নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাওয়াইন স্ট্রীল গীটার , কবিতা , উপন্যাস , প্রবন্ধ-নিবন্ধ , ভোকাল ও আর্ট • এসব আমার জীবনের সঙ্গে জড়িয়ে আছে

দেবজ্যোতিকাজল

আমি ক্যাপিটেল পালিসমেন্টের বিরুদ্ধে ।মানবতা মানুষের পরিচয় ।।জনগণের বাণীই ঈশ্বরের বাণী । প্রকৃতির সবচে বড় ভুল মানুষ সৃষ্টি । পৃথিবীতে যত অধিকারের আন্দোলন হয়েছে তাতে কিন্তু মানুষকে মানুষ বানাবার আন্দোলন ক্কখোনও হয়নি ৷• বিজ্ঞানে ঈশ্বর নেই । কিন্তু সৃষ্টি আছে •O lf there is no god , create one , সাহিত্য পত্রিকা ※ http://nkkh10.blogspot.com

দেবজ্যোতিকাজল › বিস্তারিত পোস্টঃ

পশ্চিমবঙ্গে যেসব বাংলাদেশের টিভি চ্যানেল আসে

০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৯




৭১ টিভি

চ্যানেল আই

এ টি এন

দেশ

একুশে টিভি

বৈশাখ

এশিয়া

সা টিভি

মন্তব্য ২৯ টি রেটিং +১/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৬

প্রামানিক বলেছেন: কিনতু যারা পশ্চিম বঙ্গ থেকে ঘুরে আসে তারা তো বলে বাংলাদেশের কোন চ্যানলই দেখা যায় না।

০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৭

দেবজ্যোতিকাজল বলেছেন: আমি সপ্তাহ খানেক আগে ৭১ টিভিতে একটা টক শো শুনছিলাম । সেখানে একজন এই অভিযোগটা করছিলেন ।আমি সেদিন থেকেই ভাবছিলাম এই নিয়ে সামহোয়্যারে কিছু একটা দিব । কিভাবে দিব সেটিই ভাবছিলাম ,কেননা বিশ্বাসের ব্যাপার আছে এখানে ,তাই আমি সরাসরি আমার টিভি থেকে ছবি তুলে দিলাম ।

১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৮

দেবজ্যোতিকাজল বলেছেন: প্রহেলা জানুয়ারি থেকে পশ্চিমবঙ্গ সরকারের আইন অনুযায়ী প্রত্যেক গ্রাহকে সেটআপ বক্স নিতে হবে । সেটআপ বক্স দুই রকমের আছে একটা এইচ ডি আর একটা নরমাল । এইচডি নিলে আমার দেওয়া চ্যানেলগুলো দেখা যাবে । আর নরমালটা নিলে এইচ ডি চ্যানেলগুলো বাদ দিয়ে আর সবগুলো পাওয়া যাবে ।

২| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১০

প্রবাসী একজন বলেছেন: এ পোষ্ট এর মানে কি? তাদের ওইখানে আমাদের চ্যানেল দেখানো হয় তাই তাদের চ্যালেন দেখায় কোন সমস্যা নাই। আরে ভাই সমস্যা দেখা, নাদেখা নিয়ে না। সমস্যা মূল্যবোধ, নৈতিকতা, সামাজিক অবক্ষয় এসব এর। ভারতীয় চ্যানেল গুলোর মধ্যে এসব এর ছিটেফোটা ও পাবেন না। আমাদের সমাজকে আমরা কোথা ঠেলে দিচ্ছি একবার খেয়াল করেছেন কি?

