নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাওয়াইন স্ট্রীল গীটার , কবিতা , উপন্যাস , প্রবন্ধ-নিবন্ধ , ভোকাল ও আর্ট • এসব আমার জীবনের সঙ্গে জড়িয়ে আছে

দেবজ্যোতিকাজল

আমি ক্যাপিটেল পালিসমেন্টের বিরুদ্ধে ।মানবতা মানুষের পরিচয় ।।জনগণের বাণীই ঈশ্বরের বাণী । প্রকৃতির সবচে বড় ভুল মানুষ সৃষ্টি । পৃথিবীতে যত অধিকারের আন্দোলন হয়েছে তাতে কিন্তু মানুষকে মানুষ বানাবার আন্দোলন ক্কখোনও হয়নি ৷• বিজ্ঞানে ঈশ্বর নেই । কিন্তু সৃষ্টি আছে •O lf there is no god , create one , সাহিত্য পত্রিকা ※ http://nkkh10.blogspot.com

দেবজ্যোতিকাজল › বিস্তারিত পোস্টঃ

চাকা

২৯ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯


চাকা
দেবজ্যোতিকাজল

বাংলা কবিরা গরীব হয় বলেই জানি
তাই নতুন করে স্বপ্ন দেখা হয় নি ।

রাস্তায় দাঁড়িয়ে স্বাদ নেওয়া হয়নি কখনও
সহজ পাচ্য খাবারে আপস করেনি পেট
ক্ষুধারআর ইতিহাস শ্বাস নিয়েছে বারেবারে জানলা দিয়ে আসা আলোয় ।

চাকার সময়ে ,পালক খসে পড়ে
পাখির গলা থেকে । বুঝতে পারি
চলে যেতে হবে
থেমে যেতে হবে
আইসক্রিমের গলা-পচা রসে ,
ভালবাসা যত পেলাম
কলঙ্ক হয়ে ,পকেটে রয়ে গেল,
দু চার ফোঁটা
কালি হয়ে বয়ে গেল কাব্যগ্রন্থে
স্বপ্ননীল কভার পেজের প্রচ্ছদে ;
বাগনের অচেনা নাকফুল হয়ে ।

তাই আর ছুটাছুটি করি নে
চেষ্টা নেই বাঁচার স্বভাবগত ,
অনেক সম্ভাবনা কে
কাগজের মত ছিঁড়েছি উড়িয়ে
ঠিকানা বা চিঠি মত ছিঁড়েছি
ছেঁড়া কাগজগুলো,কাগজ ছিল না
আমার সুখ-দুঃখের
নাবালক হৃদয় ছিল ।

একটা অসম্ভব অপ্রত্যক্ষ ধিক্কার
আপন সততায় মরা আলো হয়
ছায়ার দেয়ালে গতর ব্যথা যুদ্ধে নাচে
কত কাল হলো অভ্যস্ত সে সৈনিকে
আজও আমি দাঁড়িয়ে মাঠে ।

বয়সের সাথে সাথে
আমি যেনো আরও ক্ষ্যাপামী
ভালবাসা আর যুদ্ধ
এই প্রথম দেখলাম সন্ধি করতে ।
ভুল বোঝাবুঝি এ সংসার
অবিবাহিত বয়ে গেল ।
তবুও কে যেনো টানে
ভাটার মত সাগরের ঐপাড়ে ।

আমি যে শহরটায় জন্মেছিলাম
আমার মায়ের প্রসব ব্যথায় ,
সে শহরটা আজ মরে গেছে
চোখ থেকে , মাটি থেকে
পাহাড়ের এ পাশে আমি
যত চেনা পচা গন্ধ ওপাশে

শহরটা মৃত ,আমার অশ্রুহীন
দুই পল্লব গাছের শাখে মরা পাতা
শেষ চৈত্র আমার উরুর মাংস পেশি
প্রলাপ বকে ।

আমার কোন জন্মভূমি নেই
আমার কোন প্রতিবেশি নেই
আমার কোন চেনা পাখি নেই

আছে একখানা আদিম হাড়ে’র বাঁশি
যার গান শুনে বাংলা বেঁচে আছে
গরীব কবিদের কবিতা অনুকম্পে ।




ছবি : আমার তৈরি

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:০৮

তারেক ফাহিম বলেছেন: হুঁম কবি, চল্লিশ ফেরুলেই জ্বলসা। :((

২| ২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৪৪

চাঁদগাজী বলেছেন:


স্যরি, আপনি ভালো ভালো ছবি দেন, ছবি দেখেই চলে যাই, কি লিখেছেন, পড়া হয়ে উঠে না।

২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৩২

দেবজ্যোতিকাজল বলেছেন: ছবিটা আমার তৈরি

৩| ২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:১৯

দীপঙ্কর বেরা বলেছেন: খুব ভাল।

২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৪

দেবজ্যোতিকাজল বলেছেন: কেমন আছো ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.