নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাওয়াইন স্ট্রীল গীটার , কবিতা , উপন্যাস , প্রবন্ধ-নিবন্ধ , ভোকাল ও আর্ট • এসব আমার জীবনের সঙ্গে জড়িয়ে আছে

দেবজ্যোতিকাজল

আমি ক্যাপিটেল পালিসমেন্টের বিরুদ্ধে ।মানবতা মানুষের পরিচয় ।।জনগণের বাণীই ঈশ্বরের বাণী । প্রকৃতির সবচে বড় ভুল মানুষ সৃষ্টি । পৃথিবীতে যত অধিকারের আন্দোলন হয়েছে তাতে কিন্তু মানুষকে মানুষ বানাবার আন্দোলন ক্কখোনও হয়নি ৷• বিজ্ঞানে ঈশ্বর নেই । কিন্তু সৃষ্টি আছে •O lf there is no god , create one , সাহিত্য পত্রিকা ※ http://nkkh10.blogspot.com

দেবজ্যোতিকাজল › বিস্তারিত পোস্টঃ

শেষ সুন্দরটা স্রোত

২৪ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:২৪


তোমার জন্য কবিতা লিখি
ভালবাসা , অন্তরবাস তাই খুলে রাখি
সাওতালী হয়ে বুকনি পড়ি
যা-তে খুলে না পরে যৌবন ।

তোমার জন্য আমি নারী
যত্ন করে রাখি তোমার প্রসাধনী দেহ
বিব্রত বোধ করি না চুমু দিতে
নির্বোধ যুদ্ধটাও তোমার জন্য তুলে রাখি ।

অনুমতি দিলাম-
আমাকে পয়েন্ট আউট কর
এই সন্ধ্যা তোমার জন্য উৎসর্গ
পুরো বিশ্ব অস্বীকার করলেও ‘তোমার ’
চমৎকার আবহাওয়া , সুন্দর শিল্প
চোখ খোলা অধিকার নিয়ে প্রতীক্ষা
আগুন আহ্লাদ তৃষ্ণার্ত উষ্ণ সূর্য্য ।

কত রকমের সুন্দর দাঁড়িয়ে আছে পাশে
একটি সুন্দর মিথ্যা
একটি সুন্দর দীর্ঘশ্বাস
একটি সুন্দর শব্দ
একটি সুন্দর শৈলী
একটি সুন্দর স্রোত......

তুমি ভেবনা , লজ্জা পেলে অন্ধকার দ্বীপ হয়ে এসো
সমাজ কে লুকিয়ে রেখে এসো
জীবিত সৌন্দর্যের ঐশ্বরিক ঈশ্বর
অবিশ্বাস স্থাপন করেছি ‘এই সন্ধ্যায়

আমার নরম ঠোঁট ঘড়ির কাঁটায় সরব ।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:২৭

ভ্রমরের ডানা বলেছেন:

আর টিং টিং করে ঘড়িটা বেজে উঠল!


সুন্দর!

২| ২৪ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৪২

বিজন রয় বলেছেন: অনবদ্য।

মাঝ থেকে শেষটা বেশি ভাল।

৩| ২৪ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:৪২

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

৪| ২৪ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:৪৪

দিশেহারা রাজপুত্র বলেছেন:
সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.