নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ক্যাপিটেল পালিসমেন্টের বিরুদ্ধে ।মানবতা মানুষের পরিচয় ।।জনগণের বাণীই ঈশ্বরের বাণী । প্রকৃতির সবচে বড় ভুল মানুষ সৃষ্টি । পৃথিবীতে যত অধিকারের আন্দোলন হয়েছে তাতে কিন্তু মানুষকে মানুষ বানাবার আন্দোলন ক্কখোনও হয়নি ৷• বিজ্ঞানে ঈশ্বর নেই । কিন্তু সৃষ্টি আছে •O lf there is no god , create one , সাহিত্য পত্রিকা ※ http://nkkh10.blogspot.com
দিনের শেষে সবারই একবার আয়নার সামনে দাঁড়ানো দরকার। একটি সর্বভারতীয় টিভি চ্যানেলে সানি লিওনের সাক্ষাৎকার আমাদের, গোটা মিডিয়াকে, আয়নার সামনে দাঁড় করিয়ে দিল। প্রশ্নের নামে, সাক্ষাৎকারের নামে সভ্যতার গণ্ডি ছাড়ানোর অধিকার যে আমাদের কেউ দেয়নি, এই সত্যটার মুখোমুখি হলাম। হতে বাধ্য হলাম। অতীত খননের নামে অসম্মানের অধিকার যে আমাদের, মিডিয়ার, নেই— এটা স্পষ্টভাবে লিপিবদ্ধ হওয়ার সময় এসেছে।
মন খারাপের এই মুহূর্তে খোলা হাওয়ার মতো এল লক্ষ্মীর খবরটা। অ্যাসিড-হামলা পিছনে ফেলে নতুন করে জীবনে ফিরে এসেছেন লক্ষ্মী, আর তাঁকেই ফ্যাশন আইকন হিসাবে যখন তুলে ধরে কেউ— তখন কুর্নিশ জানাতেই হয়।
আমাদের সমাজটাই এই রকম, না? নানা দ্বন্দ্ব, নানা সংঘাত, নানা বিপরীতমুখী স্রোত। কখনও লজ্জায় মাথা নত হয়ে যায়, কখনও বা মাথা নোয়াই শ্রদ্ধায়। সেখান থেকেই শিক্ষা হোক, মাথা উঁচু করে বাঁচার শিক্ষা।
২০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০৪
দেবজ্যোতিকাজল বলেছেন: সম্প্রতি সানি লিওনের একটি টেলিভিশন সাক্ষাত্কার অন্তত তেমন প্রশ্নের মুখোমুখি করছে বলিউডকে ওই সাক্ষাত্কারে সানিকে যে সব প্রশ্ন সামলাতে হয়েছে তা নিয়েই এখন উত্তাল সোশ্যাল মিডিয়া
সানিকে প্রশ্ন করা হয় , ‘‘ পর্ণ তারকা হিসেবে আপনার অতীত কি আপনাকে তাড়া করে বেড়ায় ?’’ তার উত্তরে সপাটে ব্যাট চালান সানি বলেন , ‘‘ যা করেছি বেশ করেছি আমি ওসব নিয়ে ভাবিই না হয়তো কোনও একদিন বড় মাপের কোনও স্টারের সঙ্গে আমি কাজ করব সেই মুহূর্তে কাজটাই আমার কাছে গুরুত্বপূর্ণ আমার অতীত নয় তাই আমার পর্ন ছবিতে অভিনয় আমার এখনকার জীবনে কোনও প্রভাব ফেলে না ’’
এই সাক্ষাত্কার প্রচারিত হওয়ার পরই সমালোচনার ঝড় উঠেছে ।
২| ২০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৩২
রূপক বিধৌত সাধু বলেছেন: ভালো বলেছেন ।
২০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০৬
দেবজ্যোতিকাজল বলেছেন: সম্প্রতি সানি লিওনের একটি টেলিভিশন সাক্ষাত্কার অন্তত তেমন প্রশ্নের মুখোমুখি করছে বলিউডকে ওই সাক্ষাত্কারে সানিকে যে সব প্রশ্ন সামলাতে হয়েছে তা নিয়েই এখন উত্তাল সোশ্যাল মিডিয়া
সানিকে প্রশ্ন করা হয় , ‘‘ পর্ণ তারকা হিসেবে আপনার অতীত কি আপনাকে তাড়া করে বেড়ায় ?’’ তার উত্তরে সপাটে ব্যাট চালান সানি বলেন , ‘‘ যা করেছি বেশ করেছি আমি ওসব নিয়ে ভাবিই না হয়তো কোনও একদিন বড় মাপের কোনও স্টারের সঙ্গে আমি কাজ করব সেই মুহূর্তে কাজটাই আমার কাছে গুরুত্বপূর্ণ আমার অতীত নয় তাই আমার পর্ন ছবিতে অভিনয় আমার এখনকার জীবনে কোনও প্রভাব ফেলে না ’’
এই সাক্ষাত্কার প্রচারিত হওয়ার পরই সমালোচনার ঝড় উঠেছে ।
৩| ২০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৩৮
মোহাম্মদ রাহীম উদ্দিন বলেছেন: এই লক্ষ্মীছাড়াদের দেশ ছাড়া করা না গেলে সত্যিকারের লক্ষ্মীর দেখা মেলা ভার।
২০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০১
দেবজ্যোতিকাজল বলেছেন: সম্প্রতি সানি লিওনের একটি টেলিভিশন সাক্ষাত্কার অন্তত তেমন প্রশ্নের মুখোমুখি করছে বলিউডকে ওই সাক্ষাত্কারে সানিকে যে সব প্রশ্ন সামলাতে হয়েছে তা নিয়েই এখন উত্তাল সোশ্যাল মিডিয়া