০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩৯

দেবজ্যোতিকাজল বলেছেন: মানেটা এমনভাবে না করলে খুশি হতাম । তুমি কি দেখবে না দেখবে তার স্বাধীনতা তোমার আছে । বাজারে চটি বইও পাওয়া যায় ,আবার ভাল বইও পাওয়া যায় ,তোমার পয়সা দিয়ে কি কিনবে একদম তোমার নিজস্য ব্যপার । জি বাংলায় যেমন বাজে সিরিয়াল হয় তেমনি আবার সারেগামাপা-এর মত ভাল প্রোগামও হয় ।

৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৪

আবু শাকিল বলেছেন: বিস্তারিত লিখলে সুবিধা হত-
ভিপিএন দিয়া নাকি অনেক দেশে যাওয়া যায়।
টিভি দেখার ক্ষেত্রেও কি ভিপিএন কাজ করে :)

০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৪

দেবজ্যোতিকাজল বলেছেন: কেবল মালিকদের সুবাদে আমরা চ্যানেলগুলো দেখতে পারছি । এব বৈধ ভাবে

৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৮

মানবী বলেছেন: চ্যানেলগুলো অনুমোদিত না অবৈধভাবে দেখা হয় বুঝতে পারছিনা। যেটুক জানি ভারতে বাংলাদেশের চ্যানেলের প্রবেশ নিষেধ। যদিও অনেকে বিভিন্ন ভাবে এ্যান্টেনা বসিয়ে বাংলাদেশের দু একটি চ্যানেল দেখেন এমন শুনেছি।

পোস্টটির জন্য ধন্যবাদ।

০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫১

দেবজ্যোতিকাজল বলেছেন: কেবল মালিকদের সুবাদে আমরা চ্যানেলগুলো দেখতে পারছি । এবং বৈধ ভাবে:D:D:D

৫| ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৫

প্রামানিক বলেছেন: আপনার কথায় পরিষ্কার হতে পারছি না। মালিক কারা? আমরা যেমন নরমাল ভাবে ভারতের চ্যানেল দেখি সেরকম অহরহ বড়লোক-ছোটলোক, মুচি-মেথর, রিক্সাওয়ালারা পানের দোকানে, চায়ের দোকানে দেখতে পারে কিনা সেইটা বলেন।

১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩২

দেবজ্যোতিকাজল বলেছেন: দেখা যাবে

৬| ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৮

নিমগ্ন বলেছেন: হেডলাইনটা ঠিক করেন- < পশ্চিমবঙ্গে বাংলাদেশের যেসব টিভি চ্যানেল আসে

১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫২

দেবজ্যোতিকাজল বলেছেন: মানে একটাই :D:D:D

৭| ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:০৭

প্রণব দেবনাথ বলেছেন: ভারতে বাংলাদেশের চ্যনেল নিষেধ কে বল্লো!!! আসলে এখানকার টিভি গুলোতে যা দেখায় ঐ দেখেই লোকে শেষ করতে পারে না।আর সারাদিন যাদের বাড়িতে টিভি চলে সেই বাড়িতে মহিলাদের রাজত্ব।ওরা ব্যস্ত থাকে সিরিয়ালের কুটকাচালি নিয়ে।টিভির রিমোট পুরুষের হাতে কি আর সহজে আসে! যদিও আসে বেশিরভাগ লোক মুভি খেলা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে।আর আমাদের মত যারা আছে তার Youtube থেকে বাংলাদেশী নাটক দেখে।কারন বাংলাদেশী নাটক খুব ভাল হয়।যদিও এখনকার মূল ধারার মুভি গুলোতে অ্যাকশান ছাড়া ভাল কিছুই থাকে না।

১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:২৭

দেবজ্যোতিকাজল বলেছেন: বাংলাদেশের নাটক আজ থেকে দশ পনের বছর আগে ভাল ছিল । কিন্তু এখন মনে হয় অনেকটাই অভাব ঘটেছে । প্রেম ঘটিত নাটক ছাড়া আর কিছুই নাই ।
আমি বাংলাদেশের চ্যানেল ভারতে দশ বছর হল দেখছি । তবে আগে দুই তিনটা দেখতাম এখন নয় দশটা দেখছি । তা বৈধ ভাবে

৮| ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:২৭

ফারুক১ বলেছেন: জানিনা। আমি বরং সন্দেহবাদীই থাকতে চাই। স্যরি টু সে, ভারতের লোকগুলো কপট প্রকৃতির হয়। এরা বাইরে যেমন ভেতরে ঠিক উল্টো। আমাদের তাল দেয় আর ঐদিকে বেজাতীয় হিন্দিদের সাথে খাতির করে!

