নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাওয়াইন স্ট্রীল গীটার , কবিতা , উপন্যাস , প্রবন্ধ-নিবন্ধ , ভোকাল ও আর্ট • এসব আমার জীবনের সঙ্গে জড়িয়ে আছে

দেবজ্যোতিকাজল

আমি ক্যাপিটেল পালিসমেন্টের বিরুদ্ধে ।মানবতা মানুষের পরিচয় ।।জনগণের বাণীই ঈশ্বরের বাণী । প্রকৃতির সবচে বড় ভুল মানুষ সৃষ্টি । পৃথিবীতে যত অধিকারের আন্দোলন হয়েছে তাতে কিন্তু মানুষকে মানুষ বানাবার আন্দোলন ক্কখোনও হয়নি ৷• বিজ্ঞানে ঈশ্বর নেই । কিন্তু সৃষ্টি আছে •O lf there is no god , create one , সাহিত্য পত্রিকা ※ http://nkkh10.blogspot.com

দেবজ্যোতিকাজল › বিস্তারিত পোস্টঃ

নারী অপমানের = এক

০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:৩৩



আমি মাঝে মাঝে শুনি নারী কে নিয়ে কথা বলতে ৷ নারীর এই করা উচিৎ, এই করা উচিৎ নয় ৷ কেন ভাই নারীরা আপনের কথায় চলবে ? আপনি কি কারু কথায় চলবেন? কোন নারী যদি আপনাদের বলে পতিতালয় যাওয়া হবে না, পর নারী গমন করা চলবে না, বৌ থাকতে বিয়ে করা হবে না, মদ খাওয়া হবে না, রাস্তায় দাঁড়িয়ে ছোটলোকের মত বাচ্চা মেয়েদের দিকে তাকানো চলবে না , বৌ মারা গেলে বিধবাদের মত চলতে হবে ৷ শুনবেন ! এসব কথা কেউ যদি বলে! আর যে সব ধর্মযাজক মনে করছেন , ধর্ম নারীদের মানুষের অধিকার দেওয়া হয়েছে ,প্লীস ,অল্টার্নেট করুণ ,আপনার পাওয়া ধর্মীয় অধিকার নারীদের দেন আর নারীরটা আপনি নেন ।

আচ্ছা বলুন তো - মনে করুন কোন নির্জন জায়গায় আপনার গাড়িটি নষ্ট হয়ে গেল, দেখছেন পাঁচ সাতজন মহিলা ওই পথ দিয়েই যাচ্ছে, তবে কি মহিলারা আপনাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষন করবে? যদি উত্তরটা না হয় ।তবে ,আপনারা করছেন কেন?

প্রোবলেমটা আপনাদের ৷ তাই পুরো মহিলা সমাজটাকে গৃহবন্দি করে রাখতে চাইছেন ৷কি তাই না???:D

মন্তব্য ১৭ টি রেটিং +১/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:৩৭

প্রামানিক বলেছেন: হুম- -- - সত্য কথন।

০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:৫৬

দেবজ্যোতিকাজল বলেছেন: কিছু লেখা বাদ ছিল ,আবার লিখলাম :) পারে পড়ে নিয়ো:D:D:D

২| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:৪০

বিলুপ্ত প্রায় বলেছেন: সবই আমাদের মানসিকতার উপর নির্ভর করে

০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:০০

দেবজ্যোতিকাজল বলেছেন: যারা সমাজে দাঁড়িয়ে থেকে সহজ সরল মানুষদের মাথা চাটে ।সেই শুনে খিপ্ত হয়ে অন্যায় করতে দুবার ভাবে না তাদের সমাজ থেকে বাতিল ঘোষণা করতে হবে ,তা না হলে তারা বুঝবে না ,তারা যা বলছে ভুল বলছে ।

৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:৫৬

চাঁদগাজী বলেছেন:
বাংগালীরা বকবক করতে ভালোবাসে; সমস্যা বুঝতে পারে না; যেটা সমস্যা নয়, সেটাকেও সমষ্যা বানায়; আগাছার বাগান

০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:১৯

দেবজ্যোতিকাজল বলেছেন: :(;)বুঝলাম না:D:D:D:D

৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:৫৮

প্রবাসী ভাবুক বলেছেন: রাষ্ট্র পূর্ণ স্বাধীনতা দিয়েছে নারীকে৷ শিক্ষা, চাকরি, রাজনীতি সবকিছুতেই সমঅধিকার দিয়েছে নারীকে৷ কিন্তু প্রকৃতি সেটা দেয়নি৷

