তিসংগ্রাম, বাঙ্গালী জাতি, জাতীর পিতা এসবের কপটতা প্রকাশ হয়ে যাবে। আগেই দাদাকে সাবধান কচ্চি। চিনি তো দাদা!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.