নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাওয়াইন স্ট্রীল গীটার , কবিতা , উপন্যাস , প্রবন্ধ-নিবন্ধ , ভোকাল ও আর্ট • এসব আমার জীবনের সঙ্গে জড়িয়ে আছে

দেবজ্যোতিকাজল

আমি ক্যাপিটেল পালিসমেন্টের বিরুদ্ধে ।মানবতা মানুষের পরিচয় ।।জনগণের বাণীই ঈশ্বরের বাণী । প্রকৃতির সবচে বড় ভুল মানুষ সৃষ্টি । পৃথিবীতে যত অধিকারের আন্দোলন হয়েছে তাতে কিন্তু মানুষকে মানুষ বানাবার আন্দোলন ক্কখোনও হয়নি ৷• বিজ্ঞানে ঈশ্বর নেই । কিন্তু সৃষ্টি আছে •O lf there is no god , create one , সাহিত্য পত্রিকা ※ http://nkkh10.blogspot.com

দেবজ্যোতিকাজল › বিস্তারিত পোস্টঃ

পর্দা ঝুলানো ক্যাবিন

২৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১৬



যখন তোমার কথা মনে পড়ে
সেরা সেরা রেস্টুডেন্টে গিয়ে বসি ¦ একা একা বসি ষ ।
পর্দা ঝুলানো ক্যাবিনগুলোর পিছন পানে তাকাই ।


তুমি বলেছিলে আসবে
জলপাই রঙের বালির বিন্দুতে
সাগর ছুঁয়ে তেপান্তরে
ফোটা ফোটা সন্ধ্যে নামে
গভীর হয়ে আতকে উঠি
সহস্র দিন-রাত্রি কাটবে ভেবে ...তবুও তুমি ফিরলে না ...

তীব্র রৌদ্দুর গায়ে জড়িয়ে ঢু-ঢু পথিক
ভাবি- সে প্রেম কি ছিল ঐতিহাসিক ভুল !

মুখ ফোসকে বুক ফোসকে
যা জমিয়েছিলাম তোমার বুকে
সে কি শুধুই ছিল বুদ্ধিহীন আবেগ ?

তীব্র রৌদ্রে মেঘে মেঘে ঘাম বর্ষা
ভয়ে খসে পড়ে ভয়ার্ত বিচ্ছিন্নবাস

সম্পর্কের অনিশ্চিত ভবিষ্যত
আমি সাক্ষী হয়ে ঐতিহাসিক স্মৃতি মফস্সল...

তোমার ফিরতি পথ লম্বা হয়ে
কাদা-জলে পিছল
তুমি ভেবোনা...।

আমায় বলেছে উষ্ণতা
ডানা রাড়িয়ে রাখবে
ফিরতি পথে সম্ভব হলে কথা রেখো ...

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২০

বিজন রয় বলেছেন: দারুন।

২৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২৮

দেবজ্যোতিকাজল বলেছেন: সঙ্গে আছ
তাই প্রেবনা গোলিতে কবিতা খুঁজি

২| ২৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২৯

বিজন রয় বলেছেন: সাথে আছি, থাকবো।

২৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩১

দেবজ্যোতিকাজল বলেছেন: ধন্যবাদ

৩| ২৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১৪

মুসাফির নামা বলেছেন: ভালো লেগেছে।

৪| ২৯ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:০৭

হুকুম আলী বলেছেন: খুব ভাল লাগল।

৫| ২৯ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:০৮

চাঁদগাজী বলেছেন:



ভয়ে বাংলা কবিদের কবিতা পড়া ছেড়ে দিচ্ছি, 'তুমি নেই, তুমি চলে গেছ, তুমি কথা রাখনি, তুমি আসবে বলে আসনি' এসব কত পড়া যায়?

৬| ২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:০৬

দীপংকর চন্দ বলেছেন: বিষণ্ণ কথামালা!!

শুভকামনা থাকছে কবি।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.