নির্জন জায়গায় আপনি একা থাকায় কয়েকজন নারী চাইলেও আপনাকে সহজে ধর্ষণ করতে পারবে না৷ কিন্তু আপনি একাও একজন নারীকে ধর্ষণ করতে সক্ষম৷ এর কারণ প্রকৃতি প্রদত্ত শারীরিক গঠন৷

এক্ষেত্রে নৈতিক শিক্ষাই মানুষকে অপকর্ম থেকে রক্ষা করতে পারে৷ তারপরও কিছু খারাপ মানুষ থাকবে এজন্য নারী নিজে, রাষ্ট্র এবং সচেতন মানুষকে এগিয়ে আসতে হবে৷

নিজে সতর্ক থাকাটা অত্যন্ত জরুরী৷ কারণ সমাজের শতভাগ মানুষ কখনোই ভাল হবে না৷ সবাইকে যদি ভাল করা সম্ভব হত তাহলে পুলিশ, র্যাবসহ যাবতীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অস্তিত্ব থাকত না৷

০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:১৪

দেবজ্যোতিকাজল বলেছেন: প্রকৃতি নারী আর পুরুষকে আকার-আকৃতি দিক থেকে পার্থক্য করেছে । আমরা আমাদের মেয়েকে শারীরিক শক্তিমান ভাবি না । নারি জন্য আমরা আলাদা কাজ পর্যন্ত নির্নয় করে রেখেছি ।তবে সে নারিটা কতটুকু শক্তিমান হবে ।
:Dআচ্ছা তোমার মনে হয় নারী যখন ক্রিকেট খেলে ,পাহাড়ে ওঠে, কুস্তি বা বক্সিং লড়ে ,দুই কুইন্ট্যাল জ্যামবেল তোলে ,প্লেন চলায় ,ট্রেন চালায়, রিক্সা চালায় এমন কি অটো অব্দি চালায় । আমি এমন নারী দেখেছি মাথায় করে বস্তা নিয়ে লরি বোঝায় করতে । তারপরও প্রকৃতির দোহায় দিয়ে নারকে দুর্বল ভাববো ।আসলে আমাদের পূর্বসূরিরা নারীদের নিয়ে যে ছকটা তৈরি করে দিয়েছে ,তাথেকে বেড় হতে পারছিনা ।

০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:১৭

দেবজ্যোতিকাজল বলেছেন: রক্ষাকারি বাহিনী পুরুষদেরও প্রযোজন হয়

৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:৪০

প্রবাসী ভাবুক বলেছেন: আপনি বলেছেন, "আচ্ছা বলুন তো - মনে করুন কোন নির্জন জায়গায় আপনার গাড়িটি নষ্ট হয়ে গেল, দেখছেন পাঁচ সাতজন মহিলা ওই পথ দিয়েই যাচ্ছে, তবে কি মহিলারা আপনাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষন করবে? যদি উত্তরটা না হয় ।তবে ,আপনারা করছেন কেন?"

আমি সেই প্রেক্ষিতে শারীরিক গঠনের কথা বলেছি৷ আমি নারীর শক্তির কথা বলিনি৷ আমি বলেছি যৌনাঙ্গ এমনভাবে তৈরি যেটা পুরুষ যত সহজে পারে মেয়েরা সেটা পারে না৷ নারীরা যদি পারত সহজেই পুরুষকে ধর্ষণ করতে পারত তাহলে করত কিনা এর নিশ্চয়তা কে দিবে৷

পৃথিবীতে সবল সবসময়ই দুর্বলের প্রতি চড়াও হয়৷ এটা পশুপাখি, মানুষ, এমনকী সবল রাষ্ট্র দুর্বল রাষ্ট্রের উপর চড়াও হয়৷ নারীরাও যদি সহজে পুরুষকে ধর্ষণ করতে পারত তাহলে তারা করত না এটা জোর দিয়ে বলা সম্ভব না৷ এক্ষেত্রে নৈতিকতাই পারে খারাপ কাজ থেকে বিরত রাখতে৷

অন্যভাবে যদি চিন্তা করেন৷ বলেছেন নারীরা ধর্ষণ করে না সুতরাং পুরুষরা করবে কেন? আপনি পকেটমারকে বলতে পারেন না, "আমি তোমার পকেট থেকে চুরি করি নাই, অথচ তুমি কেন আমার পকেট থেকে চুরি করলে?"