কী হত বাংলা নিয়ে এক হলে? আবার আমাদের ভূমিতে জল আটকে দিলো ঐ স্বজাতীয় মমতা! মধুর কথা বলে মন ভোলানো এদের চিরন্তন স্বভাব। ঢাকা ঘুরে গিয়ে এদের বিশিষ্ট সাহিত্যিকের ভাষা হয়ে যায় অম্ল। ঢাকা ঘুরে এলাম। ৩ টা জিনিস সেখানে। কাক, কুকুর আর মুসলমান।

আর পূর্ব দিকের মানুষ আলাভোলাই থেকে গেল।

অনেক হয়েচে গো নরেন! এবার একটু কেবলা ঘুরাও। এদিকে দরদ দেখাতে এসোনা! ও দরদ মুখস্ত হয়েচে আমাদের।

১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৩:৫৬

দেবজ্যোতিকাজল বলেছেন: কপট হলে সিটমহল পেতে । গঙ্গার জল পেতে ।৭১ দেশটা স্বাধীন করে তোমাদের হাতে তুলে দিয়ে আসত না যদি কপট হত । বাংলার রিফুজিদের দেশে ঢুকতে দিত না

৯| ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:৪০

রেজা এম বলেছেন: দেবজ্যোতিকাজল ?? আপনি কৈ থাকেন ??

এগুলা কি বাস্তবে চলছে ??? নাকি টেস্ট ?

নাকি বিডির লোকের কাছে বাহবা কুরাইতে আসছেন ??

কই আমি তো কোথাও সেট টপ বক্স এ বিডির চ্যানেল দেখি নাই ???


উত্তর পাব আশা করি !!!!!!!!!!!!!!!!!!!!!
X(( X( X(

১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৩:৫১

দেবজ্যোতিকাজল বলেছেন: পশ্চিমবঙ্গ,বালুরঘাট ।

১০| ১০ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:০৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: লেখক বলেছেন: কপট হলে সিটমহল পেতে । গঙ্গার জল পেতে ।৭১ দেশটা স্বাধীন করে তোমাদের হাতে তুলে দিয়ে আসত না যদি কপট হত । বাংলার রিফুজিদের দেশে ঢুকতে দিত না

এই কথা বলে বুঝিয়ে দিলেন আপনার মন মানসিকতা,,,
ছিটমহল কারো দান নয়,এটা হলো ন্যায্যতা।আমরা বেরুবাড়ি,তিন বিঘা বুঝিয়ে দিয়েছি ৭২-এ। আর ৪৪বছর পরে পেয়েছি।কেনো আগে সে জবাব দেয়া উচিৎ।

গঙ্গার জল কি ভারতের পৈত্রিক সম্পত্তি নাকি। আন্তর্জাতিক নদী আইনে যা আমাদের পাওয়ার কথা তার ছিটেফোটাও পাচ্ছিনে।ছ্যাঁচরামোর একটা সীমা আছে।

