নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাওয়াইন স্ট্রীল গীটার , কবিতা , উপন্যাস , প্রবন্ধ-নিবন্ধ , ভোকাল ও আর্ট • এসব আমার জীবনের সঙ্গে জড়িয়ে আছে

দেবজ্যোতিকাজল

আমি ক্যাপিটেল পালিসমেন্টের বিরুদ্ধে ।মানবতা মানুষের পরিচয় ।।জনগণের বাণীই ঈশ্বরের বাণী । প্রকৃতির সবচে বড় ভুল মানুষ সৃষ্টি । পৃথিবীতে যত অধিকারের আন্দোলন হয়েছে তাতে কিন্তু মানুষকে মানুষ বানাবার আন্দোলন ক্কখোনও হয়নি ৷• বিজ্ঞানে ঈশ্বর নেই । কিন্তু সৃষ্টি আছে •O lf there is no god , create one , সাহিত্য পত্রিকা ※ http://nkkh10.blogspot.com

দেবজ্যোতিকাজল › বিস্তারিত পোস্টঃ

কাশ্মীর কার ?

০৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:২৩




কাশ্মীরের সংক্ষিপ্ত ইতিহাস
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে সম্রাট অশোক শ্রীনগর শহর প্রতিষ্ঠা করেন ।

অশোকের উত্তরাধাকিরী হিসাবে জালুক রাজা হন । কাশ্মীরে রাজধর্ম হিসেবে বৌদ্ধধর্ম প্রসারলাভ করে ।

কুষাণ বংশের রাজাত্বকাল ( 50 থেকে 250 খ্রিস্টাব্দ ) কাশ্মীরে বৌদ্ধধর্মের আরও প্রসার ঘটে ।

খ্রিস্টীয় ষষ্ঠ শতকে কাশ্মীর হুণ দের অধিনে আসে ।

৬২৭ খ্রিস্টাব্দে কার্কোট রাজবংশ প্রতিষ্ঠাতা দুর্লভবর্ধন বিয়ের যৌতুক হিসেবে কাশ্মীর রাজ্য পান । এবং তাঁদের দ্বারা মার্তণ্ড মন্দির-সহ অনেক হিন্দু মন্দির এই অঞ্চলে প্রতিষ্ঠিত হয় ।

খ্রিস্টীয় অষ্টম শতকে হিন্দু-ধর্মের নবজাগরণের প্রবক্তা শঙ্কারাচার্য কাশ্মীরে হিন্দু ধর্মের প্রচারে আসেন । তারপর থেকে কাশ্মীরে হিন্দুদের মধ্যে শৈবরাই সংখ্যাগুরু ।

বৌদ্ধ ও হিন্দুধর্মের পর মুসলিম ধর্মের আগমন ঘটে । শাহ্ মীর্জা কাশ্মীরের একাংশ দখল করে লোহার বংশের রাজত্বের সূচনা করেন ১৩৩৯ খ্রিস্টাব্দে ।

( ৪৭শে দেশ ভাগের দ্বিজাতি তত্ত্বের মধ্যে কাশ্মীর ছিল না । আব্দুল্লা দ্বিজাতি তত্ত্বের বিরোধী ছিলেন ।)
এখন কথা হচ্ছে :

-----------------------------------------------
কাশ্মীর নিয়ে স্থায়ী সমাধানের বর্তমান উপায় তিনটি :

এক : দুই দেশের দখলে থাকা কাশ্মীর অংশ কে সেই দেশেরই অংশ বলে মেনে নেওয়া ।

দুই : দু-দেশের দখলে থাকা কাশ্মীরবাসিরাই ঠিক করুক তাদের ভবিষ্যৎ । তারা স্বাধীন থাকবে , অথবা ভারত বা পাকিস্তানের রাজ্যবাসী হিসেবে থাকবে । তা সে স্বায়ত্তশাসন নিয়ে হোক , কী রাজ্য হিসেবেই হোক ।

তিন : কাশ্মীরবাসীদের স্বাধীনতার দাবি মেনে নেওয়া ।

তা না হলে দু-দেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে । আর এই দু-দখলদারি দেশ কাশ্মীরিদের  ছলেবলে পরাধীন করে রেখেছে । কেননা , কাশ্মীরি সমাধান কখনই জঙ্গীবাদের মধ্যে সমাধান হতে পারে না ।

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪০

ভুয়া মফিজ বলেছেন: কাশ্মীরবাসীদের স্বাধীনতার দাবি মেনে নেওয়া - এটাই হবে কাশ্মীরবাসীদের জন্য সন্মানজনক এবং একমাত্র সমাধান।

২| ০৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: কাশ্মীর হবে কাশ্মীরীদের!

