নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাওয়াইন স্ট্রীল গীটার , কবিতা , উপন্যাস , প্রবন্ধ-নিবন্ধ , ভোকাল ও আর্ট • এসব আমার জীবনের সঙ্গে জড়িয়ে আছে

দেবজ্যোতিকাজল

আমি ক্যাপিটেল পালিসমেন্টের বিরুদ্ধে ।মানবতা মানুষের পরিচয় ।।জনগণের বাণীই ঈশ্বরের বাণী । প্রকৃতির সবচে বড় ভুল মানুষ সৃষ্টি । পৃথিবীতে যত অধিকারের আন্দোলন হয়েছে তাতে কিন্তু মানুষকে মানুষ বানাবার আন্দোলন ক্কখোনও হয়নি ৷• বিজ্ঞানে ঈশ্বর নেই । কিন্তু সৃষ্টি আছে •O lf there is no god , create one , সাহিত্য পত্রিকা ※ http://nkkh10.blogspot.com

দেবজ্যোতিকাজল › বিস্তারিত পোস্টঃ

আমি একটি জলপ্রপাত

৩০ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:২২


আমি একটি জলপ্রপাত
দেবজ্যোতিকাজল

আমি শুধু আমার জন্য–
আমি মানুষ হিসেবেও একা ,
আমার কোন ঠিকানা নেই
রৌদ্রে শুকিয়ে যাযাবর মেঘ হয়ে গেছে ।

আমি যখন অনুমান করি-
দেবতার ক্রোধে হাত রেখে
আমার অনুমান নক্ষত্রের বিরুদ্ধে দাঁড়ায়
আমার জিভ পাহাড় হয়ে প্রতিধ্বনী পাঠায়-
আমি কে ?

আমি একটি জলপ্রপাত
আমি একটি শষ্য-মারাই যন্ত্র
আমি একটি ক্যাসকেডিং খাড়াবাঁধ ।

না , আমি হতাশা নই
কারণ আমি বঞ্চিত
না , আমি হতাশা নই
কারণ আমি যা চাই তা পাই নি ।

আমার প্রান্তের কোন সীমানা নেই
আমার বাতাসে কোন বিশৃঙ্খলা নেই

আমার একজোড়া পায়ে কোন মেরুদণ্ড নেই
আমার নগ্ন একজোড়া একাকী পা
রঙিন মিশ্র রাত খোঁজে,
খোঁজে সেক্সভিস্ট গদি

না, আমি কখন খুঁজে পায়নি কিছু
কারণ বালিশের পাশেই ছিল প্রাচীর ।

শুধুমাত্র আমি আমার
দয়া করে ধাক্কা দিও না
প্লীজ বাধিয় না যুদ্ধ ।

আমি একাএকাই মরতে চাই
বেঁচে থাকতে হতে-চাই জলপ্রপাত
মুক্ত সাহস , মহাসাগর তরঙ্গ...।

আমার নাম সত্য ও অন্তর্বেদন
আমি অধরা-কয়েদি ব্রহ্মাণ্ডে ।



ছবি /আমার তৈরি

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৪৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: চমৎকার হয়েছে সেই সংগে ছবিটিও।

২| ৩০ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:০৩

দীপঙ্কর বেরা বলেছেন: দারুণ দারুণ
খুব ভাল লাগল।

আর একটা কথা কি করে লেখা প্রথম পাতায় আসে? আপনি কতদিন পরে সুযোগ পেয়েছিলেন? ভাল থাকবেন।

৩১ শে অক্টোবর, ২০১৭ সকাল ৭:৪৭

দেবজ্যোতিকাজল বলেছেন: নিয়মাবলি পড়ো ।
তা না হলে ওদের সাথে মেলে যোগাযোগ কর

৩| ৩০ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৫১

ওমেরা বলেছেন: ভাল লাগল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.