নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাওয়াইন স্ট্রীল গীটার , কবিতা , উপন্যাস , প্রবন্ধ-নিবন্ধ , ভোকাল ও আর্ট • এসব আমার জীবনের সঙ্গে জড়িয়ে আছে

দেবজ্যোতিকাজল

আমি ক্যাপিটেল পালিসমেন্টের বিরুদ্ধে ।মানবতা মানুষের পরিচয় ।।জনগণের বাণীই ঈশ্বরের বাণী । প্রকৃতির সবচে বড় ভুল মানুষ সৃষ্টি । পৃথিবীতে যত অধিকারের আন্দোলন হয়েছে তাতে কিন্তু মানুষকে মানুষ বানাবার আন্দোলন ক্কখোনও হয়নি ৷• বিজ্ঞানে ঈশ্বর নেই । কিন্তু সৃষ্টি আছে •O lf there is no god , create one , সাহিত্য পত্রিকা ※ http://nkkh10.blogspot.com

দেবজ্যোতিকাজল › বিস্তারিত পোস্টঃ

গ্রীষ্মের ছুটি " চুমু চুমু তোমাকে "

২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:০৫





একগুচ্ছ বসন্ত । অবারিত অন্ধকার
একটু একটু করে ফুরাত ফুরাতে চৌকাঠ পেরিয়ে
দ্বিধাহীন মাঠে দাঁড়িয়ে থাকে-আমার গান কবিতা ।
তবে প্রশ্ন হতে পারে , কেনো তার নিঃশব্দ ঠোঁটে
অন্ধকার হয়ে ঘুমিয়ে আছে ,হাড়িয়ে যাওয়া স্রোত……

উদাস মন লুকিয়ে লুকিয়ে
মোহরির কলমের মত কাঁদে দু'চোখ ভরে ,
উঁচু উঁচু আল্ , স্থবির মাঠ , জমি
থই থই উদাস জল আঁকে

সেই প্রথম দিনে শুভাকাঙ্খী সকাল
তখন ছিল স্কুল "গ্রীষ্মের ছুটি "
আমার জন্মান্তর আকাশ জুড়ে
ভোরের আধখাওয়া চাঁদটা অন্ধ আলোতে
ঝিলিক দিয়ে আমার হাতের মুঠোয় এসেছিল
তার নরম হাতের আলো……

রবীন্দ্র নাথ লিখেছিলেন… " ভোরের তারা এলো সাঁঝের তারার বেশে "
আর , আমি বলি--
তুমি নক্ষত্রজন্মা , খরস্রোতা সূর্য , একলব্য ভালবাসা
বৃষ্টি বৃষ্টি খেলা , ঠোঁটে জলের দাগ , চোখ বুজে হাই তোলে
চিবুক , বুক , স্তন , নাভী , পদাঙুল
জৈষ্ঠ্যের আকাশে , বাতাস ছোঁয়া ঠোঁট
গ্রীষ্ম তোমায় চুমু চুমু চুমু
হাতের উল্টো পিঠে
তাকে আমি আমাকে সে ।

মন্তব্য ১৫ টি রেটিং +০/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:১৪

কল্লোল আবেদীন বলেছেন:

খাসা কবিতা হয়েছে দাদা।
অনেক দিন পর এলে।
কেমন আছো দাদা?

২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:১৭

দেবজ্যোতিকাজল বলেছেন: মোবাইল নষ্ট হয়েছিল ঃ ভাল আছি ঃ তুমি কেমন আছ ?

২| ২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:১৫

পূবাল হাওয়া বলেছেন: প্রথমে একটু কবিতার নামটা ... মানি, পরে আপনার লেখা এই দুটি লাইন ফিরিয়ে নিয়ে এলো সব টুকু সামাজিকতা প্লাস ভক্তি রূপে ভালো লাগা... ভালো থাকুন কাজল সব সময়...

হাতের উল্টো পিঠে
তাকে আমি আমাকে সে ।

২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:১৯

দেবজ্যোতিকাজল বলেছেন: ধ...ন্য...বা...দ

৩| ২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:২১

আচার্য বাঙালি বলেছেন: ভালো লাগলো দাদা। শুভেচ্ছা রইলো।
আর আমার ব্লগে আপনাকে সবসময় স্বাগতম।

২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৩৪

দেবজ্যোতিকাজল বলেছেন: ধন্যবাদ রইল

৪| ২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:২৩

পূবাল হাওয়া বলেছেন: এত চীৎকার করে ধন্যবাদ বলার কি আছেরে ভাইইইইইইইইইইইইইইইইইইইইইইইই

২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৪

দেবজ্যোতিকাজল বলেছেন: হে→হে→হি

৫| ২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৩০

আরণ্যক রাখাল বলেছেন: শিরোনামটাই বেশি ভাল লেগেছে =p~

২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৩৫

দেবজ্যোতিকাজল বলেছেন: ধন্যবাদ

৬| ২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৩২

রূপক বিধৌত সাধু বলেছেন: ভালো হয়েছে ।

৭| ২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৫৯

মুসাফির নামা বলেছেন: মোটামুটি লেগেছে।

২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৩৬

দেবজ্যোতিকাজল বলেছেন: ধন্যবাদ

৮| ২২ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:০১

পূবাল হাওয়া বলেছেন: হো X( হো X(( হো :-* প্যা পু প্যা পু !:#P

২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৩৩

দেবজ্যোতিকাজল বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.