কাতালান স্বাধীনতার পথ, পূর্ব তিমুর স্বাধীন হল...

কাশ্মীরি স্কাধীনতাই ন্যায় সংগত সমাধান।

৩| ০৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫৯

রুহুল আমিন খান বলেছেন: কাশ্মির ইস্যুতে ভারত সুবিধাজনক অবস্থায়ই আছে।
কারন এই এক কাশ্মির ইস্যু নিয়ে মাস্টারবেটিং করতে করতে ভারত বিরোধী নীতিতে সীমাবদ্ধ থেকে পাকিস্তান তাদের স্বাধীনতা পরবর্তি ৭০ বছর পার করে দিলো। অন্য দিকে ভারত তাদের স্বাধীনতা পরবর্তি ৭০ বছর শুধু মাত্র পাকিস্তান বিরোধী নীতিতে নিজেদের সীমাবদ্ধ না রেখে অর্থনীতি জ্ঞান বিজ্ঞান শিক্ষা প্রযুক্তি ইন্ডাস্ট্রিয়ালাইজেন ও ফরেন এফেয়ার্সে পাকিস্তানের চেয়ে এগিয়ে গিয়েছে। পাকিস্তান যদি আজ কাশ্মির ইস্যু থেকে নিজেদের সরিয়ে দেয় আগামী ১০ বছরের ভেতরে তাদের সামরিক খাত থেকে বিশাল সাশ্রয় আসবে যা দিয়ে নিজের অর্থনীতি শিক্ষা প্রযুক্তি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন খাতে ব্যায় করতে পারবে।

৪| ০৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:২৯

রানার ব্লগ বলেছেন: ভারত আর পাকিস্থান এই দুইটাকে কান ধরে দুই থাপ্পর দিয়ে কাশ্মীর কে স্বাধীন করে দেয়া উচিৎ।

৫| ০৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:৩৩

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: কাশ্মীর মুসলিম প্রধান হওয়ায় নিয়মানুযায়ী পাকিস্তানের হওয়া কথা কিন্তু ভারত জোর করে সেনা পাঠিয়ে অর্ধেক দখল করে নেয় যেটাকে ভারত স্বাশিত কাশ্মীর বলে। হায়দারাবাদকেও যেমন ভারত জোড় করে দখল করে যা পুরোপুরি স্বাধীন থাকার কথা ছিল। কৌশলে দখল করেছে সিকিমকে যেটা পুরোপুরি স্বাধীন ছিল।

০৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:১২

দেবজ্যোতিকাজল বলেছেন: পোস্টটা আবার ভাল করে পড়ো । আমার মনে হয় ভাল করে না পড়েই মন্তব্য লিখেছ ।

৬| ০৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:১৮

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: পড়েছি কিন্তু কোন কথা বলতে ইচ্ছে করছেনা আপনার সংগে কারণ পড়ো কী? আমি আপনার ছোট হয়তোবা হতেও পারি অথবা না সে যাইহোক তাই বলে আপনি আমাকে তুচ্ছ করে কথা বলতে পারেননা।

৭| ০৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৩৩

প্রশ্নবোধক (?) বলেছেন: কাশ্মীর কাশ্মীরের মানুষের । কাশ্মীর স্বাধীন হয়ে গেলে মুসলমানদের রেপ করা হবেনা। চায়না বাশ দিবে। কত জ্বালারে (!)

৮| ০৯ ই অক্টোবর, ২০১৭ রাত ১:২৫

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ , কাশ্মীরের সমস্যার মুলে গিয়ে আরো একটু বিশদভাবে ইতিহাস তুলে ধরলে অনেক কিছু জানা যেতো ।
শুভেচ্ছা রইল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.