নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাওয়াইন স্ট্রীল গীটার , কবিতা , উপন্যাস , প্রবন্ধ-নিবন্ধ , ভোকাল ও আর্ট • এসব আমার জীবনের সঙ্গে জড়িয়ে আছে

দেবজ্যোতিকাজল

আমি ক্যাপিটেল পালিসমেন্টের বিরুদ্ধে ।মানবতা মানুষের পরিচয় ।।জনগণের বাণীই ঈশ্বরের বাণী । প্রকৃতির সবচে বড় ভুল মানুষ সৃষ্টি । পৃথিবীতে যত অধিকারের আন্দোলন হয়েছে তাতে কিন্তু মানুষকে মানুষ বানাবার আন্দোলন ক্কখোনও হয়নি ৷• বিজ্ঞানে ঈশ্বর নেই । কিন্তু সৃষ্টি আছে •O lf there is no god , create one , সাহিত্য পত্রিকা ※ http://nkkh10.blogspot.com

দেবজ্যোতিকাজল › বিস্তারিত পোস্টঃ

আমি অন্তরায়ে চলে-গেছি

১০ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৪১


আমি এমন একটি জায়গায়-
আটকে পড়েছি
যা আর কখনই বদলাবে না ।

কখনই আর পরিবর্তন হবে না
কখনই আর বিবর্তন হবে না ;
হবে না আর , শেষ থেকে শুরু
কখনই হয় তো ।

এই শেষ মানে ভিন্ন রকমের ফাঁদ
এই পরিবর্তন মানে অভিন্ন বৈচিত্র্য ।

ভয় ভয় কৌশলীতে
ভয়ঙ্কর সৈনীক গড়ে দেয় ।

একটি নতুন শুরুর মত ভোরে ;
একটি নতুন পটভূমির মত আবাসে ;
একটি নতুন গল্পের মত জীবনিতে ;
শেষ না হওয়া , বাহাদুরির কাহিনীতে ।

একটি অভিযাত্রীসুলভ কাজ ,
শেষ না হয়ে যাওয়া মানে বোঝায় ;
আর-
শেষ হয়ে যাওয়া মানে !
শীঘ্রই অদৃশ্য হয়ে যাওয়া ।
চিরতরে বিদায় । অপরিবর্তনীয় ধ্রুবক ।

তাই-
আমি নতুন বদলে বাঁচতে চাই
বিবর্তিত যুদ্ধ ঘোষণা করে নির্ভয়ে ।

[ ছবি=আমার করা ]

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১০ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৫৩

তারেক ফাহিম বলেছেন: প্রথম মন্তব্যকারীর জন্য কী দেওয়া যায়,
তাও আবার ব্যার্থ কবিতায়।

ভালো লাগা জানিয়ে গেলাম কবিতা পাঠে।

১০ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:০১

দেবজ্যোতিকাজল বলেছেন: কেনো ভাই শেষের দিকে তো আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছি

২| ১০ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৩১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সেই যুদ্ধে স্বাগতম, অভিনন্দন বদলে যাওয়ার আত্ম বিশ্বাসে

৩| ১০ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:০৭

অবনি মণি বলেছেন: আমিও তাই!!

৪| ১০ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৪৩

ভ্রমরের ডানা বলেছেন:


ভাল লিখেছ গো দাদা...

৫| ১১ ই অক্টোবর, ২০১৭ রাত ১:১২

মার্কো পোলো বলেছেন:
ছবির সাথে কবিতার চমৎকার মেলবন্ধন! ভাল লেগেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.