আমার দেশকি ভারত স্বাধীন করেছে নাকি?মিত্র বাহিনী হিসেবে সাথে ছিলো।আর সেটা ছিলো ভারতের স্বার্থেই।দুই পাকিস্তান ভাঙ্গার স্বপ্ন এবং ষড়যন্ত্র দুটোই ভারত শুরু করে সেই ৪৭ থেকে।দুই পাকিস্তান আলাদা হওয়ায় ভৌগলিক এবং বানিজ্যিক ভাবে সবচেয়ে বেশি লাভবান হয় ভারত।স্বাধীনতার মিত্রতার ঋণ আজো কেবল শোধ করেই যাচ্ছি।আর ঐপারের বাঙালীরা ভারতীয় সেজে খোটা দেয় আমরা তোমাদের স্বাধীন করেছি!!! আরে ভাই,ব্রিটিশ বিরোধী আন্দোলন,স্বদেশী আন্দোলন সব করেছে পূর্ব বাংলার মানুষেরা।রক্ত দিয়েছি আমরা।কলকাতার সিভিল সোসাইটির মত ইংরেজদের তৈল মর্দন করিনি।আজকের ভারত পূর্ব বাংলার অদম্য স্বাধীনতাকামী মানুষদের আন্দোলনের ফসল।তিতুমীর,ফকির মজনু শাহ,ফরায়জী আন্দোলন,উয়াহাবী আন্দোলন,হাজী মোহাম্মদ মোহসিন,লালন,সূর্যসেন,প্রীতিলতা,স্যার সলিমুল্লাহ,শের এ বাংলা এ কে ফজলুল হক,সোহরাওয়ার্দি,মাওলানা ভাসানি,বঙ্গবন্ধু ব্রিটিশ বিরুধী এ নাম গুলো স্রেফ আমাদের।আপনারা অবদান ভুলে যান,আমরা না।

ভারত থেকে আলাদা হওয়ার জন্য যুদ্ধ করে যখন আপনারা এদেশে আসবেন তখন রিফুজি হিসেবে নয় মেহমান এবং ভাই হিসেবে আমরা আপনাদের অভ্যর্থনা জানাবো।
আর কতো ভারতের কাছে পরাধীন থাকবেন।আমাদের মতন স্বাধীন হয়ে মাথা উঁচু করে বাঁচুন।

১০ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১৩

দেবজ্যোতিকাজল বলেছেন: পায়ে পারা দিয়ে বিবাদ বাঁধানোর সভাবটা ছাড়ুন মোশাই । আমার মানসিকতার পরিচয় তোমার নেওয়ার যোগ্যতা নেই । কথাগুলো আমি তুলেছি আগে না তোমার দেশিভাই আগে তুলেছে ।
বিটিশে বাংলাদেশ ছিল না ভারতবর্ষ ছিল । ছিটমহলে ভারত কতবিঘা জমি ছেড়ে দিয়েছে?

১০ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২৪

দেবজ্যোতিকাজল বলেছেন: আমরা মাথা নিচু করে বেঁচে আছি তোমায় কে বলল?

১১| ১০ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:২১

ধঅনের শীষ বলেছেন: ভারত-বাংলাদেশের সংখ্যালঘুদের মাইগ্র্রেশনের মাধ্যমে ১৯৪৭ এর দ্বিজাতি তত্বের পূর্ণ বাস্তবায়ন করা হোক ।

১ম কাজ।
কাশ্মীরকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে ।

২য় কাজ।
ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করা হোক, আর বাংলাদেশ,কাশ্মীর আর পাকিস্হানকে ইসলামিক রাষ্ট্র ঘোষণা করা হোক । অতঃপর ভারত থেকে সকল মুসলমান প্যাকেট করে বাংলাদেশ,কাশ্মীর আর পাকিস্হানে পাঠানো হোক , আর বাংলাদেশ থেকে সকল হিন্দু প্যাকেট করে ভারতে পাঠানো হোক ।
৪৭ এর দ্বিজাতি তত্বের পূর্ণ বাস্তবায়ন হোক ।ধর্মনিরপেক্ষতার বালছাল থিউরী বন্ধ করো।

৩য় কাজ

এই দেশগুলো সীমান্ত কংক্রিট দিয়ে ঘেরা থাকবে । একে অপরের সাথে অর্থনৈতিক বলুন, আর সামাজিক বলুন, কোন ধরনের পারস্পারিক সম্পর্কই রাখা চলবে না ।সবাই নিজ নিজ ঘরে নিজেরা নিজেদের নিয়ে পড়ে থাকবে । অপরকে নিয়ে মাথাব্যাথা চ*দা অবকাশ রাখা চলবে না । তাহলেই এই অঞ্চলে পূর্ণ শান্তি আসবে ।

১০ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১৮

দেবজ্যোতিকাজল বলেছেন: তোমার প্রস্তাবে রাজি ।

১২| ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: লেখক বলেছেন: পায়ে পারা দিয়ে বিবাদ বাঁধানোর সভাবটা ছাড়ুন মোশাই । আমার মানসিকতার পরিচয় তোমার নেওয়ার যোগ্যতা নেই । কথাগুলো আমি তুলেছি আগে না তোমার দেশিভাই আগে তুলেছে ।
বিটিশে বাংলাদেশ ছিল না ভারতবর্ষ ছিল । ছিটমহলে ভারত কতবিঘা জমি ছেড়ে দিয়েছে?


