নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাওয়াইন স্ট্রীল গীটার , কবিতা , উপন্যাস , প্রবন্ধ-নিবন্ধ , ভোকাল ও আর্ট • এসব আমার জীবনের সঙ্গে জড়িয়ে আছে

দেবজ্যোতিকাজল

আমি ক্যাপিটেল পালিসমেন্টের বিরুদ্ধে ।মানবতা মানুষের পরিচয় ।।জনগণের বাণীই ঈশ্বরের বাণী । প্রকৃতির সবচে বড় ভুল মানুষ সৃষ্টি । পৃথিবীতে যত অধিকারের আন্দোলন হয়েছে তাতে কিন্তু মানুষকে মানুষ বানাবার আন্দোলন ক্কখোনও হয়নি ৷• বিজ্ঞানে ঈশ্বর নেই । কিন্তু সৃষ্টি আছে •O lf there is no god , create one , সাহিত্য পত্রিকা ※ http://nkkh10.blogspot.com

দেবজ্যোতিকাজল › বিস্তারিত পোস্টঃ

কাঁটাতারের এপার ওপার কাব্য সংকলন প্রকাশ হলো । বইটিতে দুই বাংলার কবিরা কবিতা লিখেছেন

২৩ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:০৭





যাঁরা বইটিতে কবিতা লিখেছেন


রহমতুল বারী

অমর খৈয়াম

সুকুমার সরকার

রায়হান সেলিম

লীনা দাস

সুলেখা

মাসুম খান

সামিয়া

পূরব

মতিউর রহমান মিলন

শাহীন

তোহাদ্দেশ

সুমন কর

শুভ্র

অভিজিৎ

দেবজ্যোতিকাজল

আমাদের পরবর্তী ভাবনা

প্রেম বিষয়ে কবিতা সংকলন ।
দুই বাংলার কবিদের নিয়ে । সাতটা কুড়ি লাইনের কবিতা পাঠতে হবে ।

যে কোন বিষয়ের উপর ছোটগল্পের বই । গল্প পাঠাতে হলে তিনটি কিন্তু প্রতিটা গল্প এক হাজার শব্দের মধ্যে পাঠাতে হবে । এই বইটিও দুই বাংলার কবিরা পাঠাতে পারবে ।
লেখা পাঠাতে হবে ।

[email protected]

বই দুটি প্রহেলা বৈশাখে প্রকাশ হবে
---------****"""""""*******"""""""""*"******

বাংলাদেশের কেউ বই পেতে চাইলে এই নম্বরে ফোন করুণ
০১৯১২৭৭২৬০২
০১৭৯০৪৭৮৯৭২
০১৬৭৪২৩২৩৬৭স

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৫০

সুমন কর বলেছেন: ব্লগে এভাবে ছবি দেয়াটা, মনে হয় ঠিক হলো না।

অনেক অনেক শুভকামনা রইলো।

২৩ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩১

দেবজ্যোতিকাজল বলেছেন: কেনো ?

২| ২৩ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৫২

অগ্নি সারথি বলেছেন: প্রিয় কয়েকজন কবির উপস্থিতি ভালো লাগল।

২৩ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩২

দেবজ্যোতিকাজল বলেছেন: ধন্যবাদ

৩| ২৩ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৫২

শামীম সরদার নিশু বলেছেন: জেনে খুশি হলাম

২৩ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩৩

দেবজ্যোতিকাজল বলেছেন: ধন্যবাদ

৪| ২৩ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:৪১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শুভকামনা রইল, কাটাতারের এপার-ওপার ও দুই বাংলার কবিদের প্রতি।


কৃতজ্ঞতা রইল এই পোষ্টে।

৫| ২৩ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:৪৩

এডওয়ার্ড মায়া বলেছেন: ভাল উদ্যেগ ।কবিদের জন্য শুভ কামনা

৬| ২৩ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:২৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো উদ্যেগ।

কয়েকজন কবিকে দেখলাম। একজন ব্লগার কবি (সুমন কর) ছাড়া আর কাউকে চিনি না।

আমার জানার খুব আগ্রহ- এই যে দুই বাংলার কবিদের কথা বলা হচ্ছে, যাদেরকে এ সংকলনে অন্তর্ভুক্ত করা হয়েছে, তারা প্রকৃতই দুই বাংলার কবিতাকে প্রতিনিধিত্ব করে কি? প্রতিনিধিত্বশীল এমন কোনো বাংলাদেশি কবিকে দেখতে পেলাম না। কবিদের নির্বাচনি প্রক্রিয়াটি কীরূপ ছিল? কবিদের কোন ক্রাইটেরিয়ায় নির্বাচন করা হয়েছে? নাকি কবিদের কাছ থেকে টাকা নিয়ে সংকলন করা হচ্ছে (কবিদের নিজ নিজ খরচে)।

কিছু যদি মনে না করেন- এ সমস্ত সংকলনকে দুই বাংলার কবিদের কথা বলে এতো বড় নাম দেয়া ঠিক হয় না। বাংলাদেশের বর্তমানে শীর্ষস্থানীয় কবিরা হলেন- মাসুদ খান, মজনু শাহ, আবু হাসান শাহরিয়ার, আল মাহমুদ, নির্মলেন্দু গুণ, মহাদেব শাহা, সুব্রত অগাস্টিন গোমেজ, শামীম আজাদ, আল মুজাহিদী, প্রমুখ। আপনি কি এঁদের নাম কখনো শুনেছেন? এত বড় সংকলন করতে গেলে আগে দেশের কবিতা ও কবি সম্পর্কে ভালো করে জানতে হবে। নিজেকে হতে হবে নির্বাচিত কবিদের সম-কাতারভুক্ত।

কুড়িজন নবীন কবি বললে কিছুটা রক্ষা হতো।

যাই হোক, এসব কর্মকাণ্ড না করাই বুদ্ধিমানের কাজ।

শুভ কামনা রইল।

৭| ২৪ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:০৬

দেবজ্যোতিকাজল বলেছেন: হুম দুই বাংলার নবীন প্রবীন কবিরাই আছেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.