সানিকে প্রশ্ন করা হয় , ‘‘ পর্ণ তারকা হিসেবে আপনার অতীত কি আপনাকে তাড়া করে বেড়ায় ?’’ তার উত্তরে সপাটে ব্যাট চালান সানি বলেন , ‘‘ যা করেছি বেশ করেছি আমি ওসব নিয়ে ভাবিই না হয়তো কোনও একদিন বড় মাপের কোনও স্টারের সঙ্গে আমি কাজ করব সেই মুহূর্তে কাজটাই আমার কাছে গুরুত্বপূর্ণ আমার অতীত নয় তাই আমার পর্ন ছবিতে অভিনয় আমার এখনকার জীবনে কোনও প্রভাব ফেলে না ’’
এই সাক্ষাত্কার প্রচারিত হওয়ার পরই সমালোচনার ঝড় উঠেছে ।
৪| ২০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৫
নিমগ্ন বলেছেন: কল্লার উপ্রে দিয়ে গেল।
২০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০৩
দেবজ্যোতিকাজল বলেছেন: সম্প্রতি সানি লিওনের একটি টেলিভিশন সাক্ষাত্কার অন্তত তেমন প্রশ্নের মুখোমুখি করছে বলিউডকে ওই সাক্ষাত্কারে সানিকে যে সব প্রশ্ন সামলাতে হয়েছে তা নিয়েই এখন উত্তাল সোশ্যাল মিডিয়া
সানিকে প্রশ্ন করা হয় , ‘‘ পর্ণ তারকা হিসেবে আপনার অতীত কি আপনাকে তাড়া করে বেড়ায় ?’’ তার উত্তরে সপাটে ব্যাট চালান সানি বলেন , ‘‘ যা করেছি বেশ করেছি আমি ওসব নিয়ে ভাবিই না হয়তো কোনও একদিন বড় মাপের কোনও স্টারের সঙ্গে আমি কাজ করব সেই মুহূর্তে কাজটাই আমার কাছে গুরুত্বপূর্ণ আমার অতীত নয় তাই আমার পর্ন ছবিতে অভিনয় আমার এখনকার জীবনে কোনও প্রভাব ফেলে না ’’
এই সাক্ষাত্কার প্রচারিত হওয়ার পরই সমালোচনার ঝড় উঠেছে ।
৫| ২০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১২
নিমগ্ন বলেছেন: বাসি জিনিসরে দামে ওঠাতে একটা ড্রামা বৈ কিছু নাহ।
(ইউজুয়ালি আমি জিনিস শব্দ এভাবে ব্যবহার করি না। কিন্তু যারা নিজেদের পণ্য বৈ কিছু ভাবে না, তাদের বেলায় ব্যবহার করতে কার্পন্য করি না।)
৬| ২০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩০
নিমগ্ন বলেছেন: কি হইলো রে দেব জৌতি?
সবাইরে একই আনসার দিতেছিস???
পিঁপড়ায় কামড়াইসে নাকি তোরে?
৭| ২০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৯
আছিমভ বলেছেন: ভোগবাদী সমাজ ব্যাবস্থায় দিন শেষে সবাই অর্থের হিসাবটাই দেখে, সানিলিওনও পর্ণ তারকা হয়েছিল অর্থের জন্য। বিখ্যাত এই পর্ণ তারকাকে বলিউড আমদানী করেছে তার যৌনময়ী আবেদনকে পুঁজি করে ব্যাবসা করার জন্য এটা সানিলিওনও ভাল করেই জানে। তাই এখানে নুতন জীবন পুরান জীবনের গল্পে ওরও কিছু যায় আসেনা এটাই বাস্তব। মেকী আদর্শ সহমর্মিতায় কি যায় আসে!!
৮| ২০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৭
কল্লোল পথিক বলেছেন: কথাগুলো ভাল লাগল। ধন্যবাদ ।
২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ২:১১
দেবজ্যোতিকাজল বলেছেন: তোমাকেও
৯| ২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:১৯
সুজন কুতুবী বলেছেন: You are right dear .
২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ২:১২
দেবজ্যোতিকাজল বলেছেন: ধন্যবাদ
১০| ২১ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৭:০১
তুষার আহাসান বলেছেন: "আমাদের সমাজটাই এই রকম, না? নানা দ্বন্দ্ব, নানা সংঘাত, নানা বিপরীতমুখী স্রোত। কখনও লজ্জায় মাথা নত হয়ে যায়, কখনও বা মাথা নোয়াই শ্রদ্ধায়।"
ভাল লাগল।
২১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৪
দেবজ্যোতিকাজল বলেছেন: শুভেচ্ছা রইল
©somewhere in net ltd.
১| ২০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৩০
প্রামানিক বলেছেন: কথাগুলো ভাল লাগল। ধন্যবাদ