মোঘল আমলেও ভারত বর্ষই ছিলো বাপু।
মানছি তোমার কথা, মানসিকতা নেয়ার যোগ্যতা এবং রুচি কোনটিই নেই, চাইওনে।
ছিটমহল ভারত কি ছেড়েছে না ন্যায্য পাওনা?
এতো বছর লাগলো কেনো?
এতো যখন উদার,কাশ্মীর সিকিমও ছাড়োনা বাপু।
প্রত্যেকটি প্রতিবেশির সঙ্গে তোমাদের বিবাদ।চারপাশে স্বাধীনতাকামীদের আন্দোলন যাদের তোমরা বিচ্ছিন্নতাবাদি বলো।এতো শান্তিকামী তোমরা তবে এতো ফ্যাসাদ কেনো?
ভারত বিরুধী বিষবাস্প কাহাকে বলে তা নিজেদের প্রতিটি সীমান্ত অঞ্চল ঘুরে দেখে এসো,তবেই বুঝবে ভারতমাতা কতো মহান!!!
তোমরা নিজেরাও জানোনা আজো তোমরা দিল্লীশ্বরের আজ্ঞাধীন নিষ্পেষিত প্রদেশ মাত্র।এর চাইতে ঢের ভালো অবস্থায় থেকেও আমরা পাকিস্তান থেকে আলাদা হয়েছি।
বিহার আর বাঙ্গাল শুনলে ভারত জুড়ে লোকজন অবজ্ঞা ভরে হাসে।
না বুঝার ভান ধরলে কিংবা কাকের মতন চোখ বুজে থাকলে কি করে বুঝবে তা।
এনিওয়ে, এসব তোমাদের ব্যপার।কিন্তু যখনি আমাদের স্বাধীনতা আন্দোলনকে ঘিরে কটাক্ষ কর তখন আর ভাল্লাগেনা।
অনুপ চেটিয়াকে হস্তান্তর করলুম অথচ বঙ্গবন্ধুর খুনিরা,শীর্ষ সন্ত্রাসীরা ভারতে পালিয়ে আছে।তোমাদের ভাবান্তর নেই।
একটা কথা বলি জেনো,আমাদের মতোন এমন খাঁটি প্রতিবেশী আর পাবেনা। আর ঐপারের জন্য হৃদয়ে রয়েছে অসীম ভালবাসা আর বন্ধুত্ব।
আমাদের আতিথেয়তা নিয়ে কোনো সন্দেহ আছে??
এসো আমার বাড়ি বন্ধু.................

১৩| ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

ভালো সংবাদ দিয়েছেন :)
এসব বিষয় আমাদেরকে বিভেদ ভুলতে সাহায্য করে।

বাংলাদেশের জাতীয় পতাকার প্রতি এবং এদেশের ইতিহাসের প্রতি আপনার শ্রদ্ধা দেখে সেদিন ভালো লেগেছিল।


আপনার পোস্টগুলো শান্তির কথা বলুক।
শুভেচ্ছা জানবেন.... :)

১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৪

দেবজ্যোতিকাজল বলেছেন: মনের ঐক্যটাই আসল :Dকসমেটিক ভালবাসা বেশিদিন টিকে না :D

১৪| ১২ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:০৬

রুদ্র জাহেদ বলেছেন: ধ্বংস বিভেদ নয় সাম্যই প্রয়োজন...

১২ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪১

দেবজ্যোতিকাজল বলেছেন: অবশ্যই:D:D:D:D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.