নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাওয়াইন স্ট্রীল গীটার , কবিতা , উপন্যাস , প্রবন্ধ-নিবন্ধ , ভোকাল ও আর্ট • এসব আমার জীবনের সঙ্গে জড়িয়ে আছে

দেবজ্যোতিকাজল

আমি ক্যাপিটেল পালিসমেন্টের বিরুদ্ধে ।মানবতা মানুষের পরিচয় ।।জনগণের বাণীই ঈশ্বরের বাণী । প্রকৃতির সবচে বড় ভুল মানুষ সৃষ্টি । পৃথিবীতে যত অধিকারের আন্দোলন হয়েছে তাতে কিন্তু মানুষকে মানুষ বানাবার আন্দোলন ক্কখোনও হয়নি ৷• বিজ্ঞানে ঈশ্বর নেই । কিন্তু সৃষ্টি আছে •O lf there is no god , create one , সাহিত্য পত্রিকা ※ http://nkkh10.blogspot.com

দেবজ্যোতিকাজল › বিস্তারিত পোস্টঃ

আমি সমুদ্রের গন্ধ ভালবাসি

০৫ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:১৫



বিবর্ণ অন্ধতম রাতে
আমি পথভ্রষ্ট সমুদ্রের মধ্যে
ভেসে ওঠি ।

আমার ভেতরে জলের ছায়া
ছড়িয়ে ছিটিয়ে পড়ে ।

ভেসে ওঠি
কেঁপে ওঠি
ঢেউয়ের জিহ্বার পিছনে। বিরুদ্ধে।

যদিও এই মহাসাগর
আমাকে করেছে গ্রাস
আমি রইব বহিরঙ্গেই । ইষ্টি-পত্র ।

যখন অন্ধকার ভেঙে
আলো জড়ো হয় দেহে
ভেসে থাকা আমি । ক্ষতচিহ্নের মত ।

আমি সমুদ্রের গন্ধ ভালবাসি
আমি সমুদ্র হতে চাই

আমি হাসিখুশি ,
এই মহান সমুদ্রে জ্যামিতিক ।
এ এক অদ্ভূত অনুভূতি উজ্জ্বল
একটি গোপন অধিকার স্পর্শিয়ে ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৫ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৫২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন:





বিবর্ণ অন্ধতম রাতে
আমি পথভ্রষ্ট সমুদ্রের মধ্যে
ভেসে ওঠি ।

আমার ভেতরে জলের ছায়া
ছড়িয়ে ছিটিয়ে পড়ে ।

ভেসে ওঠি
কেঁপে ওঠি
ঢেউয়ের জিহ্বার পিছনে। বিরুদ্ধে।

যদিও এই মহাসাগর
আমাকে করেছে গ্রাস
আমি রইব বহিরঙ্গেই । ইষ্টি-পত্র ।

যখন অন্ধকার ভেঙে
আলো জড়ো হয় দেহে
ভেসে থাকা আমি । ক্ষতচিহ্নের মত ।

আমি সমুদ্রের গন্ধ ভালবাসি
আমি সমুদ্র হতে চাই

আমি হাসিখুশি ,
এই মহান সমুদ্রে জ্যামিতিক ।
এ এক অদ্ভূত অনুভূতি উজ্জ্বল
একটি গোপন অধিকার স্পর্শিয়ে । -----------------------চমৎকার!!


ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.