আমি বলেছি, ধর্মীয় ও নৈতিক শিক্ষা মানুষের মধ্যে যত বৃদ্ধি পাবে অপরাধ তত কমবে৷ তারপরও শতভাগ মানুষকে ভাল হবে না৷ কিছু মানুষ খারাপ থাকবে৷ এই খারাপের মধ্যে কেউ চোর, কেউ ধর্ষক, কেউ খুনি, ছিনতাইকারী ইত্যাদি৷ সবাই ভাল হয়ে গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারীর প্রয়োজন হত না৷



আপনি বলেছেন, "রক্ষাকারি বাহিনী পুরুষদেরও প্রযোজন হয়৷"

আমি বলিনি শুধু নারীদের জন্য প্রয়োজন৷ আমি বুঝাতে চেয়েছি, সমাজের খারাপ মানুষগুলোর কারণেই প্রয়োজন৷ সেটা শুধু ধর্ষকদের কারণে নয়৷

৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:৫৪

দেবজ্যোতিকাজল বলেছেন:
'পৃথিবীতে সবল সবসময়ই দুর্বলের প্রতি চড়াও হয়৷'-তোমার হাজার কথার শ্রেষ্ট কথাটা হল এইটা । এই জন্যই বলছি দূর্বল করে কাউকে রাখা যাবে না ,যদি কোন অপশক্তি আসে ,তা মোকাবেলর যেন হয় সিয়ানে-সিয়ানে ।

৭| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৩:০২

উল্টা দূরবীন বলেছেন: কথায় আছে না, শক্তের ভক্ত নরমের জম। পেশিতে শক্তি না থাকলে কি, মানসিক শক্তিই হচ্ছে আসল শক্তি।

০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৩:০৯

দেবজ্যোতিকাজল বলেছেন: ঠিক বলেছো :) মেয়েরা যদি পুরুষদের ধর্ষণ করতে আসে সে তো সানন্দে গ্রহন করা প্রযোজন যদি কেউ মনে করে । এবং চরম আনন্দেরও কথা:D:D:D:D

৮| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৩:০৭

পিচ্চি হুজুর বলেছেন: আচ্ছা বলুন তো - মনে করুন কোন নির্জন জায়গায় আপনার গাড়িটি নষ্ট হয়ে গেল, দেখছেন পাঁচ সাতজন মহিলা ওই পথ দিয়েই যাচ্ছে, তবে কি মহিলারা আপনাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষন করবে? যদি উত্তরটা না হয় ।তবে ,আপনারা করছেন কেন

আপনি বেসিক সাইকোলজি জানেন না? একটা ছেলে দিনে কয়বার সেক্স করার চিন্তা করে আর একটা মেয়ে দিনে কয়বার চিন্তা করে এইটা একাডেমিক জার্নাল ঘেটে দেখবেন। ছেলে স্বভাবজাত ভাবেই যৌনতার দিক থেকে সক্রিয়। কেউ নিয়ন্ত্রণ করতে পারে; আর যারা পারে না তারা ধর্ষণ করে।

যেইভাবে পর্ণ ইন্ডাস্ট্রী আর মিডিয়া মেয়েদের অবজেক্টিফাই করছে, তাতে সামনে আরও ভয়ংকর দিন আসতেছে।

০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৩:১৮

দেবজ্যোতিকাজল বলেছেন: সেক্স প্রকৃতির দান ।এটা কেউ নিজে হাতে তৈরী করেনি । হাগা চাপলে যেমন কোন ভয় মানে না ,তেমন এটিও ।আমি একমত তোমার সাথে :)
তা হলে সেক্স নিয়ে যেসব মিথ তৈরী হয়েছে সেসব ভুল বলতে হবে । সেক্সে যখন কোন মিথ থাকবে না তখন ধর্ষণ কথাটিও ওঠে যাবে ।

৯| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:২৪

রূপক বিধৌত সাধু বলেছেন: অামাদের সমাজে পুরুষতন্ত্র চলছে তো, এ জন্যই নারীরা নিগৃহীত হচ্ছে; যদি নারীতন্ত্র চলতো, তাহলে পুরুষরা নিগৃহীত হতো । সেটা অারো ভয়াবহ হতো । অামরা বড়জোর বৈষম্য কমাতে চেষ্টা করতে পারি । অতিরিক্ত স্বাধীনতা, সেটা নারী হোক অার পুরুষই হোক; কাউকে দেয়া উচিত নয় ।

০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১৭

দেবজ্যোতিকাজল বলেছেন: স্বাধীনতা তৈরি করে মানুষ ,আর তা ভঙ্গ হয় সুস্থ মনসিকতার অভাবে:) প্রকৃত স্বাধীনতার মানে বুঝলে বিবাদটা কম থাকে :) আমি একটা কথা বিশ্বাস করি অপশক্তি যদি কারু উপর ভর করে তা মোকাবেলা হোক সিয়ানে-সিয়ানে ।তুমি যখন বুঝতে পারবে আঘাত করলে প্রতিঘাত আসবে,তখন আটমেটিক আঘাত কমে যাবে:D:D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.